Gk in Bengali| Bangla Gk| Gk questions Bengali| Gk 2020 Bengali|Today Gk-All Exams-2021-22
Gk in Bengali| Bangla Gk| Gk questions Bengali| Gk 2020 Bengali 2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য যেমন Railway, SSC, PSC, Army, Navy...
2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।
Today GK is India's best website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.
Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.
এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য GK in Bengali G.K Website.
Gk in Bengali| Bangla Gk| Gk questions Bengali| Bengali.
প্রঃ-সর্বাপেক্ষা দীর্ঘ উদ্ভিদ কোষ কোনটি?
উঃ- রেমি উদ্ভিদের তন্তু কোষ।
প্রঃ-গ্রানাইট সিটি (গ্রানাইট শহর) কাকে বলে?
উঃ-আবার্ডিন (স্কটল্যান্ড)।
প্রঃ-জীবনধর্মকে সংযত করে সমাজধর্মের অনুকুল করাই সামাজিক জীবের শিক্ষার প্রধান কাজ একথা কে বলেছেন ?
উঃ-রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রঃ-ভারতের সংবিধান প্রথম সংশােধিত হয় কত সালে ?
উঃ-১৯৫১ সালে।
প্রঃ-স্বাধীন ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন?
উঃ-জেনারেল কে এম কারিয়াপ্পা।
প্রঃ-অলিম্পিকে কত সালে ফুটবল খেলা হয় ?
উঃ-১৯০৮ সালে।
প্রঃ-একমাত্র কোন খেলায় কেবলমাত্র ডানহাতের খেলােয়াড়রা অংশ নিতে পারেন?
উঃ-পােলাে।
প্রঃ-গ্রামীণ ঋণ সরবরাহকারী ব্যাঙ্কের শীর্ষ প্রতিষ্ঠান নাবার্ড প্রতিষ্ঠিত হয় কোন বছর?
উঃ-১৯৮২ সালে।
প্রঃ-প্রথম কোন বাংলা ছবি ‘অস্কার পুরস্কারের জন্য মনােনীত হয়?
উঃ-সাঁঝবাতির রূপকথারা।
প্রঃ-ভারতের কোন উপরাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন মারা যান ?
উঃ-কৃষ্ণকান্ত।
প্রঃ-সৌরজগতের কোন গ্রহের আকর্ষণ ক্ষমতা সবথেকে বেশি?
উঃ-'বৃহম্পতি৷
প্রঃ-প্রাচীনকালে বাংলার নাম কী ছিল?
উঃ—গৌড়।
প্রঃ-বিখ্যাত মাদাম তুসো' মিউজিয়াম কোথায় অবস্থিত?
উঃ--ইল্যান্ড।
প্রঃ-কমনওয়েলথ গেমস ২০১০ কোথায় অনুষ্ঠিত হবে?
উঃ--নয়াদিল্লি।
প্রঃ-জেমস ধূমকেতুটি প্রথম কত সালে আবিষ্কৃত হয়েছিল?
উঃ–১৮৯২ সালে।
প্রঃ-মিয়ােসিস বিভাজন কোন কোষে হয়?
উঃ-জনন কোষে।
Gk in Bengali| Bangla Gk|Gk questions Bengali.
প্রঃ- কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একাধিক জেলা রয়েছে?
উঃ—পন্ডিচেরি।
প্রঃ-কোন দেশে বহিরাগত নাগরিকদের জন্য দ্বৈতনাগরিকত্ব প্রথা প্রচলিত আছে?
উঃ-- ফ্রান্স।
প্রঃ-কে প্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন?
উঃ–ম্যাগেলান।
প্রঃ-নেপােলিয়ানের ঘােড়ার নাম কী?
উঃ—মারিয়েন গো।
প্রঃ-পেরিস্কোপ কোন নীতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়?
উঃ-প্রতিসরণ ও প্রতিফলন।
প্রঃ-ভারতের অ্যাটিলা’ কে?
উঃ—মিহির গুল।
প্রঃ-গিয়াসউদ্দিন বলবনের আদি নাম কী ছিল?
উঃ-বাহাউদ্দিন।
প্রঃ-ইংরিজি গােয়েন্দা গল্পের লেখকের নাম লেখ, যার দুজন গােয়েন্দার নাম হল মিস মার্পেল ও এরকুল পােয়ারাে?
উঃ-আগাথা ক্রিস্টি।
প্রঃ-পৃথিবীর উচ্চতম নাব্য সরােবর কোনটি ?
উঃ—টিটিকাকা।
প্রঃ-আধুনিক কার্টুনের জনক কে?
উঃ-উইলিয়াম হেগার্থ।
প্রঃ-ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী কে ?
উঃ-মােরারজি দেশাই।
প্রঃ-কোন দেশের সরকারি টেলিভিশন চ্যানেলের নাম ‘রূপবাহিনী’?
উঃ-শ্রীলঙ্কা।
প্রঃ-কোন দেশের প্রাচীন মহাকাব্যের নাম ‘বেউলফ’?
উঃ-ইংল্যাণ্ড।
প্রঃ-» ‘দর্পনারায়ণ পুততুণ্ড’ কোন সাহিত্যিকের ছদ্মনাম ?
উঃ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রঃ-‘ডাভ কটেজ’ কোন বিখ্যাত সাহিত্যিকের বাসভবন ছিল?
উঃ-ওয়ার্ডসওয়ার্থ।
প্রঃ-৩,০,৪,দ্বারা গঠিত তিন অঙ্কবিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত?
উ: - ১৪৭৭।
প্রঃ-ফটোগ্রাফি ক্যামেরায় কোন লেন্স ব্যবহৃত হয়?
উঃ—উত্তল লেন্স।
প্রঃ-‘এলিজাবেথ’ নামক অস্কার বিজয়ী ছবিটির পরিচালক কে ছিলেন?
উঃ-শেখর কাপুর।
প্রঃ-বর্ণের ঔজ্জ্বল্য তুলনামূলকভাবে নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?
উঃ-কলরিমিটার।
প্রঃ-আমাদের দেশে বেতার সম্প্রচার বেসরকারীভাবে কবে শুরু হয়?
উঃ-১৯২৭ সালে।
প্রঃ-নেদারল্যান্ডে কোন ভাষা জাতীয় ভাষার সম্মান অর্জন করেছে?
উঃ-ডাচ।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....