Type Here to Get Search Results !

Gk in Bengali, Gk Questions Bengali, Bangla Gk,-Today Gk-All Exams-2021-22

Gk in Bengali, Gk Questions Bengali, Bangla Gk,-Today Gk-All Exams-2021-22


2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।


Today GK is India's best website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021,   Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs,gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams (like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. 

Most of the students search on internet Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or   General Knowledge,Group-c, d, Daily GK and GK in Bengali,Current Affairs and and Aptitude for UPSC,WBPSC, POLICE, Primary Tet,SSC,SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.


Gk in Bengali, Gk Questions Bengali, Bangla Gk,-Today Gk-All Exams-2021-22


Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2021-22. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.


এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য GK in Bengali G.K Website.

Gk in Bengali, Gk Questions Bengali, Bangla Gk,-Today Gk-All Exams-2021-22


প্রঃ»কোন দেশনায়কের মৃত্যুতে নজরুল তাঁর ইন্দ্রপতন’ কবিতাটি রচনা করেন?

উঃ»চিত্তরঞ্জন দাশ।


প্রঃ»'We shall over come' গানটি কে লিখেছিলেন ? 

উঃ»পিট সিগার।


প্রঃ»পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কী?

উঃ»রবীন্দ্র পুরস্কার।


প্রঃ»বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?

উঃ»মারিয়া এস্টেলনা পেরন (আর্জেন্টিনা)।


প্রঃ»বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কী?

উঃ» সিরিমাভাে বন্দরনায়েক (শ্রীলঙ্কা)।


প্রঃ»কোন ভারতীয় শহরকে এশিয়ার রােম বলা হয় ?

উঃ» দিল্লি।


প্রঃ»বছরের কোন দিনটিকে মহাবিষুব বলে ? 

উঃ»২১ মার্চ।


প্রঃ»বছরের কোন দিনটি জলবিষুব নামে পরিচিত?

উঃ»২৩ সেপ্টেম্বর।


প্রঃ»পৃথিবীর সর্বোচ্চ গতিবেগ কোথায় অনুভূত হয়?

উঃ» নিরক্ষরেখায়।


প্রঃ»কোনও স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত? 

উঃ»১২ ঘন্টা।


প্রঃ»দুটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখ?

উঃ»ইতালির ভিসুভিয়াস এবং ভারতের ব্যারেন।


প্রঃ»দুটি মৃত আগ্নেয়গিরির নাম লেখ ?

উঃ»আন্দামানের নরেকোডাম এবং মায়ানমারের পােপা।


প্রঃ»বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতাে আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে কী বলে?

উঃ»গৌর।


Gk in Bengali, Gk Questions Bengali, Bangla Gk,-Today Gk-All Exams-2021-22


প্রঃ»নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কী বলে?

উঃ» মিয়েন্ডার।


প্রঃ»কত সালে বনসংরক্ষণ আইন প্রণয়ন করা হয় ?

উঃ»১৯৮০ সালে।


প্রঃ»দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উঃ»আনাইমুদি।


প্রঃ»ভারতের সর্বোচ্চ মালভূমি কী ?

উঃ»লাদাখ মালভূমি।


প্রঃ»ভূমধ্যসাগর এবং লােহিত সাগরকে কে সংযুক্ত

উঃ»সুয়েজ খাল।


প্রঃ»পােল্যান্ড ও জার্মানিকে পৃথক করেছে কোন লাইন?

উঃ»হিনডেনবার্গ লাইন।


প্রঃ»ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে?

উঃ»জওহরলাল নেহরু।


প্রঃ»পঞ্চায়েতিরাজ ব্যবস্থার প্রতিষ্ঠান সমুহের ক্ষমতা ও দায়িত্ব কোন কর্তৃপক্ষ সংশোধন করতে পারে?

উঃ»রাজ্য সরকার।


প্রঃ»ভারেতর সংবিধানের জনকল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটি কোথায় আছে? 

উঃ»রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহে।


প্রঃ»ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন?

উঃ»১৮ ধারায়।


প্রঃ»লােকসভায় কোনও বিষয়ে সমান সমান ভােট হলে,নিৰ্ণায়ক ভােট কে দেন? 

উঃ»অধ্যক্ষ।


প্রঃ»কোন রােগের অপর নাম ‘Slim Disease’ ?

উঃ»AIDS.


প্রঃ»মানব শরীরের কোন অঙ্গকে বলা হয় Mirror of Disease? 

উঃ»জিহ্বা।


প্রঃ»বিড়াল কোন স্বাদ গ্রহণ করতে অপারগ?

উঃ»মিষ্টি।


প্রঃ»কোন ভিটামিন বৃষ্টির জলে উপস্থিত থাকে?

উঃ»ভিটামিন-বি।


প্রঃ»কোনরােগের জন্য B.C.G. টিকা দেওয়া হয়?

উঃ»যক্ষারোগ।


প্রঃ»ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উঃ»বিজ্ঞানী ফ্রাঙ্ক।


প্রঃ» ‘ফাদার অব জেনেটিক্স’ কাকে বলে? 

উঃ»মেন্ডেল।


প্রঃ»পৃথিবীর বৃহত্তম হিমবাহ কী?

উঃ»আন্টার্কটিকা মহাদেশের ল্যামবার্ট।


প্রঃ» পৃথিবীর দ্রুততম হিমবাহ কী?

উঃ»গ্রিনল্যান্ডের কুয়ারব্যাক।


প্রঃ»হিমালয় পর্বতের উচ্চাংশে কোন জাতীয় বনভূমি দেখা যায়? 

উঃ»সরলবর্গীয় বৃক্ষ।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Gk Questions Bengali, Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.