Daily Current Affairs in Bengali,13th May 2021,Current Affairs in Bengali, 13th May 2021
Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 13th may 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 13th May 2021
পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 13th May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 13th May 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।
Daily Current Affairs in Bengali,13th May 2021,Current Affairs in Bengali, 13th May 2021
1) Shanghai Ranking 2020 এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে মেধা ও
পারফরম্যান্সের ভিত্তিতে সেরার শিরােপা পেল কোন বিশ্ববিদ্যালয় ?
উঃ- কোলকাতা বিশ্ববিদ্যালয়।
2) Suparipalana বইটির লেখক কে?
উঃ- শৈলেন্দ্র যােশী।
3) Britannia Industries an additional director পদে কে নিযুক্ত হলেন?
উঃ- উর্জিত প্যাটেল।
4) Pt Small Finance Bank 'Great place to work' সার্টিফিকেট ভূষিত হলাে?
উঃ- ESAF Small Finance Bank.
5) পশ্চিমঘাট পর্বতমালা অন্তর্গত সিন্ধুদুর্গ জেলার আম্বলি জায়গাকে বায়াে ডাইভারসিটি
হেরিটেজ সাইট এর মর্যাদা দেওয়া হলাে এটি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ- মহারাষ্ট্র।
6) Public Enterprises selection Board(PESB) এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন?
উঃ- মল্লিকা শ্রীনিভাসন।
7) Employees state insurance corporation(ESIC) এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
উঃ- মুখমীট ভাটিয়া।
8) কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল গ্রামীন মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং
প্রােগ্রাম লঞ্চ করল?
উঃ- জম্মু-কাশ্মীর।
9) সম্প্রতি বিশ্বের উষ্ণতম স্থান হিসেবে ভারতের কোন শহর বিবেচিত হয়েছে?
উঃ- ভুবনেশ্বর।
10) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া1 এপ্রিল কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?
উঃ- 86th.
11) 51 তম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেলেন ?
উঃ- রজনীকান্ত।
12) International children's book day PCA পালিত হয়?
উঃ-2 এপ্রিল।
13) কে ONGC এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ
করলেন?
উঃ- সুভাষ কুমার।
14) কোন সংস্থা খুব হালকা মানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল?
উঃ-DRDO.
15) কোন রাজ্য সরকার মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করল?
উঃ- পাঞ্জাব।
16) সম্পূর্ণ মার্চ মাসে GST সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা?
উঃ- 123902 কোটি টাকা।
17) 2021 সালের 14 এপ্রিল ড: বি আর আম্বেদকর এর কততম জন্মবার্ষিকী পালিত হবে?
উঃ- 130th.
18) 2021 Global gender gap Index এ ভারতের স্থান কত ?
উঃ-140 তম।
19) Paytm Money কোথায় নতুন R&D facility সেন্টার খুলতে চলেছে?
উঃ- পুনে।
20) ওড়িশার রাজ্যের দ্বিতীয় বায়ােস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে কোন জায়গা?
উঃ- মহেন্দ্রগীরি।
21) কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত 4 টি ব্যাংকে কত কোটি টাকা বিনিয়ােগ করতে চলেছে?
উঃ- 14500 কোটি টাকা।
-:Current Affairs in Bengali :-
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....