Type Here to Get Search Results !

Daily Current Affairs in Bengali,27th May 2021,Current Affairs in Bengali, 27th May 2021

Daily Current Affairs in Bengali,27th  May 2021,Current Affairs in Bengali, 27th  May 2021

 

Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 27th may 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)আপনার সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 27th  May 2021

 

Daily Current Affairs in Bengali,27th  May 2021,Current Affairs in Bengali, 27th  May 2021
Today Gk-All Exams

 

Current Affairs in Bengali: 27th  May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি

 

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 27th May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali 27th May 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল 

 

Daily Current Affairs in Bengali,27th  May 2021,Current Affairs in Bengali, 27th  May 2021


 1. সম্প্রতি, “International Day of Light” কবে পালিত হয়েছে?

Ans : 16 মে.


2. Buddha in Gandhara বইটির লেখক কে?  

Ans : সুনিতা দ্বিবেদী।


3. করোনা রোগীদের বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করতে সঞ্জীবনী পারিযোজনা লঞ্চ করলো কোন রাজ্য?

Ans :  হরিয়ানা


4. পাঞ্জাব রাজ্য সরকার মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম এর নাম বদল করে কি রাখতে চলেছে? 

Ans : অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম।


5. India Biodiversity Award 2021 জিতলেন কেরালার কোন পরিবেশ সংরক্ষণবিদ?

 Ans : শাজি এন.এম


6. আন্তর্জাতিক নিখোঁজ শিশু দিবস (International Missing Children's Day) কবে পালিত হয়?  

Ans : 25 মে।


7. Oxford Student Union-এর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন কোন ভারতীয় ছাত্রী?

Ans : আনভি ভুটানি


8. সম্প্রতি প্রয়াত হাইব্রিড ধানের জনক Yuan Longping, তিনি কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন?

Ans : চীন


9. কোন ভারতীয় বংশোদ্ভূত, অক্সফোর্ড স্টুডেন্ট ইউনিয়ন এর সভাপতি পদে নির্বাচিত হলেন?

Ans : আনভী ভুটানি।


10. India and Asian Geopolitics’ শিরোনামে বই লিখলেন কে?

Ans : শিবশঙ্কর মেনন


11. কোন হেলথকেয়ার কোম্পানি 2021 সালে Gold Stevie Award জিতল?  

Ans : SpiceHealth.


12. 2020-21 La Liga title জিতলো কোন ফুটবল ক্লাব?

Ans :  Atletico Madrid.


13. ইজরায়েলের পরবর্তী Mossad চিফ পদে কে নিযুক্ত হলেন? 

Ans :  David Barnea.


14.  বর্ষাকালে বৃক্ষরোপনে উৎসাহিত করতে অঙ্কুর স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?

 Ans :  মধ্যপ্রদেশ


15. 2021 সালে ATP Geneva open title কে জয়লাভ করলো? 

Ans :  Casper Ruud.


16.  সম্প্রতি ব্ল্যাক ফাঙ্গাস ড্রাগ ‘Posaconazole’ লঞ্চ করলো কোন কোম্পানী?

Ans : MSN Labs.


17. কোভিড 19 সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য Global pandemic radar লঞ্চ করলো কোন দেশ?

Ans :  ইউনাইটেড কিংডম।


18. সিবিআই (CBI) এর নতুন ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন? ➢

Ans : সুবোধ কুমার জয়সওয়াল।


19. CBI সদরদপ্তর কোথায় অবস্থ‌িত?

Ans : নিউ দিল্লি।  




-:Current Affairs in Bengali :- 

29 April 2021 ==>click here<==

30 April 2021 ==>Click here<==

1st May 2021 ==>Click here<==

2nd May 2021 ==>Click here<==

3rd May 2021 ==>Click here<==

4th May 2021 ==>Click here<==

5th May 2021 ==>Click here<==

6th May 2021 ==>Click here<==

7th May 2021 ==>Click here<==

8th May 2021 ==>Click here<==

9th May 2021 ==>Click here<==

10th May 2021 ==>Click here<==

14th May 2021 ==>Click here<==

15th May 2021 ==>Click here<==

 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ....

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.