Daily Current Affairs in Bengali,28th May 2021,Current Affairs in Bengali, 28th May 2021
Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 28th may
2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 28th May 2021
![]() |
Today Gk-All Exams |
Current Affairs in Bengali: 28th May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 28th May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current
Affairs in Bengali : 28th May 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।
Daily Current Affairs in Bengali,28th May 2021,Current Affairs in Bengali, 28th May 2021
Ans : এন্থনি হপকিন্স।
2. Sach Kahun Toh এটা কোন বলিউড অভিনেত্রীর আত্মজীবনী?
Ans : নীনা গুপ্তা।
3. নিম্নের কোনটি সম্প্রতি ‘কোভিড – ১৯ অ্যান্টিবডি সনাক্তকরণ কিট’ তৈরি করলাে?
Ans : DRDO.
4. নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স” কোন সংস্থা গঠন করেছে?
Ans : UNEP.
5. কোন রাজ্য সম্প্রতি “Mission Oxygen Self-Reliance” স্কিম লঞ্চ করলাে ?
Ans : মহারাষ্ট্র।
6. 2021 সালে PGA championship কে জয়লাভ করলো?
Ans : ফিল নিকেলসন।
7. মাউন্ট অন্নপূর্ণা’ কোন দেশে অবস্থিত ?
Ans : নেপাল।
8. বায়ােলজিকাল ডাইভারসিটির জন্য আন্তর্জাতিক দিবস কবে পালিত হয় ?
Ans : 22nd May.
9. সেরা পরিচালকের জন্য কোন মহিলা অস্কার জিতেছেন?
Ans : ক্লো ঝাও।
10.কৃষিতে সহযোগিতার জন্য ভারত আর কোন দেশের মধ্যে তিন বছরের চুক্তি স্বাক্ষরিত হলো?
Ans : ইজরায়েল।
11. কোন রাজ্যে দুর্যোগপূর্ণ দাবানল ছড়িয়ে পড়েছে?
Ans : মিজোরাম।
12. সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুনা নিম্নের কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ?
Ans : চিপকো আন্দোলন।
13. অ্যান্ডি জেসি, অফিশিয়ালি 5 জুলাই কোন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হতে চলেছেন?
Ans : আমাজন।
14. উন্নয়নশীল দেশগুলিতে জলবায়ু অর্থ দ্বিগুণ করার জন্য কোন দেশ “আন্তর্জাতিক জলবায়ু অর্থ পরিকল্পনা” ঘোষণা করেছে ?
Ans : আমেরিকা।
15. পিনারাই বিজয়ন সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ?
Ans : কেরলা।
16. কোন আইপিএল দল কোভিড - 19 রিলিফ প্রোগ্রাম Project SAAH লঞ্চ করল?
Ans : পাঞ্জাব কিংস।
17. লক্ষ্মী ভান্ডার প্রকল্প" লঞ্চ করলো কোন রাজ্য?
Ans : পশ্চিমবঙ্গ।
18. ‘India and Asian Geopolitics: Th Past, Present” এই বইটির লেখক কে ?
Ans : শিব শংকর মেনন।
19. কোন ব্যাংক ব্যাঙ্গালোরে মোবাইল এটিএম পরিষেবা চালু করল?
Ans : HDFC Bank.
20. বিশ্ব ক্ষুধা দিবস কবে পালিত হয়?
Ans : 28 মে।
-:Current Affairs in Bengali :-
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current
Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School
Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today
Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....