Daily Current Affairs in Bengali,Current Affairs in Bengali,1st May 2021
![]() |
Today Gk-All Exams |
Current Affairs in Bengali: 1st May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
Daily Current Affairs in Bengali,Current Affairs in Bengali,1st May 2021
প্রঃ- "মে দিবস" কবে পালিত হয় ?
উঃ- 1st May.
পঃ- আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় ?
উঃ- 1st May.
প্রঃ- স্পুটনিক ভি কি ?
উঃ- রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি।
প্রঃ- Chandler Good Government Index (CGGI) 2021 -এ ভারতের অবস্থান কত?
উঃ-49 তম।
প্রঃ-সম্প্রতি, কাকে Bajaj Auto -এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে?
উঃ-নীরজ বাজাজ।
প্রঃ-ভারতের প্রথম 3D প্রিন্টেড বাড়িটি কোথায় উদ্বোধন করলেন নির্মলা সিথারমন?
উঃ-IIT Madras.
প্রঃ-ভারতে WhatsApp Pay-এর হেড হিসাবে নিযুক্ত হলেন কে?
উঃ-মানেশ মহাত্মে।
প্রঃ-আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারটি তৈরী করছে কোন দেশ?
উঃ-যুক্তরাজ্য।(Microsoft কোম্পানির সহায়তায় এটি বানাবে যুক্তরাজ্যে আবহাওয়া দপ্তর)
প্রঃ-Bharat Earth Movers Limited (BEML) -এর নতুন ম্যানেজিং ডাইরেক্টর (MD) পদে কে নিযুক্ত হয়েছেন?
উঃ- অমিত ব্যানার্জি।
প্রঃ-সম্প্রতি, "Tata Sons" রাম মন্দির নির্মাণের জন্য কত টাকা দান করেছে?
উঃ-5 কোটি।
প্রঃ-সম্প্রতি, TATA Group নিম্নলিখিত কোন কোম্পানিকে ক্রয় করেছে?
উঃ- Big Basket.(প্রতিষ্ঠাতা - জামশেদজি টাটা প্রতিষ্ঠা - 1868, মুম্বাই)
প্রঃ-সম্প্রতি, কাকে ভারতের অর্থ সচিব পদে নিযুক্ত করা হয়েছে?
উঃ-টি. ভি সােমনাথন।
প্রঃ-নিম্নলিখিত কোন দিবসটি, 30 এপ্রিল তারিখে পালিত হয়?
উঃ- International Day of Non-Violence.
প্রঃ-সম্প্রতি কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম "WILD Innovator Award" পেয়েছেন?
উঃ-কৃথি কারান্ত।
প্রঃ- সম্প্রতি প্রয়াত মাইকেল কলিন্স কোন মহাকাশ মিশনের কমান্ড মডিউলের পাইলট ছিলেন?
উঃ- Apollo 11. এই চন্দ্র মিশনটি ১৯৬৯ সালে লঞ্চ হয়। এই মিশনের তিন মহারথী হলেন নীল আমস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স।
প্রঃ-মৃত্যুকালীন কলিন্স এর বয়স কতহয়েছিল?
উঃ- মৃত্যুকালীন কলিন্স এর বয়স হয়েছিল ৯০ বছর।
প্রঃ-Border Roads Organisation(BRO)-এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
উঃ- বৈশালী এস. হিবাসে।
প্রঃ-প্রেগন্যান্ট মহিলাদের জন্য হােয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার চালু করলাে কে?
উঃ-NCW.(NCW- এর পুরাে কথা- National Commission for Women)
Current Affairs in Bengali :-
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....