Daily Current Affairs in Bengali| Current Affairs in Bengali|2nd May 2021
Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 2nd may 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 2nd May 2021
Current Affairs in Bengali: 2nd May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 2nd May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 2nd May 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।
Daily Current Affairs in Bengali|Current Affairs in Bengali|2nd May 2021
Q. কোন কর্তৃপক্ষ সম্প্রতি রায় দিয়েছে যে স্বাদযুক্ত দুধ হল দুধযুক্ত পানীয় এবং 12 শতাংশ জিএসটি চাপানো হবে?
Ans : Authority for Advance Ruling (AAR).
Q. সম্প্রতি নাসকমের চেয়ারপারসন পদে কে নিয়োগ পেয়েছেন?
Ans : Rekha M Menon.
Q.SHANTIR OGROSHENA 2021 (শান্তির সম্মুখ দৌড়ক) নামক বহুজাতিক সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হবে?
Ans : বাংলাদেশ।
Q. ডাব্লুএইচওর (WHO) সমর্থিত প্রোগ্রামটির নাম কী, যার লক্ষ্য কোভীড ১৯-এর প্রভাব মোকাবেলায় তরুণদের ধারণাগুলি তহবিল করা?
Ans : Global Youth Mobilization.
Q. পঞ্চায়েতীর রাজ দিবস পালিত হয়?
Ans : 24 এপ্রিল।
Q. কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF) শৌর্য দিবস প্রতিবছর কোন দিন পালন করা হয়?
Ans : 9 এপ্রিল।
Q. 2021 এর জন্য ওয়ার্ল্ড বুক রাজধানী কী?
Ans : তিবিলিসি, জর্জিয়া।
Q. অমিত মিস্ত্রি সম্প্রতি মারা গেছেন । তিনি ছিলেন একজন
Ans : অভিনেতা।
Q. DIKSHA” ওয়েব পোর্টালটি কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে সম্পর্কিত?
Ans : শিক্ষা মন্ত্রকের সাথে।
Q. জনস্বাস্থ্য সুবিধা স্থাপনের জন্য পিএসএ অক্সিজেন প্ল্যান্ট অনুমোদিত হয়েছে। পিএসএর পূর্ণ অর্থ কী?
Ans : Pressure Swing Adsorption.
Q. বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়?
Ans : 25 এপ্রিল।
Q. নাগরিকদের সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য মঙ্গলের জন্য চালু হওয়া মোবাইল অ্যাপটির নাম দিন?
Ans : MANAS.
Q.স্যাকারিন তৈরীতে ব্যবহৃত হয়- কী ?
Ans : টলুইন।
Q. কাকে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নামকরণ করা হয়েছে?
Ans : ওয়াশিংটন সূন্দর।
Q. বিখ্যাত বাঙালি ব্যক্তি শঙ্খ ঘোষ সম্প্রতি মারা গেছেন তিনি একজন কী ছিলেন?
Ans : বিখ্যাত বাঙালি কবি ছিলেন।
Q. আন্তর্জাতিক মাদার আর্থ ডে 2021 এর থিম কী?
Ans : Restore Our Earth.
Q.“উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস” পালন করা হয়?
Ans : ৬ এপ্রিল।
Q.প্রধানমন্ত্রী কেয়ার তহবিল ব্যবহার করে কয়টি অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট স্থাপন করা হবে?
Ans : 551.
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....