Daily Current Affairs in Bengali,Current Affairs in Bengali, 6th May 2021
Daily Current Affairs in Bengali,Current Affairs in Bengali,6th May 2021
প্রঃ প্রতিবছর, 6 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়?
উঃ International No Diet Day.
প্রঃ সম্প্রতি কবে “International Midwife Day” কবে পালিত হয়?
উঃ 5 মে।
প্রঃ World Hand Hygiene Day কবে পালিত হয়
উঃ 5 মে।
প্রঃ কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগমােহন সতি প্রায়াত হলেন?
উঃ জম্মু ও কাশ্মীর।
প্রঃ কোন রাজ্যের ১০টি জেলায় পর্বত ধারা যােজনা লঞ্চ করা হলাে?
উঃ হিমাচল প্রদেশ।
প্রঃ কবােলা বােগীদেৰ জন্য বিনামূল্যে অটো অ্যাম্বুলেন্স সার্ভিস লঞ্চ করলাে কোল বাগ্য?
উঃ দিল্লি।
প্রঃ স্বাস্থ্য কাঠামাের উন্নতির জন্য ব্যাঙ্ক গুলিকে লােন দিতে কত হাজার কোটি টাকার ফান্ড তৈরি করলাে ভারতীয় বিজার্ভ ব্যাঙ্ক?
উঃ 50 হাজার কোটি।
প্রঃ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী তাদের Green solar Power Plant কোথায় স্থাপন করেছে?
উঃ সিকিম।
প্রঃ সম্প্রতি কোন রাজ্য “পর্বত ধারা যোজনা” শুরু করেছে ?
উঃ হিমাচল প্রদেশ।
প্রঃ সম্প্রতি UNESCO দ্বারা কাকে “Guillermo Cano World Press Freedom Prize 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে কাকে ?
উঃ মারিয়া রেসা।
প্রঃ সম্প্রতি, “Tata Sons” রাম মন্দির নির্মাণের জন্য কত টাকা দান করেছে?
উঃ 5 কোটি।
প্রঃ “Kotak Mahindra Life Insurance Company Limited” -এর MD পদে কে নিযুক্ত হয়েছেন ?
উঃ মহেশ বালসুব্রমানিয়াম।
-:Current Affairs in Bengali :-
29 April 2021 ==>click here<==
30 April 2021 ==>Click here<==
1st May 2021 ==>Click here<==
2nd May 2021 ==>Click here<==
3rd May 2021 ==>Click here<==
4th May 2021 ==>Click here<==
5th May 2021 ==>Click here<==
6th May 2021 ==>Click here<==
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....