Daily Current Affairs in Bengali| Current Affairs in Bengali| 9th May 2021
Current Affairs in Bengali, 9th May 2021
উঃ 60টি নতুন স্যাটেলাইট লঞ্চ করল SpaceX.
➦ কোন রকেটের সাহায্যে এই 60টি নতুন স্যাটেলাইট লঞ্চ করা হলো?
উঃ ফ্যালকন 9 রকেটের সাহায্যে।
➦ স্টারলিংক মিশনের আওতায় হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করতে কয়টি নতুন স্টারলিংক স্যাটেলাইট লঞ্চ করা হল?
উঃ 60টি।
➦ কত সালে SpaceX প্রতিষ্ঠা করা হয়?
উঃ 6 মে 2002 সালে প্রতিষ্ঠা করা হয়।
➦ SpaceX-এর সদর দপ্তর হল কোথায় অবস্থিত ?
উঃ ক্যালিফোর্নিয়ায়।
➦ SpaceX প্রতিষ্ঠা করেন কে ?
উঃ এলন মাস্ক 6 মে 2002 সালে।
➦ কোন মুখ্যমন্ত্রী "সেবা সংকল্প" হেল্পলাইন নাম্বার চালু করল?
উঃ হিমাচল প্রদেশ সরকার।
➦ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ জয় রাম ঠাকুর।
➦ হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী ও শীতকালীন রাজধানীর নাম কি?
উঃ হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন
রাজধানী হল শিমলা এবং শীতকালীন রাজধানী হল ধর্মশালা।
➦ হিমাচল প্রদেশের "সেবা সংকল্প" হেল্পলাইন নাম্বার কত?
উঃ হেলপ্লাইন নাম্বারটি হল “1100”.
➦ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর নাম কী ?
উঃ এম কে স্টালিন
নতুন মুখ্যমন্ত্রী হলেন তামিলনাড়ুর।
➦ তামিলনাড়ুর রাজ্যপাল- এর নাম কী ?
উঃ বানওয়ারিলাল পুরোহিত।
➦ তামিলনাড়ুর রাজধানীর নাম কী?
উঃ চেন্নাই।
➦ ডেনমার্কে
জৈব পদ্ধতিতে উৎপাদিত বাজরা রফতানি করতে চলেছে কোন দেশ?
উঃ ভারত ডেনমার্কে জৈব পদ্ধতিতে উৎপাদিত বাজরা রফতানি করবে।
➦ ডেনমার্কের প্রধানমন্ত্রীর নাম কী?
উঃ মেটে ফ্রেডেরিক্সেন।
➦ ডেনমার্কের রানী কে?
উঃ দ্বিতীয় মার্গারেথ হলেন ডেনমার্কের রানী।
➦ ডেনমার্কের রাজধানীর নাম কি?
উঃ কোপেনহেগেন।
➦ Infosys ভারতে কোভিড -19-এর লড়াইয়ের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য কত টাকা ডোনেট করবে?
উঃ Infosys ভারতে কোভিড -19-এর লড়াইয়ের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য 100 কোটি টাকা দেবে।
➦ Infosys ভারতের দ্বিতীয় বৃহত্তম কি কম্পানি?
উঃ Infosys ভারতের দ্বিতীয় বৃহত্তম IT কম্পানি।
➦ ইনফোসিস প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ 7 জুলাই 1981 সালে।
➦ Infosysএর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ ব্যাঙ্গালুরুতে।
➦ পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ এন রাঙ্গসামি
পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হলেন।
➦ পুদুচেরির রাজধানী এবং বৃহত্তম শহর হল এর নাম কি?
উঃ পন্ডিচেরি।
➦ কোন রাজ্য সরকার করোনার রোগীদের জন্য আয়ুর্বেদিক টেলিমেডিসিন সুবিধা চালু করেছে?
উঃ হরিয়ানা রাজ্য সরকার।
➦ হরিয়ানার রাজ্যপাল কে?
উঃ সত্যদেব নারায়ণ আর্য হলেন হরিয়ানার রাজ্যপাল।
➦ হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ মনোহর লাল খাট্টার।
➦ তেলেঙ্গানায়
এক্সপেরিমেন্টাল পারপাসে কিসের মাধ্যমে ভ্যাকসিন ডেলিভারি করা হবে?
উঃ ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন ডেলিভারি করা হবে।
➦ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ শ্রী কে চন্দ্রশেখর রাও।
➦ তেলেঙ্গানার রাজধানীর নাম কি?
উঃ হায়দ্রাবাদ।
➦ BRO-কি?
উঃ BRO- Border Roads Organisation.
➦ BRO প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
উঃ 7 মে 1960 সালে BRO প্রতিষ্ঠিত হয়েছিল।
➦ BRO-র ডাইরেক্টর জেনারেল কে?
উঃ হলেন রাজীব চৌধুরি।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....