Type Here to Get Search Results !

Most Important GK,GK in Bengali,(বিভিন্ন শস্ত্রের ও বিষয়ের জনক)Father of various scriptures, All Competitive Exam

Most Important GK,GK in Bengali,(বিভিন্ন শস্ত্রের ও বিষয়ের জনক)Father of various scriptures, All Competitive Exam


Hello My dear students:  এই পোষ্টে বিভিন্ন শাস্ত্রের জনক এর তালিকা  শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে বিভিন্ন শাস্ত্রের জনক এর তালিকা দেওয়া হল।

2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল,এস এস সি,পি এস সি,ইউ পি এস সি,স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি,নেভি,এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Most Important GK,GK in Bengali,(বিভিন্ন শস্ত্রের ও বিষয়ের জনক)Father of various scriptures, All Competitive Exam,
Today Gk-All Exams


Today GK is India's best website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021,   Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs,gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams (like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. 

Most of the students search on internet Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or   General Knowledge,Group-c, d, Daily GK and GK in Bengali,Current Affairs and and Aptitude for UPSC,WBPSC, POLICE, Primary Tet,SSC,SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য GK in Bengali G.K Website.


Most Important GK,GK in Bengali,(বিভিন্ন শস্ত্রের ও বিষয়ের জনক)Father of various scriptures, All Competitive Exam


➤বিভিন্ন শস্ত্রের জনক, কে কিসের জনক তার নাম :

 বিশ্ব সাহিত্য সংস্কৃত এর জনক:

  সনেট -এর জনক পেত্রাক।

  সায়েন্স ফিকশন -এর জনক মেরি শ্যালি।

  যাত্রা  -এর জনক ক্লাওডিও মন্টে ভারডি।

  রুশ সাহিত্য এর জনক  ম্যক্সিম গোরকি।

  চলচিত্র এর জনক এডওয়ার্ড মিউব্রিজ।

  আধুনিক নৃত্য -এর জনক ইসাডেরা।

  পশ্চিমা সঙ্গীত -এর জনকজোহান সেবাস্তেন বস। 

  রেনেসীয় চিত্রকলা -এর জনক জিওট্টো।

  আধুনিক কার্টুন -এর জনকউইলিয়াম হোগারথ।

  আধুনিক সার্কাস -এর জনক ফিলিপ অ্যাস্টলে।

 

 গণিত এর জনক :

 

  সংখ্যাতত্ত্ব  -এর জনক  পিথাগোরাস।

  গণনা -এর জনকচার্লস ব্যাবেজ।

  জ্যামিতি -এর জনক ইউক্লিড।

  বীজ গণিত অ্যালগারিদম -এর জনকআল-খাওয়ারিজম।

  ক্যালকুলাস -এর জনকভাসকরা।

  ত্রিকোণমিতি -এর জনক হিপ্পার চাস। 

  স্থিতিবিদ্যা -এর জনকআর্কিমিডিস।

  গতিবিদ্যা -এর জনকগ্যালিলিও।

 

 পদার্থ বিদ্যা এর জনক :

 

  পদার্থ বিদ্যা -এর জনকআইজ্যাক নিউটন।

  আধুনিক পদার্থ বিদ্যা -এর জনক আলবার্ট আইনিস্টাইন।

  পারমানবিক পদার্থ বিদ্যা-এর জনকআরনেস্ট রাদারফোর্ড।

  আলোক বিদ্যা -এর জনকজগদীশ চন্দ্র বসু। 

  তেজস্ক্রিয়তা -এর জনক হেনরি বেরকল।

  পারমানবিক বোমা -এর জনক যে রবার্ট ওপেনহাইমার।

  হাইড্রোজেন বোমা -এর জনকএডওয়ার্ড টেলার।

  কোয়ান্টাম তত্ত্ব -এর জনক ম্যাক্স প্ল্যাঙ্ক।

  আপেক্ষিক তত্ত্ব -এর জনকআলবার্ট আইনিস্টাইন।

  টেলিফোন -এর জনক আলেকজান্ডার গ্রাহাম।

  বাষ্প ইঞ্জিন -এর জনকথমাস নিউকোমেন।

  মোটর গাড়ি -এর জনককার্ল বেঞ্জ।

  আধুনিক টায়ার -এর জনকজন বয়রড ডানলফ।

  রেডিও -এর জনক লি ডি ফরেস্ট।

  আধুনিক টেলিভিশন -এর জনকঅ্যালেন বি ডুমেন্ট।

  সেমি কন্ডাক্টর -এর জনকজ্যাক কিলবি।

  আধুনিক যোগাযোগ প্রযুক্তি -এর জনকসাইরাস ফিল্ড।

 

 কম্পিউটার বিজ্ঞান এর জনক :

 

  কম্পিউটার -এর জনক চার্লস ব্যাবেজ।

  আধুনিক কম্পিউটার বিজ্ঞান -এর জনকএলান ম্যাথাসন ডুরিং।

  পার্সোনাল কম্পিউটার -এর জনকআনড্রে থাই টুরং।

  WWW (World Web Wide) -এর জনকটিম বারনাস লি। 

  মেইল -এর জনকরে টমলিনসন।

  ইন্টারনেট -এর জনকভিন্টন জি কারফ।

  ইন্টারনেট সার্চ ইঞ্জিন -এর জনকএলান এমটাজ।

  ভিডিও গেমস -এর জনকনোলেন বুশনেল।

  অ্যানিমেশন -এর জনকওয়াল্ট জিডনি।

  ভিজুয়েল বেসিক -এর জনকএলান কুপার।

  জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ -এর জনকজেমস গসলিং।

  উইকিপিডিয়া -এর জনকজিমি ওয়েলস।

 

 রসায়ন বিদ্যা এর জনক :

 

  রসায়ন বিদ্যা -এর জনকজাবের ইবনে হাইয়ান।

  আধুনিক রসায়ন বিদ্যা -এর জনকঅ্যান্টনি লরেন্টল্যাভসেসিয়ে।

  জৈব রসায়ন -এর জনকফ্রেডারিক উইলার।

  পরমাণুবাদ -এর জনকডেমোক্রিটাস।

  পর্যায় সারণি -এর জনক দিমিত্রি মেন্ডেলিপ।

 

 জীব বিজ্ঞান এর জনক :

 

  জীববিদ্যা প্রাণীবিদ্যা -এর জনকএরিস্টটল।

  উদ্ভিদ বিদ্যা -এর জনকথিওফ্রাস্টাস।

  বিবর্তন জীববিদ্যা -এর জনকচার্লস ডারউইন।

 জীবের নামকরণ বিদ্যা -এর জনকক্যারোলাস লিনিয়াস।

  বংশগতি বিদ্যা -এর জনকগ্রেগর জোহান মেন্ডেল।

  রক্ত সংবহনবিদ্যা -এর জনকউইলিয়াম হার্ডে।

  আধুনিক কোষতত্ত্ব -এর জনক সোয়ান হাইডেন।

  রোগ জীবাণু তত্ত্ব -এর জনকলুই পাস্তুর।

  বাস্তু সংস্থান -এর জনকউইজেন উডাম।

 প্রাণ শক্তি -এর জনকজে জে বার্জেলিয়াম।

 

 চিকিৎসা বিজ্ঞান এর জনক :

 

  চিকিৎসা বিদ্যা ওষুদ -এর জনকহিপক্রেটাস।

  আধুনিক ওষুদ -এর জনকইবনে সিনা।

  অ্যানাটমি -এর জনকহেরোফিলাস।

  আধুনিক সার্জারি -এর জনকজাই ডি চাওলিয়েক।

  প্লাস্টিক সার্জারি -এর জনকসাসরুটা।

 অস্থি সার্জারি -এর জনকলরেন্স বলভেন।

 হোমিও শাস্র -এর জনকডঃ স্যামুয়েল হ্যানিমেন।

 

  ভূগোল ইতিহাস এর জনক :

 

 ভূগোল -এর জনকইরাটস স্থনিস।

 খনিজ বিদ্যা -এর জনকজর্জ এগ্রিকোলা।

 আধুনিক ভূবিদ্যা -এর জনকজেমস হ্যাটন।

 আধুনিক জ্যোতির্বিদ্যা -এর জনকগ্যালেলিও গ্যালিলি।

 ইতিহাস-এর জনকহেরোডেটাস।

 আধুনিক ইতিহাস -এর জনকথুকি ডাইসিস।

 ইসলামের ইতিহাস -এর জনকআল-মাসুদি।

 

 অর্থনীতি ব্যবস্থাপনার জনক :

 

❤  অর্থনীতি -এর জনকএডাম স্মিথ।

 আধুনিক অর্থনীতি -এর জনকপল স্যামুয়েলসন।

 ইউরো মুদ্রা -এর জনকরবার্ট মেন্ডেল।

❤ ব্যবস্থাপনা -এর জনক পিটার ড্রকার।

 আধুনিক ব্যবস্থাপনা -এর জনকলিলিয়ান মোলার গিলবাথ।

 

 রাষ্ট্রবিজ্ঞান -এর জনক :

 

❤ রাষ্ট্রবিজ্ঞান -এর জনকএরিস্টটল।

 আধুনিক রাষ্ট্রবিজ্ঞান -এর জনকনিকোলোম্যাকেয়াভেলি।

 গণতন্ত্র -এর জনকএরিস্টটল।

 আধুনিক গণতন্ত্র -এর জনকজন লক.

 আমলাতন্ত্র -এর জনকমাক্স বেবার।

 আধুনিক জার্মান -এর জনকপ্রিন্স অটভান বিসমার্ক

 বিশ্ব গ্রাম ধারণা -এর জনকমার্শাল ম্যাকলুহান।

 ব্যক্তি ধারনা--এর জনক --জন স্টুয়াট মিল। 

 

 জ্ঞানবিজ্ঞানের অন্যান্য শাখার জনক :

 

 ক্রিকেট -এর জনকডব্লিও জি গ্রেস।

 ফুটবল -এর জনক এবনেজার মরলে।

 বিজ্ঞান -এর জনকথ্যালিস।

 আধুনিক বিজ্ঞান -এর জনকরজারবেকন।

 মৃত্তিকা বিজ্ঞান -এর জনকজ্যাসিলি ডকুচেব।

 কৃষি বিজ্ঞান -এর জনকজোন্সেটাল।

 মৎস্য বিজ্ঞান -এর জনকপেটার আর্টেডি।

 সুপ্রজনন বিজ্ঞান -এর জনক গ্রেগর মেনডেল।

 গ্যাস বিজ্ঞান -এর জনকসেসিবিয়াস।

❤ আলোকচিত্র বিদ্যা -এর জনকলুইস ডাগুইরে।

 প্রত্নবিদ্যা -এর জনকথমাস জেফারসন।

 স্থাপত্য বিদ্যা -এর জনকজন ভন নিউম্যান।

 আধুনিক শিক্ষাব্যবস্থা -এর জনকলর্ড মেকেলে।

❤ সমাজ বিজ্ঞান -এর জনকঅগাস্ট ক্যোঁৎ।

  সমাজ কর্ম -এর জনকজন এডামস।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.