Type Here to Get Search Results !

কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs in Bengali 11 July 2021,WBCS, PSC, SSC, RRB, NTPC.....

Current Affairs in Bengali , Daily Current Affairs in Bengali 11 July 2021  


Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 11 July 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 11 July 2021    

কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs in Bengali , Daily Current Affairs in Bengali 11 July 2021

কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs in Bengali , Daily Current Affairs in Bengali 11 July 2021



Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021,   Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs,gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, Most important Gk (like WBCS, PSC, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.     


Most of the students search on internet Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or   General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali,Current Affairs and and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet,SSC,SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.    


কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs in Bengali , Daily Current Affairs in Bengali 11 July 2021



1. 2022 সালে মহিলা এশিয়ান কাপ কোথায় অনুষ্ঠিত হবে? 
Ans : ভারত।


2.  সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কোন দেশে দুই দিনের সফরে গেছেন?
Ans : জর্জিয়া।   



3. কেন্দ্রীয় আইন মন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? 
Ans : কিরেন রিজিজু।


4. বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্যান্ডক্যাসল কোথায় নির্মিত হয়েছে?
Ans : ডেনমার্ক।


5. 2021 সালে কোন Airline company Airline of year পুরস্কার জিতল? 
Ans : Korean Air.


6. Color Coded Action Plan’ কোন রাজ্য অনুমোদিত হয়েছে?
Ans : দিল্লি। 



7. কোন কেন্দ্রীয় মন্ত্রী মাছ চাষীদের জন্য ‘মৎস সেতু’ app লঞ্চ করল? 
Ans : গিরিরাজ সিং।


8.  কোন বীমা সংস্থা পৃথক তাত্ক্ষণিক বার্ষিকী প্রকল্প ‘সরল পেনশন’ চালু করেছে?
Ans : LIC.


9. IBM এর প্রেসিডেন্ট পদ থেকে কে পদত্যাগ করলেন? 
Ans : Jim Whitehurst.     



10. সম্প্রতি কোন রাজ্য থেকে জিআই সার্টিফাইড ‘ভালিয়া গম’ র প্রথম চালানটি রফতানি করা হয়েছে?
Ans : গুজরাট।    


11. ভারতের প্রথম মেরিটাইম আরবিট্রেশন সেন্টার কোথায় স্থাপন করা হবে?
Ans : গান্ধীনগর।


12. ভারতের রেলমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? 
Ans : অশ্বিনী বৈষ্ণব।  


13. কোন রাজ্য সরকার mukhymantri shehri nikay swamitva yojona লঞ্চ করল?
Ans : হরিয়ানা।  


14. কোন রাজ্য সরকার ‘Model Tenancy Act’ প্রবর্তনের পরিকল্পনা করছে?
Ans : কর্ণাটক।  


15. ‘National 7-Eleven Day’ কবে পালিত হয়? 
Ans : ১১ই জুলাই (11th july).    


16. কোন মন্ত্রণালয় ‘SPARSH system’ বাস্তবায়িত করেছে?
Ans : প্রতিরক্ষা মন্ত্রক।    


17. ‘World Population Day’ কবে পালিত হয়? 
Ans : ১১ই জুলাই (11th july).      


18. কোন মন্ত্রণালয় ‘SPARSH system’ বাস্তবায়িত করেছে? 
Ans : প্রতিরক্ষা মন্ত্রক।


19. মধ্য প্রদেশে জাতীয় মানসিক স্বাস্থ্য ও গবেষণা ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে?
Ans : সিহোর।



20. কোন রাজ্য প্রথম সম্পূর্ণ টিকাদান বিধানসভা কেন্দ্রকে 20 লক্ষ টাকা নগদ দেওয়ার ঘোষণা করেছে?
Ans : মণিপুর।



পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali 11 July 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali 11 July 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।          


Current Affairs in Bengali : 11 July 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।   


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.