Type Here to Get Search Results !

কারেন্ট অ্যাফেয়ার্স || Daily Current Affairs in Bengali 6 July 2021,Current Affairs in Bengali

Current Affairs in Bengali , Daily Current Affairs in Bengali 6 July 2021  


Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 6 July 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 6 July 2021

কারেন্ট অ্যাফেয়ার্স || Daily Current Affairs in Bengali 6 July 2021,Current Affairs in Bengali
কারেন্ট অ্যাফেয়ার্স || Daily Current Affairs in Bengali 6 July 2021,Current Affairs in Bengali



Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021,   Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs,gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, Most important Gk (like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.     


Most of the students search on internet Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or   General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali,Current Affairs and and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet,SSC,SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.    


Current Affairs in Bengali , Daily Current Affairs in Bengali 6 July 2021  


1. সম্প্রতি পুলিশদের জন্য প্রতি বছর কম্পালসারি ১মাস করে ছুটির ঘোষণা করলো কোন রাজ্য ?

Ans : আসাম।


2. কে 2020 সালের জন্য কুভেম্পু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন? 

Ans. রাজেন্দ্র কিশোর পান্ডা ।


3. LIC-এর চেয়ারম্যান পদে নিযুক্ত ব্যক্তির অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে কত বছর করলো সরকার?

Ans : ৬২ বছর।


4. ভারতের প্রথম স্বদেশীয় ড্রোন কারা নির্মাণ করল? 

Ans. গ্রিন রোবোটিক্স ‘ইন্দ্রজাল’ নামে ভারতের 1 টি দেশীয় ড্রোন নির্মাণ করল ।


5.  সম্প্রতি পাকিস্তানের জন্য কত মিলিয়ন ডলারের লোন অনুমোদন করলো বিশ্ব ব্যাঙ্ক?

Ans : 800 মিলিয়ন ডলার।


6. কে সর্বকালের সর্বকনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন? 

Ans. অভিমন্যু মিশ্র ।


7. ভারতীয় নেভির কোন ক্রীড়াবিদ টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলেন? 

Ans : এম.পি. জাবির।


8. নিচের কোনটি দেশ গ্লোবাল সাইবারসিকিউরিটি সূচকে (জিসিআই) 2020 সালে শীর্ষে রয়েছে? 

Ans. মার্কিন যুক্তরাষ্ট্র।


9. ACT4Green প্রোগ্রামের জন্য কোন রাজ্য ব্রিটিশ সরকারের সঙ্গে টাই আপ করলো?

Ans :  মহারাষ্ট্র।


10. ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ কে হবেন? 

Ans. আরজন সিং।


11. সম্প্রতি কোন দেশের সঙ্গে জেলবন্দীদের তালিকা এক্সচেঞ্জ করলো ভারত?

Ans : পাকিস্তান।


12. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কতো তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল?

Ans. 66 তম ।


13. গুয়াহাটি থেকে দুবাইয়ে লেটিকো জাতের কোন ফল রপ্তানী করলো ভারত? 

Ans : আঙুর।


14. 2032 অলিম্পিক গেমসের আয়োজক হিসাবে কোন শহরটির নামকরণ করা হয়েছে? 

Ans. ব্রিসবেন ।


15. প্রথম ভারতীয় মহিলা গল্ফ খেলোয়াড় হিসেবে টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলো ?

Ans : অদিতি অশোক।


16. শপসি অ্যাপটি ভারতীয়দের অনলাইন ব্যবসা শুরু করতে সহায়তা করার জন্য কোন সংস্থা চালু করেছে? 

Ans. Flipkart.


17. Sukoon" হেল্প লাইন লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চলের চিফ সেক্রেটারী?

Ans : জম্মু-কাশ্মীর।


18. কোন ব্যাংক “Salute Doctors, banking solution for doctors” চালু করেছে? 

Ans. ICICI Bank.


19.  মাসের জন্য কোন রাজ্যকে ডিস্টার্ব এরিয়া হিসাবে ঘোষণা করা?

Ans : নাগাল্যান্ড।


20. পশ্চিম বেঙ্গল কর্তৃক সম্প্রতি চালু হওয়া শিক্ষার্থী ক্রেডিট কার্ড স্কিমের সর্বাধিক ঋণ সক্ষমতা কী? 

Ans. 10 লক্ষ টাকা ।


পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali 6 July 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali 6 July 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।          


Current Affairs in Bengali : 6 July 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।   


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.