The computer Gk question is a very important question because it is the time to prepare for the competitive exam. Students are often confused to solve computer Gk questions in competitive exams. So, here I am sharing selected computer Gk questions including like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. and bank exam answers.
If you are preparing for a competitive exam, you should read your computer Gk questions to improve your performance. These questions will help you solve computer Gk questions in competitive exams and score high in exams.
GK in Computer,Computer Gk questions, Computer GK-Part-5
1. CPU এর পুরো কথাটি হোলো কি?
Ans : Central Processing Unit.
2. Byte হোলো কি?
Ans : 8(আট) টি bit এর সমন্বয়।
3. চিকাগো হোলো কার নাম?
Ans : উইন্ডোজ 95 এর কোড নাম।
4. ব্যাবসার কাজে ব্যবহৃত প্রোগ্রামিংয়ের ভাষা হোলো ➞
Ans : COBOL.
5. http এর সম্পূর্ণ নাম
Ans : Hyper Text Transfer Protocol.
5. বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি?
Ans : ইনিয়াক(ENIAC)
6. প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
Ans : লেডি অ্যাডা অগাস্টা
7. আধুনিক কম্পিউটারের জনক কে?
Ans : চার্লস ব্যাবেজ
8. কম্পিউটারের মাউস কে তৈরি করেন?
Ans : উইলিয়াম ইংলিস
9. Microsoft এর কর্ণধারের নাম কি?
Ans : বিল গেটস।
10. কম্পিউটার ভাইরাস এর পুরো নাম কি?
Ans : ভাইটাল ইনফরমেশান রিসোরসেস আন্ডার সিইজ।
11. মেইন ফ্রেম কম্পিউটার এর উদাহরন দাও?
Ans : CRAY, PARAM, CYBER, DECIO, IBM 5390
12. ফ্লপি ড্রাইভ কবে চালু হয়?
Ans : 1970 সালে, আইবিএম চালু করে।
13. সাধারন 3.5 ইঞ্চি ফ্লপির মেমরি কত?
Ans : 1.44 মেগাবাইট।
14. প্রিন্টার কয় রকমের হয়?
Ans : প্রিন্টার 3 রকমেরঃ ডট ম্যাট্রিক্স, ইঙ্ক জেট, লেজার প্রিন্টার।
15. PPM কি?
Ans : প্রিন্টারের স্পিড মাপতে ব্যাবহার হয় PPM, এর অর্থ Page per minute.
16. ইমপ্যাক্ট প্রিন্টার কাকে বলে?
Ans : ডট ম্যাট্রিক্স প্রিন্টারকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে।
17. dpi কি?
Ans : dot per inch।
18. EPROM কি?
Ans : Eraseable, Programmable Read only Memory.
19. ই-মেইল এর ই অক্ষরের অর্থ কি?
Ans : ই এর অর্থ ইলেকট্রনিক।
20. কম্পিউটার কী বোর্ডে কতগুলো ফাংশান থাকে?
Ans : 12 টি।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....