Type Here to Get Search Results !

পৃথিবীর সকল বৃহত্তম| General Knowledge in Bengali| All Competitive Exams.

পৃথিবীর সকল বৃহত্তম মহাদেশ,মহাসাগর,দেশ,দেশ (জনসংখ্যা,বৃহত্তম নদী,বৃহত্তম শহর, দ্বীপ,দ্বীপপুঞ্জ ,গিরিখাত,বৃহত্তম অরন্য, ইত্যাদি.all Competitive exams..

পৃথিবীর সকল বৃহত্তম| General Knowledge in Bengali| All Exams.


Hello my Dear friend : আজকের আমাদের আলোচনার বিষয় হলো পৃথিবীর বৃহত্তম সকল  মহাদেশ, মহাসাগর, দেশ, দেশ(জনসংখ্যায়, বৃহত্তম নদী, বৃহত্তম শহর, দ্বীপ,দ্বীপপুঞ্জ ,গিরিখাত,বৃহত্তম অরন্য,লবনাক্ত জলের হ্রদ ইত্যাদি। সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো যে গুলি Student-এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams) যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে General Knowledge in Bengali, All Exams MCQ-নিয়ে এসেছি যে গুলি বিশেষ গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে।


পৃথিবীর সকল বৃহত্তম| General Knowledge in Bengali| All Exams.


1.পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?  

Ans : এশিয়া।


2.পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?  

Ans : প্রশান্ত মহাসাগর।


3.পৃথিবীর বৃহত্তম দেশ (আয়তন) কোনটি?  

Ans : রাশিয়া।


4.পৃথিবীর বৃহত্তম দেশ (জনসংখ্যা) কোনটি?  

Ans : চিন.


5.পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?  

Ans : অ্যামাজন।


6.পৃথিবীর বৃহত্তম শহর (লোকসংখ্যা) কোনটি?  

Ans : টকিও (জাপান)


7.পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?  

Ans : গ্রীনল্যান্ড।


8.পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ কোনটি?  

Ans : ইন্দোনেশিয়া।


9.পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?  

Ans : সাহারা।


10.পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি? 

Ans : গ্র্যান্ড ক্যানিয়ন।


11.পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি?  

Ans : অ্যামাজন।


12.পৃথিবীর বৃহত্তম অরন্য কোনটি?  

Ans : তৈগা (রাশিয়া)


13.পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি?  

Ans : সুন্দরবন।


14.পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? 

Ans : মওনা লোয়া (হাওয়াই)


15.পৃথিবীর বৃহত্তম পাঠাগার কোনটি?  

Ans : লাইব্রেরি অফ দি কংগ্রেস (U.S.)


16.পৃথিবীর বৃহত্তম জাদুঘর কোনটি?  

Ans : দ্যা স্মিথসোনিয়ান (ওয়াশিংটন ডি সি , US)


17.পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি?  

Ans : আঙ্কারভাট (কম্বোডিয়া)


18.পৃথিবীর বৃহত্তম গির্জা কোনটি?  

Ans : সেন্টপিটার গির্জা (ভ্যাটিকান সিটি)


19.পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি?  

Ans : মসজিদ আল - হারাম (মক্কা)


20.পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি? 

Ans : নীল তিমি।


21.পৃথিবীর বৃহত্তম পাখি কোনটি?  

Ans : উট। 


22.পৃথিবীর বৃহত্তম স্থলজ প্রাণী কোনটি?  

Ans : হাতি।


23.পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?  

Ans : কাস্পিয়ান হ্রদ।


24.পৃথিবীর বৃহত্তম লবনাক্ত জলের হ্রদ কোনটি?  

Ans : কাস্পিয়ান হ্রদ।


25.পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? 

Ans :  সুপিরিয়র হ্রদ।


26.পৃথিবীর বৃহত্তম সাগর (অন্তর্দেশীয়) কোনটি?  

Ans : ভূমধ্যসাগর।


27.পৃথিবীর বৃহত্তম ঘণ্টা কোনটি?  

Ans : মস্কোর ঘণ্টা।


28.পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্রপ্রেক্ষাগৃহ কোনটি?  

Ans : রক্সি (নিউইর্য়ক)


29.পৃথিবীর বৃহত্তম যাত্রীবাহী প্লেন কোনটি?  

Ans : এয়ারবাস এ ৩৮০.


30.পৃথিবীর বৃহত্তম দিন কোনটি?  

Ans : ২১ জুন (উত্তর গোলার্ধে)


31.পৃথিবীর বৃহত্তম রাত কোনটি? 

Ans : ২২ডিসেম্বর (উত্তর গোলার্ধে)


32.পৃথিবীর বৃহত্তম জেলখানা কোনটি?  

Ans : খারকভ জেলখানা (রাশিয়া)


33.পৃথিবীর বৃহত্তম হীরক খনি কোনটি?  

Ans : কিম্বারালি (দক্ষিণ আফ্রিকা).


34.পৃথিবীর বৃহত্তম হীরক কোনটি? 

Ans :  কুল্লিনান।


35.পৃথিবীর বৃহত্তম বন্দর কোনটি? 

Ans : পোর্ট অফ সাংহাই (চিন).


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.