Type Here to Get Search Results !

General Knowledge| GK in Bengali| 2022

General Knowledge| GK in Bengali| 2022

General Knowledge| GK in Bengali| 2022

General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, Banking, Exams Gk.

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগােল, সাধারণ বিজ্ঞান, ভারতের রাষ্ট্রনীতি, ভারতীয় অর্থনীতি, পরিবেশ বিদ্যা ও ভারতীয় সংবিধান বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক পরীক্ষা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা, ডব্লু.বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল, মাল্টি টাস্কিং স্টাফ-সহ বিভিন্ন পদের পরীক্ষা, রেলের স্টেশন মাস্টার, গ্রুপ ডি, কনস্টেবল, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর আর ‘IBPS এর মাধ্যমে ব্যাঙ্কের ক্লার্ক ও অফিসার পদের পরীক্ষা-সহ যে কোনাে প্রতিযােগিতামূলক চাকরির পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, ঠিক তেমন ধারাবাহিক প্রশ্নোত্তর।

Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or   General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

2022-23 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

General Knowledge| GK in Bengali| Exams GK 2022

1. ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’ বিনােদরাইয়ের মতে, সরকারের হিসাব পরীক্ষা করা ছাড়াও 'CAG’এর আর অন্য কোন কাজ আছে?

Ans: আইনসভার কাছে সরকারকে দায়বদ্ধ করে তােলা।

2. ভারতে কবে, কোথায় প্রথম লােক আদালত বসে?

Ans: ১৯৮৫ সালের ৬ অক্টোবর, দিল্লিতে।

3. ভারতের নির্বাচন কমিশনার পদের জন্য কারা নির্বাচিত হতে পারেন?

Ans: হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বা, অবসরপ্রাপ্ত মুখ্য সচিব।

4. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে কী বােঝায়?

Ans: জনগণের ভােটে নির্বাচিত প্রতিনিধিদের শাসন।

5. গণতন্ত্রে সবচেয়ে ওপরে কাকে স্থান দেওয়া হয়?

Ans: আইনের সুশাসনকে।

6. কাজের অধিকার, কোন ধরণের অধিকারের পর্যায়ে পড়ে?

Ans: রাজনৈতিক বা, সাধারণ আইনগত অধিকারের।

7. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতা বিষয়ে নির্দেশ দেওয়া আছে?

Ans:২৫ নম্বর ধারায়।

8. ভোট দেওয়ার অধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার আসলে কী ধরণের অধিকারের পর্যায়ে পড়ে?

Ans: রাজনৈতিক।

9. আইনের প্রধান দু'টি উৎস কী?

Ans: প্রথা ও ধর্ম।

10. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সাম্যের অধিকার আছে?

Ans:১৪ ও ১৫(১) নম্বর ধারায়।

11. পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার প্রথম কবে ক্ষমতায় আসে?

Ans: ১৯৭৭ সালে।

12. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়?

Ans: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর।

13. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় প্রাপ্তবয়স্কের ভােটাধিকার স্বীকৃত হয়?

Ans: 14 ও ১৫ (১) নম্বর ধারায়

14. ভারতের সংসদ কাদের নিয়ে তৈরি?

Ans:লােকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে।

15 রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?

Ans: ভারতের উপরাষ্ট্রপতি।

16. ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য মনােনীত প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় কোথায়?

Ans: মুসৌরিতে লালবাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন হি শিক্ষাকেন্দ্রে।

17.ভারতীয় সংবিধান অনুযায়ী কাকে এমার্জেন্সি লাইট’ বলা হয়?

Ans: ভারতের রাষ্ট্রপতিকে।

18. রাজ্যসভায় ত্রিপুরার প্রতিনিধি কতজন থাকেন?

Ans: ১ জন।

19. ভারতেকটি পর্যায়ে প্রশাসন পরিচালিত  হয়?

Ans: এই ৪টি পর্যায়ে : কেন্দ্রীয়, রাজ্য,  জেলা ও স্থানীয়।

20.কাদের গেজেটেড অফিসার বলা হয়?

Ans:যেসব সরকারি কর্মচারির নিয়ােগ, বদলি, পদোন্নতি প্রভৃতি রাষ্ট্রপতি বা, রাজ্যপাল করেন ও তা সরকারি গেজেটে বেরােয়।

21.ভারতীয় সংসদে ৪টি স্থায়ীকমিটিরনাম কী কী? 

Ans:আনুমানিক ব্যয় হিসাব কমিটি, সরকারি গাণিতিক কমিটি, কার্য পরিচালন সংক্রান্ত কমিটি ও বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি।

22. কেন্দ্রীয় মন্ত্রিসভার-নেতা কে?

Ans: প্রধানমন্ত্রী।

23. তােক আদালতের সুপারিশ প্রথম কে করে?

Ans: আইন কমিশন (১৮৮৬ সালের ১২ আগস্ট)

24. হাই কোর্টের বিচারপতির সংখ্যা কে ঠিক করেন?

Ans: রাষ্ট্রপতি।

25. মুন্সেফি আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আবেদন করা যায় সাব?

Ans: জাজের আদালতে।

26. দায়রা বিচারপতির আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আবেদন করা যায়?

Ans: হাই কোর্টে।

27. ভারতের রাষ্ট্রপতি হাই কোর্টে কত বছরের জন্য অস্থায়ী বিচারপতি নিয়োেগ করতে পারেন

Ans: 2 বছরের জন্য।

28. মৌলিক অধিকার রক্ষার জন্য হাই কোর্ট ক’ধরণের লেখ জারি করতে পারে?

Ans: 5 ধরণের।

29. সুপ্রিম কোর্টে ক’ধরনের আপিল করা যায়?

Ans: ৪ ধরণের।

30. বিধানসভার অধ্যক্ষকেকীভাবে পদচ্যুত করা যায়?

Ans: বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য ১৪ দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে অধ্যক্ষকে পদচ্যুত করার প্রস্তাব নিয়ে।

31. মন্ত্রিসভায় ক’শ্রেণির মন্ত্রী থাকেন?

Ans:3 ধরণের ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্র মন্ত্রী ও উপ-মন্ত্রী।

General Knowledge| GK in Bengali| 2022

Dear students, thank you very much for reading this post to the end and I hope you all will benefit from this post. If you benefit, then follow our website And subscribe to our blog site by pressing the bluebell next to it. Many thanks to all of you for visiting our site and you will be happy to read. Good luck. Thank you.

সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ, ভারতের ইতিহাস, ভারতের স্বাধীনতা সংগ্রাম, ভূগােল, সাধারণ বিজ্ঞান, ভারতের রাষ্ট্রনীতি, ভারতীয় অর্থনীতি, পরিবেশ বিদ্যা ও ভারতীয় সংবিধান বিষয়ে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক পরীক্ষা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষা, ডব্লু.বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষা, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল, মাল্টি টাস্কিং স্টাফ-সহ বিভিন্ন পদের পরীক্ষা, রেলের স্টেশন মাস্টার, গ্রুপ ডি, কনস্টেবল, রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল, সাব-ইন্সপেক্টর আর ‘IBPS এর মাধ্যমে ব্যাঙ্কের ক্লার্ক ও অফিসার পদের পরীক্ষা-সহ যে কোনাে প্রতিযােগিতামূলক চাকরির পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, ঠিক তেমন ধারাবাহিক প্রশ্নোত্তর।

Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC,  Primary Tet, or   General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.