Police Constable Exams| Mcq Questions and Answer.
Police constable exam preparations questions and answers. General knowledge for police constable exam. 25 Best Mcq Questions GK. Very very important questions for the police constable exam.Police Constable Exams,| Mcq Questions and Answer.
Today GK is India's best website for GK. Police Constable Exams| Mcq Questions and Answer. (Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, NTCP, POLICE, Primary Tet SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.
Police Constable Exams| Mcq Questions and Answer.
1. ২০১৬-১৭ অর্থবর্ষেকয়লা উৎপাদনেরল ক্ষ্যমাত্রা কত ঠিক হয়েছে :- ৫৯৮.৬১মে ট্রিক টন (২০১৫-১৬ অর্থবর্ষে ছিল ৫৩৮.৭৫ মেট্রিক টন, অর্থাৎ ১১.১১% বাড়ানাে হয়েছে)।
2. কোন আইন মেনে খাদ্য সামগ্রীর আমদানি নিয়ন্ত্রণ করা হয় :- ২০০৬ সালের খাদ্য নিরাপত্তা ও মান্যতা আইন (ES.S.AI)।
3. জেনেটিক্যালি মডিফাইড খাদ্য সামগ্রী আমদানি করতে হলে কোন কমিটির অনুমােদন দরকার :– কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তৈরি ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটির।
4. বিদেশে ভারতীয় পেশাজীবী ও দক্ষ কর্মীদের স্বার্থ সুরক্ষিত করতে ভারত কটি দেশের সঙ্গে সামাজিক সুরক্ষা চুক্তি’ (S.S.A) করেছে:- ১৯টি দেশের সঙ্গে (এর মধ্যে ১৬টি দেশে এই চুক্তি চালু হয়েvগেছে)।
5. ২০১৪-১৫ অর্থবর্ষের চেয়ে ২০১৫-১৬ অর্থবর্ষেকয়লা রপ্তানির হার কত কমেছে:- ১৭.৯ মেট্রিক টন।
6. নীতি আয়ােগের ভাইস চেয়ারম্যাস এখন কে: – অরবিন্দ পানাগাড়িয়া।
7.৭৫টি কয়লা খনি থেকে কেন্দ্রীয় সরকার এবছর ৩১ মে পর্যন্ত কত টাকা আয় করেছে:- ১,৯৮,৯৩৫ কোটি টাকা (এর মধ্যে ৩১টি কয়লা খনির ই-নিলাম থেকে ১,৯৬,৬৯৮ কোটি টাকা আর ৭৪টি কয়লা খনি বন্টন থেকে ২,২৩৭ কোটি টাকা)।
৪. প্রতিরক্ষা ক্ষেত্রে ৪৯ শতাংশের বেশি বিদেশি বিনিয়ােগ করা যাবে কিনা তা কোন সংস্থা বিবেচনা করে অনুমােদন দেয়:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রকের নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেখে অনুমােদন দেয়‘বিদেশি বিনিয়ােগ প্রসার পর্ষদ।
9. কেন্দ্রীয় সরকারের শুল্ক বিভাগে সারা ভারতে কতজন অস্থায়ী বা, সাময়িক কর্মী আছেন:- ১,৯১৯ জন।
10. কোল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এখন:- সুতীর্থ ভট্টাচার্য।
11. দুই তারকা ও তিন তারকা হােটেল তৈরিতে কেন্দ্রীয় সরকার কর ছাড় ছাড়াকত শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়ােগের অনুমতি দিয়েছে :— ১০০%, অর্থাৎপুরােপুরি বিদেশি বিনিয়ােগেই করা যাবে।
12. ২০১২-১৩ অর্থবর্ষেকর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন ক্ষেত্রের অবদান কত শতাংশ ছিল:- ১২.৩৬%
13. ২০০৯-১০ অর্থবর্ষ থেকে হােটেল শিল্প-সহ পর্যটন ক্ষেত্রে কাজের সুযােগ ক্রমশ বাড়ছে) ওবিদ্যুতের খরচ কমাতে কেন্দ্রীয় সরকার কোন প্রকল্প চালু করেছে:— উজ্জ্বল ডিসকমনি শ্চয়তা যােজনা, সংক্ষেপে উদয় (UDAY)।
14. কেন্দ্রীয় সরকার কবে ভারত ও কাম্বােডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়ােগ সমঝােতায় অনুমােদন দেয়m:- ২৮ জুলাই।
15. শেয়ার বাজারে বিদেশি বিনিয়ােগের উধ্বসীমা ৫% থেকে বাড়িয়ে এখন কত শতাংশ করা হয়েছে:- ১৫% শতাংশ করা হয়েছে।
16.মরশুমী বর্ষার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে উন্নতি ঘটাতে তৈরি বর্ষা মিশন’ পরিকল্পনা খাতে ২০১৬-১৭ সালে কত টাকা বরাদ্দ হয়েছে : - ৬২ কোটি ১২ লাখ টাকা (২০১৫-১৬ সালে বরাদ্দ ছিল ৬৩ কোটি ৪৩ লাখ টাকা)।
17. রান্নার গ্যাসে ভরতুকি স্বেচ্ছায় প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় সরকার কোন কর্মসূচি নিয়েছে:- ‘গিভ ইট আপ'।
18. খােলা বাজারে বিক্রয় প্রকল্প (O.M.S.S.) অনুযায়ী ভারতের খাদ্য নিগম, অর্থাৎ ফুডকর্পোরেশন অফ ইন্ডিয়া ২০১৬-১৭ সালে কত টন গম খােলাবাজারে বিক্রিকরবে:- ৬৫ থেকে ৭৫ লাখ মেট্রিক টন।
19. ম্যালবা দোকান ২৪ ঘণ্টা খােলা রাখতে হলে এবছরের নতুন মডেল শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট বিল’অনুযায়ী ওইসব সংস্থায় আওতায় থাকবে না)। অন্তত কতজন কর্মচারি রাখতে হবে:- ১০ জন (তবে উৎপাদনমূলক সংস্থা এর।
20. ভূমিকম্পে বিধ্বস্ত মণিপুর, শিলাবৃষ্টিতেক্ষতিগ্রস্ত রাজস্থান ও খরাপীড়িত উত্তর প্রদেশকে কেন্দ্রীয় সরকার এবছর ২৯ জুলাই। কত টাকা আর্থিক সাহায্য মঞ্জুর করেছে :- মণিপুরকে ১৪ কোটি ৬৫ লাখ টাকা, রাজস্থানকে ৭৯ কোটি ১৮ লাখ টাকা আর উত্তর প্রদেশকে ৬২২ কোটি ৭৬ লাখ টাকা।
21. ইন্টারনেট পরিষেবায় মুম্বই ও চেন্নাইয়ের পর ভারতের কোন শহর এখন। তৃতীয় স্থানে আছে :- ত্রিপুরার আগরতলা।
22. ভারতীয় রেলপথে কতগুলি লেভেল ক্রসিংয়ে কোনাে কর্মচারি নেই :– ৯,৩৪০। (আর কর্মী আছে এমন লেভেল ক্রসিংয়ের। সংখ্যা ১৯,২৬৭টি)।
24. কেন্দ্রীয় ক্রেতা বিষয়ক দপ্তরের সচিব এখন কে :— হেম পাণ্ডে।
24. ইউরিয়া সারকে দেশে আরও সুলভ করে তুলতে কোন সার কারখানাকে গ্যাসভিত্তিক কারখানায় পুনরুজ্জীবিত করা হচ্ছে :— গােরখপুরের ‘হিন্দুস্তান উর্বরক রসায়ন লিমিটেড।
25. জাতীয়তাপবিদ্যুৎ নিগমের চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর এখন কে- গুরদীপ সিং।
26. রান্নার গ্যাস দেওয়ার ক্ষেত্রে যে ৪ ধরণের বন্টন ব্যবস্থা চালু হয়েছে, তার নাম কীকী:— শেহেরি, রারবান, গ্রামীণ ও দুর্গম ক্ষেত্রীয় বিতরক।
27. প্রধানমন্ত্রী রােজগার প্রােৎসাহন যােজনার আওতায় কেন্দ্রীয় সরকার কর্মচারি ভবিষ্যনিধিতহবিল’এ কর্মচারিদের প্রিমিয়াম হিসাবে আরও কত শতাংশ বেশি অর্থ জমার ভার নিচ্ছে :— ৩.৬৭%(সরকার এখন এই তহবিলে কর্মচারিদের স্বার্থে জমা করে ৮.৩৩%)।
28. রেলপথ থেকে লেভেল ক্রসিং নিমূল করতে রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু কোন প্রকল্প হাতে নিয়েছেন অ্যাক্সিডেন্ট:- মিশন জিরাে।
Police Constable Exams| Mcq Questions and Answer.
Today Gk-All Exams- পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ব্লগ ওয়েবসাইটে ভিজিট করার জন্য এবং সম্পূর্ণ আর্টিকেলটি কে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। Today Gk-All Exams- আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। আশা করি এই ব্লগ পোস্টটি আপনাদের লেগেছে এবং যদি আমাদের এই ব্লগ পোস্টটি আপনাদের উপকারে লাগে তাহলে এই ব্লগ সাইট টিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের নীলঘন্টা টি প্রেস করে এবং আমাদের ওয়েবসাইটটিতে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সতর্ক থাকবেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....