Type Here to Get Search Results !

General Knowledge| GK Questions| Bengali 2022

General Knowledge| GK Questions| Bengali 2022

General Knowledge| GK Questions| Bengali 2022


Today GK is India's best website for GK (Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK  and Current Affairs and Aptitude for UPSC, WBPSC...

Hello my, all friends I am sharing the best Gk India. Welcome to Today's GK website. Keep reading current affairs and GK facts updated on a daily & monthly basis on this page. Today GK is India's best website for GK [Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2021-22. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.


এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য G.K Website.

GK Questions| General Knowledge| Daily GK And Current Affairs Bengali 2021-22. 

প্রঃ - মানবদেহে লোহার পরিমাণ কত? 

উঃ - প্রায় ৪.৫ গ্রাম।


প্রঃ - ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব এর নাম কী? 

উঃ - ডালহৌসি ক্লাব। 


প্রঃ -গান্ষিজি সত্যাগ্রহ করার প্রেরণা কি ভাবে পেলেন? 

উঃ-নীলদর্পণ নাটক দেখে। 


প্রঃ- সাপ গন্ধ পায় কী ভাবে? 

উঃ - জিভের সাহায্যে। 


প্রঃ- উরেন্টো শব্দটির অর্থ কী? 

উঃ - মিলনস্থল। 


প্রঃ - কত তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়? 

উঃ - ৪ঠা জুলাই। 


প্রঃ- স্পাইডারম্যানের আসল নাম কী? 

উঃ - পিটার পার্কার। 


প্রঃ - প্রথম বাঙালি ভারতরত্ব কে হন? 

উঃ -ডাঃ বিধান চন্দ্র রায়। 


প্রঃ - প্রথম লোক গননা চালু করে কে? 

উঃ- লর্ড মেয়ো। 


প্রঃ - পুরোপুরি দুর্নীতিমুক্ত দেশ কোনটি ? 

উঃ - ডেনমার্ক । 


প্রঃ - স্টেনলেস স্টিল কে আবিষ্কার করেন? 

উঃ -হ্যারি ব্রিয়ারলি। 


প্রঃ - ইংরেজ সরকার মহাত্মাগান্ধিকে কী উপাধি দেন? 

উঃ - কাইজার-ই-হিন্দ। 


প্রঃ - আধুনিক ফটোগ্রাফির আবিষ্কতাঁ কে? 

উঃ - লুই ম্যাকুইস। 


প্রঃ - কম্পনের গতিবিধি মাপা হয় কার সাহায্যে? 

উঃ - সোনো মিটার যন্ত্রের সাহায্যে। 


প্রঃ - সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্রদ্ধারা তার নাম কী? 

উঃ - ফ্যাথোমিটার। 


প্রঃ - জন্ডিস রোগ মানবদেহে প্রথম আক্রমণ করে কোথায়? 

উঃ - লিভারে । 


প্রঃ - গীছপালাদের হাসপাতাল আছে কোথায়? 

উঃ - জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। 


প্রঃ - মানব দেহে জলের প্রয়োজন কেন? 

উঃ - খাদ্য পরিপাক করার জন্য। 


প্রঃ - মানবদেহ গঠনকারী প্রধান খাদ্য কী কী? 

উঃ - শর্করা, প্রোটিন ও ফ্যাট। 


প্রঃ - বর্তমানে বিশ্বে মোবাইল পরিষেবা ক্ষেত্রে ভারতের স্থান কত? 

উঃ - দ্বিতীয়। 


প্রঃ- উড়ন্ত মাছের দেশ বলা হয় কাকে? 

উঃ - বারবাডোস। 


প্রঃ - ধনী ব্যক্তিদের তালিকায় ভারতের স্থান কত? 

উঃ - চতুর্থ। 


উঃ - মালকোশ রাগটি সাধারণত কখন গাওয়া হয়? 

উঃ - গভীর রাতে । 


প্রঃ -ভারতীয় সংবিধান অনুযায়ী একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী কে? 

উঃ-রাজ্যপাল।


প্রঃ- প্রথম ভারতীয় মহিলা ওপন্যাসিকের নাম কী? 

উঃ -স্বর্ণকুমারী দেবী। 


প্রঃ - বাংলা গদ্য রচনায় প্রথম যতি চিহ্ন (দাঁড়ি, কমা, সেমিকোলন) কে ব্যবহার করেন? 

উঃ - বিদ্যাসাগর। 


প্রঃ - দেশলাই কে আবিস্কার করেন? 

উঃ - ইংল্যাণ্ডের জন ওয়ার্কার।


প্রঃ -ছোট বড় মিলিয়ে পৃথিবীতে কতগুলি দ্বীপ আছে? 

উঃ - একলক্ষ তিরিশ হাজার। 


প্রঃ - স্বাধীনতা সংগ্রামে বাঘাযতীন নামে সুপরিচিত, ব্যক্তির আসল নাম ? 

উঃ - জ্যোতিন্দ্র মুখাজ্জী বা যতীন্দ্র মুখাজ্জী। 


প্রঃ - পি. টি. আই-এর পুরো অর্থ কী? 

উঃ - প্রেস ট্রাস্ট অব ইগ্ডিয়া। 


প্রঃ - ভারতে প্রথম ছাপাখানা স্থাপন করেন কে?

 উঃ - জেমস হিকি। 


প্রঃ - শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কত সময় পর্যন্ত থাকে? 

উঃ - ১-১০ সেকেন্ড।  


প্রঃ - স্বাধীনতার আগে জাতীয় সঙ্গীত হিসাবে “জনগন মন অধিনায়ক" গানটি গ্রহন করার প্রস্তাব দিয়েছিলেন কে? 

উঃ - নেতাজী সুভাষ চন্দ্র বসু। 


প্রঃ- কোন দেশের রাজা ও বিশ্ববিখ্যাত যোদ্ধা বিড়ালকে ভয় পেতেন? 

উঃ - ফ্রান্সের রাজা নেপোলিয়ন। 


প্রঃ - মানুষদের মধ্যে করমর্দনের রীতি শুরু হয়েছিল কী ভাবে? 

উঃ - তারা যে কোন গোপন অস্ত্র বহন করছে না এটা দেখানোর জন্য। 


প্রঃ- আমরা কী পূর্ণ টাদকে দেখতে পাই? 

উঃ- না,আমরা সব সময় চাদের একটা পিঠই দেখতে পাই। 

Today GK is India's best website for GK (Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK  and Current Affairs and Aptitude for UPSC, WBPSC...
Hello my, all friends I am sharing the best Gk India. Welcome to Today's GK website. Keep reading current affairs and GK facts updated on a daily & monthly basis on this page. Today GK is India's best website for GK 

Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk-All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.