Daily Current Affairs in Bengali,Current Affairs in Bengali, 5th May 2021
![]() |
Today Gk-All Exams |
Daily Current Affairs in Bengali,Current Affairs in Bengali,5th May 2021
Q. বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস 2021 এর থিম কী?
Ans : Information as a Public Good.
Q.কোন সংস্থা ভারতের অর্থ সচিব নিয়োগ অনুমোদন করেছে?
Ans : মন্ত্রিসভার নিয়োগ কমিটি।
Q. 2021 এ বিশ্ব হাসি দিবস পালিত হয়?
Ans : 2 মে।
Q. 2021 সালের মধ্যে কোন দেশ স্ব-ড্রাইভিং গাড়ি চালুর প্রস্তাব করেছে?
Ans : ইউকে।
Q. কোন ইনস্টিটিউট নাইট্রোজেন জেনারেটরকে অক্সিজেন জেনারেটরে রূপান্তরিত করেছে?
Ans : আইআইটি বোম্বাই।
Q. জাপানের রাইজিং সান সম্মান কাকে দেওয়া হয়েছে?
Ans : শ্যামলা গণেশ।
Q. বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়?
Ans : 3rd May.
Q. প্রতিযোগিতামূলক হারে ব্যাংক কে টেলিকম পরিষেবা দেওয়ার জন্য কোন ব্যাংক বিএসএনএলের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
Ans : ইন্ডিয়ান ব্যাংক।
Q. কোন অলরাউন্ডার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?
Ans : থিসারা পেরেরা।(শ্রীলঙ্কার অলরাউন্ডার এবং প্রাক্তন অধিনায়ক থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন)
Q. ইন্ডিয়ান আর্মি সম্প্রতি সর্বপ্রথম সবুজ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোথায় ?
Ans : সিকিমে।
Q. বিশ্ব হাঁপানী দিবস কবে পালিত হয় ?
Ans : ৪ই মে ।
Q. সম্প্রতি ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সংস্থার নাম কি ?
Ans : উইপ্রাে ( Wipro ) সংস্থা।
Q. মহারাষ্ট্র রাজ্য সরকার সম্প্রতি কয়টি টি সিটি বাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করেছে ?
Ans : 25-টি সিটি বাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করেছে।
Q. সম্প্রতি কবে 'Gujrat Foundation Day' পালিত হয়েছে?
Ans : 1st may.(১৯৬০ সালে ১লা মে গুজরাট-এর প্রতিষ্ঠা হয়।
Q. সম্প্রতি পাঞ্জাব সরকার আশীর্বাদ স্কিমে(প্রকল্পে) 21000 থেকে বাড়িয়ে কত টাকা করল ?
Ans : 51000 টাকা করল।
Q. সম্প্রতি অক্সিজেন কনসেনট্রেটর আমদানিতে IGST -১৮% থেকে কত কমানো হল ?
Ans : বর্তমানে তা কমিয়ে 12 শতাংশ করা হয়েছে।
Q. RBI-র নতুন ডেপুটি গভর্নর হলেন কে?
Ans : টি. রবি শংকর। (3রা মে 2021 থেকে তিনি এই পদে নিযুক্ত হলেন)
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....