Type Here to Get Search Results !

ভারতের প্রথম মহিলা | India's first woman list| Gk in Bengali.

ভারতের প্রথম মহিলা | India's first woman list| Gk in Bengali.

ভারতের প্রথম মহিলা|Gk in Bengali| India's first woman list| Dally Gk in Bengali.

ভারতের প্রথম মহিলা| Gk in Bengali| India's first woman list| Dally Gk. Like  Railway, SSC, PSC, UPSC, Forest Department, Army, Navy, Air Force, etc exams. Indian first woman| first woman in India| first lady in India| Indian first miss world.

Hello My dear students:  এই পোষ্টে ভারতের প্রথম মহিলা এর তালিকা  শেয়ার করা হল। উক্ত তথ্যগুলি বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষা ও চাকুরী পরীক্ষায় কাজে আসবে। নিম্নে ভারতের প্রথম মহিলা এর তালিকা দেওয়া হল।

2022-23 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল,এস এস সি,পি এস সি,ইউ পি এস সি,স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি,নেভি,এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Today GK is India's best website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021,   Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs,gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams (like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. 


Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2021-22. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.


এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য GK in Bengali G.K Website.

India's first woman list| ভারতের প্রথম মহিলা|Gk in Bengali.


১. ভারতের প্রথম মিস ওয়ার্ল্ 

রিতা ফারিয়া (1966)


২. ভারতের প্রথম ইংলিশ চ্যানেল জয়ী মহিলা সাঁতারু 

আরতি সাহা (1969)


৩. ভারতের প্রথম মিস ইউনিভার্স 

সুস্মিতা সেন (1994)


৪. ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা 

বাচেন্দ্রী পাল (1984)


৫. ভারতের প্রথম মহিলা স্নাতক 

কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু


৬. ভারতের প্রথম মহিলা স্নাতক (অনার্স) 

কামিনী রায়


৭. ভারতের প্রথম মহিলা আইনজীবী 

কর্নেলিয়া সোরাবজী


৮. ভারতের প্রথম মহিলা ট্রেন চালক 

সুরেখা যাদব


৯. ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী 

মাদার টেরেসা (1979, শান্তির জন্য)


১০. ভারতের প্রথম প্রতিবন্দি এভারেস্ট জয়ী মহিলা 

অরুনিমা সিনহা


১১. ভারতের প্রথম মহিলা বিচারপতি (হাইকোর্ট)

 ➞ লেয়লা শেঠ


১২. ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী 

রাজকুমারী অমৃতা কৌর


১৩. ভারতের প্রথম মহিলা স্পিকার (লোকসভা) 

মীরা কুমারী (2009)


১৪. ভারতের প্রথম মহিলা IAS অফিসার 

ঈশা বসন্ত যোশী


১৫. ভারতের প্রথম মহিলা IPS অফিসার 

কিরণ বেদী


১৬. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী 

মমতা ব্যানার্জী


১৭. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি 

প্রতিভা প্যাটেল (2007)


১৮. ভারতের প্রথম মহিলা বিচারপতি (সুপ্রিমকোর্ট) 

এম. ফতিমা বিবি


১৯. ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 

ইন্দিরা গান্ধী (1966)


২০. ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী 

সুচেতা কৃপালিনি


২১. ভারতের প্রথম মহিলা পাইলট (এয়ার ফোর্স) 

হরিতা কৌর দেওল


২২. ভারতের প্রথম মহিলা এম এ উত্তীর্ণ 

চন্দ্রমুখী বসু


২৩. ভারতের প্রথম মহিলা মহাকাশচারী 

কল্পনা চাওলা


২৪. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল 

সরোজিনী নাইডু


Gk in Bengali| India's first woman list| ভারতের প্রথম মহিলা 


1) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত এর নাম কি ছিল ? 

ANS:  বিজয় লক্ষী পন্ডিত।


2) ভারতের প্রথম মহিলা লোকসভার অধ্যক্ষের নাম কি

ANS:  মীরা কুমার। (2009) 


3) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি ছিল ?

ANS:  ইন্দিরা গান্ধী। (1966) 


4) ভারতের প্রথম হাইকোর্টের মহিলা বিচারপতির নাম কি ?   

ANS:  আন্না চন্ডী।


5) ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি ?

ANS:  সরোজিনী নাইডু। (উত্তর প্রদেশ)


6) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি ?

ANS:  প্রতিভা পাটিল। (2007) 


7) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ছিল ?

ANS:  সুচেতা কৃপালিনী।  (উত্তর প্রদেশ


8) ভারতের প্রথম হাইকোর্টের মহিলা প্রধান বিচারপতির নাম কি ছিল 

ANS:  লীলা শেঠ। 


9) ভারতের প্রথম মহিলা স্নাতক এর নাম কি ?

ANS:  কাদম্বিনী গাঙ্গুলী চন্দ্রমুখি বসু।  


10) ভারতের প্রথম মহিলা সাম্মানিক স্নাতক কে ছিলেন ?

ANS:  কামিনী রায়।


11) ভারতে প্রথম মহিলা এমএ উত্তীর্ণ কে হয়েছিলেন ?

ANS:  চন্দ্রমুখি বসু।  


12) ভারতের প্রথম সুপ্রিম কোর্টের মহিলা বিচারপতি কে ছিলেন ?

ANS:  মীরাসাহিব ফতিমা বিবি। 


13) ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম কি ?

ANS:  কিরন বেদি। 


14) ভারতের প্রথম মহিলা প্রতিবন্ধী এভারেস্ট জয়ী কে ছিলেন ?  

ANS:  অরুনিমা সিনহা। 


15) ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মহিলা সাঁতারু কে ছিলেন ?

ANS:  আরতী সাহা। (1959) 


16) ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন ?

ANS:  আন্না জর্জ মালহোত্রা। 


17) ভারতের প্রথম মহিলা বিমান চালক এর নাম কি ?

ANS:  দূর্বা ব্যানার্জি। 


18) ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন ?

ANS:  কল্পনা চাওলা  (1997 সালে


19) ভারতের প্রথম মহিলা এভারেস্ট জয়ী কে ছিলেন ?  

ANS:  বাচেন্দ্রী পাল। (1984) 


20) ভারতের প্রথম মহিলা মন্ত্রী (কেন্দ্রীয়কে ছিলেন ?

ANS:  রাজকুমারী অমৃত কাউর। 


21) ভারতের প্রথম মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকের নাম কি ?

ANS:  দেবিকা রানি। (1969) 


22) ভারতের প্রথম ইংরেজি ভাষায় মহিলা কবি কে ছিলেন ?

ANS:  তরু দত্ত। 


23) ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ?

ANS:  রমাদেবি। 


24) ভারতের প্রথম মহিলা চিত্রকর কে ছিলেন ?

ANS:  সুনয়নী দেবী। 


25) ভারতের প্রথম মহিলা পদ্মশ্রী প্রাপক রাজ্যসভার সদস্য কে ছিলেন ?

ANS:  নার্গিস দত্ত।


26)  ভারতের প্রথম জিব্রাল্টার প্রণালী অতিক্রম কারী মহিলা সাঁতারু কে ছিলেন ?

ANS:  আরতী প্রধান।


27) ভারতের প্রথম মহিলা মন্ত্রী (রাজ্য) কে ছিলেন ?

ANS:  বিজয় লক্ষী পন্ডিত। (উত্তর প্রদেশ


28) ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি ?

ANS:  ইন্দিরা গান্ধী। (1971) 


29) ভারতের প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযান কারীর নাম কি ছিল 

ANS:  মেহের মুস। 


30) ভারতের প্রথম মহিলা চলচ্চিত্রাভিনেত্রী কে ছিলেন ?

ANS:  কমলাবাঈ গোখলে। 


31) ভারতের প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক এর নাম কি ?

ANS:  আশাপূর্ণা দেবী। 


32) ভারতের বৃহত্তম ব্যাংকের এসবিআই প্রথম মহিলা চেয়ারপারসন কে ছিলেন ?

ANS:  অরুন্ধতী ভট্টাচার্য।


33) ভারতের প্রথম বুকার পুরস্কার প্রাপক মহিলা নাম কি ?

ANS:  অরুন্ধতী রায়। 


34) ভারতরত্নে ভূষিত প্রথম মহিলা সংগীতশিল্পী কে ছিলেন ?

ANS:  এমএস শুভ লক্ষী। 


35) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি (বিদেশিনী) কে ছিলেন ?

ANS:  অ্যানি বেসান্ত। (1917) 


36) বিশ্ব অ্যাথলেটিক্স পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা নাম কি ?  

ANS:  অঞ্জু ববি জর্জ। 


37) এশিয়াডে সোনা জয়ী প্রথম মহিলা কে ছিলেন ?

ANS:  কমলজিত সিং সাধু। (1978) 


38) ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মহিলা নাম কি ?

ANS:  মাদার টেরেসা। (1979, শান্তি


39) অলিম্পিক অ্যাথলেটিক অংশগ্রহণকারী প্রথম মহিলার নাম কি ?

ANS:  নিলিমা ঘোষ মেরি ডিসুজা। (1952) 


40) অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি ?

ANS:  কর্ণম মালেশ্বরী।(ভারোত্তোলন


41) ভারতের দাবায় গ্র্যান্ডমাস্টার প্রথম মহিলার নাম কি ?

ANS:  কোনেরু হাম্পি। 


42) বাংলা সাহিত্যে উপন্যাসিক ভারতের প্রথম মহিলা নাম কি ?

ANS:  স্বর্ণকুমারী দেবী। 


43) ভারতের প্রথম রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর মহিলার নাম কি 

ANS:  জে কে উদেসি। 


44) ভারতের প্রথম মার্চেন্ট নেভি অফিসার মহিলার নাম কি ?

ANS:  সোনালী ব্যানার্জি। 


45) পুলিশের মহানির্দেশক প্রথম ভারতীয় মহিলার নাম কি ?

ANS:  কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য।


46) ভারতীয় স্থলবাহিনী লেফটেন্যান্ট জেনারেল প্রথম মহিলা নাম কি 

ANS:  পুণিতা অরোরা। 


47) দ্বি- শতরানের অধিকারী প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারের নাম কি ?

ANS:  মিতালি রাজ।  


48) ভারতের প্রথম ভাইস এয়ার মার্শাল মহিলার নাম কি ?  

ANS:  পি বন্দ্যোপাধ্যায়।


49) ইন্ডিয়ান এয়ার লাইন্সের চেয়ারপার্সন এবং ম্যানেজিং ডিরেক্টর প্রথম ভারতীয় মহিলার নাম কি ?

ANS:  সুষমা চাওলা। 


50) কনিষ্ঠতম এভারেস্ট আহরণ কারী ভারতীয় মহিলার নাম কি ?

ANS:  মালাবাত পূর্ণা। (13 বছর


51) দুবার এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলার নাম কী

ANS:  সন্তোষ যাদব। 


52)  ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি (ভারতীয়কে ছিলেন ?

ANS:  সরোজিনী নাইডু। (1925) 


53) প্রথম ভারতীয় মহিলা ব্যারিস্টার নাম কি ?

ANS:  কর্নেলিয়া সোরাবজি।


54) প্রথম ভারতীয় মহিলা আইনজীবীর নাম কি ?

ANS:  রেজিনা গুহ।  


55) প্রথম ভারতীয় মহিলা বিদেশ সচিব কে ছিলেন ?

ANS:  লক্ষ্মী এন মেনন। 


56) প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন ?

ANS:   রিতা ফারিয়া। (1966) 


57) প্রথম ভারতীয় মহিলা মিস ইউনিভার্স কে হয়েছিলেন ?  

ANS:  সুস্মিতা সেন।(1994) 

 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ...

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.