Daily Current Affairs in Bengali,Current Affairs in Bengali, 7th May 2021
Daily Current Affairs in Bengali,Current Affairs in Bengali,7th May 2021
➦ চারবারের জন্য বিশ্ব স্নুকার চ্যাম্পিয়ন হলেন কে?
উঃ মার্ক সেলবি(Mark Selby.
➦ প্রথমবারের জন্য ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কত সালে ?
উঃ 1927 সালে।
➦ মার্ক সেলবি কোন স্থানের অধিবাসী?
উঃ ইউনাইটেড কিংডমের অধিবাসী।
➦ মার্ক সেলবি কোন কোন সালে স্নুকার চ্যাম্পিয়ন হন?
উঃ 2014, 2016, 2017, 2021 সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হন।
➦ নুওয়ান জোয়েসাকে(Nuwan Zoysa) কত বছরের জন্য ক্রিকেটে থেকে ব্যান করা হয়েছে?
উঃ ছয় বছরের জন্য ক্রিকেটে ব্যান করা হয়েছে।
➦ নুওয়ান জোয়েসা (Nuwan Zoysa) কোন দেশের একজন ক্রিকেটার এবং কোচ?
উঃ নুওয়ান জোয়েসা শ্রীলঙ্কার একজন ক্রিকেটার এবং কোচ।
➦ ICC-র চেয়ারম্যান হলেন কে?
উঃ গ্রেগ বার্কলে(Greg Barclay)।
➦ ICC গঠন করা হয় কত সালে ?
উঃ 15 জুন 1909 সালে ICC গঠন করা হয়।
➦ ফ্রি স্বাস্থা আহার যোজনা চালু করল কোন রাজ্য সরকার?
উঃ মধ্যপ্রদেশ সরকার।
➦ এই প্রকল্পটি ভোপালের 110 টি হাসপাতালে শুরু করা হয়েছে কি নাম?
উঃ পাইলট প্রকল্প হিসাবে।
➦ মধ্যপ্রদেশের মেডিকেল শিক্ষামন্ত্রী কে?
উঃ বিশ্বাস কৈলাশ সারাং।
➦ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ শিবরাজ সিং চৌহান।
➦ মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি?
উঃ ভোপাল।
➦ তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে?
উঃ মমতা ব্যানার্জি।
➦ পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি?
উঃ জগদীপ ধানখার।
➦ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ মমতা ব্যানার্জি।
➦ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রথমবার শপথ বাক্য পাঠ করেন কত সালে ?
উঃ 20 মে 2011 সালে।
➦ পশ্চিমবঙ্গের অষ্টমতম মুখ্যমন্ত্রী নাম কি ?
উঃ মমতা ব্যানার্জি।
➦ ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রীর নাম কি ?
উঃ বরিস জনসন।
➦ ইউনাইটেড কিংডম এর রাজধানীর নাম কি?
উঃ লন্ডন।
➦ ইউনাইটেড কিংডম এর মুদ্রা নাম কি ?
উঃ ব্রিটিশ পাউন্ড।
➦ মাইক্রোসফ্ট, Yahoo কিনতে কত বিলিয়ন ডলার অফার করেছে?
উঃ 44.6 বিলিয়ন ডলার অফার করেছে।
➦ Yahoo প্রতিষ্ঠা করেন কে?
উঃ জেরি ইয়াং ও ডেভিড ফিলো।
➦ কত সালে Yahoo প্রতিষ্ঠিত হয়?
উঃ জানুয়ারি 1994 সালে।
➦ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাষ্ট্রপতির নাম কি?
উঃ ফেলিক্স তিশিসেকিদি (Félix Tshisekedi)।
➦ কঙ্গোর প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ হল জিন-মিশেল সামা লুকনডে(Jean-Michel Sama Lukonde)।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....