Current Affairs in Bengali 12th June 2021, Daily Current Affairs in Bengali 12th June 2021
Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 12th June 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 12th June 2021
Current Affairs in Bengali 12th June 2021, Daily Current Affairs in Bengali 12th June 2021
1. RBL Bank এর MD এবং CEO পদে কে নিযুক্ত হলেন?
Ans : বিশ্ববীর আহুজা।
2. সম্প্রতি প্রকাশিত কিউ.এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২২ কোন বিশ্ববিদ্যালয় শীর্ষে আছে ?
Ans : মাস্যাচুসেট্স ইন্সটিটিউট অফ টেকনোলজি।
3. “1232 km: The Long Journey Home” বইটির লেখক কে?
Ans : বিনোদ কাপ্রি।
4. বিটকয়েনকে আইনী দরপত্রের মর্যাদা দেওয়ার জন্য বিশ্বের প্রথম দেশটি কোনটি?
Ans : এল সালভাদর।
5. কে সম্প্রতি দ্বিতীয় সক্রিয় আন্তর্জাতিক গোল স্কোরার ফুটবল খেলোয়াড় হয়েছেন?
Ans : সুনীল ছেত্রি।
6. সম্প্রতি ত্রিপুরা রাজ্যের নতুন চিফ সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : অলোক কুমার।
7. কোন শহরকে EIU দ্বারা ২০২১ সালের সবচেয়ে জীবন্ত শহর হিসাবে নামকরণ করা?
Ans : অকল্যান্ড।
8. পাকিস্থানের সাথে যৌথভাবে Sky Guardian-1 নামে বায়ুসেনা মহড়া অনুষ্ঠিত করল কোন দেশ?
Ans : Egypt.
9. সম্প্রতি আর.বি.আই(RBI) চন্দ্রশেখর ঘোষকে কোন ব্যাংকের MD ও CEO পদে নিয়োগ দিয়েছেন?
Ans : Bandhan Bank.
10. কোন রাজ্য সরকার ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজের মেয়েদের জন্য 33% সংরক্ষণের ব্যাবস্থা করল?
Ans : বিহার।
11. সম্প্রতি দেহিং পাটকাই(Dehing Patkai) কোন রাজ্যের সপ্তম ‘জাতীয় উদ্যান’ হয়ে উঠেছে?
Ans : আসাম।
12. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী Oxi-Van (a forest) তৈরি করার কথা ঘোষণা করল?
Ans : হরিয়ানা।
13. লক্ষ্মী নন্দন বোরা সম্প্রতি মারা গেলেন তিনি বিখ্যাত কি ছিলেন ?(আসমিয়া ভাষা, নোবেল প্রাপক, ছোটো গল্পের লেখক?
Ans : সাহিত্যিক।
14. Raimona Reserve Forest কোন রাজ্যের ষষ্ঠ ন্যাশনাল পার্কে পরিণত হল?
Ans : আসাম।
15. সম্প্রতি ভারত কোন দেশ থেকে তিনটি এমএইচ -60 রোমিও হেলিকপ্টার পাবে?
Ans : আমেরিকা।
16. Formula One Azerbaijan Grand Prix কে জয়লাভ করল?
Ans : Sergio Perez.
17. ইন্দো থাই করপ্যাট মহড়ার ৩১তম সংস্করণটি সম্প্রতি কোথায় শুরু হয়েছে?
Ans : আন্দামান সাগর।
18. ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans : বিবেক রাম চৌধুরী।
19. কোন রাজ্য সরকার সিনেমা ঘর, মাল্টিপ্লেক্স এবং জিমনেসিয়ামের জন্য সম্পত্তি কর মওকুফ করেছে?
Ans : গুজরাট।
20. ‘World Day Against Child Labour’ কবে পালিত হয়?
Ans : 12 জুন।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....