Type Here to Get Search Results !

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 10 July 2021

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 10 July 2021

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 10 July 2021

Current Affairs in Bengali 10 July 2021, Daily Current Affairs in Bengali, Current Affairs like Wbcs, psc, SSC, RRB NTPC, NDA, WBP, Preliminary, etc exam

Dear Students: আজ আমরা আলোচনা করবো 10 July 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali: 10 July 2021

Today Gk All Exams, the website for GK, GK in Bengali, Gk For WBCS Preliminary Exam, RRB Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.     

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 10 July 2021| Bengali current affairs, WBCS Gk (Like Railway, SSC,  Primary Tet, or  General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India. 
  

Current Affairs in Bengali| Current Affairs in Bengali 10 July 2021


1. হিমাচল প্রদেশের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন? 

Ans: রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর।


2. “AFC Women’s Asian Cup 2022” কোন দেশে আয়োজিত হবে?

Ans: ভারত


3. National High-Speed Rail Corporation Ltd.(NHSRCL) এর Managing ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? 

Ans: সতীশ অগ্নিহোত্রী।


4. Women’s Speed Chess Championship 2021 -এর খেতাব? 

Ans: হউ যিফান


5. সম্প্রতি Khadi Prakritik Paint- এর ব্র্যান্ড আম্বাসেডোর কে হয়েছেন? 

Ans: নীতিন গডকরি 


6.  কোন রাজ্য সরকার “Bold Project” শুরু করেছে?

Ans: রাজস্থান


7. পুস্কর সিং ধামি উত্তরাখণ্ডের কত তম মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? 

Ans: 11th.


8.মৈরাং (Mairang), ভারতের কোন রাজ্যের 12 তম জেলা গঠিত হয়েছে ?

Ans: মেঘালয় 


9. The Fourth Lion: Essays for Gopalkrishna Gandhi’ পুস্তকটি কে লিখেছেন?

Ans: ভেনু মাধব গোবিন্দু


10. সরকার কোন নতুন মন্ত্রণালয় তৈরি করল? 

Ans: Ministry of Co-operation.


11. ভারতের 52তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হবে কোথায়? 

Ans: গোয়া।


12.  ভারত সরকার কোন মোবাইল অ্যাপটি মৎস চাষীদের জন্য লঞ্চ করেছে?

Ans: Fish SETU



13. সম্প্রতি কে NIPUN Bharat উদ্যোগ লঞ্চ করলেন? 

Ans: রমেশ পোখরিয়াল নিশাঙ্ক।


14. WHO কোন দেশকে “ম্যালেরিয়া মুক্ত” ঘোষণা করেছে?

Ans: চীন


15. মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হিসেবে  কাকে নিয়োগ করা হয়েছে? 

Ans: মাঙ্গুভাই ছগনভাই প্যাটেল।


16. কোন দেশ 4 জুলাই 2021 তারিখে 245 তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র


17. অস্ট্রিয়ান গ্রান্ড প্রিক্স 2021 জয়ী হলেন কে? 

Ans: Max Verstappen.


18. সম্প্রতি, কবে World Zoonoses Day পালিত হয়েছে?

Ans: 6 জুলাই


19. ‘National Fish Farmers’ Day’ কবে পালিত হয়? 

Ans: 10th July. (১০ জুলাই)।

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 10 July 2021

কারেন্ট অ্যাফেয়ার্স| Current Affairs in Bengali 10 July 2021| Current Affairs in Bengali- like WBCS, PSC, SSC, RRB NTPC, NDA, WBP, Preliminary, etc exam.

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali: 10 July 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali: 10 July 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।          

Current Affairs in Bengali: 10 July 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।   

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.