Type Here to Get Search Results !

Best Current Affairs | Weekly Current Affairs Bengali| 1 to 7 May 2021

Best Current Affairs | Weekly Current Affairs Bengali| 1 to 7 May 2021


Table of Content(toc)

Best Current Affairs| Weekly Current Affairs Bengali| 1 to 7 May 2021


Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 1 to 7 May 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 1 to 7 May 2021



Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs,gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, Most important Gk (like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.


Most of the students search on internet Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali,Current Affairs and and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet,SSC,SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.


Current Affairs in Bengali|1st May 2021.


প্রঃ- "মে দিবস" কবে পালিত হয় ?

উঃ- 1st May.


পঃ- আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালিত হয় ?

উঃ-  1st May.


প্রঃ- স্পুটনিক ভি কি ? 
উঃ- রাশিয়ান ভ্যাকসিন স্পুটনিক ভি। 


প্রঃ- Chandler Good Government Index (CGGI) 2021 -এ ভারতের অবস্থান কত?
উঃ-49 তম। 


প্রঃ-সম্প্রতি, কাকে Bajaj Auto -এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে?
উঃ-নীরজ বাজাজ। 


প্রঃ-ভারতের প্রথম 3D প্রিন্টেড বাড়িটি কোথায় উদ্বোধন করলেন নির্মলা সিথারমন?
উঃ-IIT Madras.


প্রঃ-ভারতে WhatsApp Pay-এর হেড হিসাবে নিযুক্ত হলেন কে?
উঃ-মানেশ মহাত্মে।


প্রঃ-আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের পূর্বাভাস দেওয়ার জন্য বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারটি তৈরী করছে কোন দেশ?
উঃ-যুক্তরাজ্য।(Microsoft কোম্পানির সহায়তায় এটি বানাবে যুক্তরাজ্যে আবহাওয়া দপ্তর)


প্রঃ-Bharat Earth Movers Limited (BEML) -এর নতুন ম্যানেজিং ডাইরেক্টর (MD) পদে কে নিযুক্ত হয়েছেন?
উঃ- অমিত ব্যানার্জি।


প্রঃ-সম্প্রতি, "Tata Sons" রাম মন্দির নির্মাণের জন্য কত টাকা দান করেছে?
উঃ-5 কোটি। 


প্রঃ-সম্প্রতি, TATA Group নিম্নলিখিত কোন কোম্পানিকে ক্রয় করেছে?
উঃ- Big Basket.(প্রতিষ্ঠাতা - জামশেদজি টাটা প্রতিষ্ঠা - 1868, মুম্বাই)


প্রঃ-সম্প্রতি, কাকে ভারতের অর্থ সচিব পদে নিযুক্ত করা হয়েছে?
উঃ-টি. ভি সােমনাথন।

প্রঃ-নিম্নলিখিত কোন দিবসটি, 30 এপ্রিল তারিখে পালিত হয়?
উঃ- International Day of Non-Violence.


প্রঃ-সম্প্রতি কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম "WILD Innovator Award" পেয়েছেন?
উঃ-কৃথি কারান্ত।


প্রঃ- সম্প্রতি প্রয়াত মাইকেল কলিন্স কোন মহাকাশ মিশনের কমান্ড মডিউলের পাইলট ছিলেন?
উঃ- Apollo 11. এই চন্দ্র মিশনটি ১৯৬৯ সালে লঞ্চ হয়। এই মিশনের তিন মহারথী হলেন নীল আমস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স।

প্রঃ-মৃত্যুকালীন কলিন্স এর বয়স কতহয়েছিল? 
উঃ- মৃত্যুকালীন কলিন্স এর বয়স হয়েছিল ৯০ বছর। 


প্রঃ-Border Roads Organisation(BRO)-এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?
উঃ- বৈশালী এস. হিবাসে।


প্রঃ-প্রেগন্যান্ট মহিলাদের জন্য হােয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার চালু করলাে কে?
উঃ-NCW.(NCW- এর পুরাে কথা- National Commission for Women)


Current Affairs in Bengali| 2 May 2021

 

Q.নতুন বই লিভিং মাউন্টেনের রচয়িতা কে?
Ans : Amitava Ghosh.


Q.ভারতের সর্বপ্রথম 3 ডি মুদ্রিত বাড়িটি নির্মলা সীতারমণ সম্প্রতি কোন জায়গায় উদ্বোধন করেছেন?
Ans :  আইআইটি মাদ্রাজ।


Q.কোন দেশ  সম্প্রতি ভারতের COVID-19 ভ্যাকসিনের কাঁচামালের উপর রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে?
Ans :  আমেরিকা।


Q.কোন চলচ্চিত্র 93 তম একাডেমি পুরষ্কারে ‘সেরা ছবি’ এর জন্য অস্কার জিতেছে?
Ans :  Nomadland.


Q.কোন ভারতীয় সশস্ত্র বাহিনী তার নন-মেডিকেল কর্মীদের ব্যাটলফিল্ড নার্সিং সহায়ক হিসাবে কাজ করতে প্রশিক্ষণ দিচ্ছে?
Ans :  ভারতীয় নৌবাহিনী।


Q.রাজন মিশ্র, যিনি সম্প্রতি মারা গেছেন , তিনি ছিলেন প্রখ্যাত
Ans :  ভারতীয় ধ্রুপদী গায়ক।


Q.কর্মক্ষেত্রে সুরক্ষা ও স্বাস্থ্যের বিশ্ব দিবসটি কোন দিনে পালিত হয়?
Ans : 28 এপ্রিল।


Q.প্রতি বছর আয়ুষ্মান ভারত দিবস কোন তারিখে পালিত হয়?
Ans :  30 এপ্রিল।


Q.জগন্ন্ন বিদ্যা দেবেনা প্রকল্পটি সম্প্রতি কোন রাজ্য দ্বারা প্রয়োগ করা হচ্ছে?

Ans :  অন্ধ্র প্রদেশ।


Q.বর্ডার রোডস অর্গানাইজেশনে কমান্ডিং করা প্রথম মহিলা অফিসার হিসাবে কে নিয়োগ পেয়েছেন?
Ans :  বৈশালী এস হাইওয়াসে।


Q.টাইম ম্যাগাজিনের 2021 প্রভাবশালী 100 টি প্রতিষ্ঠানের তালিকায় কোন ই-লার্নিং প্ল্যাটফর্মটি প্রদর্শিত হয়েছে?
Ans :  BYJUS.


Q.চ্যানডলার গুড গভর্নমেন্ট ইনডেক্স (সিজিজিআই) 2021 এ ভারতের র্যা ঙ্ক কত?
Ans :  49 তম।


Q.নিম্নলিখিতগুলির মধ্যে কে উইল্ড ইনোভেটর অ্যাওয়ার্ড 2021 জিতেছে?
Ans :  Krithi K Karanth.


Q.কাকে এএসআইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে?
Ans :  রবীন্দ্র জাদেজা।


Q.কোন দেশটি এনইও -01 রোবট চালু করেছে, যার লক্ষ্য মহাশূন্যের ধ্বংসাবশেষ সরানো?
Ans :  চীন।


Q.ত্রিপুরা এবং কোন রাজ্যটি নলের জলের সংযোগ দেওয়ার জন্য বার্ষিক কর্ম পরিকল্পনা উপস্থাপন করেছে?
Ans :  সিকিম।


Q.কোন রাজ্য ক্যাটাগরি -১  বিভাগে 2021 ই – পঞ্চায়েত পুরস্কার জিতেছে?
Ans :  Uttar Pradesh.


Current Affairs in Bengali|3 May 2021.


Q. বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস 2021 এর থিম কী?

Ans :  Information as a Public Good.


Q.কোন সংস্থা ভারতের অর্থ সচিব নিয়োগ অনুমোদন করেছে?

Ans : মন্ত্রিসভার নিয়োগ কমিটি।


Q. 2021 এ বিশ্ব হাসি দিবস পালিত হয়?

Ans : 2 মে। 


Q. 2021 সালের মধ্যে কোন দেশ স্ব-ড্রাইভিং গাড়ি চালুর প্রস্তাব করেছে?

Ans : ইউকে।


Q. কোন ইনস্টিটিউট নাইট্রোজেন জেনারেটরকে অক্সিজেন জেনারেটরে রূপান্তরিত করেছে?

Ans : আইআইটি বোম্বাই।


Q. জাপানের রাইজিং সান সম্মান  কাকে দেওয়া হয়েছে?

Ans : শ্যামলা গণেশ।


Q. বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়?

Ans : 3rd May.


Q. প্রতিযোগিতামূলক হারে ব্যাংক কে  টেলিকম পরিষেবা দেওয়ার জন্য কোন ব্যাংক বিএসএনএলের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?

Ans : ইন্ডিয়ান ব্যাংক।


Q. কোন অলরাউন্ডার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?

Ans : থিসারা পেরেরা।(শ্রীলঙ্কার অলরাউন্ডার এবং প্রাক্তন অধিনায়ক থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন)


Q. ইন্ডিয়ান আর্মি সম্প্রতি সর্বপ্রথম সবুজ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোথায় ?

Ans : সিকিমে।


 Q. বিশ্ব হাঁপানী দিবস কবে  পালিত হয় ?

Ans : ৪ই মে ।

Q. সম্প্রতি ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সংস্থার নাম কি ?
Ans :  উইপ্রাে ( Wipro ) সংস্থা। 

Q. মহারাষ্ট্র রাজ্য সরকার সম্প্রতি কয়টি  টি সিটি বাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করেছে ?
Ans : 25-টি সিটি বাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করেছে।

Q. সম্প্রতি কবে 'Gujrat Foundation Day' পালিত হয়েছে?
Ans : 1st may.(১৯৬০ সালে ১লা মে গুজরাট-এর প্রতিষ্ঠা হয়।
 
Q. সম্প্রতি পাঞ্জাব সরকার আশীর্বাদ স্কিমে(প্রকল্পে) 21000 থেকে বাড়িয়ে কত টাকা করল ?
Ans : 51000 টাকা করল। 

Q. সম্প্রতি অক্সিজেন কনসেনট্রেটর আমদানিতে IGST -১৮%  থেকে কত কমানো হল ?
Ans : বর্তমানে তা কমিয়ে 12 শতাংশ করা হয়েছে।

Q. RBI-র নতুন ডেপুটি গভর্নর হলেন কে?
Ans : টি. রবি শংকর। (3রা মে 2021 থেকে তিনি এই পদে নিযুক্ত হলেন)

Current Affairs in Bengali|4 May 2021.


Q. কোন কর্তৃপক্ষ সম্প্রতি রায় দিয়েছে যে স্বাদযুক্ত দুধ হল  দুধযুক্ত পানীয় এবং 12 শতাংশ জিএসটি চাপানো হবে?
Ans :  Authority for Advance Ruling (AAR).


Q. সম্প্রতি নাসকমের চেয়ারপারসন পদে কে নিয়োগ পেয়েছেন?
Ans :  Rekha M Menon.


Q.SHANTIR OGROSHENA 2021 (শান্তির সম্মুখ দৌড়ক) নামক বহুজাতিক সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হবে?
Ans :  বাংলাদেশ। 


Q. ডাব্লুএইচওর (WHO) সমর্থিত প্রোগ্রামটির নাম কী, যার লক্ষ্য কোভীড ১৯-এর প্রভাব মোকাবেলায় তরুণদের ধারণাগুলি তহবিল করা?
Ans :  Global Youth Mobilization.


Q. পঞ্চায়েতীর রাজ দিবস পালিত হয়?
Ans :  24 এপ্রিল।


Q. কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF) শৌর্য দিবস প্রতিবছর কোন দিন পালন করা হয়?
Ans : 9 এপ্রিল। 


Q. 2021 এর জন্য ওয়ার্ল্ড বুক রাজধানী কী?
Ans :  তিবিলিসি, জর্জিয়া।


Q. অমিত মিস্ত্রি সম্প্রতি মারা গেছেন । তিনি ছিলেন একজন
Ans :  অভিনেতা।  


Q. DIKSHA” ওয়েব পোর্টালটি কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে সম্পর্কিত?
Ans : শিক্ষা মন্ত্রকের সাথে। 


Q. জনস্বাস্থ্য সুবিধা স্থাপনের জন্য পিএসএ অক্সিজেন প্ল্যান্ট অনুমোদিত হয়েছে। পিএসএর পূর্ণ অর্থ  কী?

Ans :  Pressure Swing Adsorption.


Q. বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়?
Ans :  25 এপ্রিল।


Q. নাগরিকদের সম্প্রদায়ের মানসিক স্বাস্থ্য মঙ্গলের জন্য চালু হওয়া মোবাইল অ্যাপটির নাম দিন?
Ans :  MANAS.


Q.স্যাকারিন তৈরীতে ব্যবহৃত হয়- কী ?

Ans :  টলুইন।


Q. কাকে পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নামকরণ করা হয়েছে?
Ans :  ওয়াশিংটন সূন্দর।


Q. বিখ্যাত বাঙালি ব্যক্তি শঙ্খ  ঘোষ সম্প্রতি  মারা গেছেন তিনি একজন কী ছিলেন?
Ans : বিখ্যাত বাঙালি কবি ছিলেন।


Q. আন্তর্জাতিক মাদার আর্থ ডে 2021 এর থিম কী?
Ans :  Restore Our Earth.


Q.“উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস” পালন করা হয়?
Ans : ৬ এপ্রিল।


Q.প্রধানমন্ত্রী কেয়ার তহবিল ব্যবহার করে কয়টি অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট  স্থাপন করা হবে?
Ans :  551.


Current Affairs in Bengali|5 May 2021.


➦ সম্প্রতি কয়টি  নতুন স্যাটেলাইট লঞ্চ করল SpaceX?
উঃ 60টি নতুন স্যাটেলাইট লঞ্চ করল SpaceX.


➦  কোন রকেটের সাহায্যে এই 60টি নতুন স্যাটেলাইট লঞ্চ করা হলো?
উঃ ফ্যালকন 9 রকেটের সাহায্যে।


➦ স্টারলিংক মিশনের আওতায় হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করতে কয়টি নতুন স্টারলিংক স্যাটেলাইট লঞ্চ করা হল?
উঃ 60টি। 


➦  কত সালে SpaceX প্রতিষ্ঠা করা হয়?
উঃ 6 মে 2002 সালে প্রতিষ্ঠা করা হয়। 


➦ SpaceX-এর সদর দপ্তর হল  কোথায় অবস্থিত ?
উঃ ক্যালিফোর্নিয়ায়।


➦ SpaceX প্রতিষ্ঠা করেন কে ?
উঃ এলন মাস্ক 6 মে 2002 সালে।


➦ কোন মুখ্যমন্ত্রী "সেবা সংকল্প" হেল্পলাইন নাম্বার চালু করল?
উঃ  হিমাচল প্রদেশ সরকার।


➦ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ  জয় রাম ঠাকুর।


➦ হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী ও শীতকালীন রাজধানীর নাম কি?
উঃ হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী হল শিমলা এবং শীতকালীন রাজধানী হল ধর্মশালা।


➦ হিমাচল প্রদেশের "সেবা সংকল্প" হেল্পলাইন নাম্বার  কত?
উঃ হেলপ্লাইন নাম্বারটি হল “1100”.
 
 তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর নাম কী ?
উঃ এম কে স্টালিন নতুন মুখ্যমন্ত্রী হলেন তামিলনাড়ুর।


➦ তামিলনাড়ুর রাজ্যপাল- এর নাম কী ?
উঃ  বানওয়ারিলাল পুরোহিত।


➦ তামিলনাড়ুর রাজধানীর নাম কী?
উঃ চেন্নাই।


 ডেনমার্কে জৈব পদ্ধতিতে উৎপাদিত বাজরা রফতানি করতে চলেছে কোন দেশ?
উঃ ভারত ডেনমার্কে জৈব পদ্ধতিতে উৎপাদিত বাজরা রফতানি করবে।


➦ ডেনমার্কের প্রধানমন্ত্রীর নাম কী?
উঃ মেটে ফ্রেডেরিক্সেন।


➦ ডেনমার্কের রানী কে?
উঃ দ্বিতীয় মার্গারেথ হলেন ডেনমার্কের রানী।


➦ ডেনমার্কের রাজধানীর নাম কি?
উঃ  কোপেনহেগেন


➦ Infosys ভারতে কোভিড -19-এর লড়াইয়ের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য কত টাকা ডোনেট করবে?
উঃ Infosys ভারতে কোভিড -19-এর লড়াইয়ের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য 100 কোটি টাকা দেবে।


➦ 
Infosys ভারতের দ্বিতীয় বৃহত্তম কি কম্পানি?
উঃ Infosys ভারতের দ্বিতীয় বৃহত্তম IT কম্পানি।


➦  ইনফোসিস প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ 7 জুলাই 1981 সালে। 


➦ Infosysএর সদর দপ্তর  কোথায় অবস্থিত?
উঃ ব্যাঙ্গালুরুতে।


➦  পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ এন রাঙ্গসামি পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হলেন।


➦ পুদুচেরির রাজধানী এবং বৃহত্তম শহর হল এর নাম কি?
উঃ পন্ডিচেরি।


➦ কোন রাজ্য সরকার করোনার রোগীদের জন্য আয়ুর্বেদিক টেলিমেডিসিন সুবিধা চালু করেছে?
উঃ হরিয়ানা রাজ্য সরকার।


➦   হরিয়ানার রাজ্যপাল কে?
উঃ সত্যদেব নারায়ণ আর্য হলেন হরিয়ানার রাজ্যপাল।


➦ হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ মনোহর লাল খাট্টার।


➦ তেলেঙ্গানায় এক্সপেরিমেন্টাল পারপাসে কিসের মাধ্যমে ভ্যাকসিন ডেলিভারি করা হবে?
উঃ ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন ডেলিভারি করা হবে।

 
➦ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ শ্রী কে চন্দ্রশেখর রাও।


➦ তেলেঙ্গানার রাজধানীর নাম কি? 
উঃ  হায়দ্রাবাদ।

➦ BRO-কি?
উঃ BRO- Border Roads Organisation.


➦ 
BRO প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
উঃ 7 মে 1960 সালে BRO প্রতিষ্ঠিত হয়েছিল।


➦ BRO-র ডাইরেক্টর জেনারেল কে?
উঃ হলেন রাজীব চৌধুরি।


Current Affairs in Bengali|6 May 2021.


1) Shanghai Ranking 2020 এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে মেধা ও
পারফরম্যান্সের ভিত্তিতে সেরার শিরােপা পেল কোন বিশ্ববিদ্যালয় ?
উঃ- কোলকাতা বিশ্ববিদ্যালয়।

2) Suparipalana বইটির লেখক কে?
উঃ- শৈলেন্দ্র যােশী।

3) Britannia Industries an additional director পদে কে নিযুক্ত হলেন?
 উঃ- উর্জিত প্যাটেল।

4) Pt Small Finance Bank 'Great place to work' সার্টিফিকেট ভূষিত হলাে?
 উঃ- ESAF Small Finance Bank.

5) পশ্চিমঘাট পর্বতমালা অন্তর্গত সিন্ধুদুর্গ জেলার আম্বলি জায়গাকে বায়াে ডাইভারসিটি
হেরিটেজ সাইট এর মর্যাদা দেওয়া হলাে এটি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ- মহারাষ্ট্র।

6) Public Enterprises selection Board(PESB) এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন?
উঃ- মল্লিকা শ্রীনিভাসন।

7) Employees state insurance corporation(ESIC) এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
উঃ- মুখমীট ভাটিয়া।

8) কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল গ্রামীন মহিলাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং
প্রােগ্রাম লঞ্চ করল?
উঃ- জম্মু-কাশ্মীর।

9) সম্প্রতি বিশ্বের উষ্ণতম স্থান হিসেবে ভারতের কোন শহর বিবেচিত হয়েছে?
উঃ- ভুবনেশ্বর।

10) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া1 এপ্রিল কত তম প্রতিষ্ঠা দিবস পালন করল?
উঃ- 86th.

11) 51 তম দাদাসাহেব ফালকে পুরস্কার কে পেলেন ?
উঃ- রজনীকান্ত।

12) International children's book day PCA পালিত হয়?
উঃ-2 এপ্রিল।

13) কে ONGC এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ
করলেন?
উঃ- সুভাষ কুমার।

14) কোন সংস্থা খুব হালকা মানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল?
উঃ-DRDO.

15) কোন রাজ্য সরকার মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা লঞ্চ করল?
উঃ- পাঞ্জাব।

16) সম্পূর্ণ মার্চ মাসে GST সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা?
উঃ- 123902 কোটি টাকা।

17) 2021 সালের 14 এপ্রিল ড: বি আর আম্বেদকর এর কততম জন্মবার্ষিকী পালিত হবে?
উঃ- 130th.

18) 2021 Global gender gap Index এ ভারতের স্থান কত ?
উঃ-140 তম। 

19) Paytm Money কোথায় নতুন R&D facility সেন্টার খুলতে চলেছে?
উঃ- পুনে।

20) ওড়িশার রাজ্যের দ্বিতীয় বায়ােস্ফিয়ার রিজার্ভ হতে চলেছে কোন জায়গা?
উঃ- মহেন্দ্রগীরি।

21) কেন্দ্রীয় সরকার রাষ্ট্রায়ত্ত 4 টি ব্যাংকে কত কোটি টাকা বিনিয়ােগ করতে চলেছে?
উঃ- 14500 কোটি টাকা।


Current Affairs in Bengali|7 May 2021.


➦ চারবারের জন্য বিশ্ব স্নুকার চ্যাম্পিয়ন হলেন কে?

উঃ মার্ক সেলবি(Mark Selby.

➦ প্রথমবারের জন্য ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়  কত সালে ?

উঃ 1927 সালে। 

➦ মার্ক সেলবি কোন স্থানের অধিবাসী?

উঃ ইউনাইটেড কিংডমের অধিবাসী।

➦ মার্ক সেলবি কোন কোন সালে স্নুকার চ্যাম্পিয়ন হন?

উঃ 2014, 2016, 2017, 2021 সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হন।

➦ নুওয়ান জোয়েসাকে(Nuwan Zoysa)  কত বছরের জন্য ক্রিকেটে থেকে ব্যান করা হয়েছে?

উঃ ছয় বছরের জন্য ক্রিকেটে ব্যান করা হয়েছে।

➦ নুওয়ান জোয়েসা (Nuwan Zoysa) কোন দেশের  একজন ক্রিকেটার এবং কোচ?

উঃ নুওয়ান জোয়েসা শ্রীলঙ্কার একজন ক্রিকেটার এবং কোচ

➦ ICC-র চেয়ারম্যান হলেন কে?

উঃ গ্রেগ বার্কলে(Greg Barclay)।

➦ ICC গঠন করা হয় কত সালে ?

উঃ 15 জুন 1909 সালে ICC গঠন করা হয়।

➦ ফ্রি স্বাস্থা আহার যোজনা চালু করল কোন রাজ্য সরকার?

উঃ মধ্যপ্রদেশ সরকার।

➦ এই প্রকল্পটি ভোপালের 110 টি হাসপাতালে শুরু করা হয়েছে কি নাম?

উঃ পাইলট প্রকল্প হিসাবে

➦ মধ্যপ্রদেশের মেডিকেল শিক্ষামন্ত্রী কে?

উঃ বিশ্বাস কৈলাশ সারাং।

➦ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন কে?

উঃ শিবরাজ সিং চৌহান।

➦ মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি?

উঃ  ভোপাল।

➦ তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কে?

উঃ মমতা ব্যানার্জি।

➦ পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি?

উঃ জগদীপ ধানখার।

➦ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন কে?

উঃ মমতা ব্যানার্জি।

➦ পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী প্রথমবার  শপথ বাক্য পাঠ করেন কত সালে ?

উঃ 20 মে 2011 সালে।

➦ পশ্চিমবঙ্গের অষ্টমতম মুখ্যমন্ত্রী নাম কি ?

উঃ মমতা ব্যানার্জি।

➦ ইউনাইটেড কিংডমের প্রধানমন্ত্রীর নাম কি ?

উঃ বরিস জনসন। 

➦ ইউনাইটেড কিংডম এর রাজধানীর নাম কি?  

উঃ লন্ডন।

 ইউনাইটেড কিংডম এর মুদ্রা নাম কি ?

উঃ ব্রিটিশ পাউন্ড।

 মাইক্রোসফ্ট, Yahoo কিনতে কত  বিলিয়ন ডলার অফার করেছে?

উঃ 44.6 বিলিয়ন ডলার অফার করেছে।

➦  Yahoo প্রতিষ্ঠা করেন কে?

উঃ জেরি ইয়াং ও ডেভিড ফিলো।

➦ কত সালে  Yahoo প্রতিষ্ঠিত হয়?

উঃ জানুয়ারি 1994 সালে।

➦ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর রাষ্ট্রপতির নাম কি?

উঃ ফেলিক্স তিশিসেকিদি (Félix Tshisekedi)।

➦ কঙ্গোর প্রধানমন্ত্রীর নাম কি?

উঃ হল জিন-মিশেল সামা লুকনডে(Jean-Michel Sama Lukonde)।



পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 1 to 7 May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 1 to 7 May 2021


বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।Current Affairs in Bengali : 1 to 7 May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.