Geography| Geography Questions| Geography Mcq. |
পৃথিবীর পরিক্রমণ গতি ও ঋতু পরিবর্তন| Geography| Geography Questions| Geography Mcq
Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ।আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো "পৃথিবীর পরিক্রমণ গতি ও ঋতু পরিবর্তন"কে নিয়ে 32 Mcq । আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।
Geography| Geography Questions| Geography Mcq| পৃথিবীর পরিক্রমণ গতি ও ঋতু পরিবর্তন।
1. পৃথিবীর দুটি গতির নাম করাে।
Ans:(ক) আবর্তন বা আহ্নিক গতি এবং (খ) পরিক্রমণ বা বার্ষিক গতি।
2. কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় ?
Ans: পরিক্রমণ বা বার্ষিক গতি।
3. কর্কটসংক্রান্তি কোন গােলার্ধে হয় ?
Ans: উত্তর গােলার্ধে।
4. পৃথিবীর কোথায় ঋতু পরিবর্তন হয় না।
Ans: নিরক্ষীয় অঞ্চলে।
5. কোন দিনটিকে মহাবিষুব বলে ?
Ans: ২১ মার্চ।
6. সৌর দিন কাকে বলে?
Ans: পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে।
7. সৌর বছরের সংজ্ঞা লেখাে।
Ans: পৃথিবীর পূর্ণ পরিক্রমণের সময়কে।
8. উত্তর গােলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গােলার্ধে তখন কোন ঋতু দেখা যায় ?
Ans: শীতকাল দেখা যায়।
9. ২৩ সেপ্টেম্বর দিনটিকে কী বলা হয় ?
Ans: জলবিষুব।
10. সংক্রান্তি' কথাটির অর্থ কী ?
Ans: মাসের শেষ দিন।
11. কক্ষপথ কাকে বলে?
Ans: যে নির্দিষ্ট পথে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে।
12. পৃথিবীর কক্ষতল কাকে বলে ?
Ans: পৃথিবীর যে সমতলে সূর্যকে প্রদক্ষিণ করে।
13. পরিক্রমণ কালে পৃথিবী নিজের কক্ষতলের সঙ্গে কত ডিগ্রী কোণে হেলে থাকে?
Ans: ৬৬ ১/২° কোণে।
14. কোন্ দিনটিকে মকর সংক্রান্তি বলে ?
Ans: ২২ ডিসেম্বর।
15. কত বছর অন্তর লিপইয়ার বা অধিবর্ষ হয় ?
Ans: প্রতি চার বছর।
16. ৪ জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত থাকে?
Ans: প্রায় ১৫ কোটি ১২০ হাজার কিলােমিটার।
17. কোন গতির ফলে জোয়ার-ভাটা হয় ?
Ans: আবর্তন গতির ফলে।
18. পৃথিবীর কক্ষপথের আকৃতি কীরূপ?
Ans: অনেকটা ডিমের মতাে বা উপবৃত্তাকার।
19. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে ?
Ans: ৩৬৫ দিন (সূক্ষ্ম হিসাবে ৩৬৫ দিন ৫ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড)।
20. কোন দুটি দিনে পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয় ?
Ans: ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ।
21. সূর্যের দক্ষিণায়ন শুরু হয় কত তারিখে?
Ans: ২১ জুন তারিখে।
22. কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম থাকে?
Ans: ৩ জানুয়ারি।
23. পৃথিবীর কক্ষপথের মােট দৈর্ঘ্য কত কোটি কিলােমিটার ?
Ans: প্রায় ৯৬ কোটি কিলােমিটার।
24. পৃথিবীর নিজ অক্ষের উপর কোন্ দিক থেকে কোন্ দিকে ঘুরপাক খাচ্ছে?
Ans: পশ্চিমদিক থেকে পূর্বদিকে।
25. পৃথিবীর কোন্ গতির ফলে সৌরদিন হয় ?
Ans: আহ্নিক গতি।
26. অনুসূর শব্দের অর্থ কী ?
Ans: সূর্যের কাছে।
27. কোন শব্দ থেকে আহ্নিক শব্দের উৎপত্তি হয়েছে?
Ans: ‘অহ্ন’ শব্দ থেকে।
28. কী কারণে সূর্যরশ্মি ভূ-পৃষ্ঠের সর্বত্র সমানভাবে পড়ে না ?
Ans: পৃথিবীর অভিগত গােলক আকৃতির জন্য।
29. সূর্যরশ্মি ভূ-পৃষ্ঠের কোথাও লম্বভাবে পতিত হয় আবার কোথাও
Ans: তেরচাভাবে পতিত হয়। এর ফলে কী হয় ?
30. উত্তাপের তারতম্য ঘটে। ঋতু পরিবর্তন সংঘটিত হয়।
31. লিপ-ইয়ার বা অধিবর্ষ কাকে বলে?
Ans: ৩৬৫ দিনে এক বছর হয়। কিন্তু প্রতি চার বছর অন্তর যে বছর
32. ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ৩৬৬ দিনে বছর গণনা করা হয়।
Ans: সেই বছর লিপ-ইয়ার বা অধিবর্ষ।
Geography| Geography Questions| Geography Mcq.
Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ।আজ আমাদের আলোচনার মূল বিষয় হলো "পৃথিবীর পরিক্রমণ গতি ও ঋতু পরিবর্তন"কে নিয়ে 32 Mcq ।আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....