General Knowledge in Bengali| Bangla Gk Questions

General Knowledge in Bengali| Bangla Gk Questions

General Knowledge in Bengali| Bangla Gk Questions.

General Knowledge in Bengali| For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam

Today we will discuss general knowledge of Bengali. This general knowledge is very important for all job examinees GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2022-23, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services / all government job recruitment examinations of India.

General Knowledge in Bengali| Bangla Gk Questions



1. কোন ব্যাংক একটি ওভারড্রাফ্ট সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে যা ডুকান্দার ওভারড্রাফ্ট স্কিম নামে পরিচিত?
Ans: HDFC ব্যাংকম।


2. “Hiroshima Day” কবে পালিত হয়?
Ans: 6 আগস্ট


3. ভারতের প্রথম ভূমিকম্পের আগাম সতর্কীকরণ মোবাইল অ্যাপ কোন রাজ্যের জন্য চালু করা হয়েছে?
Ans: উত্তরাখণ্ড।


4. প্রতিবছর “জাতীয় তাঁত দিবস বা National Handloom Day ” কবে পালিত হয়?
Ans: 7 আগস্ট


5. কোন রাজ্য সরকার বন রক্ষার জন্য একটি নীতি আনার পরিকল্পনা করেছে?
Ans: রাজস্থান


6. .কোন রাজ্য সরকার যুবকদের কর্মসংস্থানের জন্য “Har Hit Store” শুরু করেছ?
Ans: হরিয়ানা


7. ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড “Bvlgari” কোন অভিনেতাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে?
Ans: প্রিয়ঙ্কা চোপড়া।


8. কোন ভারতীয় ক্রীড়াবিদকে সম্মান জানাতে ‘রাজীব গান্ধী খেলরত্ন’ পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে?
Ans : ধ্যানচাঁদ


9. ইসরো-নাসা যৌথ মিশন নিসার স্যাটেলাইট কোন সালে উৎক্ষেপণ করা হবে?
Ans: 2023


10.সম্প্রতি, Sjoerd Marijne কোন ভারতীয় দলের মুখ্য কোচ পদ থেকে ইস্তফা দিয়েছেন?
Ans: ভারতীয় মহিলা হকি দল


11. কোন শহরটি 100 % কোভিড -19 টিকা অর্জনের জন্য প্রথম ভারতীয় শহর হয়ে উঠেছে?
Ans: ভুবনেশ্বর।


12. কোন রাজ্য সরকার ‘Makkalai Thedi Maruthuvam’ নামক একটি স্বাস্থ্যসেবা প্রকল্প শুরু করেছে ?
Ans: তামিলনাড়ু


13. সম্প্রতি, প্রকাশিত “Orienting: An Indian In Japan” পুস্তকটি কে লিখেছেন?
Ans: পল্লবী আইয়ের


14. কোন রাজ্য তার প্রথম জিকা ভাইরাস কেস রিপোর্ট করেছে?
Ans: মহারাষ্ট্র।


15. গুইডো বেলিডো Guido Bellido, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
Ans: পেরু


16. মহিলা 100 মিটার দৌড়ে কে অলিম্পিক সোনা জিতেছে?
Ans: Elaine Thompson-Herah.


17. ভারতীয় পুরুষ হকি দল “টোকিও অলিম্পিক 2020” – এ কোন পদক জিতেছে?
Ans: তাম্র পদক


18. নিচের কোন দেশ তার সপ্তম কনকাকাফ গোল্ড কাপ জিতেছে?
Ans: United States.


19. কোন রাজ্য সরকার বেকারত্ব নির্মূল করতে “Har Hith Store Scheme” শুরু করেছে?
Ans: হরিয়ানা


20. International Infinity Day ‘ কবে পালন করা হয়?
Ans: 8th August.

Bangla Gk Questions| General Knowledge in Bengali



1. কোন রাজ্য ভূমিকম্পের প্রথম সতর্কতা মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, যার নাম ‘ভুকম্প অ্যালার্ট’?
Ans: উত্তরাখণ্ড।


2. সম্প্রতি কত গুলি Skoch Award জিতলো পশ্চিমবঙ্গ সরকার?
Ans: 5টি


3. মহারাষ্ট্রের নতুন লোকায়ুক্ত হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
Ans: ভি এম কানাদে।


4. টোকিও অলিম্পিকে Tennis Men’s Singles-এ সোনা জিতলেন Alexander Zverev, তিনি কোন দেশের খেলোয়াড়?
Ans: জার্মানি


5.ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে কে শপথ নিলেন?
Ans: ইব্রাহিম রাইসি।


6. 2021 Fortune’s Global 500 list-এ জায়গা করে নিলো ভারতের কয়টি কোম্পানী?
Ans: 7টি


7. ইজ অফ ডুয়িং বিজনেস উদ্যোগের অধীনে পশ্চিমবঙ্গ সরকার তার স্কিমের জন্য কয়টি SKOCH পুরস্কার পেয়েছে?
Ans: চারটি।


8. সম্প্রতি ইব্রাহিম রাইসি কোন দেশের অষ্টম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন?
Ans: ইরান


9. ICICI প্রুডেনশিয়াল লাইফ UPI Autopay এর জন্য কার সঙ্গে যুক্ত হয়েছে?
Ans: NPCI-এর।


10. টোকিও অলিম্পিকে ভারতের হয়ে তৃতীয় মেডেল জিতলেন?
Ans: লভলিনা বর্গহাইন


11. দুর্যোগ ব্যবস্থাপনায় ভারত কোন দেশের সঙ্গে MoU স্বাক্ষরিত করেছে?
Ans: বাংলাদেশের।


12. QS Best Student Cities Ranking-এ মুম্বাইয়ের স্থান কত?
Ans: 106 Number.


13. জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কোন মহিলাকে ডিরেক্টর পদে নিয়োগ হয়েছেন?
Ans: ড: ধৃতি বন্দ্যোপাধ্যায়কে।


14. My Own Mazagon” শিরোনামে বই লিখলেন?
Ans: ক্যাপ্টেন রমেশ বাবু


15. কোন ব্যাঙ্ক হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ে এক মিলিয়ন গ্রাহকের সংখ্যা অতিক্রম করেছে?
Ans: অ্যাক্সিস ব্যাঙ্ক।


16. প্যারালিম্পিকের জন্য ভারতের থিম সং “Kar De Kamaal Tu” লঞ্চ করলেন?
Ans: অনুরাগ সিং ঠাকুর


17. ‘খেল রত্ন অ্যাওয়ার্ড‘ এর নাম পরিবর্তন করে কি করা হল?
Ans: মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড।


18. সম্প্রতি Mini Ipe কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন?
Ans: LIC.


19. National Handloom Day ‘ বা ‘ জাতীয় তাঁত দিবস ‘ কবে পালন করা হয়?
Ans: 7th August.


20. K2 পর্বতশৃঙ্গের চূড়ায় আরোহণ করা বিশ্বের কনিষ্ঠতম পর্বতারোহী হলো Shehroze Kashif, সে কোন দেশের নাগরিক?
Ans: পাকিস্তান

Bangla Gk Questions| General Knowledge


1. কাকে LIC এমডি হিসেবে নিয়োগ করা হয়েছে? 

Ans: মিনি ইপি।


2. কোন রাজ্য পুলিশ “Crime and Criminal Tracking Networking System” -এর অধীনে প্রথম স্থান অধিকার করেছে ?

Ans: হরিয়ানা।


3. বিশ্বের সবচেয়ে বড় ষ্টার নীলা গুচ্ছ কোথায় পাওয়া গেছে? 

Ans: শ্রীলঙ্কায়।


4. নিম্নলিখিত কোনটির সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বেকারত্বের কারণে 24% আত্মহত্যার মামলা বৃদ্ধি পেয়েছে?

Ans: National Crime Records Bureau.


5. ইসুর উদানা সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন ?

Ans: শ্রীলংকা।


6. সম্প্রতি, প্রকাশিত “Leopard Diaries – The Rosette in India” পুস্তকটি কে লিখেছেন?

Ans: সঞ্জয় গুব্বি ।


7. ডিজিটাল ব্যাংকিংয়ে ইনোভেশনের জন্য কোন ব্যাংক বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে? 

Ans: DBS ব্যাংক।


8. টোকিও অলিম্পিক 2020 -এ লাবলিনা বোরগোহাইন (Lovlina Borgohain) কোন ক্রীড়ায় ব্রোঞ্জ পদক জিতেছে?

Ans:  বক্সিং।


9. “কর্প্যাট” কোন দেশের সাথে ভারতের একটি মহড়া? 

Ans: ইন্দোনেশিয়া।


10. ভারতীয় জীবন বীমা নিগম (LIC) -এর নতুন ম্যানেজিং ডিরেক্টর (MD) পদে কে নিযুক্ত হয়েছেন?

Ans: মিনি আইপে (Mini Ipe)  


11.ভারতের কয়টি বাঘ সংরক্ষণাগার বৈশ্বিক সংরক্ষণের নিশ্চয়তা পেয়েছে – টাইগার স্ট্যান্ডার্ডস (CA -TS) স্বীকৃতি? 

Ans: 14.


12. কোন রাজ্য সরকার বেকারত্ব নির্মূল করতে “Har Hith Store Scheme” শুরু করেছে?

Ans: হরিয়ানা ।


13.প্রাক-স্কুল শিশুদের জন্য ভারত সরকার কোন উদ্যোগ চালু করেছে? 

Ans: বিদ্যা প্রভেশ।


14. সম্প্রতি, কবে “National Sisters Day” পালিত হয়েছে?

Ans: 1 আগস্ট ।


15. পিভি সিন্ধু কোন পদক জিতে টোকিও অলিম্পিক 2020 তে ইতিহাস সৃষ্টি করেছেন? 

Ans: ব্রোঞ্জ।


16.  কোন দেশ 3-17 বছর বয়সি শিশুদের জন্য Covid-19 টিকাকরন শুরু করেছে?

Ans: সংযুক্ত আরব আমিরাত (UAE) 


17. ভারত বিলপে -র নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 

Ans: নূপুর চতুর্বেদী।


18. নিম্নলিখিত, কোন দিবসটি ভারত জুড়ে 3রা আগস্ট -এ পালিত হয়?
Ans: Heart Transplant Day.


19. কে K2 স্কেল করা বিশ্বের সর্বকনিষ্ঠ পর্বতারোহী হলেন? 

Ans: শেহরোজ কাশিফ।


20. রাম নাথ কোবিন্দ, কোন রাজ্যের পাঁচ দিবসীয় যাত্রায় আছেন?

Ans: তামিলনাড়ু ।

General Knowledge| Bangla Gk Questions.


1.  সম্প্রতি, ভারত এবং কোন দেশের মধ্যে “হলদিবাড়ি -চিলাহাটি রেল পথ” পুনরায় শুরু করা হয়েছে?

Ans: বাংলাদেশ। 


2. 'Leopard Diaries - the Resette in India' বইটির লেখক কে?

Ans: সঞ্জয় গুবি। 


3. “World Breastfeeding Week” প্রতিবছর কবে পালিত হয়?

Ans: আগস্ট এর প্রথম সপ্তাহে। 


4. কোন বলিউড অভিনেত্রী ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড BVLGARI এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত হলেন?

Ans:  প্রিয়াঙ্কা চোপড়া জোনস। 


5. নিকোল পাসিনয়ান (Nikol Pashinyan) কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হয়েছেন?

Ans:  আর্মেনিয়া । 


6. My own Mazagon বইটির লেখক কে?

Ans: ক্যাপ্টেন রমেশ বাবু। 


7. ভারতের কোন শহর সর্বপ্রথম 100 শতাংশ Covid-19 টিকাকরন সম্পন্ন করেছে?

Ans:  ভুবনেশ্বর । 


8. ইন্ডিয়ান ব্যাঙ্ক স্টার্টআপ ফাইন্যান্সিংয়ের জন্য কোন আইআইটির সঙ্গে Mou স্বাক্ষর করলো?

Ans:  IIT Bombay.


9.  মায়ানমারের নতুন প্রধানমন্ত্রীর নাম?

Ans:  Min Aung Hlaing.


10.  Magma Fincorp Ltd এর নাম পরিবর্তন করে রি রাখা হলো?

Ans: PoonawaIla fin corp ltd


11. সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নলিখিত কোন পেমেন্ট সল্যুশন লঞ্চ করেছেন ?

An: e-RUPI.


12. কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় নীলকান্তমণি পাওয়া গেল?

Ans: শ্রীলংকা। 


13. কোন রাজ্যে সর্বপ্রথম ‘Zika Virus’ -এর প্রথম মামলাটি ধরা পড়েছে?

Ans: মহারাষ্ট্র। 


14. সম্প্রতি, Isuru Udana আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়?

Ans:  শ্রীলংকা। 


15. নাউরুতে (Nauru) ভারতের পরবর্তী হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন?

Ans: মানপ্রীত ভোহরা। 


পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে- General Knowledge in Bengali খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে General Knowledge in Bengali বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।          

General Knowledge in Bengali 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।   


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.