Type Here to Get Search Results !

General Knowledge| Gk Questions| Gk Bengali

General Knowledge| Gk Questions| Gk Bengali

General Knowledge| Gk Questions| Gk Bengali

Easy General Knowledge Questions and Answers| Gk Bengali| Previous Questions and Answers|Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services. Most of the students search on the internet for Bengali current affairs, General knowledge in Bengali| Gk in Bangali| Gk Questions. General knowledge, GK question, MCQ question, short question, Bengali GK, GK Bangla.
Easy General Knowledge Questions and Answers| Gk QuestionsGk Bengali| Previous Questions and Answers|General Knowledge in Bengali| Gk in Bangali| Gk Questions. Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc. Exam) 2021-22. 
Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs. Today GK is India's best website for GK. (Like Railway,  General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

Easy General Knowledge Questions and Answers| Gk Bengali


প্রঃ রােধ থার্মোমিটারে কী ব্যবহৃত হয় ?

উঃ প্ল্যাটিনাম।

প্রঃ পজিট্রন আবিষ্কার কে করেন?

উঃ অ্যান্ডারসন।

প্রঃ আলােক তড়িৎ-কোশ কি?

উঃ একপ্রকার বায়ুশূন্য কোশ।

প্রঃ চৌম্বক বলরেখার ধর্ম কে আরােপ করেন?

উঃ ফ্যারাডে।

প্রঃ ভারী ধাতুর পরমাণুর নিউক্লিয়াস বিভাজনকে কি বলে?

উঃ ফিসন বলে।

প্রঃ এক পশলা বৃষ্টির পরে রামধনু কোথায় দেখা যায় ?

উঃ সূর্যের বিপরীত দিকে।

প্রঃ রঙিন টেলিভিশন সেটে প্রকৃত রঙের ছবি দেখানাের জন্য কোন্ কোন্ বর্ণের অধ্যারােপ করা হয়?

উঃ লাল, সবুজ, নীল।

প্রঃ ভ্যাকুয়াম ডায়ােড’ কোন্ নীতি অনুসারে কাজ করে?

উঃ ওহম-এর সূত্র।

প্রঃ পাখির ওড়া নিউটনের কোন্ গতিসূত্রকে সমর্থন করে ?

উঃ তৃতীয় গতিসূত্র।

প্রঃ ক্ষারীয় দ্রবণের PH কত? 

উঃ 7 এর বেশি।

প্রঃ চিলি সল্ট পিটারের সংকেত কি? 

উঃ NaNO3.

প্রঃ জারক পদার্থ নিজে কি হয়? 

উঃ বিজারিত হয়।

প্রঃ জলে অতিবেগুনী রশ্মি চালনা করলে কি হবে?

উঃ জীবাণুমুক্ত হবে।

প্রঃ ফসফিনের গন্ধ কেমন? 

উঃ পচা মাছের মতো।

প্রঃ ফসফরাস কে আবিষ্কার করেন? 

উঃ বিজ্ঞানী ব্রান্ড।

প্রঃ সমুদ্রে সাদা ধোঁয়া তৈরির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? 

উঃ PH

প্রঃ ন্যাপথলিনের সংকেত কি? 

উঃ C10Hg.

প্রঃ ডিনেচার্ড স্পিরিট নামে কোনটি পরিচিত ? 

উঃ মেথিলেটেড স্পিরিট।

প্রঃ কোন পদ্ধতি দ্বারা CU নিষ্কাশন করা হয়? 

উঃ স্বতঃবিজারণ পদ্ধতি।

প্রঃ পিচব্লেন্ড কোন ধাতুর আকরিক? 

উঃ ইউরেনিয়াম।

প্রঃ ক্রাইওলাইট কোন ধাতুর আকরিক? 

উঃ অ্যালুমিনিয়াম (AI)।

প্রঃ মরিচার রঙ কেমন? 

উঃ লালচে বাদামী।

প্রঃ অ্যালকিল নাইট্রাইল শ্রেণির যৌগের কার্যকরী মূলকের নাম কি? 

উঃ সায়ানো।

প্রঃ অ্যারোমা শব্দের অর্থ কি? 

উঃ  গন্ধ।

প্রঃ ডায়ানামাে কোন্ নীতি অনুসারে কাজ করে?

উঃ তড়িৎ চুম্বকীয় আবেশ।

প্রঃ সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি ?

উঃ বুধ।

প্রঃ কোনাে পদার্থের কাজ কিসের ওপর নির্ভরশীল?

উঃ ভর।

প্রঃ MFN— এর পুরো কথাটি কি? 

উঃ  Most Favoured Nations.

প্রঃ সুলতান মামুদের পিতার নাম কি? 

উঃ  সবুক্তিগীন।

প্রঃ  সংখ্যাকারিকা কার রচনা? 

উঃ ঈশ্বর কৃষ্ণ।

 প্রঃ শৈলেন্দ্র রাজবংশের কুলগুরু কে ছিলেন? 

উঃ  কুমার ঘোষ।

প্রঃ 'সবে মুনিষে পুজা মম’-উক্তিটি কার? 

উঃ অশোক।

প্রঃ  শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি ভাগে ভাগ করেন? 

উঃ  ৪৭টি।

প্রঃ বিক্রমজিৎ উপাধি কে ধারণ করেন? 

উঃ হিমু।

প্রঃ DNS-কথাটির সম্পূর্ণ অর্থ কী?

উঃ Domain Name System.

প্রঃ পৃথিবীর বয়স কিসের দ্বারা নির্ধারিত হয় ?

উঃ ইউরেনিয়াম ডেটিং দ্বারা।

প্রঃ জলের স্ফুটনাঙ্ক কিসের উপর নির্ভর করে?

উঃ বায়ুমণ্ডলীয় চাপের ওপর নির্ভরশীল।

প্রঃ IOC's 'Believe in sport' psicoacoa ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে কোন খেলােয়ার নিযুক্ত হলেন?
উঃ- পিভি সিন্ধু।

প্রঃ সম্প্রতি প্রয়াত আই এ এস অফিসার পারুল দেবী কোন রাজ্যের প্রথম মহিলা আইএএস অফিসার ছিলেন?
উঃ- আসাম।

প্রঃ  2021 STIEG UNESCO World Press Freedom Prize কে পেলেন?
উঃ- Maria Ressa.

প্রঃ  বিশ্ব সুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করলেন?
উঃ-Mark Selby.

প্রঃ  2021 সালের ASBC এশিয়ান এলিট পুরুষ এবং মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন শহরে অনুষ্ঠিত হবে ?
উঃ- দুবাই।

প্রঃ  বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোন ভ্যাকসিন জরুরী ব্যবহারের বৈধতা পেলাে?
উঃ- Moderna.

প্রঃ  ভারতীয় স্টেট ব্যাংক কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কত পরিমাণ টাকা বরাদ্দ করেছে?
উঃ-71 কোটি টাকা

প্রঃ  মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন?
উঃ- 8th.

প্রঃ  কোন রাজ্য সরকার জল জীবন মিশন অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান 2021 দু'লক্ষ পরিবারকে জল কানেকশন দেওয়ার কথা ঘােষণা করল?
উঃ- হিমাচল প্রদেশ।

প্রঃ  National human rights commission (NHRC) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
উঃ- বিচারপতি প্রফুল্ল চন্দ্র পান্থ

প্রঃ  Porsche Tennis Grand prix 2021-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা?
উঃ- Ashleigh Barty.

প্রঃ  কোন বাহিনী operation samudra Setu লঞ্চ করল?
উঃ- Indian Navy.

প্রঃ  Lag B'Omer নামে উৎসবটি কোথায় অনুষ্ঠিত হলাে?
উঃ- ইজরায়েল।

প্রঃ  সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত ছিলেন ?
উঃ- সেতার বাদক।

প্রঃ রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের সাহায্যার্থে কেরালা রাজ্য সরকার কত কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে ? 
উঃ 5650 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে।

প্রঃ  রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন?
উঃ- টি রবি শঙ্কর।

প্রঃ  কে Oxygen on wheels প্রকল্প চালু করল?
উঃ- আনন্দ মাহিন্দ্রা।

প্রঃ 2 মে 2021 সালে ভারতের মহান চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের কততম জন্মবার্ষিকী পালিত হল?
উঃ- 100তম। 

প্রঃ  Portuguese Grand prix কে জয়লাভ করলাে?
উঃ- Lewis Hamilton.

প্রঃ  World press freedom day কবে পালিত হয়?
উঃ- 3 মে। 

প্রঃ  ভারতের তৃতীয় বৃহত্তম IT services company কোনটি?
উঃ- Wipro.

প্রঃ 2021 সালে Global peace Index এ ভারতের স্থান কত? 
উঃ- 135 তম।

প্রঃ সম্প্রতি রিলায়েন্স সংস্থা ‘জাস্ট ডায়ালে’র শতকরা কত শতাংশ কিনেছে?
উঃ- ৪০.৯৫.

প্রঃ 100% করোনা ভাইরাসের প্রথম ডোজ সম্পন্নকারী প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি? 
উঃ- লাদাখ।

প্রঃ হরেলা উত্সব’ (Harela festival) সম্প্রতি কোথায় উদযাপিত হয়?
উঃ- উত্তরাখণ্ড।

প্রঃ কোন রাজ্যে কুনওয়ার যাত্রা শুরু হতে চলেছে? 
উঃ- উত্তরপ্রদেশ।

প্রঃ সম্প্রতি ‘speaking emoji’ লঞ্চ করেছে কোন সংস্থা?
উঃ- ফেসবুক।

প্রঃ The Ramayan of Shri Guru Gobind Singh Ji’ গ্রন্থটির রচয়িতা কে? 
Ans : বলজিৎ কৌর তুলসী।

প্রঃ সম্প্রতি কোন রাজ্যের হাই কোর্টের নাম পরিবর্তন করা হয়েছে?
উঃ-  জম্মু ও কাশ্মীর।

প্রঃ  Security and exchange board of India বোর্ডের সদস্য হিসেবে কে নিযুক্ত হলেন?
উঃ- আনন্দমোহন বাজাজ।

প্রঃ  সম্প্রতি AICTE কতটি আঞ্চলিক ভাষায় BTech করার অনুমতি দিয়েছে?
উঃ- 11 টি।

প্রঃ বিশ্বের সেরা ধনী ব্যক্তি কে?
উঃ- কার্লোস স্লিম, মেক্সিকো (৫৩৫০ কোটি ইউএসডি)

প্রঃ কোন শহরের রাস্তা দেশের প্রথম Covisafe Road হল? 
উঃ- ইন্দোর, মধ্যপ্রদেশ।

প্রঃ  কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে সম্প্রতি মার্কিন শ্রম বিভাগের সলিসিটার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে?
উঃ- সীমা নন্দা।

General Knowledge| Gk Questions| Gk Bengali Easy General Knowledge Questions and Answers| Gk Bengali| Previous Questions and Answers|Like Railway, Group-c, d, UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking, IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services. Most of the students search on the internet for Bengali current affairs, General knowledge in Bengali| Gk in Bangali| Gk Questions. 

প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like RailwaySSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.