Type Here to Get Search Results !

RRB Exams| Railway Exams| RRB Group-D Exams

RRB Exams| Railway Exams| RRB Group-D Exams

RRB Exams| Railway Exams| Group D Exams

RRB Exam Suggestions| Railway Exam Suggestions| RRB Group D Exam Suggestions| 60 Mcq questions are very important Suggestions. RRB Group-D Important Questions.

Today Gk website for GK| Railway Group D Exams| Gk questions| Bengali Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2023-24| RRB Exams| Railway Exams| Group D Exams. RRB Important Questions, questions paper, answer key, RRB Ntpc Gk, Mock test, etc. All competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

General Knowledge | RRB Exams| Railway Exams| Group D Exams. Most of the students search on the General Knowledge in Bengali | Preliminary Exam. RRB Exams| Railway Exams| Group D Exams| RRB Group D Exams. Internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India. RRB Exams| Railway Exams| Group D Exams.

RRB Exams| Railway Exams| Group D Exams 2024-25

1. Magma Fincorp-এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো?

Ans: আদার পুনাবাল্লা।


2. Artillery এর ডিরেক্টর জেনারেল পদে লিউটেন্যান্ট কাকে নিযুক্ত করা হলাে ? 

Ans:  জেনারেল তরুণ কুমার চাওলা।


3.  তামিলনাড়ুতে অনুষ্ঠিত Bharat Kesari Wrestling Dangal 2021 জিতলো কোন রেসলার?

Ans: লভ্যাংশু শর্মা।


4. ভিডিও শপিং অ্যাপ Simsim-কে কিনতে চলেছে কোন কোম্পানী?

Ans: Youtube.


5. Serum ইনস্টিটিউট এর চেয়ারম্যান কাকে লােকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2021 সম্মানে সম্মানিত করা হবে ? 

Ans:  Dr. Cyrus Poonawalla.


6. The Khan of Khel Khudaai" শিরোনামে উপন্যাস লিখলেন?

Ans:   হার্ষা ভাড়াতুলা।


7. ভারতীয় নৌবাহিনীর ভাইস – চিফ পদের দায়িত্ব নিতে চলেছেন কে ? 

Ans: ভাইস অ্যাডমিরাল সতীশ নামদেও ঘােরমাদে। 


8. রেড লিস্টের অন্তর্ভুক্ত দেশ গুলিকে কত বছরের জন্য ট্রাভেল ব্যান করলো সৌদি আরব?

Ans: ৩ বছর।


9. ভারতীয় কোন সংস্থা ( ISRO ) এই বছর ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং স্যাটেলাইট ( EOS – 03 ) লঞ্চ করতে চলেছে ? 

Ans:  স্পেস রিসার্চ সংস্থা।


10. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে কত মিলিয়ন টন সোনার আকরিক মজুত আছে?

Ans: ৫০০ মিলিয়ন টন।


11.  সম্প্রতি কোন ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?

Ans: Madgaum Co-Operative Bank.


12. ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি Axis ব্যাংকের উপর কত কোটি টাকার ফাইন চাপালাে ? 

Ans: 5 কোটি।


13.  ভারতের হয়ে দ্বিতীয় অলিম্পিক মেডেল জিতলো কে?

Ans: পিভি সিন্ধু।


14. মনিপুর রাজ্যের মুখ্যমিন্ত্রী এন বীরেন সিং হেপাটাইটিস দিবসের দিনে কয়টি মডেল হেপাটাইটিস – বি ট্রিটমেন্ট সেন্টার লঞ্চ করলেন ?  

Ans:  দুটি।


15. লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয়?

Ans : সাইরাস পুনাবাল্লা।


16. CBSE স্টুডেন্টদের জন্য কে SAFAL অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক লঞ্চ করলেন ? 

Ans: প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী।


17. রিজিওনাল এয়ার কানেক্টিভিটি স্কিম ( UDAN ) এর অধীনে নতুন কয়টি এয়ার ট্রাফিক রুটের মান্যতা দিলাে কেন্দ্রীয় সরকার ? 

Ans: 780 টি।


18. সম্প্রতি সাতপুরা টাইগার রিজার্ভ কোন আওয়ার্ড জিতলাে ? 

Ans: NatWest Group Earth Heroes.


19. সম্প্রতি Global Education Summit অনুষ্ঠিত হলো কোথায়?

Ans:  লন্ডন।


20. রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের সাহায্যার্থে কেরালা রাজ্য সরকার কত কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে ? 

Ans: 5650 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে।


21. 2021 সালে Global peace Index এ ভারতের স্থান কত? 

Ans: 135 তম।


22. সম্প্রতি রিলায়েন্স সংস্থা ‘জাস্ট ডায়ালে’র শতকরা কত শতাংশ কিনেছে?
Ans: ৪০.৯৫.


23. 100% করোনা ভাইরাসের প্রথম ডোজ সম্পন্নকারী প্রথম কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি? 
Ans: লাদাখ।


24.হরেলা উত্সব’ (Harela festival) সম্প্রতি কোথায় উদযাপিত হয়?
Ans: উত্তরাখণ্ড।


25. কোন রাজ্যে কুনওয়ার যাত্রা শুরু হতে চলেছে? 
Ans: উত্তরপ্রদেশ।


26. সম্প্রতি ‘speaking emoji’ লঞ্চ করেছে কোন সংস্থা?
Ans: ফেসবুক।


27. The Ramayan of Shri Guru Gobind Singh Ji’ গ্রন্থটির রচয়িতা কে? 
Ans: বলজিৎ কৌর তুলসী।


28. সম্প্রতি কোন রাজ্যের হাই কোর্টের নাম পরিবর্তন করা হয়েছে?
Ans:  জম্মু ও কাশ্মীর।


29. Security and exchange board of India বোর্ডের সদস্য হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans: আনন্দমোহন বাজাজ।


30.  সম্প্রতি AICTE কতটি আঞ্চলিক ভাষায় BTech করার অনুমতি দিয়েছে?
Ans: 11 টি।


31. বিশ্বের সেরা ধনী ব্যক্তি কে?
Ans: কার্লোস স্লিম, মেক্সিকো (৫৩৫০ কোটি ইউএসডি)


32. কোন শহরের রাস্তা দেশের প্রথম Covisafe Road হল? 
Ans: ইন্দোর, মধ্যপ্রদেশ।


33. কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলাকে সম্প্রতি মার্কিন শ্রম বিভাগের সলিসিটার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে?
Ans: সীমা নন্দা।


34. কোন রাজ্য সরকার Electric Vehicle Policy-2021 লঞ্চ করল? 
Ans: মহারাষ্ট্র।


35. জম্মু রোপওয়ে প্রকল্পের একটি অংশ কে উদ্বোধন করেছেন?
Ans: মনোজ সিনহা।


36. Puma motorsports এর ব্র্যান্ড আম্বাসেডোর পদে কে নিযুক্ত হলেন? 
Ans: যুবরাজ সিং।


37. কোন রাজ্য সরকার ‘মুখমন্ত্রী কিষাণ মিত্র শক্তি যোজনা’ চালু করার ঘোষণা দিয়েছে?
Ans: রাজস্থান।


38. কোন কেন্দ্রীয় মন্ত্রী Sankalp Se Siddhi Mission Van Dhan মিশন লঞ্চ করল? 
Ans: অর্জুন মুন্ডা।


39. ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ কখন পালিত হয়?
Ans: ১৮ জুলাই।

40. সম্প্রতি হরিয়ানা সরকার কোন শহরে একটি সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের নীতিগত অনুমোদন পেয়েছে?
Ans: কুরুক্ষেত্র।


41. ‘বিশ্ব রেঞ্জার দিবস’ কখন পালিত হয়?

Ans: ৩১ জুলাই।


42. ভারতের প্রথম শহরের নাম বলুন যেখানে মানুষ সরাসরি কল থেকে উচ্চমানের পানীয় জল পেতে পারবে। 

Ans: পুরী।


43. সম্প্রতি কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় ‘স্টার স্যাফায়ার ক্লাস্টার’ পাওয়া গেছে?

Ans: শ্রীলংকা


44. রক্ষামন্ত্রী রাজনাথ সিং এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন ?

Ans: তাজিকিস্তান।


45. জাতিসঙ্ঘ কবে বিশজুড়ে প্রতিবছর “World Day Against Trafficking in Persons” পালিত করে? 

Ans: 30 জুলাই।


46. ভারতীয় নৌ জাহাজ কোন অনুশীলন কাটগ্লাস এক্সপ্রেস 2021 এ অংশ নিচ্ছে। 

Ans: INS Talwar.


47.  কে “Maharashtra Bhushan Award 2021” জিতেছেন?

Ans: আশা ভোসলে।


48. চেরাপুঞ্জিতে গ্রিন সোহরা বনায়ন ক্যাম্পেইন কে চালু করেছে? 

Ans: অমিত শাহ।


49. অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় বক্সার?

Ans: বিজেন্দর সিং।


50. ভারতের কোন রাজ্য সরকার সর্বপ্রথম ট্রান্সজেন্ডারদের সরকারি চাকরিতে সংরক্ষিত আসন -এর সুবিধা দিয়েছে?

Ans:  কর্ণাটক।


51. কোন শহরটি ভারতের চল্লিশতম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান লাভ করেছে? 

Ans:  ধোলাভিরা।


52. সম্প্রতি, কবে “World Ranger Day” পালিত হয়েছে?

Ans: 31 জুলাই।


53.বিএস ইয়েদিউরप्पा সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? 

Ans: কর্ণাটক।


54. সম্প্রতি, কোন মন্ত্রক 15তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘Earth System Science Data Portal’ শুরু করেছে?

Ans: Ministry of Earth Science.


55.  কোন রাজ্যটি সোহরা জল সরবরাহ প্রকল্পের সাথে সম্পর্কিত? 

Ans: মেঘালয়।


56. সম্প্রতি, প্রয়াত “অর্জুন পুরস্কার” বিজেতা নন্দু নাটেকর কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন?

Ans: ব্যাডমিন্টন।


57. প্রিয়া মালিক সম্প্রতি কোন ক্রীড়া ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন? 

Ans: কুস্তি।


58. সম্প্রতি, কোন রাজ্য সরকার ” রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা” শুরু করেছে?

Ans: ছত্তিসগড়।


59. ‘ National Coloring Book Day ‘ কবে পালন করা হয়? 

Ans: 2nd August.


60.  কৃষকদের সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করতে কী নামে ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করলো কেন্দ্র?

Ans: কিষান সারথী।

Railway group d exams, RRB group d exams, group d exam MCQ question and answer, latest railway 2024-25 GROUP D exam suggestions.

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.