RRB Exams| Railway Exams| Group D Exams
RRB Exam Suggestions| Railway Exam Suggestions| Group D Exam Suggestions| 60 Mcq questions are very important Suggestions. RRB Important Questions.
Today Gk website for GK| Railway Group D Exams| Gk questions| Bengali Mcq Questions| GK in Bengali| Gk For Wbcs| Group D Exams 2022-23| RRB Exams| Railway Exams| Group D Exams. RRB Important Questions, questions paper, answer key, RRB Ntpc Gk, Mock test, etc. All competitive exams, the Most important General Knowledge in Bengali | RRB Group D Exams [like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.
General Knowledge | RRB Exams| Railway Exams| Group D Exams. Most of the students search on the General Knowledge in Bengali | Preliminary Exam. RRB Exams| Railway Exams| Group D Exams| RRB Group D Exams. Internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, RRB Group-D Exam. Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services / all government job recruitment examinations of India. RRB Exams| Railway Exams| Group D Exams.
RRB Exams| Railway Exams| Group D Exams
1. Magma Fincorp-এর নাম পরিবর্তন করে কার নামে রাখা হলো?
Ans: আদার পুনাবাল্লা।
2. Artillery এর ডিরেক্টর জেনারেল পদে লিউটেন্যান্ট কাকে নিযুক্ত করা হলাে ?
Ans: জেনারেল তরুণ কুমার চাওলা।
3. তামিলনাড়ুতে অনুষ্ঠিত Bharat Kesari Wrestling Dangal 2021 জিতলো কোন রেসলার?
Ans: লভ্যাংশু শর্মা।
4. ভিডিও শপিং অ্যাপ Simsim-কে কিনতে চলেছে কোন কোম্পানী?
Ans: Youtube.
5. Serum ইনস্টিটিউট এর চেয়ারম্যান কাকে লােকমান্য তিলক ন্যাশনাল আওয়ার্ড 2021 সম্মানে সম্মানিত করা হবে ?
Ans: Dr. Cyrus Poonawalla.
6. The Khan of Khel Khudaai" শিরোনামে উপন্যাস লিখলেন?
Ans: হার্ষা ভাড়াতুলা।
7. ভারতীয় নৌবাহিনীর ভাইস – চিফ পদের দায়িত্ব নিতে চলেছেন কে ?
Ans: ভাইস অ্যাডমিরাল সতীশ নামদেও ঘােরমাদে।
8. রেড লিস্টের অন্তর্ভুক্ত দেশ গুলিকে কত বছরের জন্য ট্রাভেল ব্যান করলো সৌদি আরব?
Ans: ৩ বছর।
9. ভারতীয় কোন সংস্থা ( ISRO ) এই বছর ন্যাচারাল ডিজাস্টার মনিটরিং স্যাটেলাইট ( EOS – 03 ) লঞ্চ করতে চলেছে ?
Ans: স্পেস রিসার্চ সংস্থা।
10. সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতে কত মিলিয়ন টন সোনার আকরিক মজুত আছে?
Ans: ৫০০ মিলিয়ন টন।
11. সম্প্রতি কোন ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক?
Ans: Madgaum Co-Operative Bank.
12. ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি Axis ব্যাংকের উপর কত কোটি টাকার ফাইন চাপালাে ?
Ans: 5 কোটি।
13. ভারতের হয়ে দ্বিতীয় অলিম্পিক মেডেল জিতলো কে?
Ans: পিভি সিন্ধু।
14. মনিপুর রাজ্যের মুখ্যমিন্ত্রী এন বীরেন সিং হেপাটাইটিস দিবসের দিনে কয়টি মডেল হেপাটাইটিস – বি ট্রিটমেন্ট সেন্টার লঞ্চ করলেন ?
Ans: দুটি।
15. লোকমান্য তিলক অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয়?
Ans : সাইরাস পুনাবাল্লা।
16. CBSE স্টুডেন্টদের জন্য কে SAFAL অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক লঞ্চ করলেন ?
Ans: প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী।
17. রিজিওনাল এয়ার কানেক্টিভিটি স্কিম ( UDAN ) এর অধীনে নতুন কয়টি এয়ার ট্রাফিক রুটের মান্যতা দিলাে কেন্দ্রীয় সরকার ?
Ans: 780 টি।
18. সম্প্রতি সাতপুরা টাইগার রিজার্ভ কোন আওয়ার্ড জিতলাে ?
Ans: NatWest Group Earth Heroes.
19. সম্প্রতি Global Education Summit অনুষ্ঠিত হলো কোথায়?
Ans: লন্ডন।
20. রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের সাহায্যার্থে কেরালা রাজ্য সরকার কত কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে ?
Ans: 5650 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘােষণা করলাে।
21. 2021 সালে Global peace Index এ ভারতের স্থান কত?
Ans: 135 তম।
41. ‘বিশ্ব রেঞ্জার দিবস’ কখন পালিত হয়?
Ans: ৩১ জুলাই।
42. ভারতের প্রথম শহরের নাম বলুন যেখানে মানুষ সরাসরি কল থেকে উচ্চমানের পানীয় জল পেতে পারবে।
Ans: পুরী।
43. সম্প্রতি কোন দেশে বিশ্বের সবচেয়ে বড় ‘স্টার স্যাফায়ার ক্লাস্টার’ পাওয়া গেছে?
Ans: শ্রীলংকা।
44. রক্ষামন্ত্রী রাজনাথ সিং এসসিওর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন ?
Ans: তাজিকিস্তান।
45. জাতিসঙ্ঘ কবে বিশজুড়ে প্রতিবছর “World Day Against Trafficking in Persons” পালিত করে?
Ans: 30 জুলাই।
46. ভারতীয় নৌ জাহাজ কোন অনুশীলন কাটগ্লাস এক্সপ্রেস 2021 এ অংশ নিচ্ছে।
Ans: INS Talwar.
47. কে “Maharashtra Bhushan Award 2021” জিতেছেন?
Ans: আশা ভোসলে।
48. চেরাপুঞ্জিতে গ্রিন সোহরা বনায়ন ক্যাম্পেইন কে চালু করেছে?
Ans: অমিত শাহ।
49. অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় বক্সার?
Ans: বিজেন্দর সিং।
50. ভারতের কোন রাজ্য সরকার সর্বপ্রথম ট্রান্সজেন্ডারদের সরকারি চাকরিতে সংরক্ষিত আসন -এর সুবিধা দিয়েছে?
Ans: কর্ণাটক।
51. কোন শহরটি ভারতের চল্লিশতম ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসাবে স্থান লাভ করেছে?
Ans: ধোলাভিরা।
52. সম্প্রতি, কবে “World Ranger Day” পালিত হয়েছে?
Ans: 31 জুলাই।
53.বিএস ইয়েদিউরप्पा সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন?
Ans: কর্ণাটক।
54. সম্প্রতি, কোন মন্ত্রক 15তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ‘Earth System Science Data Portal’ শুরু করেছে?
Ans: Ministry of Earth Science.
55. কোন রাজ্যটি সোহরা জল সরবরাহ প্রকল্পের সাথে সম্পর্কিত?
Ans: মেঘালয়।
56. সম্প্রতি, প্রয়াত “অর্জুন পুরস্কার” বিজেতা নন্দু নাটেকর কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত ছিলেন?
Ans: ব্যাডমিন্টন।
57. প্রিয়া মালিক সম্প্রতি কোন ক্রীড়া ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন?
Ans: কুস্তি।
58. সম্প্রতি, কোন রাজ্য সরকার ” রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা” শুরু করেছে?
Ans: ছত্তিসগড়।
59. ‘ National Coloring Book Day ‘ কবে পালন করা হয়?
Ans: 2nd August.
60. কৃষকদের সঠিক সময়ে সঠিক তথ্য প্রদান করতে কী নামে ডিজিটাল প্ল্যাটফর্ম লঞ্চ করলো কেন্দ্র?
Ans: কিষান সারথী।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....