Type Here to Get Search Results !

Current Affairs 2023 India| Current Affairs 6 October 2023

Current Affairs 2023 India| Current Affairs 6 October 2023

Current Affairs 2023 India| Current Affairs 6 October 2023.

Current Affairs 2023 IndiaCurrent Affairs in Bengali 6 October 2023| Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, all Competitive exams| Daily Current Affairs in Bengali.

Hello My Dear: আজ আমরা আলোচনা করবো 6 October 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য Current Affairs 2023 India (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন। Current Affairs in Bengali: 6 October 2023

Current affairs| Current affairs of| current affairs| current affairs|  today current affairs| vision current affairs| current affairs by vision ias| Drishti ias current affairs| today is current affairs.

Current Affairs in Bengali: 6 October 2023 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন: পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, পুলিশ, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ- ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি। Current Affairs 2023 India| Current Affairs in Bengali

Current Affairs 2023 IndiaCurrent Affairs in Bengali.


1. পর্যটন মন্ত্রক নয়া দিল্লিতে PATA Travel Mart 2023 উদ্বোধন করেছে৷

2. কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী শ্রী অর্জুন মুন্ডা চতুর্থ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (EMRS) জাতীয় সাংস্কৃতিক ও সাহিত্য উৎসব এবং আর্টস উৎসব-2023-এর উদ্বোধন করেছেন।

3. দ্য ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এবং জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন, JBIC, 600 মিলিয়ন মার্কিন ডলারের ভারত-জাপান তহবিল চালু করতে চুক্তিবদ্ধ হয়েছে।

4. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির (MPC) দ্বি-মাসিক বৈঠক আজ মুম্বাইতে শুরু হয়েছে। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস মুদ্রানীতি বিবৃতি জারি করেছেন।

5. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবার অ্যাক্সেস এবং সুবিধা বাড়াতে মোবাইল হ্যান্ডহেল্ড ডিভাইস চালু করেছে।

6. HDFC ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও আদিত্য পুরি একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে Deloitte Touche Tohmatsu India LLP-তে যোগ দিয়েছেন।

7. রক্ষামন্ত্রী রাজনাথ সিং নয়া দিল্লিতে নৌবাহিনীর আপডেট করা আদিবাসী প্রোগ্রাম স্বাবলম্বন 2.0 চালু করেছেন।

8. মধ্যপ্রদেশ সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণের ঘোষণা করেছে।

9. ভারতীয় ফিনটেক ইউনিকর্ন স্লাইস আনুষ্ঠানিকভাবে নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (এনইএসএফবি) এর সাথে একীভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

10. বিশ্বব্যাংক 2023-24 অর্থবছরে ভারতের জন্য তার বৃদ্ধির পূর্বাভাস 6.3 শতাংশে বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Current Affairs 2023 India| Current Affairs 6 October 2023

Current affairs| Current affairs of| current affairs| current affairs|  today current affairs| vision current affairs| current affairs by vision ias| Drishti ias current affairs| today is current affairs| Hindi current affairs.

Current Affairs| Current Affairs of 6 October 2023, current affairs 2023, current affairs 2023 of India, gk current affairs 2023, today current affairs 2023, current affairs questions and answers, Current Affairs 2023 |Current Affairs of 6 October 2023, most popular Current Affairs 2023 websites in India for UPSC, SSC, Banking /IBPS, IAS, NTSE, Railways, NDA, CDS, Judiciary, UPPSC, RPSC, BPSC, MPSC, MPPSC, and other state civil services/government job recruitment examinations in India. Current Affairs is a major part of the exams.

Welcome to the Today Gk All Exams Current Affairs website which provides you with the best compilation of the Daily Current Affairs 2023 taking place across the globe: National, International, Sports, Science and Technology, Banking, Economy, Agreement, Appointments, Ranks, and Report, and  General Studies. 
 
Current Affairs events for Daily, Weekly, Monthly, and Yearly Current Affairs 2023, Current Affairs of 2023 & Current Affairs 2023. Daily current affairs Quizzes for all competitive exams like UPSC, UPSC CSE, IBPS, SBI, RBI, SSC, Railway, UPPSC, RPSC, BPSC, MPPSC, TNPSC, UKPSC, APPSC, MPSC, etc Exams. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.