Type Here to Get Search Results !

WB Food SI Preparation| Bengali GK Questions

WB Food SI Preparation| Bengali GK Questions

WB Food SI Preparation| Bengali GK Questions

WB Food SI Preparation| Bengali GK QuestionsWBPSC food si practice set| Food sub inspector practice set|  Food si practice set pdf| Food si practice set 2| Food si practice set 3| Food SI Practice Set Book| Food si math practice set pdf| Food si practice set pdf| WBPSC Food SI Book PDF Download| Food si practice set 2| WBPSC Food SI Practice Set

Today Gk All Exams: এর প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে (WBPSC Food SI Preparation Set 2) গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WB Food SI Preparation| Bengali GK Questions| WBPSC Food SI Practice Set 2 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

WB Food SI Preparation| Bengali GK Questions


1. শুকনো লঙ্কা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয়? 
Ans: তামিলনাড়ু।

2. ইডেন খাল কোন রাজ্যে অবস্থিত? 
Ans: পশ্চিমবঙ্গ।

3. ভুটান রাজ্যের প্রবেশদ্বার কাকে বলে? 
Ans: বক্সাদুয়ার দুর্গকে। 

4. আপাতামি উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? 
Ans: অরুণাচল প্রদেশ।

5. ডাউ উপজাতি কোন রাজ্যে বাস করে? 
Ans: গুজরাত। 

6. আফগানিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? 
Ans: নৌশাক। 

7. কারাকুল প্রজাতির মেষপালনের জন্য কোন দেশটি বিখ্যাত? 
Ans: আফগানিস্তান ।

8. নিচের কোন দেশটিতে শান মালভূমি অবস্থিত ? 
Ans: মায়ানমার। 

9. পারো উপত্যকা কোথায় ? 
Ans: ভুটান।

10. কোথায় কুমীরের চাষ হয়? 
Ans: কটকে।

11. স্মোক বোমা তৈরি করতে কোনটি ব্যবহৃত হয় ? 
Ans: ফসফরাস। 

12. কোন যৌগটির নাম ওয়াটার গ্লাস?
Ans: Na2SiO3.

13. ফেনলপথ্যালিন একটি___
Ans: নির্দেশক।

14. তামার গলণাঙ্ক কত? 
Ans: 1083°c.

15. রেশম হল একটি?
Ans: প্রাকৃতিক প্রোটিন ফাইবার।

16. কোন দুটি মৌল -25°C-এ তরল অবস্থায় থাকে? 
Ans: মার্কারি ও ব্রোমিন।

17. নিচের কোনটি পলিস্যাকারাইড?
Ans: সেলুলোজ।

18. রেডিও অ্যাকটিভ মৌল অনুসন্ধান করার যন্ত্রের নাম কি? 
Ans: গাইগার মূলার কাউন্টার।

19. MRI এর পুরো কথাটি কি? 
Ans: ম্যাগনেটিক রেজনেন্স ইমেজিং। 

20. গে লুকাসের নাম কিসের সাথে যুক্ত? 
Ans: গ্যাসের আয়তন। 

21. বোলোমিটার কিসের জন্য ব্যবহৃত হয়? 
Ans: তাপ বিকিরণ মাপার জন্য।



WBPSC Food SI Preparation Set 2| Food SI Practice Set Bengali

WBPSC food si Preparation set 2 | Food sub inspector practice set|  Food si practice set 2024 pdf| Food si practice set 1| Food si practice set 3| Food SI 

WBPSC Food SI PreparationSet 2 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

 WB Food SI Preparation| Bengali GK Questions| wbpsc food si practice set| wbpsc food si practice set pdf free download| wbpsc food si practice set book| wbpsc food si practice set book pdf download| wbpsc food si practice set in English| wbpsc food si practice set pdf| wbpsc food si practice set| wbpsc food si practice set| wbpsc food si practice set pdf download| wbpsc food si practice set...

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, –WB Food SI Preparation| Bengali GK Questions | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  – Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.