Type Here to Get Search Results !

WB Police Constable | WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর।

WB Police Constable | WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর।

WB Police Constable | WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর।

WB Police Constable | WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর। Police Constable Exam - বাংলা Gk প্রশ্ন উত্তর| 20টি General Knowledge in BengaliWB Police বাংলা Gk প্রশ্ন উত্তর| গুরুত্বপূর্ণ 20 টি  প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো।

পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর| 20টি General Knowledge in Bengali|   গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো। বাংলায় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল  General Knowledge Questions And Answers for Competitive Exam.

West Bengal government - একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police exams - অর্থাৎ WB Police Constable-এর জন্য পরীক্ষা নেওয়া হবে। Today GK All Exams - এর জন্য নিয়ে এসেছে বিভিন্ন বিষয় থেকে গুরুত্ব পূর্ন সকল প্রশ্নও উত্তর নিয়ে। আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আমরা 20টি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি সকল পরীক্ষার্তীদের পরীক্ষার্থীর সাফল্য এনেদিতে সাহায্য করবে। 

WB Police Constable|  বাংলা Gk প্রশ্ন উত্তর|

Police Constable Exam - General Knowledge Bengali থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, Primary Tet, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank,Kolkata Police, PSC - ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি।  জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম, Gk Quiz Bengali Police exam| Wbp প্রশ্ন ও উত্তর| পুলিশের পরীক্ষার জি কে প্রশ্ন ও উত্তর| WBP GK Questions| WBP GK in Bengali.

WBP GK Questions| WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর


1. জেবু কি? 
Ans: মাসাইদের গৃহপালিত গবাদি পশু। 

2. আফ্রিদি হল – 
Ans: উত্তর-পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি ।
 
3. ‘ইয়াক’ প্রাণী কোথায় দেখা যায়? 
Ans: তিব্বত।

4. কবে ইংরেজরা ঝাঁসির দুর্গ আক্রমণ করেছিল? 
Ans: ১৮৫৮ সালে।
 
5. সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ইংরেজ সরকার কোন আইন পাশ করেছিল ? 
Ans: ভারত শাসন আইন, ১৯৩৫।

6. পাল যুগে ‘সুরেশ্বর’ ও ‘নিচ্চল কর’ নামে আয়ুর্বেদ শাস্ত্র কে রচনা করেন? 
Ans: চক্রপাণি দত্ত ।

7. গুপ্তরাজাদের সময় দক্ষিণে কারা রাজত্ব করতেন? 
Ans: ভকটক/ বাকাটক ।

8. কোন ইতিহাসবিদ ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ঘটনাকে বর্ণনা করেছেন হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রের ফলশ্রুতি রূপে? 
Ans: রজনীপাম দত্ত ।

9. অশোকের রাজত্বকাল কোন শতাব্দীতে? 
Ans: খ্রীষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে।

10. উত্তর ভারতে শেষ আফগান রাজবংশ কোনটি? 
Ans: সুরি বংশ। 

11. ১৪২০ খ্রী: এক বিদেশী পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন। কে তিনি? 
Ans: নিকোলো কন্টি।

12. মহম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন ? 
Ans: ১০০১ খ্রীষ্টাব্দে। 

13. কলিঙ্গ রাজ্যে পদাতিক সৈন্যসংখ্যা ছিল 
Ans: ষাট হাজার। 

14. মোঘলদের ঠিক আগে, বিখ্যাত কোহিনুর হীরে কার দখলে ছিল? 
Ans: রাজা বিক্রমজিতের পরিবারের

15. প্রার্থনা সমাজ কোথায় স্থাপিত হয়েছিল? 
Ans: বোম্বাইতে।
 
16. ক্যাবিনেট মিশনের প্রধান কে ছিলেন? 
Ans: লর্ড. পি. লরেন্স।
 
17. দ্বীপান্তর থেকে মুক্তিলাভের পর বারীন্দ্রকুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদনা করেন? 
Ans: বিজলী।

18. কে সর্বপ্রথম বয়কটের আহ্বান জানান? 
Ans: কৃষ্ণকুমার মিত্র।
 
19. বাংলা ও পাঞ্জাবকে কোন কমিশন বিভক্ত করে? 
Ans: র‍্যাডক্লিফ কমিশন।

20. ভারতে কবে প্রথম কো-অপারেটিভ সোসাইটি অ্যাক্ট চালু হয়? 
Ans: ১৯০৪ সালে।


WB Police Constable | WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর।

WB Police Constable | WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর। Police Constable Exam - বাংলা Gk প্রশ্ন উত্তর| 20টি General Knowledge in Bengali| WB Police...

WB Police Constable | WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর। পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর| 20টি General Knowledge in Bengali| গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন ও উত্তর নিয়ে বানানো। বাংলায় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল  General Knowledge Questions And Answers for Competitive Exam| West Bengal government - একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police exams - অর্থাৎ WB Police Constable-এর জন্য পরীক্ষা নেওয়া হবে। Today GK All Exams - এর জন্য নিয়ে এসেছে বিভিন্ন বিষয় থেকে গুরুত্ব পূর্ন সকল প্রশ্নও উত্তর নিয়ে। আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আমরা 20টি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি সকল পরীক্ষার্তীদের পরীক্ষার্থীর সাফল্য এনেদিতে সাহায্য করবে। 


WB Police Constable | WB Police বাংলা Gk প্রশ্ন উত্তর। Police Constable Exam - General Knowledge Bengali থেকে বহু প্রশ্ন প্রতিবছর বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসতে থাকে। Railway Group D, RRB NTPC, PSC, WBCS, Primary Tet, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Bank, Kolkata Police, PSC - ইত্যাদি পরীক্ষায় সাধারন বিজ্ঞান, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, জি.আই, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি। জিকে প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কম্পেটিটিভ এক্সাম, Gk Quiz Bengali Police exam| Wbp প্রশ্ন ও উত্তর| পুলিশের পরীক্ষার জি কে প্রশ্ন ও উত্তর| WBP GK Questions| WBP GK in Bengali.

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের`এই “Today GK QuizCurrent Affairs in Bengali| বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Police, Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের – Today Gk All Exams -এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.