Type Here to Get Search Results !

WBP Police Exams Practice Set-1| Police Constable GK Bengali

WBP Police Exams Practice Set-1| Police Constable GK Bengali

WBP Police Exams Practice Set-1| Police Constable GK Bengali 

WBP Police Exams Practice Set-1| Police Constable GK Bengali| WB Police Constables Exams| WBP police practice set Bengali| WBP exams Bengali| WBP police exam question| WBP constable gk| Police Exam Questions and Answers.

Dear Students: সকল ভিজিটর দেরকে অসংখ ধন্যবাদ  আমাদের এই Today GK All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য। আজ আমরা আলোচনা করবো সরকারি চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে। West Bengal government একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police exams - অর্থাৎ WB Police constable-এর জন্য পরীক্ষা নেওয়া হবে। Today GK All Exams -এর জন্য নিয়ে এসেছে বিভিন্ন বিষয় থেকে গুরুত্ব পূর্ন সকল প্রশ্নও উত্তর নিয়ে। আজ আমাদের এই পোস্টের মাধ্যমে আমরা 40 গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি। এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি সকল পরীক্ষার্তীদের পরীক্ষার্থীর সাফল্য এনেদিতে সাহায্য করবে। 


Police Constable GK Bengali| WBP Police Exams Practice Set-1

প্রঃ সংবিধান রচনার জন্য যে খসড়া কমিটি তৈরি হয়েছিল তার সভাপতি কে ছিলেন?

উঃ ডঃ আম্বেদকর।

প্রঃ সংবিধান কি?

উঃ রাষ্ট্রের ক্ষমতা এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য সংক্রান্ত আইন। 

প্রঃ ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার কোন্ খণ্ডে লিপিবদ্ধ আছে?

উঃ সংবিধানের তৃতীয় খণ্ডে।

প্রঃ ভারত সরকার সংবিধানের কোন্ ধারার দ্বারা ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের প্রবর্তন করেছে ?

উঃ ১৪নং।

প্রঃ কোনো রাজনৈতিক দলের বিরোধী পদের মর্যাদা পেতে হলে কমপক্ষে কত আসন থাকা প্রয়োজন?

উঃ মোট আসনের ১০ শতাংশ।

প্রঃ কোন্ অধিকারটি সংবিধানের সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে বর্জিত হয়েছে?

উঃ সম্পত্তির অধিকার।


প্রঃ কোন্ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য পদত্যাগ করেছিলেন ?

উঃ ভি. ভি. গিরি।

প্রঃ সংবিধানের কোন্ তপশিলে আঞ্চলিক ভাষাগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে? 

উঃ ৮ম তপশিলে।

প্রঃ অঙ্গরাজ্যগুলির আইনসভা কে পরিচালনা করেন ?

উঃ স্পীকার।

প্রঃ সংবিধানে মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?

উঃ পার্লামেন্টকে।

প্রঃ ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উঃ ডক্টর রাজেন্দ্রপ্রসাদ।

প্রঃ রাসেলের ভাষায় ক্ষমতা কী ?

উঃ রাসেলের ভাষায় ক্ষমতা হল “The production of intended effects.” 

প্রঃ “ক্ষমতা হল রাজনীতিচর্চার প্রধান বিষয়”–কার বক্তব্য ?

উঃ অ্যালান বলের।

প্রঃ “রাজনৈতিক ক্ষমতা হল এক ধরনের সম্পর্ক”–বক্তা কে?

উঃ অ্যালান বল।

প্রঃ ক্ষমতার মূল বৈশিষ্ট্য কী?

উঃ ক্ষমতা হল একটি সম্পর্ক।

প্রঃ ক্ষমতার একটি সমস্যা লেখো।

উঃ ক্ষমতার গোপনীয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ।

প্রঃ পররাষ্ট্রনীতি সম্বন্ধে রোডির (Rode) মত কী?

উঃ জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য এবং অন্য রাষ্ট্রের ব্যবহার পরিবর্তনের জন্য গৃহীত একগুচ্ছ নীতি হল পররাষ্ট্রনীতি।

প্রঃ CTBT-এর পুরো নাম কী ?

উঃ সামগ্রিক (পরমাণু) পরীক্ষা নিষিদ্ধ চুক্তি (Comprehensive Test Ban Treaty)।

প্রঃ পুঁজিবাদী বিশ্বায়ন বলতে কী বোঝো?

উঃ পুঁজিবাদী তথা সাম্রাজ্যবাদী বিশ্বায়ন হচ্ছে একটি অর্থনৈতিক প্রক্রিয়া যার ফলে পৃথিবীর প্রতিটি দেশই একে অপরের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে।

প্রঃ বিশ্বায়ন বিরোধী বিক্ষোভের প্রথম শহীদ কে?

উঃ ২৩ বছরের তরুণ কার্লো জিওলানি।

প্রঃ GATT-এর পুরো নাম কী ?

উঃ General Agreement on Trade and Tariff.

প্রঃ সামরিক ক্ষমতা সম্পর্কে স্পাইকম্যান কী বলেছেন?

উঃ সর্বশেষ বিচারে যুদ্ধ করার সামর্থ্যের মধ্যে একটি রাষ্ট্রের ক্ষমতার পরিচয় পাওয়া যায়।

প্রঃ টমাস রবিনসন-এর মতে, জাতীয় স্বার্থকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উঃ জাতীয় স্বার্থকে ৬ ভাগে ভাগ করা যায়।

প্রঃ বিশ্বায়নের উৎস কত সালে ?

উঃ ১৯৭৩ সালে।

প্রঃ ভূ-রাজনীতির জনক কে?

উঃ স্যার হ্যালফোর্ড ম্যাকিন্ডার।

প্রঃ WTO-এর পুরো নাম কী ?

উঃ World Trade Organization.

প্রঃ বিশ্বায়ন বিরোধী মনোভাব কোন্ কোন্ দেশে বিস্তার করেছে?

উঃ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আফ্রিকা প্রভৃতি দেশে। জাতীয় স্বার্থের ধারণার দুজন দার্শনিকের নাম লেখো। উত্তর। অ্যারিস্টটল ও প্লেটো।

প্রঃ শক্তি বা ক্ষমতার জন্য লড়াই হল রাজনীতি।—কে বলেছেন?

উঃ শুম্যান।


WBP Police Exams Practice Set-1| Police Constable GK Bengali 

WBP Police Exams Practice Set-1| Police Constable GK Bengali| WB Police Constables| WBP police practice set| WBP exams| WBP police exam question| WBP constable gk| Police Exam Questions and Answers.

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে জেনারেল নলেজ খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স 

প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।        

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের  – Today Gk All Exams -এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.