Type Here to Get Search Results !

General Knowledge| GK Quiz All Exams.

General Knowledge| GK Quiz All Exams

Today GK Quiz| GK Quiz| All Exams General Knowledge.

General Knowledge, Today GK is India's best BENGALI website for GK GK Quiz, All Exams,(Like RRB, SSC, PSC, Primary Tet, Air Force, etc Exam) 

Hello, my friends, I am sharing the best Gk India. Welcome to Today's GK website. Keep reading current affairs and GK facts updated on a daily & monthly basis on this page.  Today GK is India's best website for GK (Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.


2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2021-22. Must-Follow to gain Your knowledge about General Knowledge and Current Affairs.

এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য G.K Website.


General Knowledge, GK Quiz, All Exams,(Like RRB, SSC, PSC, Primary Tet, Air Force, etc Exam.


প্রঃ কোন দেশের আশি শতাংশ মানুষদের পছন্দের রঙ নীল? 
উঃ- আমেরিকানদের।


প্রঃ - একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত পরিমান জল থাকে?
উঃ- দেহের ওজনের ৬৫%।


প্রঃ - কোন শহরে যত মানুষ আছে তার চেয়ে বেশি টেলিফোন আছে? 
উঃ - ওয়াশিংটন।


প্রঃ - চার বছরের বাচ্চা গড়ে দিনে কত প্রশ্ন জিজ্ঞেস করে? 
উঃ - চারশ।


প্রঃ - একজন মানুষ ঘন্টায় গড়ে কতটি শব্দ বলে? 
উঃ - ৪৮৫০টি।


প্রঃ - একজন সুস্থ মানুষ দিনে গড়ে কতবার হাসেন?
উঃ - পাঁচবার।


প্রঃ - রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে সর্বপ্রথম কে সম্মানিত করেন? 
উঃ - ব্রহ্মবান্ধব উপাধ্যায়।


প্রঃ - ইংরাজিতে স্কুল কথাটি এসেছে কোথা থেকে? 
উঃ - গ্রীক শব্দ থেকে।


প্রঃ - রবীন্দ্রনাথ কি কি ছদ্মনামে লিখতেন?
উঃ- আন্নাকালী, পাকড়াশী, ভানুসিং প্রভৃতি নামে।


প্রঃ - ডুবে যাওয়ার সময় টাইটানিক জাহাজে কত যাত্রী ছিল? 
উঃ - ২২২৭ জন।


প্রঃ - কোন ভারতীয় ১৮ টি ভাষায় এম. এ. পাশ করেন ও ৩৪ টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? 
উঃ - হরিনাথ দে।


প্রঃ - রবীন্দ্রনাথকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করেন? 
উঃ - মহাত্মা গান্ধী।


প্রঃ - কম্পিউটার কে আবিস্কার করেন? 
উঃ - চার্লস ব্যাবেজ।


প্রঃ - রবীন্দ্রনাথের কোন গল্পটি প্রথম ইংরাজীতে অনুবাদ করা হয়?
উঃ - বিচারক।


প্রঃ - শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরােষে বাজেয়াপ্ত হয়েছিল? 
উঃ - পথের দাবী।


প্রঃ - রাজ্যসভা সদস্য হতে গেলে প্রার্থীর নুন্যতম বয়স কত হবে? 
উঃ - ৩০ বছ'।


প্রঃ - ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায়? 
উঃ - নাসিক-এ।


প্রঃ - পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?
উঃ - ১৫ই আগষ্ট ১৮৫৪ (হাওড়া থেকে হুগলী পর্যন্ত)।


প্রঃ - কতসালে ২৪ পরগণা জেলা দুই ভাগে বিভক্ত হয়? 
উঃ - ১৯৮৬ সালে ১লা মার্চ।


প্রঃ - কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়?
উঃ - ২০০২ সালের ১লা জানুয়ারী।


প্রঃ - কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয়? 
উঃ - ১৭৮৬ সালে ১৮ই এপ্রিল।


প্রঃ - কোন জেলা থেকে হুগলী জেলার জন্ম হয়? 
উঃ - বর্ধমান।


প্রঃ - ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? 
উঃ - রাজা রামমােহন রায়।


প্রঃ - একজন প্রাপ্ত বয়স্কের মিনিটে কতবার হৃদস্পন্দন হয়?
উঃ - ৭২ বার।


প্রঃ - রক্তের গ্রুপ কে আবিস্কার করেন? 
উঃ - স্টেইনার এবং কার্ল বিজ্ঞানীদ্বয়।


প্রঃ - রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে? 
উঃ - ১৮৯৭ খ্রিষ্টাব্দে।


প্রঃ - ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন? 
উঃ - ইন্দিরা গান্ধী।


প্রঃ - কোন সাপ একসাথে একটা ছাগলকে গিলে নিতে পারে ? 
উঃ - অ্যানাকোণ্ডা।


প্রঃ - ভারতের প্রথম কোন দুটি স্থানে এস. টি. ডি. চালু হয়? 
উঃ - কানপুর ও লক্ষ্ণোর মধ্যে।


প্রঃ - কোন্ দেশে খুচরা পয়সা হিসাবে উঁচ ব্যবহৃত হয়? 
উঃ - নাইজিরিয়ায়।


প্রঃ - বাসের কণ্ডাক্টার, সার্কাসের ক্লাউন, ঝাড়ুদার ঠিকাদার এই সব কাজ করেও বাংলাব বিখ্যাত লেখক হয়েছিলেন কে?
উঃ – সুবােধ ঘােষ।


প্রঃ - কোন্ কোন্ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত? 
উঃ - টমেটো ও পটল।


প্রঃ - সেক্সপীয়ার প্রথম জীবনে কী করতেন?
উঃ - লণ্ডনের গ্লোব থিয়েটারে দর্শকদের গাড়ি পাহারা দিতেন।


প্রঃ - রবিবার ছুটির দিন কার নির্দেশে?
উঃ - রােম সম্রাট কনস্টানস্টাইন।


প্রঃ - রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে?
উঃ - সিঙ্গাপুরে।


প্রঃ - জাপানের সংসদকে কী বলা হয়? 
উঃ - ডায়েট।


প্রঃ - গঙ্গানদীর দৈর্ঘ্য কত? 
উঃ - ২৬৫৫ কিলােমিটার।


প্রঃ - ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী? 
উঃ - বেঙ্গল গেজেট।                                                                                                                                                                                                

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য   সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।      

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই –Today Gk-All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।                

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.