Type Here to Get Search Results !

HS Philosophy Suggestion 2022| WB HS |উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশান 2022

HS Philosophy Suggestion 2022| WB HS |উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশান 2022

HS Philosophy Suggestion 2022 |WB HS Exams| উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশান 2022

HS Philosophy Suggestion 2022 / HS English MCQ, Short, Descriptive Type Question and Answer 2022| দ্বাদশ শ্রেণী| উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশান 2022 PDF...

Today GK-All Exams- এ সকল ছাত্র-ছাত্রী কে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অভিনন্দন আমরা আলোচনা করবো.অধ্যায় ভিত্তিক উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশান 2022 নিয়ে. উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড. পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বা উচ্চমাধ্যমিক দর্শন সাজেশন 2022 - HS Philosophy Suggestion 2022 নিচে দেওয়া হয়েছে.


HS Philosophy Suggestion PDF. PDF ডাউনলোড করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশের নীল রংয়ের ঘণ্টাটি টার্চ করে SUBSCARIB করবেন আমাদের ওয়েবসাইটিকে।  


HS Philosophy Suggestion 2022 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2022.পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন 2022.(West Bengal Higher Secondary Class 12th Philosophy Suggestion 2022) নিচে দেওয়া হল. এই West Bengal HS Philosophy Suggestion 2022 WBCHSE.

HS Philosophy Suggestion 2022 |WB HS Exams| উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশান 202

*Part-A (Marks-40)*

1) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলির লক্ষনীয়) ঃ- 8x5 =40


(a) নিরপেক্ষ বচনের গুণ ও পরিমান বলতে কী বােঝ? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেনিবিভাগ করাে। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও

অথবা আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ উল্লেখ করাে। 'A' বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? 2+4+2 

(b) মিলের অন্বয়ী পদ্ধতিটি আলােচনা কর। (সংঙ্গা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা) 1+2+1+2+2 

অথবা মিলের সহপরিবর্তন পদ্ধতিটি আলােচনা কর। (সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা) 1+2+1+2+2 

(C) নিরপেক্ষ বচনের ‘পদের ব্যাপ্যতা’ বলতে কী বােঝ? চার প্রকারনিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহারণ সহ লেখাে। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কী কী? 

অথবা অমাধ্যম অনুমান কাকে বলে? দৃষ্টান্তসহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করাে।নিষেধমূলক আবর্তন বলতে কী বােঝ? 2+4+2 

(d) নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে মূর্তি ও সংস্থান উল্লেখ করাে এবং বৈধতা বিচার করা।(যে কোন দুটি) 

(i) সে কাপুরুষ, কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। 

(ii) এই ন্যায়টি অবশ্যই বৈধ কেন-না সকল বৈধ ন্যায়ের মতাে এটিও তিন পদ বিশিষ্ট 

(iii) সব সফল ব্যক্তি পরিশ্রমী সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। 

(iv) কোন মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসূপ নয় এবং কোনাে সরীসৃপ পাখি নয়। 

(v) তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। 

(e) সংযােজক কী? সংযােজক পদ নয়। কেন? সংযােজকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।2+2+4 

অথবা টীকা লেখােঃ (i) অব্যাপ্য হেতুদোষ (ii) অবৈধ সাধ্যদোষ (i) চারিপদঘটিতে দোষ (iv) নিরপেক্ষ ন্যায়ের সংস্থা ও মূর্তি। 

(f) নীচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করাে— (i) অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়। (ii) কেউই কাজটি করতে পারেনি। (iii) কেবলমাত্র স্নাতকেরাইএম.এ. পড়তে পারে। (iv) আমটক অথবা সাধারণ বিরােধ চতুস্কোন ও অ্যারিস্টটলের বিরােধ চতুস্কোনের মধ্যে পার্থক্য লেখাে৷

HS Philosophy Suggestion 2022 |WB HS Exams| উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশান 2022

*Part-B (Marks-40)*

বিকল্পউত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে ও —1x24 =24


1) একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল– (a) 2 (b) 3 (c) 4 (d) 5 টি। 

2) প্রতিটিনঞর্থক বচনের পদটি অবশ্যই ব্যাপ্য হয়– (a) উদ্দেশ্য (b) বিধেয় (c) উভয়ই (d) কোনােটিই নয়। 

3) একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হল– (a) 2 (b) 3 (c) 4 (d) 6 টি। 

7) যে বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হল– (a) A (b) E (C) (d) O1 

5) হয়।p না হয় q হয় একটি – (a) বৈকল্পিক (b) নিরপেক্ষ (c) প্রাকল্পিক (d) যৌগিক বচন।

6) উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই অব্যাপ্য হয় কোন বচনে? – (a) ০ (b)। (c) E (d) A৷ 

7) —বচনে কেবল বিধেয় পদব্যাপ্য হয়— (a) A (b) E (C)।(d) ০ 

8) উদ্দেশ্য ও বিধেয় পদব্যাপ্য হয় কোন বচনে– (a) A (b) E (C) ।(d) ০ 

9) একটি আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ? (a) 2 (b) 3 (c) 4 (d) 5 

10) অসম বিরােধিকার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্যমূল্য হবে (a) সত্য (b) মিথ্যা (c) স্ববিরােধী (d) অনিশ্চিত। 

11) অ্যারিস্টটল স্বীকৃত বর্গক্ষেত্রে কত প্রকার বিরােধিতা স্বীকৃত হয়েছে – (a) 5 (b) 4(c) 3 (d) 2 

12) যদি 'A' বচন সত্য হয়, তাহলে অবচনটির সত্য মূল্য হবে? — (a) সত্য (b) মিথ্যা (c) অনিশ্চিত (d) স্ববিরােধী । 

13) একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে বিপরীত বিরােধিতার সম্বন্ধ থাকে। (a) A, E (b)।, o (c) A,(d) E,O। 

14) যদি E বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য ও বিধেয় বচনটির সত্যমূল্য হবে -- (a) সত্য (b) স্ববিরােধী (c) মিথ্যা (d) অনিশ্চিত। 

16) বচনের বিরােধানুমান হল একপ্রকার – (a) মাধ্যম অনুমান (b) অমাধ্যম অনুমান (c) ন্যায় অনুমান (d) যৌগিক যুক্তি। 

17) অধীন বিপরীত বিরােধিতা হয় (a) A এবং O বচনের মধ্যে (b) A এবং E বচনের মধ্যে (c) | এবং O বচনের মধ্যে (d) E বং বচনের মধ্যে । 

18) AOO মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? – (a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) চতুর্থ। 

19) FESAPO মূর্তিটি বৈধ হয়—সংস্থানে (a) প্রথম (b) দ্বিতীয় (C) তৃতীয় (d) চতুর্থ। 

20) DIMA RIS মূর্তিটি বৈধ হয়– (a) প্রথম (b) দ্বিতীয় (C) তৃতীয় (d) চতুর্থ সংস্থানে। 

21) নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হল।(a) 2 (b) 3 (c) 4 (d) 5 

22) FERISON মূর্তিটি বৈধ হয়– (a) প্রথম (b) দ্বিতীয় (C) তৃতীয় (d) চতুর্থ সংস্থানে। 

23) সকল অ- S হয় অ-P বচনটির বুলীয় রূপ হল– (a) SP=O (b) SP=O (c) SP=o (d) SP =O । 

24) “কোনাে কোনাে অ- Sহয় অ-P বচনটির বুলীয় রূপ হল– (a) SP #O (b) SP #

O (c) SP # O (d) SP # 

25) P.P এই বচনা কারটি– (a) স্বতঃসত্য (b) স্বতঃ মিথ্যা (c) আপতিক (d) কোনােটিই নয়। 

26) P সত্য হলে pV-Q' এর সত্যমূল্য হবে (a) সত্য (b) মিথ্যা (C) সংশায়াত্মক (d) স্ববিরােধী। 

27) py-Q' এই যৌগিক বচনটি সর্বদা (a) স্বতঃ মিথ্যা (b) স্বতঃসত্য (C) অনিশ্চিত (d) বৈধ। 

28) যে যৌগিক বচনের সত্যসারনির কতকগুলি নিবেশন সত্য এবং কতকগুলি মিথ্যা হয়, তাহলে বচনটি হল– (a) স্বতঃসত্য (b) স্বতঃমিথ্যা (C) আপতিক (d) বিশ্লেষক।

29) যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরােহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন (a) আই এম কোপি (b) কার্ভেদরিড (c) জন স্টুয়ার্ট মিল (d) ডব্লু ভি ও কোয়াইন। 

30) মিলের যে আরােহনমূলক পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃস্টান্ত যাচাই করা হয়, সেটি হল (a) অন্বীয় ব্যতিরেকি পদ্ধতি (b) ব্যতিরেকী পদ্ধতি (c) অন্বয়ী পদ্ধতি (d) সহ পরিবর্তন পদ্ধতি। 

31) দ্বৈত অন্বয়ী পদ্ধতিটি হল— (a) অন্বয়ী (b) যুগ্ম (C) সহ পরিবর্তন (d) ব্যতিরেকি পদ্ধতি। 

32) আরােহ অনুমানের সমস্যাটি হল– (a) বৈধতা নির্ণয় (b) অবৈধতা নির্ণয় (c) আকারগত সত্যতা নির্ণয় (d) সামান্যীকরণ। 

33) আরােহযুক্তির সিদ্ধান্ত সব সময়ই (a) সুনিশ্চিত (b) সম্ভাব্য (c) সত্য (d) বৈধ। 

34) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হল (a) লােকিক আরােহ (b) বৈজ্ঞানিক আরােহ (c) মন্দ উপমা (d) ভালাে উপমা।

উত্তর (1) c (2) b (3) c (4) d (5) a (6) b (7) d (8) b (9) c (10) d (11) d (12) b (13) a (14) a (15) d (16) b (17) c (18) b (19) d (20) d (21) c (22) c (23) b (24) d (25) c (26) a (27) b (28) c (29) c (30) b (31) b (32) d (33) b (34) c


2) নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1x16 =16


1) মিল কোন পদ্ধতিটিকে মূলত প্রমাণের পদ্ধতি বলেছেন? 

উঃ ব্যতিরেকী পদ্ধতিকে

*অথবা কোন্ পদ্ধতি কার্যকারণ সম্বন্ধ প্রমাণ করতে পারে না? 

উঃ-অন্বয়ী পদ্ধতি। 

2) কাকে বলে লেখােঃ- বৈজ্ঞানিক আরােহ অনুমান/উপমাযুক্তি/সাদৃশ্যমূলক আরােহানুমান সামানীকরণ/ ‘প্রকৃতির একরূপতা নীতি/আরােহমূলক লাফ’ 

3) অবৈজ্ঞানিক আরােহ অনুমানকে লৌকিক আরােহ বলা হয় কেন? 

4) স্বতঃমিথ্যা বচনা কার কীরূপ? | একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? 

5) গ্রাহক কী?/নিবেশণ দৃষ্টান্ত কাকে বলে? | সত্যসারণীর সাহায্যে 3 'ধ্রুবকের সংজ্ঞা দাও। 

6) কাকে বলে লেখাে—পরিপূরক শ্রেণি/শূন্যগর্ভ শ্রেণি/অস্তিত্বমূলক তাৎপর্য | ‘অস্তিত্বমূলক দোষ’

7) ভেনচিত্রে প্রকাশ করাে—“কোনাে কোনাে দর্শনিক নয় কবি” 1.“কোনাে কোনাে মানুষ হয় অসৎ” / “সকল মানুষ হয় মরণশীল”। 

8) ন্যায় অনুমানে যুক্তি বাক্যগুলি সত্য হলে সিদ্ধান্ত কীরূপ হবে? 

উঃ অবশ্যই সত্য হবে। 

9) O' বচনের আবর্তনের একটি উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা।

10) “সকল মানুষ হয় অপূর্ণজীব’বচনটির বিবর্তিত বচনটি কী? | আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কী?

11) “কোনােকোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন” বচনটির অধীন বিপরীত বিরােধী বচন উল্লেখ করাে। উঃ- কোনাে কোন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। (০) কোনাে কোনাে মানুষ নয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। 

12) অসম বিরােধিতার একটি দৃষ্টান্ত দাও 

উঃ (E) কোনাে মানুষ নয় অমর। (O) কোনাে কোনাে মানুষ নয় অমর। 

13) বচনের বিরােধিতারশর্তদুটি লেখাে/ পার্থক্য লেখাে-বিপরীত বিরােধিতা ও বিরুদ্ধবিরােধিতা।

14) অধীন বিপরীতবিরােধিকার সত্যতার নিয়মটি লেখাে।অসম বিরােধিতার সত্যতার নিয়মটি লেখাে। 

15) কাকে বলে লেখাে—অনুগ/পূর্বগ/প্রাকল্পিক বচন/বৈকল্পিকবচরন। | সদর্থক বচন/নঞর্থক বচন/ উদ্দেশ্য পদ/বিধেয় পদ। 

16) একটি আদর্শ নিরপেক্ষ বচনের আকার কেমন হবে? | বচনের গুণ কিসের উপর নির্ভর করে? / বাক্য ও বচনের মধ্যে সম্পর্ক লেখাে।


HS Philosophy Suggestion PDF. PDF ডাউনলোড করতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পাশের নীল রংয়ের ঘণ্টাটি টার্চ করে SUBSCARIB করবেন আমাদের ওয়েবসাইটিকে।  

HS Philosophy Suggestion 2022 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2022.পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন 2022.(West Bengal Higher Secondary Class 12th Philosophy Suggestion 2022) নিচে দেওয়া হল. এই West Bengal HS Philosophy Suggestion 2022 WBCHSE.HS Philosophy Suggestion 2022 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2022.পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন 2022.(West Bengal Higher Secondary Class 12th Philosophy Suggestion 2022) নিচে দেওয়া হল. এই West Bengal HS Philosophy Suggestion 2022 WBCHSE.

HS Philosophy Suggestion 2022 / HS English MCQ, Short, Descriptive Type Question and Answer 2022| দ্বাদশ শ্রেণী| উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশান 2022 PDF.


HS Philosophy Suggestion 2022 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2022.পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন 2022.(West Bengal Higher Secondary Class 12th Philosophy Suggestion 2022) নিচে দেওয়া হল. এই West Bengal HS Philosophy Suggestion 2022 WBCHSE.HS Philosophy Suggestion 2022 উচ্চ মাধ্যমিক দর্শন সাজেশন 2022.পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সাজেশন 2022.(West Bengal Higher Secondary Class 12th Philosophy Suggestion 2022) নিচে দেওয়া হল. এই West Bengal HS Philosophy Suggestion 2022 WBCHSE.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.