Type Here to Get Search Results !

Police Constables| WB Police Constables| General Knowledge

Police Constables| WB Police Constables| General Knowledge

Police Constables| General Knowledge| Wb Police| Gk 40 Question Bengali.

Police Constables, General Knowledge, Wb Police Gk 40 Question Bengali 2021. WB Police Constables→পরীক্ষার প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্ন ও উত্তর...

নমস্কার: জানাই আমার সকল ভিজিটর দেরকে। তার সাথে সাথে জানাই অসংখ ধ্যন্যবাদ আমাদের এই Today GK All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য।আজ আমরা আলোচনা করবো সরকারি সমস্ত  চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে। West Bengal government একটি বিজ্ঞাপন  জারি করে করেছে সেখানে বলাহয়েছে  WB Police Constable পদে 8632 জন পুরুষ /মহিলা কে নিযুক্ত করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:  West  Bengal এর যেকোনো বোর্ড থেকে দশম পাশ যোগ্যতা সম্পন্ন যেকোনো পুরুষ ও মহিলা ফ্রম ফিলাপ করতে পারবে।  

WB Police Constables Exams এর পিপারেশানের জন্য সম্ভাব্য 40টি প্রশ্ন ও উত্তর। WB Police Constables →পরীক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে আমাদের এই ওয়েবসাইট টিকে অনুসরণ করতে পারেন।

Today GK All Exams, India's best website for GK (Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet  SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

WB Police Constables| General Knowledge     

প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Current Affairs for Competitive Exams (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) Must-Follow to gain knowledge about General Knowledge and Current Affairs.

এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য G.K Website.

Police Constables| General Knowledge| Wb Police| 40 Gk Question.

প্রঃ-ভালমন্দ বিচার না করে যিনি পেট পুরে খেতে ভালবাসেন ইংরাজীতে তাকে কী বলে? 

উঃ Gourmand গৌরম্যান্ড।


প্রঃ- প্রকৃত খাদ্য রসিককে ইংরাজীতে কী বলে?

উঃ - Gourmet গৌরমেট ।

প্রঃ- একটি মুরগি বছরে কতটি ডিম দেয়? 

উঃ - গড়ে ৩০০টি।


প্রঃ-মানুষের হৃদযন্ত্র ২৪ ঘন্টায় কতবার স্পন্দিত হয়? 

উঃ-এক লক্ষবারেরও বেশি।


প্রঃ - দু’হাজার বাৱাে সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 

উঃ - লণ্ডনে।


প্রঃ - পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? 

উঃ - প্রশান্ত মহাসাগর।


প্রঃ - টাইটানিক জাহাজটি ডুবে যায় কবে?

উঃ - ১৯১২ সালে ১৫ এপ্রিল।


প্রঃ - আমাদের দেশে ট্যাক্সির হলুদ কালাে রঙ হয়েছে কেন?

উঃ - লণ্ডনের ভাড়ার গাড়ির ড্রাইভারদের হলুদ-কালাে ইউনিফর্ম থেকে।


প্রঃ - ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত ডেসিবেল?

উঃ - ৯০ ডেসিবেল।


প্রঃ- শব্দের মাত্রার একক ‘বেল’ যা বাজালে শব্দ হয়। এই বেল কথাটি কোথা থেকে এসেছে?

উঃ - আলেকজাণ্ডার গ্রাহাম বেল থেকে।


প্রঃ - ১৯৪৮ থেকে ১৯৮৫ পর্যন্ত লতা মুঙ্গেশকর কটি ভাষায় কতটি গান রেকর্ড
করেছেন? 

উঃ - ২০টি ভাষায় কমপক্ষে ৩০,০০০ গান।


প্রঃ- F.M. পুরাে কথা কী? 

উঃ - Frequency Modulation।


প্রঃ-পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? 

উঃ - চিন সাগর।


প্রঃ - পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? 

উঃ- কাস্পিয়ান সাগর।


প্রঃ - পৃথিবীর চিনির পাত্র বলা হয় কোন দেশকে? 

উঃ - কিউবাকে।


প্রঃ- বজ্র বিদ্যুতের দেশ বলা হয় কোন দেশকে? 

উঃ - ভুটানকে।


প্রঃ - ভারতের কোন রাজ্যকে বলা হয় প্রাচ্যের সুইজারল্যাণ্ড? 

উঃ - কাশ্মীরকে।


প্রঃ - রবীন্দ্রনাথের প্রথম ছাপা কবিতাটির নাম কী? 

উঃ - ভারতভূমি।


প্রঃ- কোলকাতায় প্রথম সেলুলার ফোন চালু হয় কবে? 

উঃ-২৩শে আগষ্ট, ১৯৯৫।


প্রঃ- 'বন্দেমাতরম' গানটি সুর কে দিয়েছেন? 

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৬)।


প্রঃ- পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 

উঃ - শ্রীলঙ্কার সিরিমাভাে বন্দরনায়েক।


প্রঃ - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয় কবে প্রথম প্রকাশিত হয়?

উঃ ১৮৫৫সালের ১৩ই এপ্রিল।


প্রঃ - টেলিভিশন শব্দটি কোথা থেকে এসেছে? 

উঃ - গ্রিক শব্দ ‘টেলি’ যার অর্থ দূর, ল্যাটিন শব্দ ভিডেয়ার যার অর্থ দর্শন বা দেখা যাবে।


প্রঃ- অ্যাম্বুলেন্স কথাটি কোথা থেকে এসেছে? 

উঃ - ১৭৯২ খ্রিঃ ফরাসি সেনাবাহিনীর চিকিৎসক Boron Dominique - Jean Larry Ambulances Volantes শব্দটি প্রয়ােগ করেন যার অর্থ ফ্লাইং ফিল্ড হসপিটাল।


প্রঃ - কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলাে কবে চালু হয়?
 

উঃ - ১৮৯৯ সালে।


প্রঃ-সকলকেই রক্ত দিতে পারে কোন গ্রুপের রক্ত? 

উঃ - প্স গ্রুপ।


প্রঃ- সােনা গলে কত তাপমাত্রায় ? 

উঃ - ১৮৬২৭ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়।


প্রঃ- হেলিকপ্টার কে আবিষ্কার করেন? 

উঃ-lgor Sikorsky (ইগর সিকোরস্কি)


প্রঃ-পৃথিবীতে প্রথম টেস্ট ম্যাচ খেলা কবে অনুষ্ঠিত হয় এবং কাদের মধ্যে?

উঃ- ১৮৭৭ সালে মার্চ মাসে, অষ্ট্রেলিয়া ও ইংল্যাণ্ডের মধ্যে।


প্রঃ- ঈগল কোন দেশের জাতীয় প্রতীক? 

উঃ - স্পেনের।


প্ৰঃ - গােলাপ ফুল কোন দেশের জাতীয় প্রতীক? 

উঃ - ইরান।


প্রঃ- ক্যাঙারু কোন দেশের জাতীয় প্রতীক?

উঃ - অষ্ট্রেলিয়া।


প্রঃ- পাের্টবেয়ার বিমান বন্দরের বর্তমান নাম কী? 

 উঃ - বীর সাভারকার বিমান বন্দর।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway,  SSC, PSC, WBPSC, NTPC, Navy, Army, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই – Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.