West Bengal Police Constable| Police Constables Exams.
নমস্কার: জানাই আমার সকল ভিজিটর দেরকে। তার সাথে সাথে জানাই অসংখ ধ্যন্যবাদ আমাদের এই Today GK All Exams ওয়েবসাইটে প্রবেশ করার জন্য।
আজ আমরা আলোচনা করবো সরকারি চাকরির কিছু সাধারণ নলেজ বা প্রশ্ন উত্তর নিয়ে। West Bengal government একটি বিজ্ঞাপন জারি করে করেছে সেখানে বলাহয়েছে WB Police Constable পদে 8632 জন পুরুষ /মহিলা কে নিযুক্ত করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: West Bengal এর যেকোনো বোর্ড থেকে দশম পাশ যোগ্যতা সম্পন্ন যেকোনো পুরুষ ও মহিলা ফ্রম ফিলাপ করতে পারবে।
WB Police Constables Exams এর পিপারেশানের জন্য সম্ভাব্য 40টি প্রশ্ন ও উত্তর। WB Police Constables →পরীক্ষার প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে আমাদের এই ওয়েবসাইট টিকে অনুসরণ করতে পারেন।
Today GK is India's best website for GK (Like Railway, General Knowledge, Group-c, d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, RPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.
2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।
[ Read More]
- WB Police Constable Exams GK
- General Knowledge in Bengali
- General knowledge| Gk questions Bengali
- Latest GK All exams| Today Gk in Bengali 2021
- West Bengal Police GK Questions| Police Constable| Part-2
- GK Questions| West Bengal Police| Part-3.
- Difference between an affair and a current affair.
Current Affairs for Competitive Exam (Like Railway, SSC, PSC, UPSC, School Service Commission, Forest Department, Army, Navy, Air Force, etc Exam) 2021-22. Must-Follow to gain Your knowledge about,t General Knowledge and Current Affairs.
এস.এস.সি, পি. এস. সি, ব্যাঙ্ক, ক্লার্কশিপ, রেলওয়ে, স্টাফ সিলেকসন, গ্রুপ-ডি, স্কুল সার্ভিস কমিশন এবং বিভিন্ন সরকারী পরীক্ষা দেওয়ার নির্ভরযােগ্য G.K Website.
WB Police Constables Exams| Police Constables Exams
প্রঃ- বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য কোনটি ?
উঃ - মহাভারত।
প্রঃ- VCR কবে তৈরী হয়?
উঃ- ১৯৫৬ সালে, আমেরিকায়।
প্রঃ- রবীন্দ্রনাথের ইংরেজী গীতাঞ্জলির ভূমিকা কে লিখেছিলেন?
উঃ- উইলিয়াম বাটলার ইয়েটস।
প্রঃ- সবচেয়ে হালকা ধাতুর নাম কি?
উঃ- লিথিয়াম।
প্রঃ- ভিটামিন আবিস্কার করেন কে?
উঃ- ১৯১২ সালে বিজ্ঞানী ফ্রাঙ্ক।
প্রঃ- কোন কবি কবিতা লেখার আগে সাদা জামা পড়তেন?
উঃ- পি.বি. শেলি।
প্রঃ- পৃথিবীর প্রাচীনতম চিকিৎসাশাস্ত্র কী?
উঃ- আয়ুর্বেদ।
প্ৰঃ- রবীন্দ্রনাথ কোন গল্পটি প্রথম ইংরাজীতে অনুবাদ করেন?
উঃ- বিচারক।
প্রঃ- রবীন্দ্রনাথকে সর্বপ্রথম কে বিশ্বকবি বলে সম্মানিত করেন?
উঃ- ব্রহ্মবান্ধব বন্দ্যোপাধ্যায়।
প্রঃ- “রেডিয়াম’ কে আবিস্কার করেন?
উঃ- মাদাম কুরি ও পিয়ের কুরি (১৮৯৮)।
প্ৰঃ- ‘রকেট’ কে আবিস্কার করেন?
উঃ- আমেরিকার বিজ্ঞানী গর্ভাড (১৯২৯)।
প্রঃ- ‘হেলিকপ্টার’ কে আবিস্কার করেন?
উঃ- আমেরিকার বিজ্ঞানী সিক্রোঙ্কি (১৯৩৯)।
প্রঃ- কোন অভিনেতা অভিনয়ের পূর্বে বাস কণ্ডাকটর ছিলেন?
উঃ- রজনীকান্ত।
প্রঃ- অলিম্পিকের পাঁচটি রিং-এর মানে কী?
উঃ- পাঁচটি মহাদেশের প্রতীক।
প্রঃ- আঙ্গুলের ন্যায়, মানুষের দেহের আর কোন অঙ্গের ছাপ প্রতিটি মানুষের আলাদা হয় ?
উঃ- জিভের ছাপ।
প্ৰঃ- পৃথিবীর সবচেয়ে ভারী ধাতু কি?
উঃ- বিসমাথ।
প্রঃ- মানুষের সবচেয়ে বড় ইন্দ্রিয় কোনটি?
উঃ- ত্বক।
প্রঃ- প্রথম লােকগণনা চালু করেন কে?
উঃ- লর্ড মেয়ে (১৮০৭)।
প্রঃ- কোন দেশে খুচরা পয়সা হিসাবে সূচ ব্যবহৃত হয়?
উঃ- নাইজিরিয়া।
প্রঃ- স্পাইডারম্যান’ চিত্রে স্পাইডারম্যানের ভূমিকায় কে ছিলেন?
উঃ- পিটার পার্কার।।
প্ৰঃ- কত তারিখে পৃথিবী ও সূর্যের দূরত্ব সর্বাধিক হয়?
উঃ- ৪ঠা জুলাই।
প্রঃ- টরেন্টো’ শব্দটির অর্থ কি?
উঃ- মিলনস্থল।
প্ৰঃ- “ভৈরবী রাগ’ কোন ঋতুর সঙ্গে যুক্ত?
উঃ- শরৎকাল।
প্রঃ- কোন নদীতে মাছ পাওয়া যায় না?
উঃ- জর্ডন নদীতে।
প্রঃ- ১১৫ বছর ধরে যুদ্ধ চলেছিল কাদের মধ্যে?
উঃ- ইংরেজ ও ফরাসীদের মধ্যে (১৩৩৮-১৪৫৩)।
প্রঃ- রক্তের গ্রুপ কে আবিস্কার করেন?
উঃ- বিজ্ঞানী স্টেইনার এবং কার্ল।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই –Today Gk All Exams এর পাশে থাকুন, সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....