Daily Current Affairs in Bengali,26th May 2021,Current Affairs in Bengali, 26th May 2021
Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 26th may
2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 26th May 2021
![]() |
Today Gk-All Exams |
Current Affairs in Bengali: 26th May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।
পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 26th May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current
Affairs in Bengali : 26th May 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।
Daily Current Affairs in Bengali,26th May 2021,Current Affairs in Bengali, 26th May 2021
Ans : UNICEF.
2. কোন রাজ্য সরকার বেসরকারি হসপিটালে বিপিএল তালিকা ভুক্ত করোনা রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করল?
Ans : হরিয়ানা।
3. Nehru, Tibet and China” শিরোনামে বই লিখলেন কে?
Ans : অবতার সিং ভাসিন।
4. ভারতে আন্তর্জাতিক কমনওয়েলথ দিবস কবে পালিত হয়?
Ans : 24 মে।
5. Monaco Grand Prix 2021 শিরোপা জিতলেন কোন রেসিং কার ড্রাইভার ?
Ans : Max Verstappen.
6. কোন রাজ্য সরকার Remdesivir, রোগীদের কাছে পৌঁছাতে SMS - Based system লঞ্চ করল?
Ans : কর্ণাটক।
7.কোরোনার কারণে অনাথ হয়ে যাওয়া শিশুদের জন্য "মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা" লঞ্চ করছে কোন রাজ্য ?
Ans : উত্তরাখণ্ড।
8. কোন রাজ্য সরকার গ্রাম্য এলাকায় দ্রুত চিকিত্সা পরিষেবা দেবার জন্য Sanjeevani Pariyojana লঞ্চ করল?
Ans : হরিয়ানা।
9. Global G 20 Health Summit হোস্ট করলো কোন দেশ?
Ans : ইতালী।
10. ইতালির রাজধানীর নাম কী ?
Ans : রোম।
11. ইতালির মুদ্রার নাম কি ?
Ans : ইউরো।
12. .International Hockey Federation (FIH)-এর প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে?
Ans : নারিন্দার বাত্রা।
13. অক্সিজেন প্ল্যান্ট গুলিকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করলো কোন রাজ্য সরকার ?
Ans : আসাম।
14. 'India and Asian Geopolitics: The Past Present' এই বইটির লেখক কে?
Ans : শিব শংকর মেনন।
15. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী অনাথ শিশুদের প্রতি মাসে রক্ষণাবেক্ষণের জন্য ভাতা হিসেবে কত টাকা দেওয়ার কথা ঘোষণা করল?
Ans : 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করল।
16. সম্প্রতি অলোক রঞ্জন ঝাঁ, কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন?
Ans : বেলারুশ।
17. কোন মহাকাশ গবেষণা সংস্থা চাঁদে জলের সন্ধানের জন্য প্রথম মোবাইল রোবট প্রেরণ করতে চলেছে?
Ans : NASA.
18. সম্প্রতি অবসর গ্রহণকারী Boyd Rankin কোন দেশের ফাস্ট বোলার?
Ans : আয়ারল্যান্ড।
19. Forbes Highest Paid Athletes এর তালিকায় প্রথম স্থান অধিকার করল কে?
Ans : কনোর ম্যাকগ্রেগর।
20. সম্প্রতি উত্তরাখণ্ড এর পুলিশ কোভিড-19 রোগীদের অক্সিজেন, বিছানা, প্লাজমা পেতে সহায়তা করতে কি শুরু করেছে ?
Ans : Mission Hausla চালু করেছে।
-:Current Affairs in Bengali :-
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, – Current
Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School
Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের –Today
Gk-All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।
If you have any doubts or questions, please let me know.... যদি আপনার কোনও সন্দেহ বা প্রশ্ন থাকে তবে দয়া করে আমাকে জানান.....