Type Here to Get Search Results !

Current Affairs in Bengali| Daily Current Affairs - 15th May 2021

Current Affairs in Bengali| Daily Current Affairs - 15th  May 2021

Current Affairs in Bengali| Daily Current Affairs - 15th  May 2021

Current Affairs in Bengali| Daily Current Affairs - 15th  May 2021, Current Affairs, Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy,Competitive  exams...

My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 15th may 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন। Current Affairs in Bengali 15th  May 2021

Current Affairs in Bengali: 15th  May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 15th May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 15th May 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল। 
 

Current Affairs in Bengali| Daily Current Affairs - 15th  May 2021


১) ‘United Nations Military Gender Advocate of the year Award’ পেলেন কোন ভারতীয় আর্মি অফিসার?
উঃ- Major Suman Gawani.

২) Anti Tobacco Day কবে পালন করা হয়?
উঃ-  ৩১শে মে। 

৩) কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে?
উঃ- Pinarayi Vijayan.

৪) ‘International Day of UN Peacekeepers’ কবে?
উঃ- ২৯ শে মে। 

৫) ‘K-FON’ নামে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করতে চলেছে কোন রাজ্য?
উঃ-  কেরালা।

৬) ‘Wipro’ এর CEO & MD হলেন __
উঃ-  Thiery Delaporte.

৭) ‘Sodar’ নামে মোবাইল অ্যাপ চালু করল কে?
উঃ- Google.

৮) BRICS এর সদর দপ্তর কোথায়?
উঃ- Shanghai, China.

৯) ‘Mukhyamanti Swarozgar Yojana’ চালু করল কোন রাজ্য?
উঃ-  উত্তরাখণ্ড।

১০) ‘Rozgar Setu’ Programme চালু করল কোন রাজ্য সরকার?
উঃ- মধ্যপ্রদেশ।

১১) National human rights commission (NHRC) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
উঃ- বিচারপতি প্রফুল্ল চন্দ্র পান্থ।

১২) সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত ছিলেন ?
উঃ- সেতার বাদক।

১৩) Portuguese Grand prix কে জয়লাভ করলাে?
উঃ- Lewis Hamilton.

১৪) World press freedom day কবে পালিত হয়?
উঃ- 3 মে।

১৫) ভারতের তৃতীয় বৃহত্তম IT services company কোনটি?
উঃ- Wipro.

১৬) ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে প্রথম সৌর শক্তি ব্যবহারের কেন্দ্রটি উদ্বোধন করলাে?
উঃ- সিকিম। 

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, –Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  – Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.