Type Here to Get Search Results !

Current Affairs in Bengali| Current Affairs - 10th May 2021

Current Affairs in Bengali| Current Affairs - 10th  May 2021

Current Affairs in Bengali| Current Affairs - 10th  May 2021

Current Affairs in Bengali| Current Affairs - 10th  May 2021, Current Affairs in Bengali, Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, all Competitive exams.

My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 10th may 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন। Current Affairs in Bengali : 10th  May 2021

Current Affairs in Bengali: 10th  May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

Current Affairs in Bengali| Current Affairs - 10th  May 2021

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 10th May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali 10th May 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল 

Current Affairs in Bengali| Current Affairs - 10th  May 2021


1. সম্প্রতি কোথায় পৃথিবীর দীর্ঘতম পায়ে হাটা ঝুলন্ত সেতুর উধবোধন হল?
Ans:  পর্তুগাল।

2. 9 মে 2021 অর্থাৎ 25 বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্ম দিবস পালিত হল?
Ans: 160 তম।

3. ভারতের জীবন বীমা কোম্পানি LIC বিশ্বব্যাপী 10 টি সবচেয়ে মূল্যবান বীমা কোম্পানির তালিকায় যুক্ত হল,এই LIC এর সদর দপ্তর কোথায়?
Ans:  মুম্বাই।

4. কোন বলিউড অভিনেত্রী 2021 সালে champion of change award পেলেন?
Ans: সুস্মিতা সেন।

5. Laureus World Sports Award 2021 জিতলেন কে?
Ans:  Rafael Nadal.

6. World hand hygiene day (বিশ্ব হাত স্বাস্থ্যবিধি দিবস) কবে পালিত হয়?
Ans: 5 মে।

7. World Red cross day কবে পালিত হয়?
Ans:  8 May

8. বিশ্ব আথলেটিক্স দিবস কবে পালিত হয়?
Ans: 5 মে।

9. কোন রাজ্য সরকার করোনা ভাইরাস এরজন্য মুখ্যমন্ত্রী সেবা সংকল্প helpline 1100 চালু করল?
Ans:  হিমাচল প্রদেশ।

10. NASA এর অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন?
Ans: বিল নেলসন।

11. করোনা রোগীদের চিকিৎসার জন্য বাজাজ হেলথ কেয়ার কোন ট্যাবলেট লঞ্চ করল?
Ans:  Ivejaj.

12. পৃথিবীতে প্রথম 2 ন্যানোমিটার প্রসেস চিপ তৈরি করল কোন সংস্থা?
Ans:  IBM.

13. কোন ব্যাংক SHWAS এবং AROG লোন স্কিম চালু করলো?
Ans: SIDBI.

14. Border road organisation 7 মে কততম প্রতিষ্ঠা দিবস পালন করল?
Ans :  61তম।

15. TikTok এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
Ans: শৌজি চিউ।

16. করোনা রোগীদের জন্য ফ্রী স্বাস্থ্য আহার যোজনা লঞ্চ করল কোন রাজ্য সরকার?
Ans:  মধ্যপ্রদেশ।

17. কে 2021 সালে Saraswati Bai Dada Saheb Phalke Iconic International Women of the Year Award পেলেন?
Ans: শ্বেতা নেমা।

18. কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?
Ans:  N Rangaswamy.

19. কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ভার্চুয়ালি G20 tourism ministers meeting অংশগ্রহণ করলেন, এবছর এটি কোথায় অনুষ্ঠিত হলো?
Ans: ইতালি।

20. “The Bench” বইটির লেখক কে?
Ans:  মেঘান মার্কেল।

21. 2021 সালে আর্লিনে pacht global vision award কে পেলেন?
Ans:  গীতা মিত্তল।

22. বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন?
Ans: পশ্চিমবঙ্গ।

23. অটো আম্বুলেন্স পরিষেবা লঞ্চ করল কোন রাজ্য?
Ans:  দিল্লি।

24. বিশ্বের প্রথম Artificial intelligence (AI) ship এর নাম কী?
Ans: Mayflower 400.

25.বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
Ans:  8মে।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই “Today GK Quiz, –Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য। এই ভাবেই আমাদের  –Today Gk All Exams এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.