Type Here to Get Search Results !

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 11th June 2021

কারেন্ট অ্যাফেয়ার্স | Current Affairs in Bengali 11th June 2021

Current Affairs in Bengali 11th June 2021| Current Affairs Bengali

Current Affairs in Bengali 11th June 2021|| Current Affairs Bengali, যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস, বনদপ্তর,আর্মি...

Dear Students :- আজ আমরা আলোচনা করবো 11th June 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে। প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)আপনার সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 11th June 2021

Today GK All Exams, is India's best website for GK, GK in BengaliGk For Wbcs Preliminary Exam, RRB Important Science Questions,  questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like WBCS, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc. exams. 

Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.


Current Affairs in Bengali 11th June 2021, Current Affairs Bengali

1. Anemia Mukt Bharat Index 2020-21-এ প্রথম স্থানে আছে কোন রাজ্য ?

Ans: মধ্যপ্রদেশ।


2. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী ক্লাসের ছাত্র ছাত্রীদের পড়াশোনার জন্য ‘YounTab’ স্কিম লঞ্চ করল? 

Ans :  লাদাখ।


3.  সম্প্রতি ভারতের ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে? 

Ans : অনুপ চন্দ্র পান্ডে।


4. কোন দেশ Islam map প্রকাশ করল? 

Ans :  অস্ট্রিয়া।


5. বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে? 

Ans : চন্দ্র শেখর ঘোষ।


6. এশিয়ার মধ্যে প্রথম international memory studies workshop এর আয়োজন কোন আই আই টি করল? 

Ans :  IIT Madras.


7. সুরক্ষিত হাম সুরক্ষিত তুম অভিযান লঞ্চ করলো কোন সংস্থা ? 

Ans : NITI Aayog.


8. কোন রাজ্য সরকার বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী অনুপ্রতি কোচিং যোজনা লঞ্চ করল? 

Ans :  Rajasthan.


9.  ২০২৩ সাল পর্যন্ত International Cricket Council (ICC)-এর অফিসিয়াল পার্টনার হলো কোন ডিজিটাল পেমেন্টে কোম্পানী? 

Ans : Bharatpe.


10. বিশ্বব্যাঙ্কের উপদেষ্টা হিসাবে কোন ভারতীয় শিক্ষক নিযুক্ত হলেন? 

Ans :  রঞ্জিত সিং দিশালে।


11. ভারতীয় নৌ সেনা অপারেশনের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে? 

Ans : রাজেশ পেন্ধরকার।


12. 2021 সালে ‘International Business Book of the Year Award’ কে পেলেন? 

Ans :  নীতিশ রাকেশ ও জেরি উইন্ড।


13.  জাতি সংঘের সেক্রেটারী জেনারেল হিসাবে দ্বিতীয়বার নিযুক্ত হচ্ছেন কে? 

Ans : Antonio Gutterres.


14. 2021 সালে Nature TTL Photographer award কে পেলেন? 

Ans :  Thomas Vijayan.


15. নিখোঁজ ব্যক্তিদের শনাক্ত করতে ‘I-Familia’ ডেটাবেস লঞ্চ করলো কোন সংস্থা ? 

Ans : Interpol.


16. ভারতীয় মহিলা ক্রিকেট দল কোন দেশে প্রথম পিঙ্ক বল টেস্ট খেলতে চলেছে? 

Ans :  অস্ট্রেলিয়া।


17. The Times 50 Most Desirable Women 2020’ তালিকায় শীর্ষস্থানে আছে কোন বলিউড অভিনেত্রী ? 

Ans : রিয়া চক্রবর্তী।


18. কানাড়া ব্যাংকের CFO পদে কে নিযুক্ত হলেন? 

Ans :  S. K. Majumdar.


19. সম্প্রতি ভারতের কোন আন্তর্জাতিক বিমানবন্দর Net Energy Neutral স্টেটাস পেলো ? 

Ans : বেঙ্গালুরু।


20. International hockey federation এর তালিকায় কোন দেশ প্রথম স্থানে আছে? 

Ans :  বেলজিয়াম।


কারেন্ট অ্যাফেয়ার্স| Current Affairs in Bengali 11th June 2021 

Current Affairs in Bengali 11th June 2021|| Current Affairs Bengali, যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস, বনদপ্তর,আর্মি...

পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 11th June 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা  ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে  কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali 11th June 2021 বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল 

 

Current Affairs in Bengali: 11th June 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)”সময় করে আমাদের পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের Today Gk All Exams -এর পাশে থাকুন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত  বিষয়ের  যেকোনো প্ৰশ্ন এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.