Type Here to Get Search Results !

Gk Question Game| Gk Quiz Game Online Bengali

Gk Question Game| Gk Quiz Game Online Bengali

Gk Question Game| Gk Quiz Game Online Bengali

Gk question Game| Gk Quiz Game Online Bengali| General Knowledge (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর এয়ারফোর্স ইত্যাদি

প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য Gk question Game (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Gk Question Game| Gk Quiz Game BengaliGK in Bengali, Gk For Wbcs Preliminary Exam, RRB Important Science Questions, questions paper, answer key, result, gk, RRB Ntpc Gk, mock test, etc. Gk Question Game| Gk Quiz Game Online Bengali For competitive exams (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam. General knowledge, Gk question Game| Game Gk Game| Gk Quiz Game Bengali 


Gk question Game| Gk Quiz Game Online Bengali


1. ক্রিকেট খেলার জন্ম কোথায়?
➞ ইংল্যান্ডে।

2. Icc প্রতিষ্টিত হয় কখন?
➞ 1909

3. প্রথম কবে অলিম্পিক খেলা শুরু হয়?
➞ 776 খ্রিঃ পূর্বাব্দ।

4. আধুনিক অলিম্পিক গেমসের প্রধান রূপকার কে?
➞ ব্যারন পিয়ের দ্য কুবার্তিন।

5. অলিম্পিকের প্রতিক কি?
➞ পাঁচটি রঙিন বৃত্ত, যা পাঁচটি মহাদেশের মধ্যে পারস্পারিক সমন্বয় নির্দেশ করে।

6. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?
➞ রাঁচি।

7. ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
➞ ফুটবল।

৪. প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিলেন?
➞ রঞ্জিত সিং। 

9. একমাত্র খেলোয়াড় যিনি ফুটবল ও ক্রিকেট উভয়েরই ওয়ার্ল্ড কাপ খেলেছেন?
➞ ভিভ রিচার্ডস

10. ভারতের 'উরন্ত শিখ' বলা হয় কাকে?
➞ মিলখা সিং। 

11. প্রথম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
➞ 1930 সালে।

12. হকি খেলাটি প্রথমে কী নামে পরিচিত ছিল?
➞ কমস। 

13. প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
➞ দিল্লিতে। 

14. পৃথিবীতে কোথায় প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল?
➞ গ্রিসে। 

15. আধুনিক অলিম্পিক গেমস কত সাল থেকে শুরু হয়?
➞ 1896 সালে। 

16. ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত?
➞ 22 গজ। 

17. ফুটবল গোলপোস্টের উচ্চতা কত?
➞ ৪(আট) ফুট। 


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz, – Gk Question Game| Gk Quiz Game Bengali| বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.