Type Here to Get Search Results !

General knowledge questions and answers,100 Gk questions.

General knowledge questions and answers,100 Gk questions.

General knowledge questions and answers,100 Gk questions.
General knowledge questions and answers,100 Gk questions.


Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs,gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, Most important Gk (like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.


Most of the students search on internet Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in Bengali,Current Affairs and and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet,SSC,SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.


General knowledge questions and answers,100 Gk questions.



1. পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
Ans : লাপাজ, বলিভিয়া।

2. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? 
Ans : নীল নদ।

3. সনাতন ধর্মের ভিত্তি কী? 
Ans : বেদ।

4. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? 
Ans : মণিপুর।

5. স্পেনের জাতীয় নাম কী? 
Ans : হিসপানিয়া।

6. ফিলিস্তিনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? 
Ans : হিব্রু।

7. কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি? 
Ans : ইন্দোনেশিয়ায়।

8. ইন্টারপোল গঠিত হয় কবে? 
Ans : ১৯২৩ সালে।

9. তাইওয়ান কত সালে চীনের কাছে জাতিসংঘের সদস্যপদ হারায়? 
Ans : ১৯৭১ সালে।

10. "ভারত ছাড়" আন্দোলন শুরু করেন কে? 
Ans : মহাত্মা গান্ধী।

11. 'The spirit of Islam’ গ্রন্থের রচয়িতা কে? 
Ans : সৈয়দ আমীর আলী।

12. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? 
Ans : বৈকাল হ্রদ।

13. সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে? 
Ans : অগাস্ট কোঁৎ।

14. আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা? 
Ans : পাকিস্তান।

15. ভিওআইপি কী? 
Ans : ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল

16. মানবদেহের প্রতিটি দেহকোষে কত জোড়া ক্রোমোজম থাকে? 
Ans : ২৩ জোড়া।

17. জলের গভীরতা মাপার একক কী? 
Ans : ফ্যাদম।

18. উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়? 
Ans : ফ্যাটি এসিড ও গ্লিসারল।

19. কাপ্তাই জলবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য কি করা হয়?
Ans : জলাধারে জল জমিয়ে রাখা হয়।

20. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
Ans : বায়বীয় পদার্থ।

21. বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত? 
Ans : ৫৫ শতাংশ।

22. পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এর নাম কি?
Ans : নালন্দা বিশ্ববিদ্যালয়।

23. পৃথিবীর সবচেয়ে উত্তরের শহর কোনটি?
Ans : হ্যামার ফাষ্ট।

24. বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? 
Ans : সুয়েজ খাল। (খনন-১৮৬৯, জাতীয়করণ-১৯৫৬ সালে, দৈর্ঘ্য ১৬৪ কি.মি., অবস্থান-মিশর)।

25. মিন্দানাও দ্বীপটি কোথায় অবস্থিত? 
Ans : ফিলিপাইনে।

26. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে?
Ans : মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)।

27. বিশ্বের দীর্ঘতম রেলপথ কোথায়?
Ans : ট্রান্স সাইবেরিয়ান।

28. বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি?
Ans : তৈগা।

29. গ্রেট হল কোথায় অবস্থিত?
Ans : চীনে।

30. সাদা রাশিয়া বলা হয় কাকে?
Ans : বেলারুশকে।

31. জাতিসংঘের প্রথম মহাসচিব কে? 
Ans : ট্রিগভেলি (নরওয়ে)।

32. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?
Ans : জাপানে।

33. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? 
Ans : নীল নদ।

34. হিটলারের গোপন ।পুলিশ বাহিনীর নাম কি ছিল?
Ans : গেষ্টাপো।

35. বার্লিন প্রাচীরের পতন ঘটে কত সালে?
Ans : ১৯৮৯ সালে।

36. ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় কোথায়?
Ans : রোম চুক্তির মাধ্যমে।

37. আন্তর্জাতিক নদী বলা হয় কাকে? 
Ans : দানিয়ুব নদীকে

38. পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান কোন দেশের কাছে?
Ans : ভারতের

39. "এক দেশ দুই পদ্ধতি নীতি" চালু হলো কোন দেশে?
Ans : চীনে

40. উত্তর আমেরিকার আদিম অধিবাসীকে কি বলা হয়? 
Ans : রেড ইন্ডিয়ান।

41. বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত কোথায়? 
Ans : তুরষ্কে।

42. সমুদ্রের বধূ বলা হয় কাকে?
Ans : গ্রেট ব্রিটেনকে।

43. পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি কোনটি?
Ans : পিগমি।

44. সাত পাহাড়ের শহর বলা হয় 
Ans : রোমকে।

45. পূর্বে চীনে কি নামে পরিচিত ছিল?
Ans : ক্যাথে।

46. ইরাকের পূর্ব নাম কি?
Ans :  মেসোপটেমিয়া।

47. ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
Ans : নেপোলিয়নকে।

48. ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতার নাম কি?
Ans : পাসু জাওয়ি।

49. যে দেশে প্রথম আয়কর চালু হয় তার নাম কি?
Ans : ১৭৯৮ সালে, ইংল্যান্ডে।

50. প্রাচ্যের নিউজিল্যান্ড বলা হয় কোন দেশ কে?
Ans : ভুটানকে।

51. বিশ্বে সামরিক শক্তিতে শীর্ষ কোন দেশ?
Ans : যুক্তরাষ্ট্র।

52. বৈশ্বিক অভিবাসন চুক্তি অনুমোদিত হয় কবে?
Ans : ১০ ডিসেম্বর ২০১৮, মরক্কোর মারাকেশে।

53. জাতিসংঘের সাধারণ পরিষদে এই চুক্তি অনুমোদিত হয় কবে?
Ans : ১৯ ডিসেম্বর ২০১৮।

54. বৈশ্বিক অভিবাসন চুক্তির লক্ষ্য কত গুলি? 
Ans : ২৩ টি।

55. ২০১৮ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদের শীর্ষ কোন দেশ?  
Ans : ইরাক।

56. ২০১৮ সালে বৈশ্বিক রেমিট্যান্স আহরণে শীর্ষ কোন দেশ?
Ans : চীন।

57. বিশ্বে অস্ত্র বিক্রয়ে শীর্ষ কোন দেশ?
Ans : যুক্তরাষ্ট্র।

58. বিশ্বে অভিবাসীর শীর্ষ কোন দেশ?
Ans : ভারত।

59. বিশ্বে অভিবাসী গ্রহনে শীর্ষ কোন দেশ? 
Ans :  যুক্তরাষ্ট্র।

60. ইয়েলো ভেষ্ট আন্দোলন যে দেশে হয়েছিল তার নাম কি?
Ans : ফ্রান্স।

61. ২০১৯ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কে?
Ans : শারজাহ (আবুধাবি)

62. স্লোভেনিয়ার প্রথম নারী সেনা প্রধানের নাম কি? 
Ans : মেজর জেনারেল আলেঙ্কা আরমেনিক।

63. জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
Ans : সালোমে জুরাবিশভিলি।

64. ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কে?
Ans : জাইর বোলসোনারো।

65. ইউনেস্কো্র বর্তমান সদস্যদেশ সংখ্যা কত?
Ans : ১৯৩ (যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পদ ত্যাগ করে ৩০ ডিসে ২০১৮)

66. ওপেক এর বর্তমান সদস্য দেশ কত গুলি?
Ans : ১৪ (১ জানু ২০১৯ পদ ত্যাগ করে কাতার)

67. গ্রিনহাউস গ্যাস নিসরনে বিশ্বের শীর্ষ কোন দেশ?
Ans : চীন।

68. ২০১৮ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে শীর্ষ কোন দেশ? 
Ans : আইসল্যান্ড, এবং সর্বনিম্ন দেশ ➞ ইয়েমেন।

69. বিশ্বের প্রথম ভাসমান সুপার মার্কেট চালু করেছে কোন দেশ ?
Ans : দুবাই।

70. ২০ তম রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে কোথায়?
Ans : ম্যানিলায়।

71. চীন সাগরের নিচ দিয়ে বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা হাতে নিচ্ছে কোন দেশ?
Ans : চীন।

72. বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনামূল্যে পরিবহন সেবা দেয়া শুরু করেছে কোন দেশ? 
Ans : লুক্সেমবার্গ।

73. আফঘান সরকার ও তালেবানদের মধ্যে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
Ans : রাশিয়ায়।

74. ২০১৮ সালে ফিফা র্যাংকিয়ে শীর্ষ কোন দেশ?
Ans : বেলজিয়াম।

75. ২০১৮ সালের ব্যালন ডি এর জয়ী ফুটবলার কে?
Ans : লুকা মদ্রিচ।

76. ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ (TPP) এর সম্ভাব্য নতুন নাম কি? 
Ans : টিপিপি মাইন্যাস ১

77. ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে? 
Ans : অস্ট্রেলিয়া।

78. আল শাবাব কোন দেশের সংগঠন? 
Ans : সোমালিয়া।

79. ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?
Ans : লিও।

80. ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন? 
Ans : ইরাক ও সিরিয়া।

81. ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন? 
Ans : ২০ জানুয়ারি ২০১৭

82. AU কোন মহাদেশের সংগঠন? 
Ans : আফ্রিকা।

83. NATO এর সদর দপ্তর কোথায়? 
Ans : বেলজিয়াম।

84. সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ? 
Ans : ইন্দোনেশিয়া।

85. গুয়ানতানামো বে' কোথায় অবস্থিত? 
Ans : কিউবা।।

86. দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত? 
Ans : পানামা খাল।

87. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি? 
Ans : নেপাল।

88. টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনের সময় কাল কত? 
Ans : ২০১৬ থেকে ২০৩০

89. বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি? 
Ans : জার্মানি।

90. জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়? 
Ans : মশা।

91. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই? 
Ans : বুধ।

92. GMT মানে কি? 
Ans : Greenwich Mean Time

93. নবায়ণযোগ্য জ্বালানী কোনটি? 
Ans : পরমাণু শক্তি।

94. নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? 
Ans : মহাকাশ গবেষণা।

95. সর্বশেষ (২০১৭)বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 
Ans : মরোক্কোর মারাক্কেশে।

96. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? 
Ans : ভারত বাপেক্স এসিসট্যান্ট অফিসার ২০১৭ (সাধারণ জ্ঞান, লিখিত)

97. পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন? 
Ans : মোনায়েম সরকার।

98. বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি? 
Ans : নাফ।

99. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে? 
Ans : করতোয়া।

100. ম্যানগ্রোভ কি? 
Ans : উপকূলীয় বন।


বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.