Type Here to Get Search Results !

বিভিন্ন শস্ত্রের জনক।কে কিসের জনক? Who is the father? Who is the father of history?

বিভিন্ন শস্ত্রের জনক।কে কিসের জনক? Who is the father? Who is the father of history?

বিভিন্ন শস্ত্রের জনক।কে কিসের জনক? Who is the father? Who is the father of history?
 Who is the father? Who is the father of history?


2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য General knowledge 2021 (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)। আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।


এখানে পাওয়া যাবে 76 টিরও বেশি বিষয়ে জনকের নাম। বিজ্ঞান থেকে শুরু করে বিভিন্ন আবিষ্কার, যন্ত্র, প্রযুক্তি, ইতিহাস সহ সকল ক্ষেত্রে ইন্টারনেট রিসার্চ এর উপর ভিত্তি করে এই তালিকা টি করা হয়েছে। যেহেতু একেক টি বিষয়ের জনকের জন্য আমাদের ভিন্ন ভিন্ন ভাবে অনুসন্ধান করতে অধিক সময়ের প্রয়োজন হয়, ঠিক তেমনি নিম্নলিখিত সংগ্রহটি সে ক্ষেত্রে সকলের (স্টুডেন্ট ও চাকরি পার্থীর) কষ্ট ও সময় দুই ই সাশ্রয় করবে।


Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs,gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, Most important Gk (like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.

Who is the father? Who is the father of history?


1. Who is the father of science?  Answer: Thalis. 2. Who is the father of biology?  Answer: Aristotle.  3. Who is the father of zoology?  Answer: Aristotle. 4. Who is the father of chemistry?  Answer: Jabir Ibn Hayyan.  5. Who is the father of physics?  Answer: Isaac Newton. 6. Who is the father of political science?  Answer: Aristotle. 7. Who is the father of modern political science?  Answer: Nicola Machiavelli. 8. Who is the father of economy?  Answer: Adam Smith. 9. Who is the father of modern economy?Answer: Paul Samuelson. 10. Who is the father of social science? Answer: August Cont. 11. Who is the father of democracy?  Answer: John Lock. 12. Who is the father of accounting science?  Answer: Lucapacioli. 13. Who is the father of medical science?  Answer: Ibn Sina. 14. Who is the father of philosophy?  Answer: Socrates  15. The father of history?  Answer: Herodotus. 16. Who is the father of geography? Answer: Eratus thenis.


বিভিন্ন শস্ত্রের জনক।কে কিসের জনক? Who is the father? Who is the father of history?


১। বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- থ্যালিস।


২। জীব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল।


৩। প্রাণী বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল।


৪। রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান।


৫। পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন।


৬। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- এরিস্টটল।


৭। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী।


৮। অর্থনীতির জনক কে?

উত্তরঃ- এডাম স্মিথ।


৯। আধুনিক অর্থনীতির জনক কে?

উত্তরঃ- পল স্যামুয়েলসন।


১০। সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- অগাস্ট কোঁৎ।


১১।গণতন্ত্রের জনক কে?

উত্তরঃ- জন লক। 


১২। হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- লুকাপ্যাসিওলি।


১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ইবনে সিনা।


১৪। দর্শন শাস্ত্রের জনক কে?

উত্তরঃ- সক্রেটিস


১৫। ইতিহাসের জনক?

উত্তরঃ- হেরোডোটাস।


১৬। ভূগোলের জনক কে?

উত্তরঃ- ইরাটস থেনিস।


১৭। গণিতের জনক কে?

উত্তরঃ- আর্কিমিডিস।


১৮। অপরাধ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ল্যামব্রাসো।


১৯। মেডিসিনের জনক কে?

উত্তরঃ- হিপোক্রেটিস।


২০। জ্যামিতির জনক কে?

উত্তরঃ- ইউক্লিড।


২১। বীজ গণিতের জনক কে?

উত্তরঃ- আল খাওয়ারেজমী।


২২। জীবাণু বিদ্যার জনক কে?

উত্তরঃ- লুই পাস্তুর।


২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?

উত্তরঃ- চার্লস ডারউইন।


২৪। সনেটের জনক কে?

উত্তরঃ- পের্ত্রাক।


২৫। বাংলা সনেটের জনক কে?

উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত।


২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?

উত্তরঃ- হার্বাট স্পেন্সর।


২৭। বংশগতি বিদ্যার জনক কে?

উত্তরঃ- গ্রেডার জোহান মেনডেল।


২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?

উত্তরঃ- কারোলাস লিনিয়াস।


২৯। শরীর বিদ্যার জনক কে?

উত্তরঃ- উইলিয়াম হার্ভে।


৩০। ক্যালকুলাসের জনক কে?

উত্তরঃ- আইজ্যাক নিউটন।


বিভিন্ন শস্ত্রের জনক।কে কিসের জনক? Who is the father? Who is the father of history?



৩১। বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।


৩২। বাংলা উপন্যাসের জনক কে?

উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


৩৩। বাংলা নাটকের জনক কে?

উত্তরঃ- দীন বন্ধু মিত্র।


৩৪। ইংরেজী কবিতার জনক কে?

উত্তরঃ- জিওফ্রে চসার।


৩৫। মনোবিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- উইলহেম উন্ড।


৩৬। বাংলা চলচিত্রের জনক কে?

উত্তরঃ- হীরালাল সেন। 


৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।


৩৮। আধুনিক রসায়নের জনক কে?

উত্তরঃ- জন ডাল্টন।


৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- রজার বেকন।


৪০।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?

উত্তরঃ- হেনরী ফেওল।


৪১। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?

উত্তরঃ- জর্জ বার্নার্ড শ। 


৪২। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- ল্যাভয়সিয়ে।


৪৩।পারমানবিক বোমার জনক কে?

উত্তরঃ- ওপেন হাইমার।


৪৪। তেজস্ক্রিয়তার জনক কে?

উত্তরঃ- হেনরি বেকরেল।


৪৫। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন।


৪৬। গতি বিদ্যার জনক কে?

উত্তরঃ- গ্যালিলিও।


৪৭। হাইড্রোজেন বোমার জনক কে?

উত্তরঃ - অ্যাডওয়ার্ড টেলর।


৪৮। কম্পিউটারের জনক কে?

উত্তরঃ- চার্লস ব্যাবেজ।


৪৯। ই-মেইল এর জনক কে?

উত্তরঃ- রে টমলিনসন।


৫০। লেজার এর জনক কে?

উত্তরঃ- মেইম্যান।


৫১। www বা world wide web এর জনক কে?

উত্তরঃ- টিম বার্ণাস লি। 


৫২। হোমিও শাস্ত্রের জনক কে?

উত্তরঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান।


৫৩। টেস্ট টিউব বেবির জনক কে?

উত্তরঃ- আর জে এডওয়ার্ড।


৫৪। অলিম্পিকের জনক কে?

উত্তরঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে।


৫৫। সমাজ বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- অগাস্ট কোত্।


৫৬। সমাজ কর্মের জনক কে?

উত্তরঃ- জন অ্যাডামস।


৫৭। কমিউনিজমের জনক কে?

উত্তরঃ- কার্ল মার্কস।


৫৮। ফ্যাসিজমের জনক কে?

উত্তরঃ- মুসোলীনি।


৫৯। ইন্টারনেটের জনক কে?

উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ।


৬০। মাইক্রোসফটের জনক কে?

উত্তরঃ- বিল গেটস।


৬১। মোবাইল ফোনের জনক কে?

উত্তরঃ- মার্টিন কুপার।


৬২। গুগলের জনক কে?

উত্তরঃ- সার্জেই বিন। 


৬৩। ফেসবুকের জনক কে?

উত্তরঃ- মার্ক জুকারবার্গ।


৬৪। টুইটারের জনক কে?

উত্তরঃ- জ্যাক ডোরসেই।


৬৫। আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তরঃ- বাল মেগারিজ।


৬৬। ATM-এর জনক কে?

উত্তরঃ- জন শেফার্ড ব্যারন।


৬৭। আধুনিক শিক্ষার জনক কে?

উত্তরঃ- সক্রেটিস।


৬৮। এনাটমির জনক কে ?

উত্তরঃ-আঁদ্রে ভেসালিয়াস।


৬৯। ফিনান্সের জনক কে?

উত্তরঃ- এ্যারোরা।


৭০। হিসাব বিজ্ঞানের জনক কে?

উত্তরঃ- লুকা প্যাসিওলি।


৭১। মার্কেটিং এর জনক কে?

উত্তরঃ- ফিলিপ কোটলার।


৭২। ব্যাংকিং এর জনক কে?

উত্তরঃ- আলেকজেন্ডার হ্যামিলটন।


৭৩। ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?

উত্তরঃ- হেনরী ফাওল।


৭৪। রেডিও বা বেতারের জনক কে?

উত্তরঃ- মার্কনী।


৭৫। বাই সাইকেলের জনক কে?

উত্তরঃ- কার্ল ভ্যান ড্রেইস।


৭৬। আমেরিকার জনক কে?

উত্তরঃ- জর্জ ওয়াশিংটন।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.