Current Affairs| Weekly Current Affairs Bengali| 8 to 15 May 2021

 Current Affairs| Weekly Current Affairs Bengali| 8 to 15 May 2021

Table of Content(toc)

Current Affairs| Weekly Current Affairs Bengali| 8 to 15 May 2021

Best Current Affairs| Weekly Current Affairs Bengali., questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc...

Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 8 to 15 May 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 8 to 15 May 2021


Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.


Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in BengaliCurrent Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

Current Affairs in Bengali|8th May 2021


➦ ভি কল্যাণম কে ছিলেন?
উঃ মহাত্মা গান্ধীর প্রাক্তন ব্যক্তিগত সচিব

➦ ভি কল্যাণম কবে মারা জান?
উঃ  4 মে 2021.


 ভি কল্যাণম কত বছর বয়সে তিনি দেহ ত্যাগ করেন?
উঃ তিনি 99 বছর বয়সে মারা গেলেন

➦ তিনি গান্ধীজির ব্যক্তিগত সচিব ছিলেন, কত বছর ?
উঃ 1943 থেকে 1948 সাল পর্যন্ত তিনি গান্ধীজির ব্যক্তিগত সচিব ছিলেন, যখন গান্ধীজিকে হত্যা করা হয় সেই সময় পর্যন্ত।

➦ আর্লাইন প্যাচ গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড 2021 পেলেন  কোন মহিলা ?
উঃ বিচারপতি গীতা মিত্তাল আর্লাইন প্যাচ গ্লোবাল ভিশন অ্যাওয়ার্ড 2021 পেলেন।

➦ ভারতের প্রথম মহিলা যিনি জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন তার নাম কী?
উঃ  গীতা মিত্তাল।

➦ ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ ওমেন জজেস,এর সদর দপ্তর কোথায় ?
উঃ ওয়াশিংটনে

 ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ ওমেন জজেস সংগঠনটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ সংগঠনটি 1991 সালে প্রতিষ্ঠিত হয়।

➦ ভারতের শীর্ষ তেল  গ্যাস উদ্যোগগুলি শ্রী বদ্রীনাথ ধাম নির্মাণ  পুনর্নির্মাণের জন্য কত  টাকা খরচ করবে?
উঃ 100 কোটি টাকা খরচ করবে।

➦ শ্রী বদ্রীনাথ ধাম নির্মাণ  পুনর্নির্মাণের এই উদ্যোগগুলি করা নিয়েছে?
উঃ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (BPCL), হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (HPCL), অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC), এবং গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া (GAIL)

➦ অ্যামাজনের 2.5 বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন কে?
উঃ জেফ বেজোস।

➦2020 সালে তিনি অ্যামাজনের শেয়ার কত বিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন?
উঃ 10 বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছিলেন

➦ অ্যামাজনের প্রতিষ্ঠাতা করেন কে?
উঃ জেফ বেজোস হলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা, CEO, প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান

➦  অ্যামাজন প্রতিষ্ঠিত হয় কত সালে?
উঃ জুলাই 1994 সালে।

➦  কানাডার প্রধানমন্ত্রীর নাম কি?
উঃ জাস্টিন ট্রুডো হলেন কানাডার প্রধানমন্ত্রী।

বিশ্বের প্রথম কোন দেশ 12 থেকে 15 বছর বয়সী শিশুদের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে?
উঃ কানাডা বিশ্বের প্রথম দেশ যেখানে 12 থেকে 15 বছর বয়সী শিশুদের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেওয়া হল

➦ কানাডার রাজধানীর নাম কি?  
উঃ কানাডার রাজধানী হল অটোয়া


➦ মেঘালয়ে সম্প্রতি প্রায় কত বছর পুরানো ডাইনোসর হাড়ের সন্ধান পাওয়া গেছে?
উঃ 100 মিলিয়ন বছরের পুরানো ডাইনোসর হাড়ের সন্ধান পাওয়া গেছে।

➦ মেঘালয়ের রাজধানী কোথায় ?
উঃ শিলং হল মেঘালয়ের রাজধানী।

➦ মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি? 
উঃ মুখ্যমন্ত্রী হলেন কনরাড সাংমা

➦ সশস্ত্র বাহিনী কর্তৃক কোন অভিযান শুরু করা হলো?
উঃ CO-JEET অভিযান শুরু করা হলো। 

➦ সশস্ত্র বাহিনী কর্তৃক CO-JEET  অভিযান শুরু করা হলো কার বিরুদ্ধে?
উঃ ভারতে কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াই করতেই এই অভিযান।

➦ ভারতে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের চিফ হলেন কে?
উঃ  অতুল কুমার জৈন।

➦ গিলারমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ 2021 পেল কে?
উঃ মারিয়া রেসা।

➦ কোন সরকার সাংবাদিকদের জন্য গোপাবন্ধু সম্বাদিকা স্বাস্থ্য বিমা যোজনা ঘোষণা করেছে?
উঃ ওড়িশা সরকার।

➦ এই গোপাবন্ধু দাস কে ছিলেন ?

উঃ গোপাবন্ধু দাস ওড়িশার একজন দার্শনিক সমাজ সেবী যিনি 1877 থেকে 1928 সাল পর্যন্ত জীবিত ছিলেন

Current Affairs in Bengali | 9th  May 2021


➦ সম্প্রতি কয়টি  নতুন স্যাটেলাইট লঞ্চ করল SpaceX?
উঃ 60টি নতুন স্যাটেলাইট লঞ্চ করল SpaceX.

➦  কোন রকেটের সাহায্যে এই 60টি নতুন স্যাটেলাইট লঞ্চ করা হলো?
উঃ ফ্যালকন 9 রকেটের সাহায্যে।

➦ স্টারলিংক মিশনের আওতায় হাই স্পিড ইন্টারনেট সরবরাহ করতে কয়টি নতুন স্টারলিংক স্যাটেলাইট লঞ্চ করা হল?
উঃ 60টি। 

➦  কত সালে SpaceX প্রতিষ্ঠা করা হয়?
উঃ 6 মে 2002 সালে প্রতিষ্ঠা করা হয়। 

➦ SpaceX-এর সদর দপ্তর হল  কোথায় অবস্থিত ?
উঃ ক্যালিফোর্নিয়ায়।

➦ SpaceX প্রতিষ্ঠা করেন কে ?
উঃ এলন মাস্ক 6 মে 2002 সালে।

➦ কোন মুখ্যমন্ত্রী "সেবা সংকল্প" হেল্পলাইন নাম্বার চালু করল?
উঃ  হিমাচল প্রদেশ সরকার।

➦ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কি?
উঃ  জয় রাম ঠাকুর।

➦ হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী ও শীতকালীন রাজধানীর নাম কি?
উঃ হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী হল শিমলা এবং শীতকালীন রাজধানী হল ধর্মশালা।

➦ হিমাচল প্রদেশের "সেবা সংকল্প" হেল্পলাইন নাম্বার  কত?
উঃ হেলপ্লাইন নাম্বারটি হল “1100”.
 
 তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীর নাম কী ?
উঃ এম কে স্টালিন নতুন মুখ্যমন্ত্রী হলেন তামিলনাড়ুর।

➦ তামিলনাড়ুর রাজ্যপাল- এর নাম কী ?
উঃ  বানওয়ারিলাল পুরোহিত।

➦ তামিলনাড়ুর রাজধানীর নাম কী?
উঃ চেন্নাই।

 ডেনমার্কে জৈব পদ্ধতিতে উৎপাদিত বাজরা রফতানি করতে চলেছে কোন দেশ?
উঃ ভারত ডেনমার্কে জৈব পদ্ধতিতে উৎপাদিত বাজরা রফতানি করবে।

➦ ডেনমার্কের প্রধানমন্ত্রীর নাম কী?
উঃ মেটে ফ্রেডেরিক্সেন।

➦ ডেনমার্কের রানী কে?
উঃ দ্বিতীয় মার্গারেথ হলেন ডেনমার্কের রানী।

➦ ডেনমার্কের রাজধানীর নাম কি?
উঃ  কোপেনহেগেন

➦ Infosys ভারতে কোভিড -19-এর লড়াইয়ের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য কত টাকা ডোনেট করবে?
উঃ Infosys ভারতে কোভিড -19এর লড়াইয়ের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য 100 কোটি টাকা 
দেবে।

➦ Infosys ভারতের দ্বিতীয় বৃহত্তম কি কম্পানি?
উঃ Infosys ভারতের দ্বিতীয় বৃহত্তম IT কম্পানি।

➦  ইনফোসিস প্রতিষ্ঠিত হয় কবে?
উঃ 7 জুলাই 1981 সালে। 

➦ Infosysএর সদর দপ্তর  কোথায় অবস্থিত?
উঃ ব্যাঙ্গালুরুতে।

➦  পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ এন রাঙ্গসামি পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হলেন।

➦ পুদুচেরির রাজধানী এবং বৃহত্তম শহর হল এর নাম কি?
উঃ পন্ডিচেরি।

➦ কোন রাজ্য সরকার করোনার রোগীদের জন্য আয়ুর্বেদিক টেলিমেডিসিন সুবিধা চালু করেছে?
উঃ হরিয়ানা রাজ্য সরকার।

➦   হরিয়ানার রাজ্যপাল কে?
উঃ সত্যদেব নারায়ণ আর্য হলেন হরিয়ানার রাজ্যপাল।

➦ হরিয়ানার মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ মনোহর লাল খাট্টার।

➦ তেলেঙ্গানায় এক্সপেরিমেন্টাল পারপাসে কিসের মাধ্যমে ভ্যাকসিন ডেলিভারি করা হবে?
উঃ ড্রোনের মাধ্যমে ভ্যাকসিন ডেলিভারি করা হবে।
 
➦ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন কে?
উঃ শ্রী কে চন্দ্রশেখর রাও।

➦ তেলেঙ্গানার রাজধানীর নাম কি? 
উঃ  হায়দ্রাবাদ।

➦ 
BRO-কি?
উঃ BRO- Border Roads Organisation.

➦ BRO প্রতিষ্ঠিত হয়েছিল কবে?
উঃ 7 মে 1960 সালে BRO প্রতিষ্ঠিত হয়েছিল।

➦ BRO-র ডাইরেক্টর জেনারেল কে?
উঃ হলেন রাজীব চৌধুরি।

Current Affairs in Bengali | 10th  May 2021


1. সম্প্রতি কোথায় পৃথিবীর দীর্ঘতম পায়ে হাটা ঝুলন্ত সেতুর উধবোধন হল?
Ans :  পর্তুগাল।

2. 9 মে 2021 অর্থাৎ 25 বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের কততম জন্ম দিবস পালিত হল?
Ans : 160 তম।

3. ভারতের জীবন বীমা কোম্পানি LIC বিশ্বব্যাপী 10 টি সবচেয়ে মূল্যবান বীমা কোম্পানির তালিকায় যুক্ত হল,এই LIC এর সদর দপ্তর কোথায়?
Ans :  মুম্বাই।

4. কোন বলিউড অভিনেত্রী 2021 সালে champion of change award পেলেন?
Ans : সুস্মিতা সেন।

5. Laureus World Sports Award 2021 জিতলেন কে?
Ans :  Rafael Nadal.

6. World hand hygiene day (বিশ্ব হাত স্বাস্থ্যবিধি দিবস) কবে পালিত হয়?
Ans : 5 মে।

7. World Red cross day কবে পালিত হয়?
Ans :  8 May

8. বিশ্ব আথলেটিক্স দিবস কবে পালিত হয়?
Ans : 5 মে।

9. কোন রাজ্য সরকার করোনা ভাইরাস এরজন্য মুখ্যমন্ত্রী সেবা সংকল্প helpline 1100 চালু করল?
Ans :  হিমাচল প্রদেশ।

10. NASA এর অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন?
Ans : বিল নেলসন।

11. করোনা রোগীদের চিকিৎসার জন্য বাজাজ হেলথ কেয়ার কোন ট্যাবলেট লঞ্চ করল?
Ans :  Ivejaj.

12. পৃথিবীতে প্রথম 2 ন্যানোমিটার প্রসেস চিপ তৈরি করল কোন সংস্থা?
Ans :  IBM.

13. কোন ব্যাংক SHWAS এবং AROG লোন স্কিম চালু করলো?
Ans : SIDBI.

14. Border road organisation 7 মে কততম প্রতিষ্ঠা দিবস পালন করল?
Ans :  61তম।

15. TikTok এর চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কে নিযুক্ত হলেন?
Ans : শৌজি চিউ।

16. করোনা রোগীদের জন্য ফ্রী স্বাস্থ্য আহার যোজনা লঞ্চ করল কোন রাজ্য সরকার?
Ans :  মধ্যপ্রদেশ।

17. কে 2021 সালে Saraswati Bai Dada Saheb Phalke Iconic International Women of the Year Award পেলেন?
Ans : শ্বেতা নেমা।

18. কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন?
Ans :  N Rangaswamy.

19. কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ভার্চুয়ালি G20 tourism ministers meeting অংশগ্রহণ করলেন, এবছর এটি কোথায় অনুষ্ঠিত হলো?
Ans : ইতালি।

20. “The Bench” বইটির লেখক কে?
Ans :  মেঘান মার্কেল।

21. 2021 সালে আর্লিনে pacht global vision award কে পেলেন?
Ans :  গীতা মিত্তল।

22. বিমান বন্দ্যোপাধ্যায় কোন রাজ্যের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন?
Ans : পশ্চিমবঙ্গ।

23. অটো আম্বুলেন্স পরিষেবা লঞ্চ করল কোন রাজ্য?
Ans :  দিল্লি।

24. বিশ্বের প্রথম Artificial intelligence (AI) ship এর নাম কী?
Ans : Mayflower 400.

25.বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয়?
Ans :  8মে।

Current Affairs in Bengali | 11th  May 2021

1. European Inventor Award 2021 এর জন্য মনোনীত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান মহিলা রসায়নবিদ ?

Ans : সুমিতা মিত্র। 

2. গোয়া রাজ্যের লোকাযুক্ত পদে কে নিযুক্ত হলেন?

Ans :  A H Joshi.

3. সম্প্রতি প্রয়াত Fortunato Franco , কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

Ans :  ফুটবল। 

4. Reserve bank of India এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

Ans :  Jose J. Kattur. 

5. YES Bank-এর চিফ ইকোনমিস্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

 Ans : ইন্দ্রনীল পান। 

6. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি “E Lakshyvahini” প্রকল্পের সূচনা করেছেন?

Ans :  হরিয়ানা।

7. করোনা মোকাবিলা করার জন্য ভারতকে কত মিলিয়ন মার্কিন ডলার দান করলো টুইটার কোম্পানী 

Ans : ১৫ মিলিয়ন মার্কিন ডলার। 

8. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি “E Lakshyvahini” প্রকল্পের সূচনা করেছেন?

Ans :  হরিয়ানা

9. তৃতীয়বার Premier League Champions হলো কোন ফুটবল ক্লাব? 
Ans : Manchester City.

10. প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত Sheikh Zayed Book Award পেলেন?
Ans :  ড: তাহেরা কুতুবউদ্দিন।

11. The Washington Post নামক নিউজপেপার কোম্পানির প্রথম মহিলা একজিকিউটিভ এডিটর হিসেবে নিযুক্ত হলেন কে?
Ans : Sally Buzbee.

12. 25 বার এভারেস্টে উঠে রেকর্ড গড়ল কামি রিতা, ইনি কোন দেশের বাসিন্দা?
Ans :  নেপাল।

13. কোন e-commerce payment কোম্পানি covid-19 vaccine finder tool লঞ্চ করল?
Ans :  Paytm.

14. বিনামূল্যে খাবার প্রদান করতে ' আহার' নামে ইনিশিয়েটিভ লঞ্চ করা হলো কোন রাজ্যে? 
Ans : আসাম।

15. ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন BJ Watling, তিনি কোন দেশের খেলোয়াড় ? 
Ans : নিউজিল্যান্ড। 

16. 9.National Asset Reconstruction Company Ltd.- এর CEO হিসেবে নিযুক্ত হলেন কে? 
Ans : পদ্মকুমার নায়ার। 

17. Indian Council for Cultural Relations (ICCR) প্রতিবছর কবে প্রতিষ্ঠা দিবস পালন করে থাকে?
Ans :  9th এপ্রিল।

18. সম্প্রতি কোন রাজ্য 100 মিলিয়ন বছরের প্রাচীন ডাইনোসরের হাড় পাওয়া গেল?
Ans :  মেঘালয়।

19. FICCI Ladies organisation এর জাতীয় সভাপতি পদে কে নিযুক্ত হলেন?
Ans :  Ujjwala Singhania.

20. সম্প্রতি 14 দিনের মাস্ক অভিযান কর্মসূচি চালু করল কোন রাজ্য সরকার?
Ans :  ওড়িশা।

21. কোন রাজ্য সোনু সুদকে covid ভ্যাকসিনেশনের আম্বাসেডোর হিসেবে নিযুক্ত করেছে?
Ans :  পাঞ্জাব।

22. Global Prime Residential Index এ দিল্লির স্থান কত?
Ans :  32nd.

23. লাদাখ সম্প্রতি কত সালের মধ্যে সমস্ত গ্রামীন পরিবারগুলিতে ট্যাপ জল সংযোগ দেওয়ার জন্য বার্ষিক কর্মপরিকল্পনা উপস্হাপন করেছে?
Ans :  2022.

Current Affairs in Bengali |12 May 2021

প্রঃ প্রতিবছর, 6 মে তারিখে নিম্নলিখিত কোন দিবসটি পালিত হয়?

উঃ  International No Diet Day.

প্রঃ সম্প্রতি কবে “International Midwife Day” কবে পালিত হয়?

উঃ  5 মে। 

প্রঃ World Hand Hygiene Day কবে পালিত হয় 

উঃ  5 মে। 

প্রঃ কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগমােহন সতি প্রায়াত হলেন?

উঃ  জম্মু ও কাশ্মীর।

প্রঃ কোন রাজ্যের ১০টি জেলায় পর্বত ধারা যােজনা লঞ্চ করা হলাে?

উঃ হিমাচল প্রদেশ।

প্রঃ কবােলা বােগীদেৰ জন্য বিনামূল্যে অটো অ্যাম্বুলেন্স সার্ভিস লঞ্চ করলাে কোল বাগ্য?

উঃ দিল্লি।

প্রঃ স্বাস্থ্য কাঠামাের উন্নতির জন্য ব্যাঙ্ক গুলিকে লােন দিতে কত হাজার কোটি টাকার ফান্ড তৈরি করলাে ভারতীয় বিজার্ভ ব্যাঙ্ক?

উঃ 50 হাজার কোটি।

প্রঃ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী তাদের Green solar Power Plant কোথায় স্থাপন করেছে?

উঃ সিকিম।

প্রঃ সম্প্রতি কোন রাজ্য “পর্বত ধারা যোজনা” শুরু করেছে ?

উঃ হিমাচল প্রদেশ।

প্রঃ সম্প্রতি UNESCO দ্বারা কাকে “Guillermo Cano World Press Freedom Prize 2021” দিয়ে সম্মানিত করা হয়েছে কাকে ? 

উঃ মারিয়া রেসা।

প্রঃ সম্প্রতি, “Tata Sons” রাম মন্দির নির্মাণের জন্য কত টাকা দান করেছে?

উঃ 5 কোটি।

প্রঃ “Kotak Mahindra Life Insurance Company Limited” -এর MD পদে কে নিযুক্ত হয়েছেন ?

উঃ মহেশ বালসুব্রমানিয়াম।

Current Affairs in Bengali |13 May 2021

Q. বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস 2021 এর থিম কী?
Ans :  Information as a Public Good.

Q.কোন সংস্থা ভারতের অর্থ সচিব নিয়োগ অনুমোদন করেছে?
Ans : মন্ত্রিসভার নিয়োগ কমিটি।

Q. 2021 এ বিশ্ব হাসি দিবস পালিত হয়?
Ans : 2 মে। 

Q. 2021 সালের মধ্যে কোন দেশ স্ব-ড্রাইভিং গাড়ি চালুর প্রস্তাব করেছে?
Ans : ইউকে।

Q. কোন ইনস্টিটিউট নাইট্রোজেন জেনারেটরকে অক্সিজেন জেনারেটরে রূপান্তরিত করেছে?
Ans : আইআইটি বোম্বাই।

Q. জাপানের রাইজিং সান সম্মান  কাকে দেওয়া হয়েছে?
Ans : শ্যামলা গণেশ।

Q. বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস কোন তারিখে পালিত হয়?
Ans : 3rd May.

Q. প্রতিযোগিতামূলক হারে ব্যাংক কে  টেলিকম পরিষেবা দেওয়ার জন্য কোন ব্যাংক বিএসএনএলের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে?
Ans : ইন্ডিয়ান ব্যাংক।
Q. কোন অলরাউন্ডার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন?
Ans : থিসারা পেরেরা।(শ্রীলঙ্কার অলরাউন্ডার এবং প্রাক্তন অধিনায়ক থিসারা পেরেরা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন)
Q. ইন্ডিয়ান আর্মি সম্প্রতি সর্বপ্রথম সবুজ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোথায় ?
Ans : সিকিমে।
Q. বিশ্ব হাঁপানী দিবস কবে  পালিত হয় ?
Ans : ৪ই মে ।
Q. সম্প্রতি ভারতের তৃতীয় বৃহত্তম আইটি সংস্থার নাম কি ?
Ans :  উইপ্রাে ( Wipro ) সংস্থা। 
Q. মহারাষ্ট্র রাজ্য সরকার সম্প্রতি কয়টি  টি সিটি বাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করেছে ?
Ans : 25-টি সিটি বাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করেছে।
Q. সম্প্রতি কবে 'Gujrat Foundation Day' পালিত হয়েছে?
Ans : 1st may.(১৯৬০ সালে ১লা মে গুজরাট-এর প্রতিষ্ঠা হয়। 
Q. সম্প্রতি পাঞ্জাব সরকার আশীর্বাদ স্কিমে(প্রকল্পে) 21000 থেকে বাড়িয়ে কত টাকা করল ?
Ans : 51000 টাকা করল। 
Q. সম্প্রতি অক্সিজেন কনসেনট্রেটর আমদানিতে IGST -১৮%  থেকে কত কমানো হল ?
Ans : বর্তমানে তা কমিয়ে 12 শতাংশ করা হয়েছে।
Q. RBI-র নতুন ডেপুটি গভর্নর হলেন কে?
Ans : টি. রবি শংকর। (3রা মে 2021 থেকে তিনি এই পদে নিযুক্ত হলেন)

Current Affairs in Bengali |14 May 2021

Q. মেডিকেল অক্সিজেন এর চাহিদা মেটানোর জন্য কোন রাজ্য সরকার প্রতি জেলায় “Oxygen war room” স্থাপন করল?
Ans :  কেরালা।

Q. Pregnant মহিলাদের জন্য Whatsapp helpline number চালু করলেন কোন সংস্থা?
Ans :  NCW.

Q. সম্প্রতি প্রয়াত সোলি সরাবজি কিসের সাথে যুক্ত ছিলেন?
Ans :  Attorney General.

Q. ICIC Bank-ব্যাংক খুচরা ব্যাবসায়ীদের জন্য  ডিজিটাল ও কন্টাক্টলেস ব্যাংকিং নামে কোন প্লাটফর্ম লঞ্চ করল?
Ans : Merchant Stack. 


Q. করোনা মহামারীতে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য হরিয়ানা রাজ্যের Karnal জেলা প্রশাসন কোন  প্রোগ্রাম লঞ্চ করল?
Ans :  oxygen on wheels. 

Q. ত্রিপুরারী শরণকে কোন রাজ্যের নতুন মুখ্যসচিব হিসাবে নিয়োগ করা  হয়েছে?
Ans :  বিহার।

Q. Border Road Organization এর প্রথম মহিলা কমান্ডিং অফিসার হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans :  Vaishali S Hiwase.

Q.“দ্বিতীয় সমুদ্র সেতু” অভিযানে মোট কয়টি ভারতীয় নৌ জাহাজ মোতায়েন করা হয়েছে?
Ans :  7 টি।

Q. সম্প্রতি প্রয়াত রোহিত সারদানা কোন ক্ষেত্রের বা পেশার সঙ্গে জড়িত ছিল?
Ans :  সাংবাদিক।

Q. কোন রাজ্য সরকার corona warriors scheme লঞ্চ করল?
Ans :  মধ্যপ্রদেশ।

Q. Bajaj Auto এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন?
Ans :  নিরাজ বাজাজ।

Q.1998 সালে বাজপেয়ী সরকারের সময় জগমোহন কোন কোন পদে ছিলেন?
Ans : Communications,Urban Development,Tourism and Culture

Q. বিশ্বে প্রথম কোন দেশ রাস্তায় চালকবিহীন গাড়ি চালাবার অনুমতি দিল?
Ans :  United Kingdom.

Q. Axis Bank এর MD ও CEO পদে পুনরায় কে নিযুক্ত হলেন?
Ans :  অমিতাভ চৌধুরী।

Q. প্রতিবছর গুজরাট ও মহারাষ্ট্র কবে Statehood Day পালন করা হয়?
Ans :  1st May.

Q.নীচের মধ্যে কে পশ্চিমবঙ্গের দীর্ঘকালীন দায়িত্ব পালনকারী মুখ্যমন্ত্রী?
Ans : জ্যোতি বসু।(Jyoti Basu)

Q. বিশ্ব টুনা দিবস কবে পালিত হয়?
Ans :  2 May.

Q. পশ্চিমবঙ্গ কতবার রাষ্ট্রপতির শাসন প্রত্যক্ষ করেছে?
Ans : Four (চার বার )

Q. টুইটার কোন বলিউড অভিনেত্রীর অ্যাকাউন্ট স্থায়ীভাবে স্থগিত করেছে?
Ans : Kangana Ranaut.

Current Affairs in Bengali | 15th  May 2021

১) ‘United Nations Military Gender Advocate of the year Award’ পেলেন কোন ভারতীয় আর্মি অফিসার?
উঃ- Major Suman Gawani.

২) Anti Tobacco Day কবে পালন করা হয়?
উঃ-  ৩১শে মে। 

৩) কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে?
উঃ- Pinarayi Vijayan.

৪) ‘International Day of UN Peacekeepers’ কবে?
উঃ- ২৯ শে মে। 

৫) ‘K-FON’ নামে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করতে চলেছে কোন রাজ্য?
উঃ-  কেরালা।

৬) ‘Wipro’ এর CEO & MD হলেন __
উঃ-  Thiery Delaporte.

৭) ‘Sodar’ নামে মোবাইল অ্যাপ চালু করল কে?
উঃ- Google.

৮) BRICS এর সদর দপ্তর কোথায়?
উঃ- Shanghai, China.

৯) ‘Mukhyamanti Swarozgar Yojana’ চালু করল কোন রাজ্য?
উঃ-  উত্তরাখণ্ড।

১০) ‘Rozgar Setu’ Programme চালু করল কোন রাজ্য সরকার?
উঃ- মধ্যপ্রদেশ।

১১) National human rights commission (NHRC) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন ?
উঃ- বিচারপতি প্রফুল্ল চন্দ্র পান্থ।

১২) সম্প্রতি প্রয়াত দেবব্রত চৌধুরী কোন ক্ষেত্রে সঙ্গে জড়িত ছিলেন ?
উঃ- সেতার বাদক।

১৩) Portuguese Grand prix কে জয়লাভ করলাে?
উঃ- Lewis Hamilton.

১৪) World press freedom day কবে পালিত হয়?
উঃ- 3 মে।

১৫) ভারতের তৃতীয় বৃহত্তম IT services company কোনটি?
উঃ- Wipro.

১৬) ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে প্রথম সৌর শক্তি ব্যবহারের কেন্দ্রটি উদ্বোধন করলাে?
উঃ- সিকিম। 


পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 8 to 15 May 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 8 to 15 May 2021


বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।Current Affairs in Bengali : 8 to 15 May 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.