Type Here to Get Search Results !

Weekly Current Affairs in Bengali| 19 to 26 September 2021

Weekly Current Affairs in Bengali| 19 to 26 September 2021

Table of Content(toc)

Weekly Current Affairs in Bengali| 19 to 26 September 2021| Important Current Affairs.

Current Affairs in Bengali 19 to 26 September 2021.Weekly Current Affairs. Like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, Constable, postal, etc exam

Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 19 to 26 September 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 19 to 26 September 2021


Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbpsc, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.


Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in BengaliCurrent Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

Current Affairs in Bengali|19 September 2021

1. Cooper Mahseer কোন রাজ্যের state fish হিসেবে ঘোষণা করা হল?
Ans: সিকিম।

2. নীতি আয়োগ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্টাডি নোটস দেওয়ার জন্য কোন কোম্পানির সঙ্গে চুক্তি করল?

Ans: Byju’s.

3. ‘Translating Myself and Others’ শীর্ষক বইটির লেখক হলেন?
Ans: ঝুম্পা লাহিড়ী।


4. কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল অডিও ও ফিল্ম প্রোডাকশন বিষয়ে ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ দিতে মিউজিক বাস স্টুডিও লঞ্চ করল?
Ans. দিল্লি।


5. আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়?
Ans. 21 সেপ্টেম্বর।


6. Adani Enterprise এর নতুন CEO এবং editor-in-chief হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans. সঞ্জয় পাগুলিয়া।


7. প্রতিবছর কবে ‘World Bamboo Day’ পালিত হয়?
Ans. 18th সেপ্টেম্বর।


8.‘Shining Sikh Youth of India’ এই বইটির লেখক কে?
Ans. ড: প্রভলিন সিং।


9. কোন IIT বৃষ্টির ফোঁটা, সমুদ্রের তরঙ্গ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি যন্ত্র তৈরি করেছে?
Ans. IIT Delhi.


10. 2021 সালে এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করল?
Ans. পঙ্কজ আদভানি।

Current Affairs in Bengali| 20 September 2021

1. সম্প্রতি, কবে “World Patient Safety Day 2021” পালিত হয়েছে ?

Ans: 17 সেপ্টেম্বর

2. সম্প্রতি, প্রকাশিত ‘Translating My Self and Others’ পুস্তকটি  লিখেছেন?

Ans: ঝুম্পা লাহিড়ী

3. PAN কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার সময়সীমা কত ?

Ans:  31 মার্চ 2022

4. নিম্নলিখিত কাকে ‘ICC Wonen’s Player of the Month for August 2021’ -এর জন্য নির্বাচন করা হয়েছে?

Ans: Eimear Richardson

5. নিম্নলিখিত কাকে ‘ICC Men’s Player of the Month for August 2021’ -এর জন্য নির্বাচন করা হয়েছে?

Ans: Joe Root.

6. প্রতিবছর কবে ‘International Coastal Cleanup Day’ বা ‘আন্তর্জাতিক উপকূল সচ্ছতা দিবস’ পালিত হয়?

Ans: সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার

7. International Coastal Cleanup Day 2021’ -এর থীম?

Ans: Keep Trash in the bin and not in the ocean

8. Surya Kiran-XV’ ভারতীয় সেনা এবং কোন দেশের মধ্যে সংযুক্ত সামরিক অনুশীলন?

Ans: নেপাল

9. নিম্নলিখিত কে “100 Most Influential People of the Times” তালিকা নেই?

Ans: রাহুল গান্ধী

10. 18 সেপ্টেম্বর তারিখে অমরিন্দর সিং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন?

Ans: পাঞ্জাব

Current Affairs in Bengali| 21 September 2021


1. সম্প্রতি কে ‘রেল কৌশল বিকাশ যোজনা’ লঞ্চ করলেন? Ans: অশ্বিনী বৈষ্ণব। 2. National Small Industries Corporation Ltd. (NSIC) এর চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? Ans: অলকা নাঙ্গিয়া।


3. কোন ভারতীয় অভিনেতা Fino payments Bank এর প্রথম ব্র্যান্ড আম্বাসেডোর পদে নিযুক্ত হলেন?
Ans: পঙ্কজ ত্রিপাঠি।

4. “The Three Khans: And the Emergence of New India” বইটির লেখক কে?
Ans: Kaveree Bamzai.


5. সম্প্রতি প্রয়াত মনোরমা মহাপাত্র কোন রাজ্যের সাহিত্যিক, সমাজকর্মী এবং সাংবাদিক ছিলেন?
Ans: ওড়িশা।

6. ক্যাপ্টেন অমরিন্দর সিং সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন?
Ans: পাঞ্জাব।

7. কোন জীবন বীমা কোম্পানি ডেভলপমেন্ট অফিসার দের জন্য PRAGATI নামে মোবাইল app লঞ্চ করল? Ans: LIC. 8. HDFC Bank কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে কোন ডিজিটাল পেমেন্ট সিস্টেম এর সঙ্গে চুক্তি করল? AnsPaytm. 9. ভারতের 70তম দাবাড়ু গ্র্যান্ডমাস্টার কে? Ans: Raja Rithvik. 10. সাহিত্য আকাডেমী ফেলো নির্বাচিত কে হলেন?
Ans: শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

Current Affairs in Bengali| 22 September 2021


1. সম্প্রতি প্রকাশিত, ‘The three khans: and the emergence of new India’ পুস্তকটি লিখেছেন?
Ans: কাবেরী বমজাই (Kaveree Bamzai)

2. সম্প্রতি, প্রয়াত Abdelaziz Bouteflika (84) কোন দেশের পূর্ব রাষ্ট্রপতি ছিলেন?
Ans: আলজেরিয়া

3. “Global Innovation Index 2021” -এ কোন দেশ শীর্ষে রয়েছে?
Ans: সুইজারল্যান্ড

4. “German Elections 2021” কবে অনুষ্টিত হবে?
Ans: 26 সেপ্টেম্বর

5. কোন রাজ্য ‘Cooper Mahseer’ বা ‘Katley’ – কে রাজ্য মাছ ঘোষণা করেছে?
Ans: সিকিম

6. মধ্যপ্রদেশের ছিন্দবারা বিশ্ববিদ্যালয় (Chhindwar University) -এর নাম পরিবর্তিত নাম? Ans: রাজা শঙ্কর বিশ্ববিদ্যালয় 7. কোন রাজ্যের “Sirarakhong Chilli” এবং “Tamenglong Orange” GI ট্যাগ পেয়েছে? Ans: মনিপুর 8. “Global Innovation Index 2021” -এ ভারতের অবস্থান কত? Ans: 46তম

9. সম্প্রতি, কবে ‘International Day of Peace’ পালিত হয়েছে ? Ans: 21 সেপ্টেম্বর 10. ‘Asian Snooker Championship 2021’ -এর খেতাব কে জিতেছেন? Ans: পঙ্কজ আদভানি

Current Affairs in Bengali| 23 September 2021


1. আন্তর্জাতিক বধির সপ্তাহ কবে পালিত হয়?
Ans. 20 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর।

2. 2022 সালে বেজিংয়ে অনুষ্টিত শীতকালীন অলিম্পিকের Motto কি?
Ans. Together for এ shared Future.
    
3. প্যারাগুয়ের ভারতীয় আম্বাসেডোর হিসেবে কে নিযুক্ত হলেন?
Ans. যোগেশ্বর সাঙ্গওয়ান।

4. আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস কবে পালিত হয়?
Ans. 23 সেপ্টেম্বর।

5. কোন রাজ্যের সমুদ্র সৈকত blue flag সার্টিফিকেশন পেল?
Ans. তামিলনাড়ু।

6. কোন দেশ Shanghai Cooperation Organization (SCO) এর নবমতম সদস্য দেশ হলো? Ans. ইরান। 7. ভারত ও কোন দেশের মধ্যে ‘সূর্য কিরণ মহড়া’ শুরু হতে চলেছে? Ans. নেপাল। 8. স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য space challenge লঞ্চ করল কে? Ans. NITI Aayog.

9. Global Innovation Index 2021 এ ভারতের স্থান কত?
Ans. 46th.

10. নীতি আয়োগ ‘Space Challenge’ লঞ্চ করার জন্য কিসের সাথে যুক্ত হল?
Ans. ISRO.

Current Affairs in Bengali| 24 September 2021

1. ভারতের কোন শিল্পপতি Ramkrishna Bajaj memorial global award জিতলেন?
Ans. গৌতম আদানি।

2. ভারতের নতুন বায়ুসেনা প্রধান কে হলেন?
Ans. বিবেক রাম চৌধুরী।

3. কোন রাজ্য সরকার ইলেক্ট্রনিক্স পার্ক তৈরি করতে চলেছে? Ans. উত্তরপ্রদেশ। 4. কোন রাজ্য Food safety Index 2021 প্রথম স্থান দখল করেছে? Ans. গুজরাট।

5. ভারতের কোন দুটি শহরের মধ্যে বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে? Ans. দিল্লি ও মুম্বাই। 6. কানাডা দেশের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? Ans. জাস্টিন ট্রুডো।

7. কোন দেশের প্রধানমন্ত্রী 2021 SDG progress award পেলেন? Ans. বাংলাদেশ। 8. আসামের কোন জেলায় Tea park তৈরি হল? Ans. কামরুপ। 9. জাতি সংঘ কাকে Sustainable Development Goals এর আডভোকেট হিসেবে নিযুক্ত করল? Ans. কৈলাশ সত্যার্থী। 10 . কে 2021 সালে changemaker পুরস্কার পেলেন? Ans. ফাইরুজ ফাইজাহ বিথার। 11. ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম হিমালয়ান ফিল্ম ফেস্টিভ্যাল 2021 অনুষ্টিত হবে? Ans: লাদাখ।

Current Affairs in Bengali| 25 September 2021



1. কোন দেশ সম্প্রতি 12 টি দেশ থেকে তার রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে? Ans: নেপাল 2. কোন দেশ সম্প্রতি থোরিয়াম-জ্বালানি পরমাণু কেন্দ্র পরীক্ষা করবে? Ans: চীন 3. কোন দেশের “Fairooz Faizah Beether 2021” এর জন্য চেঞ্জমেকার অ্যাওয়ার্ড পেয়েছেন? Ans: বাংলাদেশ 4. সম্প্রতি মারা গেছেন সুশীলা একজন বিখ্যাত? Ans: মুক্তিযোদ্ধা 5. 2021 সালে কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হয়েছেন? Ans: ক্রিস্টিয়ানো রোনালদো 6. সম্প্রতি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি কোন দেশে সরকারি সফরে গেছেন? Ans: উজবেকিস্তান 7. সম্প্রতি ‘যোগেশ সিং’ কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন? Ans: Delhi University 8. ‘আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস’ কবে পালিত হয়? Ans: 23 সেপ্টেম্বর 9. সম্প্রতি অনিরুদ্ধ তিওয়ারি কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হয়েছেন ? Ans: পাঞ্জাব 10. কোন রাজ্য সরকার কৃষি রপ্তানি বাড়ানোর জন্য বিকিরণ সুবিধা স্থাপন করবে? Ans: অন্ধ্র প্রদেশ

Current Affairs in Bengali| 26 September 2021


1. কোথায় সীরারখং চিলি এবং তামেংলং কমলা লেবু জিআই ট্যাগ পেয়েছে? Ans. মণিপুরের। 2. সিকিম সরকার সিকিমের স্টেট ফিশ হিসেবে ঘোষিত হয়েছে তার নাম কি? Ans. Cooper Mahseer কে, যা স্থানীয়ভাবে ‘Katley’ নামে পরিচিত। 3. পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন ? Ans. চরণজিৎ সিং চন্নী। 4.ফিনো পেমেন্টস ব্যাংক কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে? Ans. পঙ্কজ ত্রিপাঠীকে ।

5. নরওয়ে চেস ওপেন 2021 মাস্টার্স সেক্সনে কে জয়লাভ করলেন? Ans. Dommaraju Gukesh. 6. ভারত ও কোন দেশের মধ্যে Samudra Shakti নামে দ্বিপাক্ষিক নৌ মহড়া অনুষ্টিত হল? Ans. ইন্দোনেশিয়া। 7. ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত ক্রুজ লাইনার কে চালু করেছে ? Ans. IRCTC

8. কে দ্রুততম ভারতীয় হিসেবে কম সময়ে দুটি পর্বত শৃঙ্গ জয় করলেন? Ans. গীতা সামোতা। 9. ফেসবুক ইন্ডিয়া কাকে পাবলিক পলিসি ডিরেক্টর হিসেবে নিযুক্ত করলেন? Ans. রাজীব আগরওয়াল 10. জাতীয় পর্যায়ে 1500 মিটার দৌড়ে কে নতুন রেকর্ড গড়লেন ? Ans. হরমিলন কৌর বেইন্স


Weekly Current Affairs in Bengali| 19 to 26 September 2021


পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 19 to 26 September 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 19 to 26 September 2021


বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।Current Affairs in Bengali : 19 to 26 September 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.