Type Here to Get Search Results !

Gk in Geography| Geography 100 Important Mcq Questions.

Gk in Geography| Geography 100 Important Mcq Questions.

Gk in Geography| Geography 100 Important Mcq Questions. 

Gk in Geography Mcq,Most Important GK-MCQ 100  Question, জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য....


Dear Student : Gk in Geography -তে আজ Most Important GK-এই MCQ 100  Question তালিকাটি জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরী করছেন।আমরা তোমাদের সুবিধার জন্য সবথেকে গুরুত্বপূর্ন ও বাছাই করা সমস্ত MCQ Questions-সম্পূর্ণ বিনামূল্যে পেরোন করে থাকি। আর এই সমস্ত MCQ Questions-গুলি চাকরির পরীক্ষাতে আপনাদের খুবই সাহায্য করবে।

2022-23 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য Gk in Geography-কার্য কর ভূমিকা পালন করে(যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Gk in Geography| Geography 100 Important Mcq Questions. 


1. পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উঃ দক্ষিণ 24 পরগনা।

2. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি?
উঃ কলকাতা।

3.  পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি?
উঃ পশ্চিম বর্ধমান।

4. পশ্চিম বর্ধমান জেলা কবে গঠিত হয়?
উঃ 2017 খ্রিস্টাব্দের 7ই এপ্রিল।

5. কোন জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়?
উঃ জলপাইগুড়ি ( 2014 খ্রীঃ)

6.  কোন জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা গঠিত হয়?
উঃ পশ্চিম মেদিনীপুর(2017 খ্রীঃ 4th এপ্রিল)।

7. কোন জেলা ভেঙে কালিম্পং জেলা গঠিত হয়?
উঃ দার্জিলিং জেলা (2017 খ্রীঃ 14th এপ্রিল)।

8. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি?
উঃ উত্তর 24 পরগনা।

9. পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম?
উঃ দক্ষিণ দিনাজপুর।

10. পশ্চিমবঙ্গের কোন জেলার জনঘনত্ব সবচেয়ে বেশি?
উঃ কলকাতা।

11. পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সবচেয়ে কম?
উঃ পুরুলিয়া।

12. ভারতের কোথায় প্রথম পাতাল রেল/মেট্রোরেল চালু হয়?
উঃ কলকাতা।

13. পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উঃ কলকাতা।

14. পূর্ব ভারতের বৃহত্তম বাণিজ্য কেন্দ্রের নাম কি?
উঃ কলকাতা।

15. ভারতের বৃহত্তম বাণিজ্যিক বন্দরের নাম কি?
উঃ কলকাতা বন্দর।

16. পূর্ব ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম কি?
উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর (কলকাতার কাছে দমদমে অবস্থিত)।

17. ভারতের কোন রাজ্য ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
উঃ পশ্চিমবঙ্গ।

18. চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কততম স্থান অধিকার করেছে?
উঃ দ্বিতীয়।

19. আলু উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতে কততম স্থান অধিকার করেছে?
উঃ দ্বিতীয়।

20. কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থান অধিকার করেছে?
উঃ সপ্তম।

21. পশ্চিমবঙ্গের আয়তন ভুটানের আয়তনের কত গুণ বেশি?
উঃ দ্বিগুণ।

22. পশ্চিমবঙ্গকে প্রধানত কয় ধরনের প্রশাসনিক বিভাগে বিভক্ত করা হয়?
উঃ চার ধরনের, যথা-ডিভিশন বা বিভাগ, জেলা, মহাকুমা ও সি.ডি. ব্লক।

23. পশ্চিমবঙ্গের জেলাগুলিকে কয়টি বিভাগে ভাগ করা হয় ও কি কি?
উঃ পাঁচটি, যথা-প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, মালদহ বিভাগ ও জলপাইগুড়ি বিভাগ।

24. পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত?
উঃ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার।

25. পশ্চিমবঙ্গের কোন কোন জেলা মালদহ বিভাগের অন্তর্গত?
উঃ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ।

26. পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বর্ধমান বিভাগের অন্তর্গত?
উঃ বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি।

27. পশ্চিমবঙ্গের কোন কোন জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত?
উঃ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম।

28. পশ্চিমবঙ্গের কোন কোন জেলা পসিডেন্সি বিভাগের অন্তর্গত?
উঃ নদীয়া, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা।

29. পশ্চিম বর্ধমান জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ আসানসোল।

30. হুগলী জেলার জেলাসদর কোথায় অবস্থিত?
উঃ চুঁচুড়া।

31. উত্তর দিনাজপুর জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ রায়গঞ্জ।

32. দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ বালুরঘাট।

33. মালদহ জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ ইংলিশ বাজার।

34. মুর্শিদাবাদ জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ বহরমপুর।

35. বীরভূম জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ সিউড়ি।

36. পূর্ব মেদিনীপুর জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ তমলুক।

37. নদীয়া জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ কৃষ্ণনগর।

38. উত্তর 24 পরগনা জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ বারাসাত

39. দক্ষিণ 24 পরগনা জেলার জেলা সদর কোথায় অবস্থিত?
উঃ আলিপুর।

40. পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমার সংখ্যা সব থেকে বেশি?
উঃ কোচবিহার (পাঁচটি)

41. পশ্চিমবঙ্গে কি ধরনের পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে?
উঃ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা।

42. পশ্চিমবঙ্গে প্রচলিত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর কিকি?
উঃ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত।

43. গোর্খা হিল কাউন্সিল কবে গঠিত হয়?
উঃ 1988 খ্রিস্টাব্দে।

44. কোন কোন মহকুমা নিয়ে গোর্খা হিল কাউন্সিল গঠিত?
উঃ দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং।

45. পশ্চিমবঙ্গের কোন জেলায় জেলা পরিষদ নেই?
উঃ দার্জিলিং।

46. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত?
উঃ 78%।

47. পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাক্ষর জেলার নাম কি?
উঃ পূর্ব মেদিনীপুর (87.66%).

48. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্বাক্ষর জেলার নাম কি?
উঃ উত্তর দিনাজপুর (60.13%).

49. ভূ প্রকৃতির তারতম্য অনুসারে পশ্চিমবঙ্গকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
উঃ তিন ভাগে, যথা-উত্তরের পার্বত্য অঞ্চল, পশ্চিমের মালভূমি ও পাহাড়ি অঞ্চল, সমভূমি অঞ্চল।

50. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল কোন কোন স্থান নিয়ে গঠিত?
উঃ দার্জিলিং জেলার দার্জিলিং সদর ও কার্শিয়াং এবং আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ও কালচিনি থানা নিয়ে পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চল গঠিত।

Gk in Geography| Geography 100 Important Mcq Questions. 


51. পশ্চিমবঙ্গের আয়তন কত?
উঃ 88 হাজার 752 বর্গকিমি।

52. পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত?
উঃ 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা 9 কোটি, 13 লক্ষ 47 হাজার 736 জন।

53. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উঃ সান্দাকফু (3630 মিটার)।

54. পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি?
উঃ ভাগীরথী-হুগলি।

55. পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রধান ভাষা কি?
উঃ বাংলা।

56. পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি জেলা আছে?
উঃ23 টি।

57. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী?
উঃ কলকাতা।

58. পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণের বিস্তৃতি কত?
উঃ 623 কিমি।

59. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমেরর গড় বিস্তৃতি কত?
উঃ 320 কিমি।

60. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমের সর্বনিম্ন বিস্তৃতি কত?
উঃ 9 কিমি।

61. ক্ষেত্রফলের বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত?
উঃ ১৩তম।

62. ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত?
উঃ 2.67 শতাংশ।

63. আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন?
উঃ অবিভক্ত বাংলার পশ্চিমাংশ নিয়ে গঠিত বলে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ'।

64. জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত?
উঃ চতুর্থ।

65. ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে?
উঃ আট(৮) শতাংশ।

66. ভারতের দ্বিতীয় জনঘনত্ব পূর্ণ রাজ্যের নাম কি?
উঃ পশ্চিমবঙ্গ।

67. পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত?
উঃ 1029 জন/বর্গ কিমি।

68. পশ্চিমবঙ্গের চারপাশে কয়টি প্রতিবেশী রাজ্য আছে এবং কি কি?
উঃ 5 টি, বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা, সিকিম, অসম।

69. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উঃ উড়িষ্যা।

70. উড়িষ্যা পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত?
উঃ দক্ষিণ পশ্চিম দিক।

71. পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের সঙ্গে সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক?
উঃ ঝাড়খন্ড।

72. পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কোন কোন প্রতিবেশী রাজ্য অবস্থিত?
উঃ বিহার ও ঝাড়খন্ড।

73. পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যটির নাম কি?
উঃ সিকিম।

74. পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব দিকে অবস্থিত প্রতিবেশী রাজ্যটির নাম কি?
উঃ অসম।

75. পশ্চিমবঙ্গের মাঝ বরাবর কোন অক্ষরেখা বিস্তৃত হয়েছে?
উঃ কর্কটক্রান্তি রেখা।

76. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি ও কী কী?
উঃ ৩টি, নেপাল, ভুটান ও বাংলাদেশ।

77.পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি?
উঃ বাংলাদেশ।

78. পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমে কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত?
উঃ নেপাল।

79. বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে অবস্থিত?
উঃ পূর্ব।

80. পশ্চিমবঙ্গের উত্তর দিকে কোন প্রতিবেশী রাষ্ট্র অবস্থিত?
উঃ ভুটান।

81. পশ্চিমবঙ্গের দক্ষিণ সীমানায় অবস্থিত বিস্তীর্ণ জলভাগের নাম কি?
উঃ বঙ্গোপসাগর।

82. পশ্চিমবঙ্গের অবস্থানকে তটবর্তী বলা হয় কেন?
উঃ পশ্চিমবঙ্গের একদিকে (দক্ষিণ দিকে) সামুদ্রিক জলভাগ আছে বলে পশ্চিমবঙ্গের অবস্থানকে তটবর্তী বলা হয়।

83. পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ অংশের নাম কি?
উঃ চিকেনস নেক/মহানন্দা করিডর।

84. চিকেনস নেক/মহানন্দা করিডর কোথায় অবস্থিত?
উঃ উত্তর দিনাজপুর জেলার উত্তর অংশে চোপড়ার নিকট।

85. কবে ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়?
উঃ 1954 সালে।

86. পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?
উঃ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও নদীয়া।

87. বাঁকুড়া জেলার কোন কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?
উঃ বরজোরা ও গঙ্গাজলঘাঁটি।

88. নদীয়া জেলার কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?
উঃ কৃষ্ণনগরের নিকট ধুবুলিয়া।

89. পুরুলিয়া জেলার কোন কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?
উঃ আদ্রা ও জয়পুর।

90. বর্ধমান জেলার কোন কোন স্থানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে?
উঃ পূর্বস্থলী, গুসকরা, আউশগ্রাম।

91. পশ্চিমবঙ্গের অক্ষাংশগত বিস্তার লেখ।
উঃ দক্ষিনে  21°30'উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 27°10' উত্তর অক্ষাংশ পর্যন্ত।

92. পশ্চিমবঙ্গের দ্রাঘিমাংশগত বিস্তার লেখ।
উঃ পশ্চিমে 85°50' পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 89°53' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত।

93. পশ্চিমবঙ্গ উত্তরে কোন স্থান থেকে দক্ষিনে কোন স্থান পর্যন্ত বিস্তৃত।
উঃ উত্তরে দার্জিলিং জেলার উত্তর সীমা অর্থাৎ সান্দাকাফু থেকে দক্ষিণে বঙ্গোপসাগর অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার ব-দ্বীপের দক্ষিণাংশ পর্যন্ত।

94. পশ্চিমবঙ্গ পশ্চিমে কোন স্থান থেকে পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত?
উঃ পশ্চিমে পুরুলিয়া জেলার পশ্চিম পশ্চিম সীমা থাকে পূর্ব দিকে উত্তর 24 পরগনা জেলার পূর্ব সীমা পর্যন্ত।

95. ভারত তথা পশ্চিমবঙ্গের ও বাংলাদেশের মধ্যবর্তী সীমারেখার নাম কি?
উঃ তিন বিঘা করিডর।

96. কবে 24 পরগনা জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা গঠিত হয়?
উঃ 1986 খ্রিস্টাব্দে।

97. কবে পশ্চিম দিনাজপুর জেলা ভেঙে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা গঠিত হয়?
উঃ 1992 খ্রিস্টাব্দে।

98. পশ্চিমবঙ্গের কোন জেলায় তিনবিঘা করিডর অবস্থিত?
উঃ কোচবিহার জেলার মেখলিগঞ্জ অঞ্চলে।

99. পশ্চিমবঙ্গের কোন জেলায় বেরুবাড়ী করিডর অবস্থিত?
উঃ জলপাইগুড়ি।

100. কবে মেদিনীপুর জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা গঠিত হয়?
উঃ 2002 খ্রিস্টাব্দে।

Welcome to Today GK. Today GK is India's best website for GK (General Knowledge), Group-c,d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, POLICE,

Hello, my friends, I am sharing the best Gk India. Welcome to Today GK. Today GK is India's best website for GK (General Knowledge), Group-c,d, Daily GK, and Current Affairs and Aptitude for UPSC, POLICE, SSC, Wbp, Banking / IBPS, IAS, NTSE, CLAT, Railways, UPPSC, RPSC, GPSC, MPSC, MPPSC, and other states civil services/all government job recruitment examinations of India

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.