Type Here to Get Search Results !

Gk in Geography| Geography Mcq| 100 Important Questions.

Gk in Geography| Geography Mcq| 100 Important Questions.


Gk in Geography| Geography Mcq 100 Important Questions. 


Gk in Geography,Most Important GK-MCQ,Geography Mcq 100 Important Questions. ,জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য....


Dear Student : Gk in Geography -তে আজ Most Important GK-এই MCQ 100  Question তালিকাটি জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরী করছেন।আমরা তোমাদের সুবিধার জন্য সবথেকে গুরুত্বপূর্ন ও বাছাই করা সমস্ত MCQ Questions-সম্পূর্ণ বিনামূল্যে পেরোন করে থাকি।

আর এই সমস্ত MCQ Questions-গুলি চাকরির পরীক্ষাতে আপনাদের খুবই সাহায্য করবে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য Gk in Geography-কার্য কর ভূমিকা পালন করে(যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।


Gk in Geography| Geography Mcq 100 Important Questions. 

1. উত্তরবঙ্গের ক্ষেত্রফল কত?

উঃ রায় 21 হাজার 625 বর্গ কিমি।

2. সমগ্র উত্তরবঙ্গের মোট আয়তনের কত শতাংশ পার্বত্য অঞ্চলের অন্তর্গত?

উঃ প্রায় 12 শতাংশ।

3. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কি ধরনের শিলা দ্বারা গঠিত?

উঃ পাললিক ও রূপান্তরিত নিস শিলা।

4. কোন নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করেছে?

উঃ তিস্তা নদী।

5. তিস্তা নদী পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলকে কি কি ভাগে বিভক্ত করেছে?

উঃতিস্তা খাতের পশ্চিমদিকের পার্বত্য অঞ্চল ও তিস্তা খাতের পূর্বদিকের পার্বত্য অঞ্চল।

6. তিস্তা খাতের পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল কোন হিমালয়ের অংশ?

উঃ দার্জিলিং হিমালয়।

7. নেপাল ও দার্জিলিং সীমান্তে কোন পর্বতশ্রেণী অবস্থিত?

উঃ সিঙ্গালিলা পর্বতশ্রেণী।

8.  সিঙ্গালিলা পর্বত শ্রেণীর কয়েকটি পর্বত শৃঙ্গের নাম লেখ।

উঃ সান্দাকফু, ফালুট, সবরগ্রাম, টংলু ইত্যাদি।

9. দার্জিলিং পর্বতশ্রেণীর কয়েকটি শৃঙ্গের নাম লেখ।

উঃ টাইগার হিল, তাকদা-পেশক শৈলশ্রেণী ইত্যাদি।

10. সেঞ্চল-মহালধিরাম শৈলশ্রেণী কোন কোন নদীর মাঝে অবস্থিত?

উঃ বালাসন ও তিস্তা।

11. ভারতের উচ্চতম ন্যারো গেজ রেল স্টেশনের নাম কি?

উঃ ঘুম (2260 মিঃ)।

12. ভারত ও ভুটান সীমান্তে কোন পর্বতে অবস্থিত?

উঃ চোলা পর্বতশ্রেণী।

13.  আলিপুরদুয়ার ও ভুটান সীমান্তে কোন পাহাড় অবস্থিত?

উঃ বক্সা জয়ন্তী পাহাড়।

14.  বক্সা জয়ন্তী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ আলিপুরদুয়ার।

15. বক্সা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ সাংচুলি।(1914 মিঃ)।

16.  কোন গিরিপথের মধ্য দিয়ে ভারত থেকে ভুটানে যাওয়া যায়?

উঃ বক্সা দুয়ার গিরিপথ।

17. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের পশ্চিম দিকে সর্বোচ্চ অংশের নাম কি?

উঃ সান্দাকফু।

18. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের পূর্বদিকে সর্বোচ্চ অংশের নাম কি?

উঃ ঋচিলা।

19. সিকিম সীমান্তে অবস্থিত কোন পর্বতশ্রেণী ভারতকে ভুটান থেকে বিচ্ছিন্ন করেছে?

উঃ চোলা পর্বতশ্রেণী।

20.  চোলা পর্বত শ্রেনীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ ঋচিলা (3130 মিঃ)।

21. পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়?

উঃ তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা, কালজানি, বালাসন, করতোয়া, লিস, ঘিস, মূর্তি, ধারলা ইত্যাদি।

22. উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি?

উঃ তিস্তা।

23. উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?

উঃ তিস্তা (411 কিমি)।

24.  তিস্তা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ সিকিমের জেমু হিমবাহ থেকে।

25. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম তিস্তা?

উঃ লাচেন ও লাচুং।

26. তিস্তা নদীর দুটি গান তীরের উপনদীর নাম লেখ?

উঃ রঙ্গিত, রিয়াং,

27.  তিস্তা নদীর দুটি বাম উপনদীর নাম লেখ?

উঃ রংপো, রিলিং।

28. পশ্চিমবঙ্গের কোন দিকে ত্রাসের নদী (River of horror) বলা হয়?

উঃ তিস্তা।

29. পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি?

উঃ তিস্তা।

30. জলঢাকা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ সিকিমের বিতাং হ্রদ থেকে।

31. জলঢাকা নদীর দৈর্ঘ্য কত?

উঃ 236 কিমি।

32. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম জলঢাকা?

উঃ দি চু ও লি চু।

33.  জলঢাকা নদীর উপনদীগুলির নাম কী?

উঃ ধরলা,গিধারি, ডোলাং, ডায়না, দি চু, লি চু ইত্যাদি।

34. জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?

উঃ জলঢাকা নদী।

35. মহানন্দা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ মহালধিরাম পর্বতের পাগলাঝোরা প্রস্রবণ থেকে।

36. মহানন্দা নদীর দৈর্ঘ্য কত?

উঃ প্রায় 290 কিমি।

37. মহানন্দা নদীর কয়েকটি উপনদীর নাম লেখ?

উঃ পুনর্ভবা, টাঙ্গন, মেচি, বালাসন, কংকাই ইত্যাদি।

38.  তোর্সা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ তিব্বতের চুম্বি উপত্যকা।

39.  তোর্সা নদীর দৈর্ঘ্য কত?

উঃ প্রায় 358 কিমি।

40. তোর্সা নদীর উপনদীগুলির নাম লেখ।

উঃ মালেঙ্গি, বেলা, সুনজাই ইত্যাদি।

41.  তোর্সা নদী তিব্বতে কি নামে পরিচিত?

উঃ মা চু।

42. তোর্সা নদী ভুটানে কি নামে পরিচিত?

উঃ অ্যামো চু।

43.  উত্তরবঙ্গের তুষার গলা জলে পুষ্ট কয়েকটি নদীর নাম লেখো।

উঃ তিস্তা, তোর্সা, জলঢাকা ইত্যাদি।

44.  উত্তরবঙ্গের একটি বৃষ্টির জলে পুষ্ট নদীর নাম লেখো।

উঃ মহানন্দা।

45. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত?

উঃ সমগ্র পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমাংশ নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত।

46. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন দিক থেকে কোন দিকে ঢালু?

উঃ পশ্চিম থেকে পূর্ব দিকে।

47. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা কত?

উঃ 100-500 মিঃ।

48.  ভূতাত্ত্বিক গঠন অনুসারে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন মালভূমির অংশ?

উঃ ছোটনাগপুর মালভূমি।

49. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন শিলা দ্বারা গঠিত?

উঃ প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা।

50.  পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এলাকার নাম কি?

উঃ পশ্চিমের মালভূমি অঞ্চল।


Gk in Geography| Geography Mcq| 100 Important Questions. 


51. ডুরিং কী?

উঃ পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের উঁচু-নিচু ঢেউ খেলানো প্রান্তরের মাঝে যে ছোট ছোট টিলা দেখা যায়, তাদের স্থানীয় ভাষায় ডুরিং বলা হয়।

52. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের কয়েকটি পাহাড়ের নাম লেখ।

উঃ অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়, পাঞ্চেত পাহাড়, ভান্ডারী পাহাড়, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড় ইত্যাদি।

53.  পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?

উঃ গঠনগত বৈশিষ্ট্যের তারতম্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয়। যথা-(১) অযোধ্যা উচ্চভূমি অঞ্চল (২) পুরুলিয়া উচ্চভূমি অঞ্চল ও (৩) বরাভূম উচ্চভূমি অঞ্চল।

54. অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত?

উঃ পুরুলিয়া জেলায়।

55. অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

উঃ গোর্গাবুরু (৬৭৭ মি)

56. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের উচ্চতম অংশের নাম কি?

উঃ অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু।

57.  অযোধ্যা উচ্চভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত?

উঃ গ্রানাইট, নিস ও শিস্ট।

58.  কোন কোন নদীর মাঝে অযোধ্যা উচ্চভূমি অঞ্চল অবস্থিত?

উঃ সুবর্ণরেখা ও কংসাবতী।

59. পাঞ্চেত পাহাড় কোন জেলায় অবস্থিত?

উঃ পুরুলিয়া।

60. ভান্ডারী পাহাড় কোন জেলায় অবস্থিত?

উঃ পুরুলিয়া।

61.  বিহারীনাথ পাহাড় কোন জেলায় অবস্থিত?

উঃ বাঁকুড়া।

62.  শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত?

উঃ বাঁকুড়া।

63. বেলপাহাড়ি কোন জেলায় অবস্থিত?

উঃ ঝাড়্গ্রাম।

64. মথুরাখালি কোন জেলায় অবস্থিত?

উঃ বীরভূম।

65. মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত?

উঃ বীরভূম (দুবরাজপুর)।

66.  পুরুলিয়া উচ্চভূমি অঞ্চল কোন কোন নদীর মাঝে অবস্থিত?

উঃ সুবর্ণরেখা ও দামোদর।

67. পুরুলিয়া উচ্চভূমি অঞ্চল কোন কোন শিলা দ্বারা গঠিত?

উঃ বেলে পাথর ও কংগ্লোমারেট।

68. বরাভূম উচ্চভূমি অঞ্চল কোন কোন নদীর মাঝে অবস্থিত?

উঃ অজয় ও দামোদর।

69. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর নাম লেখ।

উঃ দামোদর, অজয়, কোপাই, কংসাবতী, দ্বারকেশ্বর, শিলাবতী, রূপনারায়ন, বক্রেশ্বর, সুবর্ণরেখা, ব্রাহ্মণী ইত্যাদি।

70. পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি?

উঃ দামোদর নদ।

71.  দামোদর নদ কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে।

72. দামোদর নদের দৈর্ঘ্য কত?

উঃ প্রায় ৫৪১ কিমি।

73. চর্ম ও কাঠের কাজের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের একটি স্থানের নাম লেখ।

উঃ শান্তিনিকেতন।

74. দামোদর নদের প্রধান শাখা নদীর নাম কি?

উঃ মুন্ডেশ্বরী।

75.  দামোদর নদের কয়েকটি উপনদীর নাম লেখ।

উঃ গোবাই, হারাই,‌অতলান ইত্যাদি।

76. অজয় নদ কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ ঝাড়খণ্ডের দুমকা উচ্চভূমি থেকে।

77. অজয় নদের দৈর্ঘ্য কত?

উঃ ২৭৬ কিমি।

78. অজয় নদের কয়েকটি উপনদীর নাম লেখ।

উঃ কুনুর, হিংলা, তুমুনি ইত্যাদি।

79. মুন্ডেশ্বরী নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে?

উঃ রূপনারায়ন।

80. কংসাবতী বাঁধ কাঁসাই নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উত্তর দিকে ঝাবরবন পাহাড় থেকে।

81. কংসাবতী নদীর দৈর্ঘ্য কত?

উঃ ৩৩৬ কিমি।

82. কংসাবতি নদীর দুটি উপনদীর নাম লেখ।

উঃ কুমারী, বাঁদু, পাটোলা।

83. কংসাবতী নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে?

উঃ হুগলী নদী।

84. কুমারী নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ অযোধ্যা পাহাড় থেকে।

85.  কুমারী নদীর দৈর্ঘ্য কত?

উঃ ৬৪ কিমি।

86. কুমারী নদীর দুটি উপনদীর নাম লেখ।

উঃ টোটকা ও নাঙ্গামোলা।

87. মুকুটমণিপুর জলাধার কোন কোন নদীর মিলনস্থলে গড়ে উঠেছে?

উঃ কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থলে।

88.  শিলাবতী নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ পুরুলিয়া জেলার পুঞ্চার নিকট একটি উচ্চভূমি থেকে।

89.  শিলাবতী নদী কোন কোঞ জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে?

উঃ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর।

90. শিলাবতী নদীর কয়েকটি উপনদীর নাম লেখো।

উঃ জয়পান্ডা, পুরন্দর, কুলবাই, তমাল, পারাং।

91. দ্বারকেশ্বর নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?

উঃ পুরুলিয়া জেলার তিলবনি উচ্চভূমি থেকে।

92.  দ্বারকেশ্বর নদীর অপর নাম কি?

উঃ ধলকিশোর।

93. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রুপনারায়ন?

উঃ দ্বারকেশ্বর ও শিলাবতী।

94. দ্বারকেশ্বর নদীর উপনদীর নাম লেখ।

উঃদুধভরিয়া, আড়কুশা, হোড়িংমুড়ি,  কুমাসি, ছোলাকান্ডার, গন্ধেশ্বরী ইত্যাদি।

95. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত বিস্তৃত?

উঃ উত্তরে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশ থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত এবং পূর্বে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত থেকে পশ্চিমের মালভূমি অঞ্চলের পূর্ব প্রান্ত পর্যন্ত পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল বিস্তৃত।

96. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি?

উঃ তিন ভাগে, যথা-(১) উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল,(২) রাঢ় সমভূমি অঞ্চল, (৩) বদ্বীপ সমভূমি অঞ্চল।

97. উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল কোন কোন জেলা জুড়ে বিস্তৃত?

উঃ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলার দক্ষিণাংশ।

98. উত্তরবঙ্গের সমভূমি কোন দিক থেকে কোন দিকে ঢালু?

উঃ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে।

99. উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি?

উঃ আঞ্চলিক ভূ-গঠনের তারতম্য অনুসারে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয়।যথা-(১) তরাই-ডুয়ার্স সমভূমি অঞ্চল (২) গঙ্গা-ব্রহ্মপুত্র দোয়াব (উত্তরের গাঙ্গেয় সমভূমি অঞ্চল)।

100.মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত?

উঃ বীরভূম (দুবরাজপুর)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.