Type Here to Get Search Results !

Geography Mcq| Gk in Geography| 100 Important MCQ Questions.

Geography Mcq| Gk in Geography|  100 Important MCQ  Questions.


Geography Mcq, Gk in Geography, 100 Important MCQ Questions. 


Gk in Geography,Most Important GK, Geography Mcq 100 Important Questions,Most Important GK-এই MCQ 100 Question, জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য....


Dear Student : Gk in Geography -তে আজ Most Important GK-এই MCQ 100  Question তালিকাটি জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরী করছেন।আমরা তোমাদের সুবিধার জন্য সবথেকে গুরুত্বপূর্ন ও বাছাই করা সমস্ত MCQ Questions-সম্পূর্ণ বিনামূল্যে পেরোন করে থাকি।

আর এই সমস্ত MCQ Questions-গুলি চাকরির পরীক্ষাতে আপনাদের খুবই সাহায্য করবে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য Gk in Geography-কার্য কর ভূমিকা পালন করে(যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Geography Mcq, Gk in Geography, 100 Important MCQ Questions. 


1. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় সুন্দরবন অবস্থিত?

উঃ উত্তর 24 পরগনা জেলার দক্ষিণ পূর্বাংশ এবং দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণাংশ।


2. সুন্দরবন অঞ্চলে কতগুলি দ্বীপ আছে?

উঃ প্রায় 54 টি।


3. সুন্দরবন অঞ্চলের কয়েকটি দ্বীপের নাম লেখ?

উঃ সাগরদ্বীপ, কাকদ্বীপ, ডালহৌসি দ্বীপ, লোথিয়ান দ্বীপ, পূর্বাশা বা নিউমুর দ্বীপ।


4. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম দ্বীপের নাম কি?

উঃ সাগরদ্বীপ।


5.  পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের প্রধান নদীর নাম কি?

উঃ ভাগীরথী-হুগলি।


6. পশ্চিমবঙ্গের কয়েকটি জোয়ারের জলে পুষ্ট নদীর নাম লেখ?

উঃ পিয়ালী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী ইত্যাদি।


7. সুন্দরবন অঞ্চলের কর্দমাক্ত নীচু জলাভূমিকে কি বলা হয়?

উঃ বাদা।


8. সুন্দরবন অঞ্চলে যেসব জমিতে চাষাবাদ করা হয় তাদের কি বলে?

উঃ আবাদ।


9.  সুন্দরবন অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখ।

উঃপিয়ালী, মাতলা, গোসাবা, বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী, ইছামতি, সপ্তমুখী, হাড়িয়াভাঙা, সরস্বতী ইত্যাদি।


10.  পশ্চিমবঙ্গের কোথায় উপকূলীয় সমভূমি অঞ্চল গড়ে উঠেছে?

উঃ পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি মহকুমায় বঙ্গোপসাগরের উপকূল বরাবর।


11. পশ্চিমবঙ্গের উপকূলীয় সমভূমি অঞ্চল কোন দিক থেকে কোন ঢালু?

উঃ উত্তর থেকে দক্ষিনে।


12. পশ্চিমবঙ্গের উপকূলীয় সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে?

উঃ নদী ও সমুদ্র তরঙ্গের সম্মিলিত সঞ্চয় কার্যের ফলে সমুদ্র উপকূল বরাবর পলি ও বালি সঞ্চিত হয়ে।


13. পশ্চিমবঙ্গের দুটি উপকূলীয় বালিয়াড়ি নাম লেখ।

উঃ দীঘা বালিয়াড়ি ও কাঁথি বালিয়াড়ি।


14. পশ্চিমবঙ্গের উপকূলীয় সমভূমি অঞ্চলের উপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে?

উঃ রসুলপুর ও পিছাবনী নদী।


15. পশ্চিমবঙ্গের উপকূলীয় সমভূমি অঞ্চলের প্রধান নদীর নাম কি?

উঃ রসুলপুর।


16. সুন্দরবনের উত্তরের সীমারেখার নাম কি?

উঃ ড্যাম্পিয়ার হজেস রেখা।


17.  পশ্চিমবঙ্গের জলবায়ু কী ধরনের?

উঃ উষ্ণ-আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।


18. পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেলের দিকে যে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তাকে কি বলে?

উঃ কালবৈশাখী।


19. কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বর্ষাকালে বৃষ্টিপাত হয়?

উঃ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।


20.  পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?

উঃ প্রায় ১৭৫ সেমি।


21. পশ্চিমবঙ্গের শরৎকালে বিশেষত আশ্বিন মাসে যে প্রবল ঘূর্ণিঝড় হয়, তাকে কি বলে?

উঃ আশ্বিনের ঝড়।


22. কোন শব্দ থেকে মৌসুমী শব্দটির উৎপত্তি হয়েছে?

উঃ আরবি শব্দ "মৌসিম" থেকে।


23. আরবি শব্দ "মৌসিম" এর অর্থ কি?

উঃ ঋতু।


24.  পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? 

উঃ আলিপুরদুয়ার জেলার বক্সা দুয়ার।


25. পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?

উঃ বীরভূম জেলার ময়ূরেশ্বর।


26. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলার নাম কি?

উঃ পুরুলিয়া।


27.  পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি?

উঃ পূর্ব বর্ধমান জেলার আসানসোল।


28.  পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি?

উঃ সান্দাকাফু শৃঙ্গ।


29. পশ্চিমবঙ্গে কোন কোন মাটি দেখা যায়?

উঃ পার্বত্য মাটি, ল্যাটেরাইট মাটি, পলিমাটি ও লোনা মাটি।


30. পশ্চিমবঙ্গের কোথায় পার্বত্য মাটি দেখা যায়?

উঃ উত্তরের পার্বত্য অঞ্চলে।


31. পশ্চিমবঙ্গের পার্বত্য মাটিতে কি কি ফসল চাষ করা হয়?

উঃ কমলালেবু, সিঙ্কোনা, আপেল প্রভৃতি।


32. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়?

উঃ পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের অন্তর্গত বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।


33. ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন?

উঃ লোহার পরিমাণ বেশি থাকে বলে।


34. পশ্চিমবঙ্গের কোন কোন  জেলায় পুরাতন পলিমাটি বা লাল মাটি দেখা যায়?

উঃ বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রভৃতি।


35. পশ্চিমবঙ্গের পুরাতন পলিমাটি বা লাল মাটিতে কোন কোন ফসল চাষ করা হয়?

উঃ ধান, তুঁত, আম ইত্যাদি।


36. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নবীন পলিমাটি দেখা যায়?

উঃ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া প্রভৃতি।


37. পশ্চিমবঙ্গের নবীন পলিমাটিতে কোন কোন ফসল চাষ করা হয়?

উঃ ধান, গম, পাট, আখ ইত্যাদি।


38. পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় লোনা মৃত্তিকা বা লবণাক্ত মৃত্তিকা দেখা যায়?

উঃ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা (সুন্দরবন অঞ্চল) এবং পূর্ব মেদিনীপুর (কাঁথি ও দীঘা উপকূল) ।


39. পশ্চিমবঙ্গে মোট বনভূমির পরিমাণ কত?

উঃ  প্রায় 11879 বর্গ কিমি।


40.  পশ্চিমবঙ্গের মোট ক্ষেত্রফলের কত শতাংশ বনভূমি দ্বারা আবৃত?

উঃ 13.38 শতাংশ।


41. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক?

উঃ দার্জিলিং (38.3%)।


42. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির শতকরা পরিমাণ সবচেয়ে কম?

উঃ কলকাতা।


43. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি?

উঃ জলপাইগুড়ি।


44. পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম?

উঃ কলকাতা।


45. পশ্চিমবঙ্গের সংরক্ষিত বনভূমির আয়তন কত?

উঃ প্রায় 7058 বর্গ কিমি।


46. পশ্চিমবঙ্গের সুরক্ষিত বনভূমির পরিমাণ কত?

উঃ প্রায় 3772 বর্গ কিমি।


47. পশ্চিমবঙ্গে অশ্রেণীভুক্ত বনভূমির পরিমাণ কত?

উঃ প্রায় 1053 বর্গ কিমি।


48. পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আছে?

উঃ 6টি।


49.  বক্সা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?

উঃ আলিপুরদুয়ার জেলায়।


50. বক্সা ন্যাশনাল পার্কে কোন কোন পশু সংরক্ষণ করা হয়?

উঃ বাঘ, এশিয়ান হাতি, বুনো শুয়োর, রিগাল পাইথন ইত্যাদি।


51. গঙ্গা নদীর শাখা নদী দুটির নাম কি কি?

উঃ পদ্মা ও ভাগীরথী-হুগলী।


52. পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা নদীর দুটি শাখায় বিভক্ত হয়েছে?

উঃ মুর্শিদাবাদ ধূলিয়ানের কাছে।


53.  পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত?

উঃ প্রায় ৫২০ কিমি।


54.  দামোদর নদের শাখা নদী দুটির নাম কি কি?

উঃ মুণ্ডেশ্বরী ও কানা নদী।


55. পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল সক্রিয় বা নতুন বদ্বীপ অঞ্চলের অন্তর্গত?

উঃ উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণভাগ।


56.  মোহনার কাছে কানানদী কি নামে পরিচিত?

উঃ কুন্তী নদী।


57.  পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর কয়েকটি উপনদীর নাম লেখ?

উঃ অজয়, দামোদর, রুপনারায়ন, ময়ূরাক্ষী, হলদি ইত্যাদি।


58. পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল পরিণত বদ্বীপ অঞ্চলের অন্তর্গত?

উঃ সমগ্র কলকাতা, দক্ষিণ 24 পরগনার মধ্য ও উত্তরাংশ এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যাংশ।


59. পশ্চিমবঙ্গের পরিণত বদ্বীপ অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লেখো।

উঃ ইছামতি।


Geography Mcq| Gk in Geography 100 Important MCQ Questions. 


60. তরাই শব্দের অর্থ কি?

উঃ ফরাসি শব্দতরাই এর অর্থ হল ডিজে ও স্যাঁতসেঁতে ভূমি।


61. "ডুয়ার্স" শব্দের অর্থ কি?

উঃ প্রবেশদ্বার।


62. ভুটানের প্রবেশদ্বার কাকে বলা হয়?

উঃ ডুয়ার্স অঞ্চলকে।


63. তরাই-ডুয়ার্স সমভূমি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?

উঃজলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা, আলিপুরদুয়ার জেলার দক্ষিণাংশ এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা।


64. তরাই-ডুয়ার্স সমভূমি অঞ্চলের পশ্চিম থেকে পূর্বে বিস্তার লেখো।

উঃ পশ্চিমে মেচি নদী থেকে পূর্বে সংকোশ নদী পর্যন্ত।


65. কোন নদী তরাই-ডুয়ার্স সমভূমিকে তরাই ও ডুয়ার্স-এই দুই ভাগে ভাগ করেছে?

উঃ তিস্তা নদী।


66. তিস্তা নদীর পশ্চিমের অঞ্চলকে কি বলা হয়?

উঃ তরাই।


67. তিস্তা নদীর পূর্বের অঞ্চলকে কি বলা হয়?

উঃ ডুয়ার্স।


68. তরাই-ডুয়ার্স সমভূমি কিভাবে সৃষ্টি হয়েছে?

উঃ হিমালয়ের বিভিন্ন খরস্রোতা নদী বাহিত নুড়ি, কাঁকর, বালি, পলি ইত্যাদি সঞ্চিত হয়ে তরাই-ডুয়ার্স  ভূমি সৃষ্টি হয়েছে।


69. তরাই-ডুয়ার্স সমভূমি অঞ্চল কোন দিক থেকে কোন দিকে ঢালু?

উঃ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে।


70. তরাই-ডুয়ার্স অঞ্চলের ওপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে?

উঃ তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, কালজানি, মহানন্দা, বালাসন, মেচি,সঙ্কোশ, লিস, ঘিস, চেল, মাল, মূর্তি, হলং ইত্যাদি


71.  তাল শব্দের অর্থ কি?

উঃ নিম্নভূমি বা হ্রদ।


72. মালদহ জেলার মহানন্দা ও কালিন্দী নদীর মধ্যবর্তী নিম্ন সমভূমি বা প্লাবনভূমিকে কি বলে?

উঃ তাল।


73. বরেন্দ্রভূমি বা বারিন্দ কাকে বলে?

উঃউত্তর দিনাজপুর জেলার দক্ষিণাংশ, দক্ষিণ দিনাজপুর জেলার অধিকাংশ এবং মালদহ জেলার পূর্বাংশের প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত উঁচু নিচু বন্ধুর ভূমিকে বরেন্দ্রভূমি বলে।


74. দিয়ারা কী?

উঃ মালদহ জেলার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশে গঙ্গা নদীর তীরবর্তী নবীন পলিমাটি দ্বারা গঠিত উর্বর ভূমিভাগকে দিয়ারা বলে।


75. পশ্চিমবঙ্গের পূর্বে ভাগীরথী হুগলি নদী ও পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যবর্তী স্থানকে কি বলে?

উঃ রাঢ় অঞ্চল।


76. পশ্চিমবঙ্গের কোন কোন জেলা রাঢ় অঞ্চলের অন্তর্গত?

উঃ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা।


77. রাঢ় শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে?

উঃরাঢ় শব্দের উৎপত্তি হয়েছে সাঁওতালি শব্দ রাঢ়ো থেকে, যার অর্থ পাথুরে জমি।


78.  রাঢ় অঞ্চল কোন দিক থেকে কোন দিকে ঢালু?

উঃ পশ্চিম থেকে পূর্ব দিকে।


79. পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমি অঞ্চলে কোন কোন মাটি দেখা যায়?

উঃ প্রাচীন পলিমাটি ও ল্যাটেরাইট মাটি।


80. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ওপর দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়?

উঃ অজয়, দামোদর, রুপনারায়ন, কংসাবতী, হলদি, দ্বারকেশ্বর, ময়ূরাক্ষী, সুবর্ণরেখা, শিলাই, কেলেঘাই ইত্যাদি।


81. ময়ুরাক্ষী নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করে কোন নদীতে মিলিত হয়েছে?

উঃ ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা থেকে ময়ূরাক্ষী নদী উৎপত্তি লাভ করে বীরভূম জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বর্ধমানের কালনার কাছে ভাগীরথী নদীতে মিলিত হয়েছে।


82. ময়ূরাক্ষী নদীর দৈর্ঘ্য কত?

উঃ ২৪১ কিমি।


83.  ময়ূরাক্ষী নদীর কয়েকটি উপনদীর নাম লেখো।

উঃ ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর, কোপাই ইত্যাদি।


84. রাঢ় অঞ্চলের অধিকাংশ নদী কোন নদীতে মিলিত হয়েছে?

উঃ ভাগীরথী-হুগলি।


85. রাঢ় অঞ্চলের কোন নদী ভাগীরথী হুগলি নদীর সঙ্গে মিলিত হয়নি?

উঃ সুবর্ণরেখা।


86. কোন কোন অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গের ব-দ্বীপ সমভূমি গঠিত?

উঃ কলকাতা, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা।


87. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ সমভূমিকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি?

উঃ বদ্বীপ গঠনের পর্যায় অনুসারে পশ্চিমবঙ্গের ব-দ্বীপ সমভূমি কে চার ভাগে ভাগ করা হয়, যথা-মৃতপ্রায় বা আবদ্ধ বদ্বীপ, পরিণত বদ্বীপ, সক্রিয় বদ্বীপ এবং পূর্ব মেদিনীপুর জেলার বালুকাময় উপকূল ভূমি।


88. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ সমভূমি অঞ্চল কোন দিক থেকে কোন দিকে ঢালু?

উঃ উত্তর থেকে দক্ষিনে।


89. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ সমভূমি অঞ্চলে কি ধরনের মাটি দেখা যায়।

উঃ পলিমাটি।


90. পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চল মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চলের অন্তর্গত?

উঃ মুর্শিদাবাদ জেলার পূর্বাংশ, সমগ্র নদীয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলার উত্তরাংশ।


91. পশ্চিমবঙ্গের মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চলের উপর দিয়ে কোন‌‌ কোন নদী প্রবাহিত হয়েছে?

উঃ জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী প্রভৃতি।


92. পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর বদ্বীপ সমভূমি অঞ্চলের অন্তর্গত মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চলকে কি বলে?

উঃবাগড়ি।


93. গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের প্রধান নদীর নাম কি?

উঃ গঙ্গা এবং তার শাখা নদী ভাগীরথী-হুগলি।


94. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?

উঃভাগীরথী-হুগলি।


95. পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি?

উঃ দামোদর।


96. কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়?

উঃ দামোদর নদ কে।


97. পশ্চিমবঙ্গের তৃতীয় দীর্ঘতম নদীর নাম কি?

উঃ তিস্তা নদী।


98.  কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম হলদি নদী?

উঃকাঁসাই ও কেলেঘাই।


99. কোপাই ও বক্রেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি?

উঃ কোইয়াকুলা।


100. শান্তিনিকেতন কোন নদীর তীরে অবস্থিত?

উঃ কোপাই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.