Type Here to Get Search Results !

Geography 100 Important Mcq Questions| Gk in Geography.

Geography 100 Important Mcq Questions| Gk in Geography.


Gk in Geography Mcq,Most Important GK-MCQ 100  Question,জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য....



Dear Student : Gk in Geography -তে আজ Most Important GK-এই MCQ 100  Question তালিকাটি জেনারে নলেজ হিসাবে তাদের জন্য গুরুত্ব পূর্ণ যারা সরকারি এবং বেসরকারি চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরী করছেন।আমরা তোমাদের সুবিধার জন্য সবথেকে গুরুত্বপূর্ন ও বাছাই করা সমস্ত MCQ Questions-সম্পূর্ণ বিনামূল্যে পেরোন করে থাকি। আর এই সমস্ত MCQ Questions-গুলি চাকরির পরীক্ষাতে আপনাদের খুবই সাহায্য করবে।

2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য Gk in Geography-কার্য কর ভূমিকা পালন করে(যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।

Geography 100 Important Mcq Questions| Gk in Geography.

১) বক্সা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ 1983  খ্রিস্টাব্দে।


২) গরুমারা জাতীয় উদ্যান কোন পশ্চিমবঙ্গের জেলায় অবস্থিত?

উঃ জলপাইগুড়ি জেলায়।


৩)গোরুমারা জাতীয় উদ্যানে কোন পশু সংরক্ষণের জন্য প্রসিদ্ধ।

উঃ এক শৃঙ্গ গন্ডার।


৪)গরুমারা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র কবে স্থাপিত হয়?

উ1949 খ্রীঃ।


৫) গরুমারা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র টি কবে জাতীয় উদ্যানের মর্যাদা লাভ করে?

উঃ1994 খ্রীঃ।


৬)নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ কালিম্পং জেলা।


৭)নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কবে স্থাপিত হয়?

উঃ 1986 খ্রীঃ।


৮)নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে কোন কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়?

উঃ বাঘ, চিতাবাঘ, কালো ভাল্লুক, রেড পান্ডা, কাঠবেড়ালি, বনবিড়াল, দেশী বনরুই, গোরার,  বন্য ছাগল ইত্যাদি।


৯) সিঙ্গালিলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ দার্জিলিং জেলা।


১০)সিঙ্গালিলা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ 1986 খ্রীঃ।


১১)সিঙ্গালিলা জাতীয় উদ্যানে কোন কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়?

উঃ রেড পান্ডা, বনবিড়াল, সোনালি বিড়াল, কালো ভাল্লুক ইত্যাদি।


১২)সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ দক্ষিণ 24 পরগনা।


১৩)সুন্দরবন জাতীয় উদ্যান কবে স্থাপিত হয়?

উঃ 1984 খ্রীঃ


১৪)সুন্দরবন জাতীয় উদ্যানে কোন কোন বন্য প্রাণী সংরক্ষণ করা হয়?

উঃ রয়েল বেঙ্গল টাইগার, কুমীর, কেটো কচ্ছপ, চিত্রা হরিণ।


১৫) ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে?

উঃ 1987 খ্রীঃ।


১৬) সুন্দরবন কবে রামসর স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে?

উঃ 1992 খ্রীঃ।


১৭)জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উঃ আলিপুরদুয়ার জেলা।


১৮)জলদাপাড়াকে কবে  অভয়ারণ্য ঘোষণা করা হয়?

উঃ1941 খ্রীঃ।


১৯)জলদাপাড়া অভয়ারণ্যকে কবে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়?

উঃ2012 খ্রীঃ


২০)জলদাপাড়া জাতীয় উদ্যানে কোন কোন বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়?

উঃ একশৃঙ্গ গন্ডার, বাঘ, হাতি, মায়া হরিণ, চিতল হরিণ, বন্য শুয়োর, বন মোরগ, ময়ূর ইত্যাদি।


২১) পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি অভয়ারণ্য আছে?

উঃ 16টি।


২২) বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ বীরভূম জেলার শান্তিনিকেতনে।


২৩)বল্লভপুর অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ চিত্রা হরিণ, খরগোশ, বন বিড়াল, কাঠবেড়ালি, কৃষ্ণসার, পানকৌড়ি, নাকতা হাঁস, ডাহুক ইত্যাদি।


২৪) মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃদার্জিলিং জেলায় (মহানন্দা ও তিস্তা নদীর মধ্যবর্তী অঞ্চলে)।


২৫)মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যে কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ এশিয়ান হাতি, বেঙ্গল টাইগার, সম্বর হরিণ, বুনো শুকর, চিতাবাঘ, কালো ভাল্লুক ইত্যাদি।


২৬)মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যের সবচেয়ে নিকটবর্তী শহরের নাম কি?

উঃ শিলিগুড়ি।


২৭)বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ নদীয়া।


২৮)বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায়?

উঃচিত্রা হরিণ,বেজী, খরগোশ, ঘড়িয়াল, অজগর ইত্যাদি।


২৯)বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ উত্তর 24 পরগনার বনগাঁ।


৩০)বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্যের পূর্ব নাম কি ছিল?

উঃ পারমাদান অভয়ারণ্য।


৩১) বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ চিত্রা হরিণ ও বিভিন্ন ধরনের পাখি।


৩২)চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ জলপাইগুড়ি জেলা।


৩৩) চাপড়ামারি বন্যপ্রাণ অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ এশীয় হাতি, চিতাবাঘ, বন্য শুকর, বেঙ্গল টাইগার, সম্বর হরিণ ইত্যাদি।


৩৪)জোড়পোখরি বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ দার্জিলিং।


৩৫)জোড়পোখরি বন্যপ্রাণ অভয়ারণ্যে কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ গন্ডার, বাঘ, স্যালামান্ডার ইত্যাদি।


৩৬) নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ দক্ষিণ 24 পরগনা।


৩৭) নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায়?

উঃকালামাথা বেনেবৌ, তিলা মুনিয়া, টুনটুনি, সাত ভাই ছাতারে ইত্যাদি পাখি এবং রং বেরঙের প্রজাপতি।


৩৮) রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ উত্তর দিনাজপুর।


৩৯)রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য কোন নামে বেশি পরিচিত?

উঃ কুলিক পাখিরালয়।


৪০)রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায়?

উঃএশীয় শামুকখোল, বক, পানকৌড়ি, মাছরাঙ্গা, কাঠঠোকরা, চিল ইত্যাদি পাখি এবং খরগোশ, বন বিড়াল, খেঁকশিয়াল বন্যপ্রাণী।


৪১)রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ পূর্ব বর্ধমান।


৪২)রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্যে কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ চিত্রা হরিণ, মায়া হরিণ, টিয়া, কোকিল, পেঁচা, বেজি ইত্যাদি।


৪৩)লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ দক্ষিণ 24 পরগনার সপ্তমুখী নদীর মোহনায়।


৪৪) লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায় না?

উঃ চিত্রা হরিণ, জলপাইরঙা সামুদ্রিক কচ্ছপ, বন বিড়াল, লাল বাঁদর, লোনা জলের কুমির ইত্যাদি।


৪৫)সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের সজনেখালিতে।


৪৬) সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ চিত্রা হরিণ, জলপাইরঙা সামুদ্রিক কচ্ছপ, লাল বাঁদর, মেছো বিড়াল, লোনা জলের কুমির, বেঙ্গল টাইগার, ভোঁদর, কেঠো কচ্ছপ ইত্যাদি।


৪৭)হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ দক্ষিণ 24 পরগনা জেলায় মাতলা নদীর মুখে, ক্যানিং শহরের কাছে।


৪৮)হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্যে কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ চিত্রা হরিণ, লাল বাঁদর, বেঙ্গল টাইগার, লোনা জলের কুমির, বন্য শূকর ইত্যাদি।


৪৯) সিঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উঃ দার্জিলিং জেলায়।


৫০) সিঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্য কোন কোন প্রাণী দেখা যায়?

উঃ চিতাবাঘ, কালো ভাল্লুক, বন বিড়াল, লাল বাঁদর, আসামি বাঁদর, দেশী বনরুই, কাঠবিড়ালি, বন ছাগল এবং বিভিন্ন প্রজাতির পাখি।


৫১) পশ্চিমবঙ্গে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে?

উঃ ১টি।


৫২) পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি?

উঃ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ।


৫৩) সুন্দরবনের ভারতীয় অংশকে কবে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়?

উঃ 1989 সালে।


৫৪) সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প কবে গৃহীত হয়?

উঃ 1973 খ্রীঃ।


৫৫) পশ্চিমবঙ্গের কোথায় কুমির প্রকল্প গড়ে উঠেছে?

উঃ দক্ষিণ 24 পরগনার ভরতপুরে(খড়গপুর কুমির প্রকল্প)।


৫৬) কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত?

উঃ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ।


৫৭) কুলিক পাখিরালয়েরর পাশ দিয়ে কত নম্বর জাতীয় সড়ক প্রসারিত হয়েছে?

উঃ 34 নম্বর জাতীয় সড়ক।


৫৮) রসিকবিল পাখিরালয় কোথায় অবস্থিত?

উঃ কোচবিহার জেলায়।


৫৯) সজনেখালি পাখিরালয় কোথায় অবস্থিত?

উঃ দক্ষিণ 24 পরগনার সজনেখালিতে।


৬০)পশ্চিমবঙ্গের কয়েকটি মৎস্য বন্দরের নাম লেখ।

উঃ ফ্রেজারগঞ্জ, শংকরপুর, ডায়মন্ডহারবার।


৬১)পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের কি ধরনের বনভূমি দেখা যায়?

উঃ ক্রান্তীয় মিশ্র বনভূমি (ক্রান্তীয় চিরহরিৎ ও আর্দ্র পর্ণমোচী বৃক্ষ)।


৬২) পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায়?

উঃপশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে শিশু, চাপলাস, গর্জন প্রভৃতি চিরহরিৎ উদ্ভিদ এবং ওক, ম্যাপল, লরেল প্রভৃতি আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়।এছাড়া এই অঞ্চলের ২৫০০; উচ্চতার ওপরে দেবদারু, পাইন প্রভৃতি সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়।


৬৩) পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায়?

উঃ আম, জাম, কাঁঠাল, খয়ের, গামা,শাল, টুন ইত্যাদি।


৬৪) পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায়?

উঃ খয়ের, গামা ইত্যাদি আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ।


৬৫) তরাই-ডুয়ার্স সমভূমি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত?

উঃ জলপাইগুড়ি জেলার অধিকাংশ এলাকা, আলিপুরদুয়ার জেলার দক্ষিণাংশ এবং দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা।


৬৬)পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে বা সুন্দরবন অঞ্চলে কোন কোন উদ্ভিদ দেখা যায়?

উঃ সুন্দরী, গরাণ, গেঁওয়া, হেতাল, হোগলা, গোলপাতা ইত্যাদি ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদ।


৬৭) কি ধরনের উদ্ভিদে শ্বাসমূল ও ঠেসমূল থাকে?

উঃ ম্যানগ্রোভ উদ্ভিদ ‌


৬৮) পশ্চিমবঙ্গের উত্তরের সীমারেখার নাম কি?

উঃ ড্যাম্পিয়ার হজেস লাইন।


৬৯) পশ্চিমবঙ্গে বর্তমানে কয়টি বাঘ্র প্রকল্প আছে?

উঃ ২টি।


৭০) পশ্চিমবঙ্গের বাঘ্র প্রকল্পগুলির নাম কি?

উঃ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এবং বক্সা ব্যাঘ্র প্রকল্প।


৭১) পশ্চিমবঙ্গে কয়টি হাতি সংরক্ষণ প্রকল্প আছে?

উঃ ২টি।


৭২)ভারতের জাতীয় বন নীতি কবে গৃহীত হয়?

উঃ1988 খ্রীঃ।


৭৩) অরণ্য দিবস কবে পালন করা হয়?

উঃ 21 শে মার্চ।


৭৪) ভারতের কোথায় প্রথম যৌথ বন ব্যবস্থাপনার সূচনা হয়?

উঃ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার আরাবারি অরণ্যে।


৭৫)পশ্চিমবঙ্গে কবে প্রথম যৌথ বন ব্যবস্থাপনার সূচনা হয়?

উঃ1971 খ্রীঃ।


৭৬) ভারতের যৌথ বন ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়?

উঃ অজিত কুমার ব্যানার্জি।


৭৭)ভারতের পাট গবেষণাগার কোথায় অবস্থিত?

উঃ পশ্চিমবঙ্গের ব্যারাকপুর।


৭৮)পশ্চিমবঙ্গের শতকরা কতজন অধিবাসী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে?

উঃ প্রায় 70 জন।


৭৯)পশ্চিমবঙ্গের মোট ভূমির কত শতাংশ ভূমিতে কৃষিকাজ করা হয়?

উঃ প্রায় 65 শতাংশ।


৮০)পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ বর্তমানে ভারতে কততম স্থান অধিকার করেছে?

উঃ প্রথম স্থান।


৮১)ভারতের মোট ধান উৎপাদনে কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদন হয়?

উঃ প্রায় 15 শতাংশ।


৮২)ভারতের মোট পাট উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদন হয়?

উঃ প্রায় 74 শতাংশ।


৮৩)ভারতের মোট চা উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদন হয়?

উঃ প্রায় 23 শতাংশ।


৮৪)পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসলের নাম কি?

উঃধান।


৮৫)পশ্চিমবঙ্গের প্রধান খাদ্য শস্যের নাম কি?

উঃ ধান।


৮৬)পশ্চিমবঙ্গের মোট আয়ের কত শতাংশ কৃষিকাজ থেকে আসে?

উঃ প্রায় 50 শতাংশ।


৮৭)ভারতের মোট খাদ্যশস্য উৎপাদনের কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদন হয়?

উঃ প্রায় 8 শতাংশ।


৮৮)পশ্চিমবঙ্গের শতকরা কত ভাগ জমিতে ধান চাষ করা হয়?

উঃ প্রায় 95 ভাগ।


৮৯)পশ্চিমবঙ্গে উৎপাদিত খাদ্যশস্যের কত শতাংশ ধান

উঃ প্রায় 91 শতাংশ।


৯০)পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়?

উঃ বর্ধমান।


৯১)হেক্টর প্রতি ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে?

উঃ বীরভূম।


৯২)পশ্চিমবঙ্গের প্রধান তন্তু ফসলের নাম কি?

উঃ পাট।


৯৩)পশ্চিমবঙ্গে কয় ধরনের পাট চাষ করা হয় এবং কি কি?

উঃ দুই ধরনের, যথা-সাদা পাট ও তোষা পাট।


৯৪)পশ্চিমবঙ্গের কোন ফসলকে সোনালী তন্তু বলা হয়?

উঃ পাট।


৯৫)পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পাট চাষ করা হয়?

উঃকোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর প্রভৃতি।


৯৬)পশ্চিমবঙ্গের প্রধান বাগিচা ফসলের নাম কি?

উঃ চা।


৯৭) পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম বলো?

উঃ চা ও পাট।


৯৮)চা গাছ কি ধরনের উদ্ভিদ?

উঃ চিরহরিৎ উদ্ভিদ।


৯৯)কি ধরনের প্রাকৃতিক পরিবেশে চা চাষ করা হয়?

উঃ পর্বতের পাদদেশের ঢালু জমিতে।


১০০)চা পাতায় কোন উপক্ষার থাকে?

উঃ ট্যানিন/থেইন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.