Type Here to Get Search Results !

General Knowledge Questions And Answers

General Knowledge Questions And Answers 2022| 200 Mcq Questions

General Knowledge Questions And Answers| 200 Mcq Questions

General Knowledge Questions And Answers 2022| 200 Mcq Questions.200 Mcq. General knowledge in Bengali| Railway, SSC, Primary Tet, Group-c, d, WBPSC...

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য   সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।

General Knowledge Questions And Answers 2022.Gk questionsGeneral knowledgeGk questions with answers| 200 Mcq. General knowledge of Bengali. Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, 

General Knowledge Questions, And Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

General Knowledge Questions And Answers| 200 Mcq Questions.

প্রঃ- সত্যজিৎ রায়ের শখ কী ছিল? 
উঃ-পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের পুরােনাে রেকর্ড জমানাে।
প্রঃ - একটি ছয় বছরের শিশু গড়ে দিনে কত বার হাসে? 
উঃ কমবেশী ৩০০বার।
প্রঃ - পৃথিবীর দীর্ঘতম সাপের কী নাম? 
উঃ-অ্যানাকোণ্ডা ৩৭ ফুট লম্বা, ওজন ১০০০ পাউণ্ড।
প্রঃ - পিতল কী কী ধাতু দিয়ে তৈরি? 
উঃ - কপার ও জিঙ্ক।
প্রঃ - কোন শহরকে বাতাসের শহর বলা হয়? 
উঃ - আমেরিকার শিকাগােকে।
প্রঃ - সলমন রুশদি বিখ্যাত হয়েছিলেন কোন বইটি লিখে? 
উঃ - স্যাটানিক ভার্সেস।
প্রঃ - ‘হ্যাপিবার্থ ডে টু ইউ' গানটি কে লিখে ছিলেন? 
উঃ - মিলড্রেড জে এবং প্যাটি স্মিথ হিল ১৯৩৬ সাল।
প্রঃ – অক্সিজেন কথাটির আক্ষরিক অর্থ কী? 
উঃ - অম্ল উৎপাদক।
প্রঃ - মানুষের সবচেয়ে বড় ইন্দ্রিয় কোনটি? 
উঃ - দেহের চামড়া।
প্রঃ - কোন প্রাণী তিরিশটি হাতির ওজনের সমান? 
উঃ - নীলতিমি।
প্রঃ - সবচেয়ে বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রানীর নাম কী? 
উঃ - নীলতিমি।
প্রঃ - চার বছরের বাচ্চা গড়ে দিনে কত প্রশ্ন জিজ্ঞেস করে? 
উঃ - চারশ।
প্রঃ - একজন মানুষ ঘন্টায় গড়ে কতটি শব্দ বলে? 
উঃ - ৪৮৫০টি।
প্রঃ - একজন সুস্থ মানুষ দিনে গড়ে কতবার হাসেন 
উঃ - পাঁচবার।
প্রঃ রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে সর্বপ্রথম কে সম্মানিত করেন? 
উঃ - ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
প্রঃ - ইংরাজিতে স্কুল কথাটি এসেছে কোথা থেকে? 
উঃ- গ্রীক শব্দ থেকে।
প্রঃ -রবীন্দ্রনাথ কি কি ছদ্মনামে লিখতেন? 
উঃ-আন্নাকালী, পাকড়াশী, ভানুসিং প্রভৃতি নামে।
প্রঃ - ডুবে যাওয়ার সময় টাইটানিক জাহাজে কত যাত্রী ছিল? 
উঃ-২২২৭ জন।
প্রঃ - কোন ভারতীয় ১৮ টি ভাষায় এম. এ. পাশ করেন ও ৩৪ টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? 
উঃ - হরিনাথ দে।
প্রঃ - রবীন্দ্রনাথকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করেন? 
উঃ-মহাত্মা গান্ধী।
প্রঃ - কম্পিউটার কে আবিষ্কার করেন? 
উঃ - চার্লস ব্যাবেজ।
প্রঃ - রবীন্দ্রনাথের কোন গল্পটি প্রথম ইংরাজীতে অনুবাদ করা হয়? 
উঃ-বিচারক।
প্রঃ - শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরােষে বাজেয়াপ্ত হয়েছিল? 
উঃ-পথের দাবী।
প্রঃ - রাজ্যসভা সদস্য হতে গেলে প্রার্থীর নুন্যতম বয়স কত হবে? 
উঃ- ৩০ বছ'।
প্রঃ - ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায়? 
উঃ - নাসিক-এ।
প্রঃ - পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?
উঃ - ১৫ই আগষ্ট ১৮৫৪ (হাওড়া থেকে হুগলী পর্যন্ত)।
প্রঃ - কতসালে ২৪ পরগণা জেলা দুই ভাগে বিভক্ত হয়? 
উঃ - ১৯৮৬ সালে ১লা মার্চ।
প্রঃ-কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়? 
উঃ - ২০০২ সালের ১লা জানুয়ারী।
প্রঃ-কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয়? 
উঃ- ১৭৮৬ সালে ১৮ই এপ্রিল।
প্রঃ-কোন জেলা থেকে হুগলী জেলার জন্ম হয়? 
উঃ- বর্ধমান।
প্রঃ - ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? 
উঃ - রাজা রামমােহন রায়।
প্রঃ-একজন প্রাপ্ত বয়স্কের মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 
উঃ - ৭২ বার।
প্রঃ - রক্তের গ্রুপ কে আবিস্কার করেন? 
উঃ- স্টেইনার এবং কার্ল বিজ্ঞানীদ্বয়।
প্রঃ - রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে? 
উঃ- ১৮৯৭ খ্রিষ্টাব্দে।
প্রঃ - ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন? 
উঃ - ইন্দিরা গান্ধী। 
প্রঃ -কোন সাপ একসাথে একটা ছাগলকে গিলে নিতে পারে ? 
উঃ - অ্যানাকোণ্ডা।
প্রঃ -ভারতের প্রথম কোন দুটি স্থানে এস. টি. ডি. চালু হয়? 
উঃ- কানপুর ও লক্ষ্ণেীর মধ্যে
প্রঃ - কোন্ দেশে খুচরা পয়সা হিসাবে সূচ ব্যবহৃত হয়? 
উঃ - নাইজিরিয়ায়।
প্রঃ - বাসের কণ্ডাক্টার, সার্কাসের ক্লাউন, ঝাড়দার ঠিকাদার এই সব কাজ করেও বাংলা বিখ্যাত লেখক হয়েছিলেন কে? 
উঃ - সুবােধ ঘােষ।
প্রঃ-কোন কোন্ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত? 
উঃ - টমেটো ও পটল।
প্রঃ - সেক্সপীয়ার প্রথম জীবনে কী করতেন?
উঃ - লণ্ডনের গ্লোব থিয়েটারে দর্শকদের গাড়ি পাহারা দিতেন।
প্রঃ - রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে? 
উঃ - সিঙ্গাপুরে।
প্রঃ - জাপানের সংসদকে কী বলা হয়? 
উঃ - ডায়েট

General Knowledge Questions And Answers|200 Mcq Questions

General Knowledge


প্রঃ - প্রকৃত খাদ্য রসিককে ইংরাজীতে কী বলে? 
উঃ - Gourmet গৌরমেট।
প্রঃ - একটি মুরগি বছরে কতটি ডিম দেয়? 
উঃ - গড়ে ৩০০টি।
প্রঃ - প্র-মানুষের হৃদযন্ত্র ২৪ ঘন্টায় কতবার স্পন্দিত হয়? 
উঃ-এক লক্ষবারেরও বেশি।
প্রঃ - দু’হাজার বারাে সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 
উঃ - লণ্ডনে।
প্রঃ - পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? 
উঃ - প্রশান্ত মহাসাগর।
প্রঃ - পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? 
উঃ - চিন সাগর।
প্রঃ - পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? 
উঃ - কাম্পিয়ান সাগর।
প্রঃ - পৃথিবীর চিনির পাত্র বলা হয় কোন দেশকে? 
উঃ কিউবাকে।
প্রঃ - বজ্র বিদ্যুতের দেশ বলা হয় কোন দেশকে? 
উঃ - ভুটানকে।
প্রঃ - ভারতের কোন রাজ্যকে বলা হয় প্রাচ্যের সুইজারল্যাণ্ড? 
উঃ - কাশ্মীরকে।
প্রঃ - রবীন্দ্রনাথের প্রথম ছাপ কবিতাটির নাম কী? 
উঃ - ভারতভূমি।
প্রঃ - কোলকাতায় প্রথম সেলুলার ফোন চালু হয় কবে? 
উঃ- ২৩শে আগষ্ট, ১৯৯৫।
প্রঃ - 'বন্দেমাতরম' গান সুর কে দিয়েছেন? 
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৬)।
প্রঃ - টাইটানিক জাহাজটি ডুবে যায় কবে? 
উঃ - ১৯১২ সালে ১৫ এপ্রিল।
প্রঃ - আমাদের দেশে ট্যাক্সির হলুদ-কালাে রঙ হয়েছে কেন?
উঃ - লণ্ডনের ভাড়ার গাড়ির ড্রাইভারদের হলুদ-কালাে ইউনিফর্ম থেকে।
প্রঃ - ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত ডেসিবেল? 
উঃ - ৯০ ডেসিবেল।
প্রঃ - শব্দের মাত্রার একক ‘বেল’ যা বাজালে শব্দ হয়। এই বেল কথাটি কোথা থেকে এসেছে? 
উঃ - আলেকজাণ্ডার গ্রাহাম বেল থেকে।
প্রঃ- ১৯৪৮ থেকে ১৯৮৫ পর্যন্ত লতা মুঙ্গেশকর কটি ভাষায় কতটি গান রেকর্ড করেছেন? 
উঃ - ২০টি ভাষায় কমপক্ষে ৩০,০০০ গান।
প্রঃ - F.M. পুরাে কথা কী? 
উঃ - Frequency Modulation।
প্রঃ - পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 
উঃ - শ্রীলঙ্কার সিরিমাভাে বন্দরনায়েক।
প্রঃ - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয় কবে প্রথম প্রকাশিত হয়?
উঃ - ১৮৫৫সালের ১৩ই এপ্রিল।
প্রঃ - টেলিভিশন শব্দটি কোথা থেকে এসেছে? 
উঃ - গ্রিক শব্দ ‘টেলি’ যার অর্থ দূর, ল্যাটিন শব্দ ভিডেয়ার যার অর্থ দর্শন বা দেখা যাবে।
প্রঃ - অ্যাম্বুলেন্স কথাটি কোথা থেকে এসেছে? 
উঃ ১৭৯২ খ্রিঃ ফরাসি সেনাবাহিনীর চিকিৎসক Boron Dominique - Jean Larry Ambulances Volantes শব্দটি প্রয়ােগ করেন যার অর্থ ফ্লাইং ফিল্ড হসপিটাল।
প্রঃ - কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলাে কবে চালু হয়? 
উঃ ১৮৯৯ সালে।
প্রঃ - সকলকেই রক্ত দিতে পারে কোন গ্রুপের রক্ত? 
উঃ - ন্স গ্রুপ।
প্রঃ - সােনা গলে কত তাপমাত্রায়? 
উঃ - ১৮৬২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়।
প্রঃ - হেলিকপ্টার কে আবিষ্কার করেন? 
উঃ-lgor Sikorsky (আইগর সিকস্কি)
প্রঃ - পৃথিবীতে প্রথম টেস্ট ম্যাচ খেলা কবে অনুষ্ঠিত হয় এবং কাদের মধ্যে ?
উঃ - ১৮৭৭ সালে মার্চ মাসে, অষ্ট্রেলিয়া ও ইংল্যাণ্ডের মধ্যে।
প্রঃ – ঈগল কোন দেশের জাতীয় প্রতীক? 
উঃ - স্পেনের।
প্রঃ - গােলাপ ফুল কোন দেশের জাতীয় প্রতীক? 
উঃ - ইরান।
প্রঃ - ক্যাঙারু কোন দেশের জাতীয় প্রতীক? 
উঃ – অষ্ট্রেলিয়া।
প্রঃ - পাের্টব্লেয়ার বিমান বন্দরের বর্তমান নাম কী?
উঃ - বীর সাভারকার বিমান বন্দর।
প্রঃ - হাইড্রোজেন ভর্তি বেলুন আকাশে উঠে যায় কেন?
উঃ - কারন হাইড্রোজেন বাতাসের চেয়ে হাল্কা বলে।
প্রঃ - ভারতের বিজ্ঞান নগরী কোনটি? 
উঃ - বেঙ্গালুরু।
প্রঃ - পৃথিবীতে সর্ব প্রথম ইন্টারনেট ব্যবস্থার প্রচলন করে কোন সংস্থা?
উঃ - Apernet নামে একটি সংস্থা।
প্রঃ - ইন্টারনেট কী? 
উঃ -সারা বিশ্বের যােগাযােগের আধুনিকতম মাধ্যম। 
প্রঃ -কলকাতায় প্রথম কবে রিক্সা চলে? 
উঃ - ১৯০০ খ্রীষ্টাব্দে জাপান থেকে সাংহাই হয়ে ‘ডিনে রিকশ’ (জাপানি শব্দ, যার মানে মানুষটানা গাড়ি) কলকাতায় আসে।
প্রঃ - প্রথম কোথায় স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগন-মন’ গাওয়া হয়?
উঃ - ভারতের জাতীয় কংগ্রেস-এর কলকাতা অধিবেশন-এ।
প্রঃ - পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দন’ কবে উদ্বোধন হয় কে করেন?
উঃ - ১৯৮৫ সালে, সত্যজিৎ রায়।
প্রঃ-ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব কোথায় অনুষ্ঠিত হয়? 
উঃ-মুম্বাই।
প্রঃ - ভারতের প্রথম থ্রি ডি ছবি কী? 
উঃ - মাইডিয়ার কুট্টিচাত্থান।
প্রঃ - প্রতিটি বেদের কয়টি অংশ ও কী কী?
উঃ - চারটি-সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।
প্রঃ-জাপানী যুদ্ধ বিমান কত সালে কলকাতায় বােম ফেলেছিল? 
উঃ-১৮৯২ সালে।
প্রঃ - মানুষ যদি পৃথিবীপৃষ্ঠে ২ মিটার উঁচু লাফাতে পারে তবে চাদে কত উচ্চতা লাফাতে পারবে? 
উঃ - ১২ মিটার উঁচুতে।
প্রঃ - লবন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? 
উঃ - গুজরাট।
প্রঃ - ম্যালেরিয়া দেহের কোন অঙ্গকে আক্রমণ করে? 
উঃ - প্লীহা।
প্রঃ - কোন অ্যাসিডে অক্সিজেন থাকে না? 
উঃ - হাইড্রোক্লোরিক অ্যাসিড।
প্রঃ - রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট কে হন? 
উঃ - স্বামী ব্রহ্মানন্দ।
প্রঃ - স্বামী ব্রহ্মানন্দ কে ছিলেন? পূর্বে তার ডাক নাম কী ছিল?
উঃ - স্বামী বিবেকানন্দের বাল্য বন্ধু, পূর্বে ডাক নাম ছিল রাজা।
প্রঃ -বেলুড়ের ভুবনবিদিত শ্রী রামকৃষ্ণ মন্দির, কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ-১৯৩৮ সালে।
প্রঃ - কাটুন শব্দটি কোথা থেকে এসেছে? 
উঃ- ইতালীর শব্দ ‘Cartone' ও ডাচ শব্দ Kartor থেকে, যার অর্থ দৃঢ় ও ভারি কাগজ বা পিচবাের্ড। আসলে কার্টুন চিত্র আঁকা হতাে এই জাতীয় শক্ত বাের্ডের ওপর আর তার থেকেই এরকম নামের উৎপত্তি।
প্রঃ - প্রকমিক্স (Comics) শব্দটির উৎপত্তি কোথা থেকে?
উঃ ল্যাটিন শব্দ KomikOS থেকে।
প্রঃ - একটা ব্যাঙ হজম করতে সাপের কত সময় লাগে ? 
উঃ - ৫০ ঘন্টা লাগে।
প্রঃ - প্রথম অভয়ারণ্য স্থাপন করেন কে? 
উঃ - সম্রাট অশােক।
প্রঃ - আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোথায়? 
উঃ - আফ্রিকায়।
প্রঃ - কলকাতায় কত প্রজাতির পাখি দেখা যায় ? 
উঃ - প্রায় ২৬০ প্রজাতির।
প্রঃ - সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উঃ - ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।
প্রঃ - নীল তিমির বাচ্চা দিনে কত করে ওজন বাড়ে? 
উঃ - ৯০ কিলােগ্রাম।
প্রঃ - মানুষ কৃষিকাজ করতে শেখে কবে থেকে? 
উঃ - প্রায় ২০ লক্ষ বছর আগে।
প্রঃ ইলেকট্রিক ইল মাছ কত ভােল্ট অবধি শক দেওয়ার ক্ষমতা রাখে ?
উঃ -৬৫০ ভােল্ট
প্রঃ - মিষ্টি জলের শতকরা ৯০ ভাগ পাওয়া যায় কোথা থেকে? 
উঃ ভূ-গর্ভস্থ জল হিসানে
প্রঃ - হিন্দুস্থান টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা কে? 
উঃ - লালা লাজপত রায়।
প্রঃ - বাতাসে শব্দের গতিবেগ কত? 
উঃ - প্রতি সেকেণ্ডে ৩০০ মিটার।

General Knowledge Questions And Answers 2022| 200 Mcq Questions| 200 Mcq. General knowledge in Bengali| Railway, SSC, Primary Tet, Group-c, d, WBPSC...

General Knowledge Questions And Answers 2022.Gk questionsGeneral knowledgeGk questions with answers| 200 Mcq. General knowledge of Bengali. Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, 

General Knowledge Questions, And Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

Today Gk-All Exams-এর পক্ষ থেকে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগ পোস্টটি পড়ার জন্য। যদি আমাদের এই পোস্টটি আপনাদের ভালোলেগে থাকে তাহলে নিচে কমেন্টে অবশ্য জানাবেন আর পাশের নীল-রংযের ঘণ্টাটি প্রেস করে আমাদের এই ব্লগ-ওয়েবসাইটটি অবশ্য  সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.