Type Here to Get Search Results !

General Knowledge Questions And Answers

General Knowledge Questions And Answers

General Knowledge Questions And Answers| 200 Mcq Questions

General Knowledge Questions And Answers| 200 Mcq Questions.200 Mcq. General knowledge in Bengali| Railway, SSC, Primary Tet, Group-c, d, WBPSC, Railway, SSC, Primary Tet...

General Knowledge Questions And AnswersGk questionsGeneral knowledgeGk questions with answers| 200 Mcq. General knowledge of Bengali. Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, 

Most of the students search on internet Bengali General Knowledge Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge Bengali, Group-c, d, Daily GK Bengali and GK in Bengali, Current Affairs and and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet,SSC,SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India. Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali

General Knowledge Questions And Answers| 200 Mcq Questions.

প্রঃ- সত্যজিৎ রায়ের শখ কী ছিল? 
উঃ-পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের পুরােনাে রেকর্ড জমানাে।

প্রঃ - একটি ছয় বছরের শিশু গড়ে দিনে কত বার হাসে? 
উঃ কমবেশী ৩০০বার।

প্রঃ - পৃথিবীর দীর্ঘতম সাপের কী নাম? 
উঃ-অ্যানাকোণ্ডা ৩৭ ফুট লম্বা, ওজন ১০০০ পাউণ্ড।

প্রঃ - পিতল কী কী ধাতু দিয়ে তৈরি? 
উঃ - কপার ও জিঙ্ক।

প্রঃ - কোন শহরকে বাতাসের শহর বলা হয়? 
উঃ - আমেরিকার শিকাগােকে।

প্রঃ - সলমন রুশদি বিখ্যাত হয়েছিলেন কোন বইটি লিখে? 
উঃ - স্যাটানিক ভার্সেস।

প্রঃ - ‘হ্যাপিবার্থ ডে টু ইউ' গানটি কে লিখে ছিলেন? 
উঃ - মিলড্রেড জে এবং প্যাটি স্মিথ হিল ১৯৩৬ সাল।

প্রঃ – অক্সিজেন কথাটির আক্ষরিক অর্থ কী? 
উঃ - অম্ল উৎপাদক।

প্রঃ - মানুষের সবচেয়ে বড় ইন্দ্রিয় কোনটি? 
উঃ - দেহের চামড়া।

প্রঃ - কোন প্রাণী তিরিশটি হাতির ওজনের সমান? 
উঃ - নীলতিমি।

প্রঃ - সবচেয়ে বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রানীর নাম কী? 
উঃ - নীলতিমি।

প্রঃ - চার বছরের বাচ্চা গড়ে দিনে কত প্রশ্ন জিজ্ঞেস করে? 
উঃ - চারশ।

প্রঃ - একজন মানুষ ঘন্টায় গড়ে কতটি শব্দ বলে? 
উঃ - ৪৮৫০টি।

প্রঃ - একজন সুস্থ মানুষ দিনে গড়ে কতবার হাসেন 
উঃ - পাঁচবার।

প্রঃ রবীন্দ্রনাথকে বিশ্বকবি
 বলে সর্বপ্রথম কে সম্মানিত করেন? 
উঃ - ব্রহ্মবান্ধব উপাধ্যায়।

প্রঃ - ইংরাজিতে স্কুল কথাটি এসেছে কোথা থেকে? 
উঃ- গ্রীক শব্দ থেকে।

প্রঃ -রবীন্দ্রনাথ কি কি ছদ্মনামে লিখতেন? 
উঃ-আন্নাকালী, পাকড়াশী, ভানুসিং প্রভৃতি নামে।

প্রঃ - ডুবে যাওয়ার সময় টাইটানিক জাহাজে কত যাত্রী ছিল? 
উঃ-২২২৭ জন।

প্রঃ - কোন ভারতীয় ১৮ টি ভাষায় এম. এ. পাশ করেন ও ৩৪ টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন? 
উঃ - হরিনাথ দে।

প্রঃ - রবীন্দ্রনাথকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করেন? 
উঃ-মহাত্মা গান্ধী।

প্রঃ - কম্পিউটার কে আবিষ্কার করেন? 
উঃ - চার্লস ব্যাবেজ।

প্রঃ - রবীন্দ্রনাথের কোন গল্পটি প্রথম ইংরাজীতে অনুবাদ করা হয়? 
উঃ-বিচারক।

প্রঃ - শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরােষে বাজেয়াপ্ত হয়েছিল? 
উঃ-পথের দাবী।

প্রঃ - রাজ্যসভা সদস্য হতে গেলে প্রার্থীর নুন্যতম বয়স কত হবে? 
উঃ- ৩০ বছ'।

প্রঃ - ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায়? 
উঃ - নাসিক-এ।

প্রঃ - পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?
উঃ - ১৫ই আগষ্ট ১৮৫৪ (হাওড়া থেকে হুগলী পর্যন্ত)।

প্রঃ - কতসালে ২৪ পরগণা জেলা দুই ভাগে বিভক্ত হয়? 
উঃ - ১৯৮৬ সালে ১লা মার্চ।

প্রঃ-কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়? 
উঃ - ২০০২ সালের ১লা জানুয়ারী।

প্রঃ-কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয়? 
উঃ- ১৭৮৬ সালে ১৮ই এপ্রিল।

প্রঃ-কোন জেলা থেকে হুগলী জেলার জন্ম হয়? 
উঃ- বর্ধমান।

প্রঃ - ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? 
উঃ - রাজা রামমােহন রায়।

প্রঃ-একজন প্রাপ্ত বয়স্কের মিনিটে কতবার হৃদস্পন্দন হয়? 
উঃ - ৭২ বার।

প্রঃ - রক্তের গ্রুপ কে আবিস্কার করেন? 
উঃ- স্টেইনার এবং কার্ল বিজ্ঞানীদ্বয়।

প্রঃ - রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে? 
উঃ- ১৮৯৭ খ্রিষ্টাব্দে।

প্রঃ - ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন? 
উঃ - ইন্দিরা গান্ধী। 

প্রঃ -কোন সাপ একসাথে একটা ছাগলকে গিলে নিতে পারে ? 
উঃ - অ্যানাকোণ্ডা।

প্রঃ -ভারতের প্রথম কোন দুটি স্থানে এস. টি. ডি. চালু হয়? 
উঃ- কানপুর ও লক্ষ্ণেীর মধ্যে

প্রঃ - কোন্ দেশে খুচরা পয়সা হিসাবে সূচ ব্যবহৃত হয়? 
উঃ - নাইজিরিয়ায়।

প্রঃ - বাসের কণ্ডাক্টার, সার্কাসের ক্লাউন, ঝাড়দার ঠিকাদার এই সব কাজ করেও বাংলা বিখ্যাত লেখক হয়েছিলেন কে? 
উঃ - সুবােধ ঘােষ।

প্রঃ-কোন কোন্ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত? 
উঃ - টমেটো ও পটল।

প্রঃ - সেক্সপীয়ার প্রথম জীবনে কী করতেন?
উঃ - লণ্ডনের গ্লোব থিয়েটারে দর্শকদের গাড়ি পাহারা দিতেন।

প্রঃ - রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে? 
উঃ - সিঙ্গাপুরে।

প্রঃ - জাপানের সংসদকে কী বলা হয়? 
উঃ - ডায়েট

General Knowledge Questions And Answers| 200 Mcq Questions.


প্রঃ - প্রকৃত খাদ্য রসিককে ইংরাজীতে কী বলে? 
উঃ - Gourmet গৌরমেট।

প্রঃ - একটি মুরগি বছরে কতটি ডিম দেয়? 
উঃ - গড়ে ৩০০টি।

প্রঃ - প্র-মানুষের হৃদযন্ত্র ২৪ ঘন্টায় কতবার স্পন্দিত হয়? 
উঃ-এক লক্ষবারেরও বেশি।

প্রঃ - দু’হাজার বারাে সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 
উঃ - লণ্ডনে।

প্রঃ - পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? 
উঃ - প্রশান্ত মহাসাগর।

প্রঃ - পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? 
উঃ - চিন সাগর।

প্রঃ - পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? 
উঃ - কাম্পিয়ান সাগর।

প্রঃ - পৃথিবীর চিনির পাত্র বলা হয় কোন দেশকে? 
উঃ কিউবাকে।

প্রঃ - বজ্র বিদ্যুতের দেশ বলা হয় কোন দেশকে? 
উঃ - ভুটানকে।

প্রঃ - ভারতের কোন রাজ্যকে বলা হয় প্রাচ্যের সুইজারল্যাণ্ড? 
উঃ - কাশ্মীরকে।

প্রঃ - রবীন্দ্রনাথের প্রথম ছাপ কবিতাটির নাম কী? 
উঃ - ভারতভূমি।

প্রঃ - কোলকাতায় প্রথম সেলুলার ফোন চালু হয় কবে? 
উঃ- ২৩শে আগষ্ট, ১৯৯৫।

প্রঃ - 'বন্দেমাতরম' গান সুর কে দিয়েছেন? 
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৬)।

প্রঃ - টাইটানিক জাহাজটি ডুবে যায় কবে? 
উঃ - ১৯১২ সালে ১৫ এপ্রিল।

প্রঃ - আমাদের দেশে ট্যাক্সির হলুদ-কালাে রঙ হয়েছে কেন?
উঃ - লণ্ডনের ভাড়ার গাড়ির ড্রাইভারদের হলুদ-কালাে ইউনিফর্ম থেকে।

প্রঃ - ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত ডেসিবেল? 
উঃ - ৯০ ডেসিবেল।

প্রঃ - শব্দের মাত্রার একক ‘বেল’ যা বাজালে শব্দ হয়। এই বেল কথাটি কোথা থেকে এসেছে? 
উঃ - আলেকজাণ্ডার গ্রাহাম বেল থেকে।

প্রঃ- ১৯৪৮ থেকে ১৯৮৫ পর্যন্ত লতা মুঙ্গেশকর কটি ভাষায় কতটি গান রেকর্ড করেছেন? 
উঃ - ২০টি ভাষায় কমপক্ষে ৩০,০০০ গান।

প্রঃ - F.M. পুরাে কথা কী? 
উঃ - Frequency Modulation।

প্রঃ - পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 
উঃ - শ্রীলঙ্কার সিরিমাভাে বন্দরনায়েক।

প্রঃ - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয় কবে প্রথম প্রকাশিত হয়?
উঃ - ১৮৫৫সালের ১৩ই এপ্রিল।

প্রঃ - টেলিভিশন শব্দটি কোথা থেকে এসেছে? 
উঃ - গ্রিক শব্দ ‘টেলি’ যার অর্থ দূর, ল্যাটিন শব্দ ভিডেয়ার যার অর্থ দর্শন বা দেখা যাবে।

প্রঃ - অ্যাম্বুলেন্স কথাটি কোথা থেকে এসেছে? 
উঃ ১৭৯২ খ্রিঃ ফরাসি সেনাবাহিনীর চিকিৎসক Boron Dominique - Jean Larry Ambulances Volantes শব্দটি প্রয়ােগ করেন যার অর্থ ফ্লাইং ফিল্ড হসপিটাল।

প্রঃ - কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলাে কবে চালু হয়? 
উঃ ১৮৯৯ সালে।

প্রঃ - সকলকেই রক্ত দিতে পারে কোন গ্রুপের রক্ত? 
উঃ - ন্স গ্রুপ।

প্রঃ - সােনা গলে কত তাপমাত্রায়? 
উঃ - ১৮৬২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়।

প্রঃ - হেলিকপ্টার কে আবিষ্কার করেন? 
উঃ-lgor Sikorsky (আইগর সিকস্কি)

প্রঃ - পৃথিবীতে প্রথম টেস্ট ম্যাচ খেলা কবে অনুষ্ঠিত হয় এবং কাদের মধ্যে ?
উঃ - ১৮৭৭ সালে মার্চ মাসে, অষ্ট্রেলিয়া ও ইংল্যাণ্ডের মধ্যে।

প্রঃ – ঈগল কোন দেশের জাতীয় প্রতীক? 
উঃ - স্পেনের।

প্রঃ - গােলাপ ফুল কোন দেশের জাতীয় প্রতীক? 
উঃ - ইরান।

প্রঃ - ক্যাঙারু কোন দেশের জাতীয় প্রতীক? 
উঃ – অষ্ট্রেলিয়া।

প্রঃ - পাের্টব্লেয়ার বিমান বন্দরের বর্তমান নাম কী?
উঃ - বীর সাভারকার বিমান বন্দর।

প্রঃ - হাইড্রোজেন ভর্তি বেলুন আকাশে উঠে যায় কেন?
উঃ - কারন হাইড্রোজেন বাতাসের চেয়ে হাল্কা বলে।

প্রঃ - ভারতের বিজ্ঞান নগরী কোনটি? 
উঃ - বেঙ্গালুরু।

প্রঃ - পৃথিবীতে সর্ব প্রথম ইন্টারনেট ব্যবস্থার প্রচলন করে কোন সংস্থা?
উঃ - Apernet নামে একটি সংস্থা।

প্রঃ - ইন্টারনেট কী? 
উঃ -সারা বিশ্বের যােগাযােগের আধুনিকতম মাধ্যম। 

প্রঃ -কলকাতায় প্রথম কবে রিক্সা চলে? 
উঃ - ১৯০০ খ্রীষ্টাব্দে জাপান থেকে সাংহাই হয়ে ‘ডিনে রিকশ’ (জাপানি শব্দ, যার মানে মানুষটানা গাড়ি) কলকাতায় আসে।

প্রঃ - প্রথম কোথায় স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগন-মন’ গাওয়া হয়?
উঃ - ভারতের জাতীয় কংগ্রেস-এর কলকাতা অধিবেশন-এ।

প্রঃ - পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দন’ কবে উদ্বোধন হয় কে করেন?
উঃ - ১৯৮৫ সালে, সত্যজিৎ রায়।

প্রঃ-ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব কোথায় অনুষ্ঠিত হয়? 
উঃ-মুম্বাই।

প্রঃ - ভারতের প্রথম থ্রি ডি ছবি কী? 
উঃ - মাইডিয়ার কুট্টিচাত্থান।

প্রঃ - প্রতিটি বেদের কয়টি অংশ ও কী কী?
উঃ - চারটি-সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।

প্রঃ-জাপানী যুদ্ধ বিমান কত সালে কলকাতায় বােম ফেলেছিল? 
উঃ-১৮৯২ সালে।

প্রঃ - মানুষ যদি পৃথিবীপৃষ্ঠে ২ মিটার উঁচু লাফাতে পারে তবে চাদে কত উচ্চতা লাফাতে পারবে? 
উঃ - ১২ মিটার উঁচুতে।

প্রঃ - লবন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? 
উঃ - গুজরাট।

প্রঃ - ম্যালেরিয়া দেহের কোন অঙ্গকে আক্রমণ করে? 
উঃ - প্লীহা।

প্রঃ - কোন অ্যাসিডে অক্সিজেন থাকে না? 
উঃ - হাইড্রোক্লোরিক অ্যাসিড।

প্রঃ - রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট কে হন? 
উঃ - স্বামী ব্রহ্মানন্দ।

প্রঃ - স্বামী ব্রহ্মানন্দ কে ছিলেন? পূর্বে তার ডাক নাম কী ছিল?
উঃ - স্বামী বিবেকানন্দের বাল্য বন্ধু, পূর্বে ডাক নাম ছিল রাজা।

প্রঃ -বেলুড়ের ভুবনবিদিত শ্রী রামকৃষ্ণ মন্দির, কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ-১৯৩৮ সালে।

প্রঃ - কাটুন শব্দটি কোথা থে
কে এসেছে? 
উঃ- ইতালীর শব্দ ‘Cartone' ও ডাচ শব্দ Kartor থেকে, যার অর্থ দৃঢ় ও ভারি কাগজ বা পিচবাের্ড। আসলে কার্টুন চিত্র আঁকা হতাে এই জাতীয় শক্ত বাের্ডের ওপর আর তার থেকেই এরকম নামের উৎপত্তি

প্রঃ - প্রকমিক্স (Comics) শব্দটির উৎপত্তি কোথা থেকে?
উঃ ল্যাটিন শব্দ KomikOS থেকে।

প্রঃ - একটা ব্যাঙ হজম করতে সাপের কত সময় লাগে ? 
উঃ - ৫০ ঘন্টা লাগে।

প্রঃ - প্রথম অভয়ারণ্য স্থাপন করেন কে? 
উঃ - সম্রাট অশােক।

প্রঃ - আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোথায়? 
উঃ - আফ্রিকায়।

প্রঃ - কলকাতায় কত প্রজাতির পাখি দেখা যায় ? 
উঃ - প্রায় ২৬০ প্রজাতির।

প্রঃ - সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উঃ - ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।

প্রঃ - নীল তিমির বাচ্চা দিনে কত করে ওজন বাড়ে? 
উঃ - ৯০ কিলােগ্রাম।

প্রঃ - মানুষ কৃষিকাজ করতে শেখে কবে থেকে? 
উঃ - প্রায় ২০ লক্ষ বছর আগে।

প্রঃ ইলেকট্রিক ইল মাছ কত ভােল্ট অবধি শক দেওয়ার ক্ষমতা রাখে ?
উঃ -৬৫০ ভােল্ট

প্রঃ - মিষ্টি জলের শতকরা ৯০ ভাগ পাওয়া যায় কোথা থেকে? 
উঃ ভূ-গর্ভস্থ জল হিসানে

প্রঃ - হিন্দুস্থান টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা কে? 
উঃ - লালা লাজপত রায়।

প্রঃ - বাতাসে শব্দের গতিবেগ কত? 
উঃ - প্রতি সেকেণ্ডে ৩০০ মিটার।

General Knowledge Questions And Answers 

General Knowledge Questions And Answers| 200 Mcq Questions| 200 Mcq. General knowledge in Bengali| Railway, SSC, Primary Tet, Group-c, d, WBPSC...

General Knowledge Questions And Answers 2022.Gk questionsGeneral knowledgeGk questions with answers| 200 Mcq. General knowledge of Bengali. Most of the students search on the internet for Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, 

General Knowledge Questions, And Group-c, d, Daily GK and GK in Bengali, Current Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC,  MPSC, MPPSC, and other states civil services/ all government job recruitment examinations of India.

আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK QuizGeneral Knowledge Questions And Answers| বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের – Today Gk All Exams -এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.