Type Here to Get Search Results !

Current Affairs in Bengali| 7th September 2021| Important Current Affairs.

Current Affairs in Bengali| 7th September 2021| Important Current Affairs.

Current Affairs in Bengali| 7th September 2021| Important Current Affairs.

কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs in Bengali| 7th September 2021, like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam Gk...

Hello My Dear Students :- আজ আমরা আলোচনা করবো 7th September 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে।2021-22 সালের প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (যেমন রেল, এস এস সি, পি এস সি, ইউ পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স ইত্যাদি পরীক্ষার)।আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন।Current Affairs in Bengali : 7th September 2021.


Today Gk website for GK, GK in Bengali, Gk For Wbcs Preliminary Exam 2021, Rrb Important Science Questions, questions paper, answer key, result, weekly current affairs, gk, RRB Ntpc Gk, mock test, etc. For competitive exams, the Most important Gk (like Wbcs, psc, SSC, RRB NTPC, UPSC, NDA, WBP, constable, postal, etc exam.


Most of the students search on the internet Bengali current affairs, Wbcs Gk (Like Railway, SSC, Primary Tet, or General Knowledge, Group-c, d, Daily GK and GK in BengaliCurrent Affairs and Aptitude for UPSC, WBPSC, POLICE, Primary Tet, SSC, SBI Banking / IBPS, IAS, NTSE, CLAT, RRB, UPPSC, GPSC, MPSC, MPPSC and other states civil services/ all government job recruitment examinations of India.

Current Affairs in Bengali| 7th September 2021| Important Current Affairs.


1. ডাচ গ্রান্ড প্রিক্স 2021 কে জিতলেন ?
Ans: নেদারল্যান্ডের রেডবুল চালক Max Verstappen.


2. Asian Squash Federation(ASF)-এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন?
Ans: সাইরাস পঞ্চা


3. হলিউড অভিনেত্রী এঞ্জলিনা জোলি নতুন একটি বই প্রকাশ করতে চলেছেন যার শিরােনাম কি? 
Ans: Know Your Rights and claim Them: A Guide for Youth.


4. 2020 টোকিও প্যারালিম্পিকে ভারত মোট কয়টি মেডেল জিতেছে?    
Ans: ১৯টি


5. ডিজিটাল পেমেন্ট ইন্টারাক্টিভ জিওস্প্যাটিয়াল প্লাটফর্ম ‘ Pulse platform ‘ কে লঞ্চ করলাে?
Ans: PhonePe.


6. দুবাইয়ে অনুষ্ঠিত 2021 ASBC Asian Youth & Junior Boxing Championships-এ ভারত কয়টি মেডেল জিতলো ?  
Ans: ৩৯টি 


7.টোকিও প্যারা অলিম্পিকের তীরন্দাজি তে প্রথম ভারতীয় হিসেবে কে ব্রোঞ্জ জিতলেন? 
Ans: হারভিন্দর সিং।


8. ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চল?  
Ans:   জম্মু-কাশ্মীর


9.টোকিও প্যারাওলিম্পিক 2020 তে ভারত মােট 19 টি মেডেল ( গােল্ড -5 , সিলভার -৪ , ব্রোঞ্জ -6 ) জিতে কতো তম স্থানে টুরনামেন্ট শেষ করলাে ? 
Ans: 24 তম।


10. 24 তম ফিনান্সিয়াল স্টেবিলিটি এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিল ( FSDC ) মিটিং এর সভাপতিত্ব কে করলেন? 
Ans: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।


11.গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিল কোন হাইকোর্ট?  
Ans: এলাহাবাদ হাইকোর্ট    


12. এশিয়ার মধ্যে প্রথম দেশ হিসেবে প্লাস্টিকের সার্কুলার সিস্টেম প্রমােট করতে ভারত কোন নতুন একটি প্ল্যাটফর্ম লঞ্চ করলাে ? 
Ans: প্লাস্টিক্স প্যাক্ট।


13. ইনস্টাগ্রামে ১৫০ মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটি?  
Ans:   বিরাট কোহলি 


14. আজাদি কা অমৃত মহৎসবের একটি অংশ হিসেবে ঔষধি গাছের চারা বিতরনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার কোন ক্যাম্পেইন লঞ্চ করলাে ? 
Ans: AYUSH AAPKE DWAR.


15. সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে OBC সম্প্রদায়ের জন্য ২৭% পদ সংরক্ষণের ঘোষণা করলো কোন রাজ্য সরকার?  
Ans: মধ্যপ্রদেশ 


16. কোন কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হলো একশৃঙ্গ গন্ডার?  
Ans:  IOCL 



17. দ্রোনাচার্য পুরস্কার প্রাপ্ত কাকে এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের ভাইস – প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হলাে ? 
Ans: Cyrus Poncha.


18. কোন দেশের সাথে ‘SIMBEX-2021’ নামে নৌসেনা অনুশীলনে অংশ নিয়েছিল ভারত?  
Ans: সিঙ্গাপুর


19. ISKCON প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপদ এর 125 তম জন্মদিন স্মরণে বিশেষ 125 টাকার কয়েন কে প্রকাশ করলেন ? 
Ans: প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী।



20. CSolar Energy Corporation of India(SECI)-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন ?  
Ans:  সুমন শর্মা 


Current Affairs in Bengali 6 September 2021 – কারেন্ট অ্যাফেয়ার্স 7 সেপ্টেম্বর 2021” উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (কারেন্ট অ্যাফেয়ার্স 7 সেপ্টেম্বর 2021 কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা 7 সেপ্টেম্বর 2021 বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স 7 সেপ্টেম্বর 2021 সাম্প্রতিক ঘটনা 7 সেপ্টেম্বর 2021 খুব সাম্প্রতিক ঘটনা, সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান, এক নজরে সাম্প্রতিক ঘটনাবলী, সাম্প্রতিক বিষয়াবলি – 6 September 2021.Current Affairs in Bengali 7 September 2021. Bangla Current Affairs 7 September 2021 / 7 September 2021  Top Stories in Bengali Current Affairs in Bengali 2021 GK Today Current Affairs 7 September 2021 



পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত সরকারি ও বেসরকারি চাকরীর পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs in Bengali : 7th September 2021) খুবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যখনি কোনো চাকরীর পরীক্ষার সময় আসে তখন আমাদের মনের মধ্যে একটা ভীতি দেখা দেয় বা ভয় করে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন ধরণের প্রশ্ন আসবে ইত্যাদি ইত্যাদি। তাই সমস্ত দিক বিবেচনা করে আমরা পরীক্ষার্থীদের অবসর সময়ে প্রস্তুতির কথা মাথায় রেখে অনলাইনে কারেন্ট অ্যাফেয়ার্স Current Affairs in Bengali : 7th September 2021.


বিষয়টি বিশেষ গুরুত্ব পূর্ণ ভাবে প্রকাশ করা হল।Current Affairs in Bengali : 7th September 2021 সালের প্রতিদিনের ঘটে যাওয়া, সাম্প্রতিক ঘটনার জেনারেল নলেজ। এই সমস্ত জেনারেল নলেজ গুলি সাধারণত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন:- পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের ক্লার্ক, ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি, মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা, কেন্দ্রীয় স্টাফ সিলেকশনের হায়ার সেকেন্ডারি ও গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ -ডি, রাজ্য ও কোলকাতা পুলিশ কনস্টবল পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক চাকরীর পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা উপর ভিত্তি করে বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স MCQ নিয়ে এসেছি।


আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের` এই “Today GK Quiz– Current Affairs in Bengali | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (Like Railway, SSC, PSC, WBPSC, NTPC, Navy, UPSC, School Service all Competitive exams GK in Bengali)” পােস্টটি ভালো ভাবে পড়ার জন্য ধন্যবাদ। এই ভাবেই আমাদের –Today Gk-All Exams-এর পাশে থাকুন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সমস্ত বিষয়ের যেকোনো প্ৰশ্ন-এর উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং আপনার সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ভান্ডারকে বৃদ্ধি করার জন্য অব্যশই ফলাে করতে পারেন, ধন্যবাদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.